Aadhaar Card Update: ফ্রি সার্ভিস কি বন্ধ হতে চলেছে এই মাসে

যদি আপনার আধার কার্ডটি 10 ​​বছরেরও বেশি ও তার আগে জারি করা হয়ে থাকে এবং সেই নতুন কার্ড হওয়ার সময় থেকে Aadhaar Card Update না করা হয়। Unique Identification Authority of India (UIDAI) এই ধরনের আধার কার্ডগুলির পুনর্বিবেচনা বাধ্যতামূলক করেছে।

তার জন্য পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ উভয়ই প্রয়োজন। আপনার ওই কার্ডটি Verify করার Last date হল 14ই ডিসেম্বর , 2024। এই তারিখের মধ্যে আপডেট করতে ব্যর্থ হলে পরবর্তীতে করা যেকোনো পরিবর্তনের জন্য হয়তো 50 টাকা ও তার বেশি জরিমানা করা হতে পারে।

28 জানুয়ারী, 2009-এ প্রবর্তিত, আধার কার্ড ভারতের সবচেয়ে প্রয়োজনীয় শনাক্তকরণ নথিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। যেটা আপনার জন্য খুব Important Documents হয়ে উঠেছে ।

যদিও একটি PAN Card বা ভোটার আইডির মতো পরিচয়ের প্রমাণ হিসাবে কাজ করে, Aadhaar Card আরও অনেক জায়গায় ব্যাবহার হয়, যেমন ব্যাঙ্কিং এবং সরকারী ভর্তুকি সহ বিভিন্ন পরিষেবার সাথে সংযুক্ত করার জন্যও ব্যাবহার করা হয়ে থাকে ।

Aadhaar Card Update

আধার প্রমাণীকরণে আপনার আধার নম্বর, জনসংখ্যা বা বায়োমেট্রিক ডেটা সহ, যাচাইয়ের জন্য UIDAI-এর কেন্দ্রীয় পরিচয় ডেটা রিপোজিটরিতে (CIDR) জমা দেওয়া জড়িত।

আপনার আধার পুনরায় যাচাই করা নিশ্চিত করে যে আপনার কার্ডের সাথে লিঙ্ক করা তথ্য সঠিক থাকে, আপনার পরিচয় এবং প্রয়োজনীয় পরিষেবাগুলিতে অ্যাক্সেস রক্ষা করে।

UIDAI ( Unique Identification Authority of India ) পুনঃপ্রমাণ করার সময় জমা দেওয়া বিশদগুলি যাচাই করবে, তাদের সিস্টেমে ইতিমধ্যে সংরক্ষিত ডেটার সাথে তুলনা করবে। সবকিছু মিলে গেলে, আপনার আধার বিবরণ সফলভাবে আপডেট করা হবে।

আরও পড়ুন – Pan Card Aadhar Card Link না করালে দিতে হবে কত জরিমানা

Aadhaar Card Update অনলাইনে কিভাবে করবেন

  • myaadhaar.uidai.gov.in এ যান এবং আপনার আধার নম্বর এবং আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো OTP ব্যবহার করে লগ ইন করুন।
  • এর পর আপনি নিছে Document Update যে অপশনটি রয়েছে সেটি ক্লিক করে ওপেন করে নিন ।
  • এরপরই Next বাটনে ক্লিক করে এগিয়ে যান ।
  • আপনার প্রোফাইলে প্রদর্শিত আপনার পরিচয় এবং ঠিকানার বিবরণ মিলিয়ে নিন ।
  • এবং তথ্য সঠিক হলে, ‘I verify that the above details are correct’ অপশনে ক্লিক করে Next বাটনে ক্লিক করে এগিয়ে যান ।
  • ড্রপ-ডাউন মেনু থেকে পরিচয় Proof Of Identity (POI) Document এবং ঠিকানা Proof Of Address (POA) Document যাচাইয়ের জন্য আপনি যে নথিগুলি জমা দিতে চান তা নির্বাচন করুন ৷
  • নির্বাচিত নথি আপলোড করুন এবং এর সাথে যে consent Box টি রয়েছে সেটি টিক করে দিন, এরপর Next বাটনে ক্লিক করে এগিয়ে যান।
  • তথ্য পর্যালোচনা করুন এবং আপনার আধার বিবরণ আপডেট করতে জমা করে দিন ।

এই ভাবে আপনি বাড়িতে বসে নিজের Aadhaar Card Update এর জন্য Document upload করে ফেলুন ।

Aadhaar Card Document Update করার জন্য Document কি সাইজ লাগবে ?

আপনি যে Document Upload করবেন তার সাইজ 2MB এর মধ্যে হতে হবে এবং Document গুলির ফাইল ফরম্যাট JPEG, PNG and PDF এর মধ্যে হতে হবে । তবেই আপনি সঠিক ভাবে Upload করতে পারবেন ।

আরও পড়ুন – Send Whatsapp direct নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপ সেন্ড ? Android And Pc

Mobile OTP Service Blocked by TRAI দেশজুড়ে বন্ধ হচ্ছে মোবাইল OTP পরিষেবা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now