FREE Swasthya Sathi card apply online

আপনার বা ফেমিলির যদি Swasthya Sathi Smart Card না হয়ে থাকে তাহলে আপনাকে এখুনি Swasthya sathi card apply Online এ বানিয়ে ফেলা অবসসই দরকার। কারন Swasthya sathi card online আবেদনের কাজ শুরু হয়ে গেছে ।

তাই এই Swasthya Sathi Scheme যে সুবিধা গুলি রয়েছে , সব চিকিৎসার সুবিধা গুলিই পেতে পারেন। 

যদি আপনি না যেন থাকেন এই Swasthya Sathi Helth Scheme এ কি কি সুবিধা রয়েছে তাহলে আপনি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে দেখুন আপনার সব Confusion কেটে যাবে। 

এছাড়া আপনি এই আর্টিকেলে এটাও দেখতে পাবেন অনলাইনে কিভাবে সাস্থসাথী কার্ডের জন্য এপলাই করতে হয়। তার সম্পূর্ণ অনলাইন পদ্ধতি স্টেপ বাই স্টেপ যেনে যাবেন ।

Swasthya Sathi Helth Scheme এর সুবিধা কি

স্বাস্থ্য সাথী স্কিমও রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যে, স্কিমটি পশ্চিমবঙ্গের নাগরিকদের একটি স্মার্ট কার্ড প্রদান করে যার মাধ্যমে তারা 5 লাখ পর্যন্ত স্বাস্থ্যসেবা সুবিধা পেতে পারেন রাজ্য ও রাজ্যের বাইরে ২ হাজারেরও বেশি হাসপাতালে।।

2016 সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্পটি প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 30 ডিসেম্বর 2016-এ আনুষ্ঠানিক ভাবে চালু করেছিলেন।

এটি একটি নগদহীন স্বাস্থ্য প্রকল্প যা সমস্ত স্বাস্থ্য-সম্পর্কিত খরচ সুবিধা পেতে পারে।

Scheme এর নামSwasthya Sathi Scheme
Levelপশ্চিমবঙ্গ সরকার Scheme
Launched byGovernment of West Bengal (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর)
উদেশ্যউন্নত মানের স্বাস্থ্যসেবা সুবিধা
সুবিধাভোগীWest Bengal এর রাজবাসী
অফিসিয়াল ওয়েবসাইটswasthyasathi.gov.in
আপডেটWebsite Last Update Date: 29/09/2022 07:04:36
Toll-Free Helpline No.18003455384 (10 A. M. to 5 P.M.)
স্বাস্থ্য-সম্পর্কিত খরচ সুবিধা5 lakh
Scheme StatusActive
Scheme টি চালু হয়েছে30 December 2016

swasthya sathi card eligibility -কোন নাগরিক এই প্রকল্পের আবেদন করতে পারেন

রাজ্য সরকারের Swasthya Sathi Scheme 2022 সর্বশেষ আপডেট অনুসারে, এখন, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

যে পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা নতুন কার্ডের জন্য এপ্লিকেশন করতে পারেন। 

আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে 

শুধুমাত্র পরিবারের মহিলা সদস্যদের নামে স্মার্ট কার্ড করা যাবে 

পরিবারে কোনো সদস্যের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম / ই এস আই / সরকার পোষিত কোনো হেলথ ইনস্যুরেন্স / অ্যাস্যুরেন্স স্কীমে অন্তৰ্ভুক্ত যেন না থাকে। 

এছাড়া সরকার বা সরকারি সংস্থা থেকে বেতন পান না কেবল মাত্র এই রকম পরিবারই আবেদন করতে পারবেন।

Swasthya Sathi application ক্ষেত্রে কোন কাজে জন্য কি ফ্রম লাগবে

Swasthya sathi card apply offline form

আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং আপনি পরিবারের কোনো সদস্যের নাম ওই লিস্টে যোগ করতে চাইছেন সেক্ষেত্রে FROM A 

নতুন স্বাস্থ্যসাথী স্কীমে এপ্লিকেশন করতে এবং নতুন কার্ড নিতে FROM B ব্যবহার করুন 

FROM C আপনি যদি কার্ড পেয়ে থাকেন তারপর কোনো সদস্যের নামে বা অন্য কিছুতে ভুল থাকে সেই সবগুলি কারেকশন করার জন্য এই ফর্মটিকে ব্যবহার করতে পারেন।

FROM D আপনার কাছে যে কার্ডটি রয়েছে সে কার্ড থেকে কোন সদস্যের নাম বাদ দিতে গেলে ফর্মটি ব্যবহার করতে পারেন।

অফলাইনে কিভাবে Swasthya sathi card apply করবেন 

উপরে দেওয়া ফ্রম বি ডাউনলোড করে নিয়ে আপনি সেটিকে ফিলাপ করে নিন।

তারপর সেই ফার্মটির সাথে যতগুলি সদস্যের নাম লিখেছেন সবার আধার কার্ড কপি, রেশন কার্ড কপি একসাথে পিন করে আপনার Block/Municipality অফিসে জমা দিয়ে আসুন।

এছাড়া আপনার এলাকায় যদি দুয়ারে সরকার ক্যাম্প হয় আপনি সেখানেও জমা দিতে পারেন। 

আপানার ফরমটি সঠিক ভাবে জমা পরে গেলে Block/Municipality থেকে আপনাকে ও আপনার ফেমেলিকে ডেকে নেবে ফটো তোলা এবং আধারলিংক করার জন্য।

আর ফর্মটা কিভাবে পূরণ করবেন তারজন্য নিচের অংশটিকে পড়ে নিন, একই ভাবে আপনি ফরমটি ফিলাফ করতে পারবেন।

How to apply for a new Swasthya Sathi card online?

এই পদ্ধতিতে আপনি দেখতে পাবেন অনলাইনে কিভাবে স্বাস্থ্যসাথী কার্ড এপলাই করবেন।

নতুন Swasthya sathi Card apply online এ করার জন্য নাম্বার ফ্রম ফিলাপ করতে হবে, অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতির ফরমটি কিন্তু একই রকম।

একইভাবে ফ্রমটি পূরণ করে আপনি অফলাইনেও ফিলাফ করে জমা করতে পারেন। 

স্বাস্থ্যসাথী অফিসিয়াল প্রোটালটি ওপেন করে নিন। এই প্রোটালটি আপনি মোবাইলে এবং ডেক্সটপে দুই জাগাতেই ব্যবহার করতে পারবেন এবং এপ্লিকেশন করতে পারবেন। 

Swasthya sathi card apply online

তারপর উপরে মেনু বার থেকে “Apply Online” এটিকে সিলেক্ট করার পর নিচে আর একটি মেনু খুলে যাবে সেখান থেকে “ONLINE APPLICATION FOR SWASTHYA SATHI CARD ” এটিকে সিলেক্ট করে নিন। 

আপনার কাছে আর একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনার বৈধ মোবাইল নাম্বার লিখে তারই নিচে “Get OTP” এটিকে ক্লিক করুন। আপনার ওই মোবাইল নাম্বারে একটি otp যাবে সিটিকে মোবাইল নাম্বারের পরের বক্সটিতে লিখে দিন। 

অনেকেরই এখেনে Wrong OTP লেখা আসছে। সেই প্রব্লেম টা খুব শীঘ্রই সল্ভ হয়ে যাবে। 

সঠিক ভাবে ওটিপি লিখে দেওয়ার পর “SUBMIT Button” এর উপরে ক্লিক করে দিন, আর একটি পেজ খুলে যাবে এই পেজে তে আপনাকে সম্পূর্ণ ফরমটি ফিলাপ করতে হবে। 

আপনার ডিস্ট্রিকটা সিলেট করে নিন 

ব্ল্যাক বা মিউনিসিপালিটি এর মধ্যে যেটা আপনার সেটিকে সিলেক্ট করুন 

আপনার বা আপনার ফেমিলির যে ক্যাটাগরি হবে সিলেক্ট করুন (SC, OBC, ST, Others )

RESIDENTIAL ADDRESS: আপনার ঠিকানাটি সঠিক ভাবে এবং উল্লেখ করে লিখে দিন 

NAME OF THE APPLICANT: যার নাম এপ্লিকেশন করতে চাইছেন তার নাম ( ফ্যামেলির একটি মহিলার নাম )

তারনিচে APPLICANT এর বাবা / স্বামীর নাম লিখে দিন। 

তারপর বামদিকে আপনার একাকার পিনকোর্ডটি লিখে দিন 

তারনিচে আপনি কোনো ডিপার্মেন্টে EMPLOYED হিসাবে কাজ করে থাকেন তার নাম লিখে দিন এবং নিচে ঠিকানাটি লিখে দিন। কোথাও না কাজ করলে খালি ছেড়ে দিন। 

এছাড়া ডানদিকে যে ৩টি অপশন রয়েছে আপনি যে ডিপার্মেন্টে EMPLOYED হিসাবে কাজ করেন সেখানে কি কোনো সরকারি সংস্থা থেকে হেলথ ইন্সুরেন্স বা মেডিকেল ইন্সুরেন্স পেয়ে থাকেন তাহলে “YES” সিলেক্ট করুন নইলে যেমন NO রয়েছে ছেড়ে দিন। 

তারপর “MEMBER(S) OF FAMILY” এখানে আপনার ফেমেলিতে যে ধরণের সদস্য রয়েছে ছেলে এবং মেয়ে উভয়ে, শুধু মেয়ে নাকি শুধু ছেলে সেটি বেঁচে নিন। 

এরপর “Member List” আপনি যতগুলি সদস্যের নাম ওই কার্ডে যোগ করতে চাইছেন সবার নাম এক এক করে ADD করে দিন। 

তার জন্য প্রথমে EDIT অপশনটিতে ক্লিক করে, “NAME OF THE APPLICANT” যিনি তার নাম লিখে দিন যেহেতু সে Main Holder .

তারপর বয়স, জেন্ডার, আঁধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, যদি কোথাও কাজ করে সেটি কি ধরনের সিলেক্ট করে নিন নইলে আন এম্প্লয়েড এটিকে সিলেক্ট করে নিন। 

তারপর সঠিক মোবাইল নাম্বারটা পরের বক্সটিতে লিখে দিন এবং সবকিছু ঠিকঠাক লেখা হয়ে গেলে ওকে বাটনটিতে ক্লিক করুন।

এরপর আরো মেম্বার এর নাম যোগ করতে চাইলে “Add New Member” এটির উপরে ক্লিক করে যেমন উপরের সদস্যের নামটি ফিলাপ করলেন একইভাবে যতগুলো মেম্বারের নাম যোগ করবেন সেগুলো ফিলাপ করে ফেলতে পারবেন। 

একটু খেয়াল রাখতে হবে রিলেশনের যে বক্সটি রয়েছে সেই বক্সে মেন যে হোল্ডার এবং যার নাম যোগ করছেন তার সাথে এনার সম্পর্কটা কি সেটা এখানে তে সিলেক্ট করতে হবে। 

এইভাবে সব নামগুলি ফিলাপ হয়ে যাওয়ার পরে আপনি নিচে যে সাবমিট বাটন টি আছে সেটি কে সিলেক্ট করুন। 

দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে তারপর একটি রেজিস্ট্রেশন নাম্বার দেবে যাকে আমরা এপ্লিকেশন নাম্বার বলে চিনি সেটিকে আপনি ভালভাবে প্রিন্ট আউট করে বা কপি করে রেখে দিতে পারেন কারণ সেটি পড়ে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি অবস্থায় রয়েছে।

Swasthya sathi card Search

  তাই আপনার অ্যাপ্লিকেশনের status কিভাবে চেক করবেন অফিশিয়াল পেজ টি ওপেন করার পর যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তারই ঠিক নিচে “Check your online application status for Swasthya Sathi card” এই অপশনটা ক্লিক করুন। 

আপনার কাছে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার ডিস্ট্রিকটি সিলেক্ট করে নিবেন এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি সেটা কপি করে রেখেছিলেন রেজিস্ট্রেশন নাম্বার সেটিকে আপনি পরের বক্সটিতে লিখে দিন, তারপর নিচে যে সাবমিট বাটনটি আছে সেটার উপরে ক্লিক করুন।

 দেখবেন আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অবস্থায় আছে সেটি এখানে শো করে যাবে। এছাড়া আপনি কিভাবে চেক করবেন তার পদ্ধতি গুলো কিন্তু step-by-step নিচে দেওয়া আছে সেটিকে দেখে নিও আপনি চেক করতে পারবেন।

Read More : Atal Pension Yojana 210 টাকা জমা করে প্রতিমাসে 5000 টাকা পেনশন

Swasthya sathi card name check কিভাবে করবেন

এই পদ্ধতি টা আপনি কার্ড না হওয়ার আগে করতে পারবেন। আপনি যখন এপ্লিকেশন করে কার্ডের অপেক্ষায় বসে থাকবেন। কার্ড এসার পর সেটিকে কিভাবে চেক করবেন কতগুলি ফ্যামেলির নাম আছে নিচে ডিটেল্সে দেওয়া আছে।

  • আপনি স্বাস্থ্যসাথী অফিসিয়াল প্রোটাল টি ওপেন করে নিন, তারপর উপরের মেনু বার থেকে “Find Your Name” এই অপশনটির ওপরে ক্লিক করুন। 
  • আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিন ( রেজিস্টার মোবাইল নাম্বার না হলেও হবে ) 
  • তারপর “Yourself / Others” এই দুটির মধ্যে থেকে আপনি যে কোনো একটিকে সিলেক্ট করে নিন। সাবমিটের ওপর কিল্ক করুন। 
  • আপনার কাছে আবারো একটি পেজ ওপেন হয়ে যাবো, এই পেজেটে আপনাকে একটি ফ্রম ফিলাপ করতে হবে। 
  • State Name > ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল আছে সেটিকে রেখে দিন 
  • District Name > আপনার ডিস্ট্রিকটি সিলেক্ট করে নিন 
  • Select By > এখানে আপনি কোন ডকুমেন্ট দিয়ে চেক করবেন সেটা সিলেক্ট করে নিন আধার কার্ড নম্বর / খাদ্যসাথী রেশন কার্ড নম্বর। 
  • Block/Municipality > এখানে আপনি যদি ব্লক এর আন্ডারে থাকেন তাহলে ব্লক, নইলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিন ।
  • Block/Municipality Name > আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা সিলেক্ট করে বেছে নিন। 
  • GP Name/ Ward No > আপনি যদি ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম নইলে মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নাম্বার বেছে নিন। 
  • এরপর Select By তে আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করে ছিলেন তার নাম্বারটি লিখেদিন। তারপর “SUBMIT” অপশনে কিল্ক করেদিন। 
  • আপনার কাছে রেজাল্টটি দেখিয়ে দেবে। এই স্কীমে নাম উঠে গেলে সেখানেই আপনার কার্ডের URN নাম্বারটি দেখতে পেয়ে যাবেন। ওই নাম্বারটি কিভাবে চেক করবেন নিচে দেওয়া আছে।

Swasthya Sathi URN search কিভাবে করবেন

আপনি এপ্লিকেশন করার পর সাক্সেসফুলি ভাবে স্বাস্থ্যসাথী স্কীমে নাম উঠে গেলে, তারপর যে URN (Update Request Number) পাবেন সেটি আপনার swasthya sathi smart card নাম্বার।

এই URN নাম্বারটি দিয়ে আপনি চেক করতে পারবেন ঐ কার্ডটিতে কতগুলি সদস্যের নাম রয়েছে।

তাই সেটিকে চেক করার জন্য নিচের স্টেপ গুলি ফলো করুন 

  1. Select State : এখানে কিছু করার নেই, By ডিফল্ট যেমন West Bengal রয়েছে রেখে দিন 
  2. Select District : আপনার ডিস্ট্রিক্ট তা সিলেক্ট করে নিন। 
  3. Enter URN : এখানে আপনার কার্ডের নিচে ১৭ ডিজিটের যে নাম্বারটি হয়েছে সেটি সঠিক ভাবে লিখে দিবেন 
  4. তারপর সাবমিটের ক্লিক করে দিন, কিছুক্ষন অপেক্ষা করলে আপনার ফ্যামেলির যতগুলি সদস্যের নাম যোগ করেছিলেন সেইগুলি দেখতে পেয়ে যাবেন। একবার আপনি মিলিয়ে নিন, কোনো রকম ভুল থাকলে কারেকশন ফ্রম ফিলাপ করে সংশোধন করে নিন।

Swasthya Sathi card apply online FAQ:

Q1: অনেকেই জিজ্ঞাসা করছেন Swasthya Sathi card apply online last date কত ?

Ans: এখন পর্যন্ত কোনো লাস্ট ডেট নেই এপ্লিকেশন করার জন্য।

Q2: Wrong OTP কি করবেন 

Ans: কয়েকবার চেষ্টা করুন OTP ভেরিফাই হয়ে যাবে। আর নইলে কিছু সময় পরে আবার চেষ্টা করুন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

Q3: Can I apply Swasthya Sathi online?

Ans: অবশই আপনি এপ্লিকেশন করতে পারেন। এপ্লিকেশন করার সময় কি কি পূরণ করতে হবে সব এই আর্টিকেলে দেওয়া আছে।

Q4: What are the documents required for Swasthya Sathi card?

Ans: একটি বৈধ মোবাইল নাম্বার, সব সদস্যের আধার কার্ড কপি, রেশন কার্ড কপি।

Q5: Is Swasthya Sathi card need to renew?

Ans: হাঁ, রিনিউয়াল করতে হয়। তার জন্য আপনার ব্লক/ মিউনিসিপালিটি থেকে বলে দেবে আপনাকে কবে সেটি করতে হবে।

Conclusion

তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে একটি স্বাস্থ্যসাথী কার্ড এপ্লিকেশন করা যায়। আপনি একই ভাবে এপ্লিকেশন করতে পারবেন।

আর আপনার এই আর্টিকেল থেকে কোনো রকম হেল্প হয়ে একটু সবার সাথে শেয়ার করে দেবেন। “ধন্যবাদ”