আপনি যদি West Bengal বাসিন্দা হয়ে থাকেন, তাহলে একটা কথা অবশ্যই শুনে থাকবেন Ration Card এর সাথে Aadhar Link করতে হবে ।নইলে আপনার রেশন কার্ডটি বন্ধ করে দেওয়া হবে ।
এরপর আনেকেই প্রশ্ন করে থাকেন Aadhaar Link with Ration Card Online এ কিভাবে করবেন ।
তাহলে আপনাকে বলি খুব সহজেই Online এর মাধ্যমে Ration Card এর সাথে Aadhar Link করতে পারবেন।
আপনার যদি রেশন কার্ড লাল কালি (Deactivate) হয়ে গিয়ে থাকে বা আপনার ফ্যামেলির কারো হাতের আঙুলের ছাপ মিলছে না।
সেক্ষেত্রে আপনি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে যতগুলি রেশন কার্ডের আঁধার লিংক হয়নি,
এবং লাল কালি হয়ে গেছে সব রেশন কার্ডগুলো Aadhaar linking করে ফেলতে পারবেন।
Why Link Aadhaar Card with Ration Card?
আপনি কেন আঁধার লিংক করবেন, কারণ খাদ্য দপ্তরের লাস্ট আপডেট অনুযায়ী সমস্ত রেশন কার্ড গ্রাহকদের আঁধার লিংক করতে হবে।
আপনিও যদি এই কাজটি না করে থাকেন আপনার কার্ডটি (Deactivate) বন্ধ করে দেওয়া হবে।
Food Department এর সিস্টেমটিকে সঠিক করার জন্য এই পদ্ধক্ষেপ।
আর আপনার যদি রেশন কার্ডটি Deactivate হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কিন্তু কোনো রেশনদ্রব্য পাবেন না।
আপনি তখনই রেশন সামগ্রী তুলতে পারবেন যখন আপনার রেশন কার্ডটি গ্রিন টিক থাকবে।
Aadhaar link with ration card online step by step
এবার আপনি জানবেন অনলাইনের মাধ্যমে কিভাবে আধার লিংক করতে পারবেন।
সঠিক ভাবে পড়ে তারপর আপনি লিঙ্কটি করলে ১০০% Successful আঁধার লিংক করে ফেলতে পারবেন।
তাই
Aadhar Link এর পেজটা ওপেন করার জন্য তিনটি পদ্ধতি আপনাদের বলবো।
এই পদ্ধতি গুলি মোবাইল এবং ডেক্সটপ দুই জায়গায় একই ভাবে কাজ করবে।
১. আপনি যে স্ট্যাটাস চেক করেছিলেন সেইখানেই একটি অপশন আছে “Do e-KYC” সেটির ওপরে কিল্ক করলে আপনার কাছে ekyc এর পেজটি খুলে যাবে। সেখান থেকে আধার লিঙ্ক করতে পারবেন।
২. এছাড়া আপনি রেশন কার্ডের অফিসিয়াল প্রোটালটি ওপেন করে নিন। সেখানে ডানদিকে “old website” একটি লেখা আছে সেটির ওপর ক্লিক করুন।
তারপর আপনি দেখেতে পাবেন রেশন কার্ডের যে পুরনো webaite টি আছে সেটি ওপেন হয়ে যাবে।
এই সাইটের যে মেনুবার আছে সেখানে “Link Aadhaar and Mobile with RC” এটি লেখা আছে এটিকে ক্লিক করলেই সেই একই পেজ ওপেন হয়ে যাবে।
৩. এটা ছাড়াও অফিশিয়াল পেজেতে নিচের দিকে গেলে দেখতে পাবেন SPECIAL SERVICES একটি অপশন রয়েছে সেট এর উপরে ক্লিক করেও আপনি ডারেক্ট এই পেজেতে চলে আসতে পারেন।
আধার লিঙ্কর পেজেতে আসার পর আপনি দুটি অপশন দেখতে পাবেন
1. Link Aadhaar with active cards
এখান থেকে আপনি নরমাল যে রেশন কার্ড গুলো রয়েছে সে রেশন কার্ড গুলো যদি আপনার আধার লিঙ্ক না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আধার লিঙ্ক করতে পারবেন।
2. Link Aadhaar with Deactivated / Newly approved cards.
এই অপশন থেকে আপনি যে রেশন কার্ড গুলির ডিএকটিভেট হয়ে গেছে রেশন কার্ড গুলি আধার লিঙ্ক করে চালু করতে পারবেন।
আপনার কার্ডটি যে অবস্থায় রয়েছে সেই হিসাবে আপনি সেটি সিলেক্ট করে নিন। আপনি কি করতে চাইছেন তারপর বাকি পদ্ধতি কিন্তু একই।
প্রথমে আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরিটা আছে সেটি সিলেক্ট করেন নিন, তারপর রেশন কার্ডের নাম্বার টি আছে সেটি সঠিক ভাবে লিখে দিন।
তারপর সার্চ অপশনে ক্লিক করুন, আপনার কাছে রেশন কার্ড ডিটেলস টি দেখিয়ে দেবে।
সেখানে আপনার নাম,হেড অফ দা ফ্যামিলি, আপনার রেশন কার্ড এর আধার লিঙ্ক হয়েছে কিনা এবং মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সবই ডিটেলস আপনি দেখতে পেয়ে যাবেন।
এবং নিচে দুটি অপশন রয়েছে তার মধ্য থেকে “Link aadhar and mobile number” এটিকে টিক করে দিন।
তারপর দেখবেন নিচে একটি বক্স ওপেন হবে সেখানেতে আপনার আধার কার্ডের নাম্বারটি লিখে দিয়ে নিচে যে টিক বক্সটি রয়েছে সেটিকে টিক করে দিন।
সঠিক ভাবে আধার নাম্বারটি লিখার পর SEND OTP এর উপর ক্লিক করুন।
আপনার আধার কার্ডের রেজিস্টার করা মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেটি সঠিক ভাবে লিখে দিন।
তারপর Submit করে দিন।
কিছুক্ষন আপনার ডিটেলসটি সার্চ করবে তারপর আপনার ছবি সহ আপনার সম্পূর্ণ বিবরণ দিয়ে দিবে।
আপনার সবকিছু ঠিক আছে কি না সেটি মিলিয়ে নেওয়ার পর “Verify and submit” এ ক্লিক করে দিন।
রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ডের লিংক হয়ে যাওয়ার একটি সাকসেসফুল ম্যাসেজ পেয়ে যাবেন।
“Aadhaar has been successfully linked with your ration card” এটিকে Ok করে দিন।
তারপর আর একটি নোটিফিকেশন দিবে, আপনি যদি মোবাইল নাম্বারটি লিংক করতে চান তাহলে Yes সিলেক্ট করে নিন।
একটি বক্স দিবে সেখানে আপনার একটিভ মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং Send Otp সিলেক্ট করুন।
আপনার ওই মোবাইল নাম্বারে একটি Otp আসবে সেটি নিচের বক্সটিতে লিখে দিন।
আগের বারের মতোই এবারও “Verify and submit” সিলেক্ট করলেই আপনি দেখতে পেয়ে যাবেন একটি নোটিফিকেশন “Mobile Number Linked Successfully”
অপনার রেশন কার্ডের সাথে আঁধার লিঙ্ক সফলভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে ,আপনি কিছুদিন অপেক্ষা করে তারপর চেক করবেন, আপনি রেজাল্ট দেখতে পেয়ে যাবেন।
কিভাবে চেক করবেন সেটি জানার জন্য নিচে পরে নিন।
Read More: Child ration card apply
Ration Card Aadhar Link Offline West Bengal
আপনি অফলাইনে আঁধার লিংক করতে চান এবং আপনার আধার কার্ডের সাথে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করা থাকে তাহলে রেশন ডিলারের কাছে গিয়ে Ration card aadhar link করতে পারেন।
এখানে আরো একটা কথা আপনাকে বলে রাখি আপনার আঁধার কার্ড এবং রেশন কার্ড দুই কার্ডের নাম কোনো রকম ভুল থাকা চলবে না।
তাহলে কিন্তু আপনার লিংক হবে না। তার জন্য আপনাকে যে কোনো একটি কার্ডটিকে সংশোধন করতে হবে তারপর আপনি লিংক করতে পারবেন।
অফলাইন পদ্ধতিতে কিন্তু আপনার আধাঁর কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ না করা থাকলেও হবে।
Read More: Swasthya Sathi card application online
Ration card Aadhar link status check online এ কিভাবে করবেন
রেশন কার্ডের যে অফিসিয়াল প্রোটালটি রয়েছে সেটিকে ওপেন করে নিন, এখান থেকে বাঁদিকে যে রেশন কার্ড অপশনটি সিলেক্ট করুন।
তারপর দুনম্বর অপশন যেটা রয়েছে Check the Status of your Ration Card সেটিকে ক্লিক করুন, আপনার কাছে আর একটি পেজ ওপেন হয়ে যাবে।
এই পেজে প্রথমে আপনি রেশন কার্ড নাম্বারটি লিখে দিন , তারপর আপনি যে কার্ডটি চেক করবেন তার ক্যাটাগরি সিলেক্ট করে নিন।
সঠিক ভাবে পূরণ করে দেওয়ার পর নিচে যে কাপচারটি রয়েছে সেটিকে দেখে সঠিক ভাবে লিখে দিন তারপর Search অপশনটাই ক্লিক করে দিন।
নিচে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবে, আপনার নাম, পিতার নাম, হেড অফ দা ফ্যামেলি, বয়স, ঠিকানা, ডিলার নাম এছাড়া অনেক কিছু।
ঠিক তারই নিচে দেখতে পাবেন আঁধার নাম্বার, মোবাইল নাম্বার সেই গুলি যদি পূরণ হয়ে থাকে তাহলে আপনার ration card এর সাথে Aadhar link হয়ে রয়েছে হয়ে রয়েছে।
আর আপনার যদি ওই দুটি বক্সের মধ্যে কোনোটাই না থেকে তাহলে আপনাকে Aadhaar Card with Ration Card Link করতে হবে।
সেটি কিভাবে করবেন তার জন্য আপনি “রেশন কার্ডের সাথে কিভাবে আঁধার লিংক করবেন” সেই প্রাগ্রাফটি পড়ে নিন।
FAQ:
Q. Which is the official Aadhaar linking website?
কোনটি অফিসিয়াল আধার লিঙ্কিং ওয়েবসাইট রেশন কার্ডের অফিসিয়াল পেজে পেয়ে যাবেন “LINK AADHAAR WITH RATIONCARD”
Q. Is it mandatory to link an Aadhaar card with a ration card?
রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা অবশই বাধ্যতামূলক কারণ এই আর্টিকেলটি পড়লেই বুঝতে পারবেন।
Q. How can I link my ration card with Aadhaar Online in West Bengal?
আপনি খুব সহজেই রেশন কার্ডের সাথে আধার লিংক অনলাইনে করতে পারবেন। আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ করা থাকলেই হবে। কিভাবে এই আর্টিকেলটি পড়লেই বুঝতে পারবেন।