Bangla Shasya Bima Status Check : আপনার নাম বাংলা শস্য বীমা লিস্টে নাম আছে কি না দেখে নিন

আপনার যদি 2023 সালে রবি শস্যের (Rabi) সময় Bangla Sashya Bima করে থাকেন, তাহলে আপনি সেই বীমার জন্য কিছু টাকা পাবেন। Bangla Shasya Bima Status Check করে আপনার নাম বাংলা শস্য বীমা লিস্টে নাম আছে কি না দেখে নিন,আর আপনাকে ক্ষতিপূরণ বাবদ টাকা পাবেন কি না দেখে নিন ।

বিভিন্ন জেলায় বন্যা এবং অতিবৃষ্টির কারণে অনেক চাষীর ভীষণ পরিমানে ফসলের ক্ষতি হয়েছে, এই ক্ষতির কথা মাথায় রেখে রাজ্য সরকার ক্ষতি পূরণ দেওয়ার কথা ঘোষণা করে ছিলেন। 

আপনারও প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষ করা ফসলের যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আপনিও যদি আবেদন করে থাকেন তাহলে আপনিও টাকা পাবেন । 

এছাড়া এবছরও ( ২০২৪ ) প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষ করা ফসলের ক্ষতি হয়েছে, বিভিন্ন জেলায় প্রচন্ড পরিমানে বৃষ্টি এবং তারপর বন্যা হয়েছে। তাই এবছরও সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।

তাই বিভিন্ন জেলায় জেলায় ক্যাম্প করে এই বাংলা শস্য বীমার ফ্রম জমা নেওয়া চলছে। আর যেহেতু “ডানা ঝড়” হয়েছে তার জন্য একমাস সময় বাড়িয়ে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে ঘোষণা করা হয়েছে। 

তাই আপনি যদি বোরো ধান, তিল,বাদাম এবং মুসুর ডাল এই সমস্ত ফসলের জন্য ২০২৩ সালে বীমা করে থাকেন তাহলে আপনি টাকা পাবেন ।

তার জন্য আপনাকে চেক করে দেখতে হবে, আপনি কোন কোন ফসলের জন্য টাকা পাবেন । কারণ আপনি যে ফসলের জন্য বীমা করে রাখবেন তার জন্যই টাকা দেবে বীমা কোম্পানি । অন্য ফসলের জন্য আপনার টাকা দেবে না। 

আরও পড়ুন :- E Shram Card থাকলেই মাসে 3000 টাকা ভাতা দিচ্ছে , অনলাইনে আবেদন কিভাবে করবেন জেনে নিন 

এই বীমা কিভাবে করবেন (Bangla Shasya Bima Form Fill Up 2024)

আপনার এলাকার পঞ্চায়েত বা  মিউনিসিপালিটি অফিসে খোঁজ নিলে জানতে পারবেন কোন তারিখে এই বাংলা শস্য বীমা ফর্ম জমা নেওয়া হবে।  এছাড়া আপনার ব্লকে যেকোনো দিন গিয়ে আপনি এই ফর্মটি জমা করতে পারবেন। উপরে যে তারিখে আপনাকে বলেছি সেই তারিখের মধ্যে। 

এছাড়া আপনার যদি সমবায় অফিসে চাষের জন্য Loan থাকে তাহলে আপনি ওই লোনের উপর ছাড়া পাওয়ার জন্য সমবায় অফিসে এ বীমার জন্য ফর্ম ফিলাপ করে আবেদন করতে পারেন। 

বাংলা শস্য বীমা কোন কোম্পানি জমা নেয়  

পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ অ্যালিয়ানজ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যৌথভাবে রাজ্য জুড়ে রবি মরসুমে রবি শস্যের (Rabi) এবং খরিফ মরসুমে খারিফ শস্যের ( Kharif ) “বাংলা শস্য বীমা” উদ্যোগটি চালু করছে ফসলের জন্য। 

আগে ছিল শুধু পাট (Jute) ফসলের জন্য এখন সেটা বিভিন্ন ফসলের জন্য হয়ে গেছে, আপনি কোন ফসলের জন্য টাকা পাবেন সেটা নির্বাচন করবেন রাজ্য সরকার।

এই বীমা করার জন্য কি কি কাগজপত্র লাগবে (Bangla Shasya Bima)?

এই সমস্ত ডকুমেন্টগুলোতে আপনাকে সই করতে হবে তারপর আপনি জমা দিতে পারবেন।

1) ভোটার কার্ডের জেরক্স

২) আধার কার্ড জেরক্স

৩) ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স 

৪) জমির খতিয়ান অথবা পর্চা ( নতুন এই সালের বা কত সাল পর্যন্ত পেছনে জমা নিচ্ছে সেটা একটু জেনে নেবেন ) বা পাট্টা বা দলিল 

৫) যদি কোনো ব্যক্তির নিজের নামে জমি না থাকে তবে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র জমা দিতে হবে ( নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত) ।

৬) সংশ্লিষ্ট ব্লক, কৃষি আধিকারিক / তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার /রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত ফসল রোপনের শংসাপত্র।

এই বীমার ফর্ম কোথায় পাবেন

বাংলা শস্য বীমার ফর্ম আপনারা কৃষি অফিসে অথবা পঞ্চায়েতে থাকা বীমা প্রতিনিধির কাছেও পেয়ে যাবেন অথবা এই আর্টিকেলের নিচেই ফর্ম ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন।

তারপর প্রিন্ট করে সেটাকে ফরম ফিলাপটা করতে হবে। তারপর জমা দিতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে জেনে নিতে হবে এই প্রিন্ট আউট ফর্ম জমা নিচ্ছে কিনা অনেক সময় জমা নিতে চায়না। 

আবেদন কোথায় জমা করবেন

আপনার এই আবেদনটি যদি কোথাও এই বীমা কোম্পানির প্রতিনিধিরা ক্যাম্প করে থাকেন পঞ্চায়েত অফিসে বা আপনার এলাকায় সেখানে আপনি জমা করতে পারবেন এছাড়া আপনি ব্লকে গিয়েও জমা করতে পারবেন।

আর যাদের সমবায় অফিসে লোন আছে তারা সমবায় জমা করতে পারবেন।

বাংলা শস্য বীমা টাকা কবে দেবে

যারা ২০২৩ সালে আবেদন করেছিলেন রবি শস্যের (Rabi) জন্য তাদের একাউন্টে টাকা দেওয়ার জন্য ক্লেম রেডি হয়ে গেছে কিভাবে চেক করবেন সেটা নিচে দেওয়া আছে।

 আর যারা এখন ২০২৪ এ  আবেদন করবেন তাদের যখন টাকা ছাড়া হবে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে।  তাই ওয়েবসাইট থেকে ফলো করে চলুন আপনি লেটেস্ট খবর গুলো পেয়ে যাবেন।

বংলা শস্য বিমা কিভাবে চেক করবেন (Bangla Shasya Bima Status Check) ?

Bangla Sashya Bima Check করার জন্য আপনাকে কিছু স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করতে হবে, আপনি তিনটি পদ্ধতিতে চেক করতে পারবেন আপনার এই সালের আবেদনটি কি অবস্থায় রয়েছে এবং আগের বছরের কত টাকা দিবে সেটাও চেক করতে পারবেন ।

Bangla Shasya Bima Status Check
Bangla Shasya Bima Status Check online

বাংলা শস্য প্রকল্পের স্ট্যাটাস চেক প্রথম পদ্ধতি (Bangla Shasya Bima voter Card Status Check ) 

  • বাংলা শস্য বীমার অফিসিয়াল পোর্টালটি banglashasyabima.net ওপেন করতে হবে। 
  • এই পোর্টালটি ওপেন করার পর Farmer’s Corner অপশনটা তে ক্লিক করুন। 
  •  আপনার কাছে একটি ফর্ম ওপেন হবে, এখানে আপনার ভোটার কার্ড নাম্বার তারপর কোন সিজনের জন্য আপনি চেক করবেন রবি নাকি খারিফ সেটা সিলেক্ট করে  নিবেন। আপনি যদি আগের বছরটা চেক করেন ২০২৩ সালের সেক্ষেত্রেতে রবি সিলেক্ট করবেন। 
  • এরপর যে সালের  দেখতে চাইছেন সেটা সিলেক্ট করে নিন। আপনি যদি ২০২৩ সালের দেখতে যান তাহলে ফাইনান্সিয়াল ইয়ার ২০২৩-২০২৪ সিলেক্ট করুন।  
  • এরপর চেক ( Check ) বাটনটিতে ক্লিক করুন। 

আপনার সমস্ত ডিটেলস দেখে দেবে আপনার নাম সহ আপনার কতটা জমি এই বীমাতে যোগ করা হয়েছে। সমস্ত কিছুটা এখানে দেখিয়ে দেবে এরপর আপনি নিচে ডাউনলোড সার্টিফিকেট দিয়ে বাটনটি রয়েছে সেটার উপরে ক্লিক করুন।

আপনার কাছে একটা সার্টিফিকেট ওপেন হয়ে যাবে দেখবেন মাঝখানেতে একটি এপ্লিকেশন আইডি রয়েছে সেটিকে কপি করে নিন বা লিখে নিন। 

এরপর বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (BAJAJ ALLIANZ GENERAL INSURANCE CO. LTD.) এর চেক করার  পেজটিকে ওপেন করে নিন নিচে লিঙ্ক দেওয়া আছে।

চেক করার লিংক – BAJAJ ALLIANZ GENERAL INSURANCE CO. LTD.

এ পেজটি ওপেন হওয়ার পরে এখানেতে এই অ্যাপ্লিকেশন আইডির নাম্বারটা কপি করেছিলেন সে নাম্বারটা এখানে লিখে দিন। তারপর নিচে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেটা অ্যানসার করে লিখে দিয়ে সার্চ (Search) যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর ক্লিক করে দিন।

দেখবেন আপনার সবরকম তথ্য দেখিয়ে দিবে, আপনার নাম, পলিসি নাম্বার, যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারে লাস্ট চারটে নাম্বার, এর সাথে Claim Details এ “Yield Data is uploaded. Pending for approval.” এই লেখাটা দেখতে পাবেন।

এর মানে আপনার আবেদনটি অ্যাপ্রভালের জন্য পেন্ডিং আছে আপনি যে ২০২৩ সালে আবেদন করেছিলেন সে আবেদনটি এখন ক্লেম রেডি হয়ে গেছে, শুধু অ্যাপ্রভাল পেয়ে গেলে আপনি টাকা পেয়ে যাবেন।

এই লেখাটির উপরে ক্লিক করুন, ক্লিক করলেই আপনার কাছে একটি ডিটেলস বক্স ওপেন হবে সেখানেতে আপনি যত টাকা পাবেন ২০২৩ সালে যে আবেদন করেছিলেন তারা ডিটেইলস দেখাচ্ছে।

Bangla Shasya Bima Application Status Check

বাংলা শস্য প্রকল্পের স্ট্যাটাস চেক দ্বিতীয় পদ্ধতি (Bangla Shasya Bima Application Status Check ) 

  • এই পদ্ধতিতে বাংলা শস্য বীমা পোর্টাল ওপেন করুন 
  •  ওপেন হয়ে গেলে Application Status যে অপশনটি রয়েছে সেটার উপরে ক্লিক করুন দেখবেন আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে। 
  •  এখানে আপনি যা আবেদন করেছিলেন সে আবেদন করার পরে আপনাকে যে স্লিপে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়েছিল সে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে দিন এখানে। 
  • তারপর চেক বাটনেতে ক্লিক করুন। 
  • এপ্লিকেশন টেটাস এর ঘরে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার আবেদনের স্ট্যাটাসটি কি দেখাচ্ছে।
  • আপনার জমা করার পরে সবার প্রথমে Submitted লেখা থাকবে , তারপর আসবে ada uploaded, তারপর dda approved, তারপর approved লেখাটা আসবে। 
  • এছাড়া আপনার আবেদনের টাকা ছাড়ার অবস্থায় এসে গেলে তখন sno_approved লেখা দেখাবে।

বাংলা শস্য প্রকল্পের স্ট্যাটাস চেক তৃতীয় পদ্ধতি (Bangla Shasya Bima Claim Status Check ) 

এই পদ্ধতিতে বাংলা শস্য বীমা যে কোম্পানি আবেদনটি গ্রহণ করে বাজাজ অ্যালিয়ানজ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি উপরে যে লিংক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করে পোর্টালটি  ওপেন করে নেবেন। 

এদের পোর্টালটিকে ওপেন করার পর ফার্মার আইডি ( Farmer Id)  এই যে অপশনটি রয়েছে ক্লিক করুন ,তারপর আপনার যে ভোটার কার্ড নাম্বার সেই নাম্বারটি এখানে  লিখে দিন। 

এরপর নিচে যে কোশ্চেনটি রয়েছে সেটের উত্তর করে লিখে দিয়ে সার্চ বাটনের ক্লিক করুন।

আপনার যতগুলি ফসলের উপরে এই বাংলা শস্য বীমা করা রয়েছে সবগুলি এখানে দেখিয়ে দেবে, Claim Status এ ক্লিক করার পর Claim Amount এর ঘরে জানতে পারবেন আপনি কোন ফসলের জন্য টাকা পাবেন এবং কত টাকা। 

আর যে স্টাটাসে Claim not reported yet, if any will get updated এই লেখাটি দেখাবে তাহলে আপনি জানবেন এই ফসলের জন্য আপনি টাকা পাবেন না।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:- এখানে ক্লিক করুন (CLICK HERE)