ওয়েলকাম ফ্রেন্ডস ,
আপনার বা ফেমিলির কোনো আধার কার্ডের ঠিকানা, পিতার নাম বা স্বামীর নাম (Correction of father/husband name) ভুল থাকে সেই আধার কার্ড গুলি সংশোধন কিভাবে করবেন।
এই আর্টিকেল আপনারা সেইটাই দেখতে পাবেন। এই সব কিছু পরিবর্তন করার জন্য আপনাকে কোথায় যাওয়ার দরকার নেই।
আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে এপ্লিকেশন করতে পারবেন।
তার জন্য আপনার আঁধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা থাকতে হবে।
Aadhar Card Address Change Online
আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য আপনাকে আঁধার কার্ড এর অফিসিয়াল পেজে লগইন করতে হবে।
তারজন্য আপনি my Aadhaar পেজটা ওপেন করে নিন।
তারপর Login বটনে ক্লিক করে যে আধার নাম্বারের ঠিকানা চেঞ্জ করবেন সেই আধার নাম্বারটি নিলে দিন।
এবং তার নিচে ক্যাপিকারটি সঠিক ভাবে লিখে দিন।
তরপর Send OTP বটনে ক্লিক করলেই আপনার ওই আঁধারে রেজিস্টার করা মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে।
সেই OTP টি নিচে লিখে লগইন করে নিন। তারপর দেখবেন আর একটি পেজ ওপেন হয়ে যাবে।
তার পর আর একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনার প্রোফাইল দেখতে পেয়ে যাবেন।
ফ্লিফ করে আপনি নিজের আধার কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দেখতে পেয়ে যাবেন।
এই পেজ থেকে আপনি Online Update Service অপসনটা ক্লিক করুন দেখবেন একটি পেজ খুলে যাবে।
তারপর ওই পেজে Update Aadhaar Online এই অপশনের ওপর ক্লিক করে দিন।
আর একটি How it Works? পেজ ওপেন হয়ে যাবে এই পেজটিকে Scroll করে নিচে গেলে Proceed to Update Aadhaar এই বটনটির ওপর ক্লিক করুন।
এবার যে পেজটি ওপেন হবে এখানে আপনি যদি Address Correction করতে চান তাহলে Address অপশনটিতে ক্লিক করে দিন।
এখানে একটি কথা খেয়াল রাখতে হবে আপনার ঠিকানা পরিবর্তন করার আবেদন একের অধিক করতে পারবেন।
আর বাকি পরিচয় একবার / দুইবার পরিবর্তন করতে পারবেন, সেটা দেখে একবার Confirm করে নিবেন।
এর পর Proceed to Update Aadhaar বটনটির ওপর ক্লিক করে দিলেই একটি পেজ খুলে যাবে।
এই পেজেতে আপনার এখনকার আগের ঠিকানা দেখতে পেয়ে যাবেন।
আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য আপনাকে তিনটি স্টেপ কমপ্লিট করতে হবে।
- Address
- Preview
- Payment
Note – এখানে আপনি Care of Change করতে পারবেন।
Address
এখানে Care of এর জায়গায় আপনি Father / Husbend এর নাম লিখে পরিবর্তন করতে পারবেন।
আপনি যদি মনে করেন এখানে প্রথম লাইনে Care of নাম পরিবর্তন করবেন তাহলে সেই নামটি লিখে দিন।
এছাড়া আপনি যে নাম ছিল সেই নামটি লিখে দিন।
তার পরের লাইনে লোকাল ভাষায় উপরের নামটি লেখা হয়ে চলে আসবে, যদি না আসে তাহলে আপনি Google Teanslate লিখে কপি করে ওইখানে পেস্ট করে লিখে দিন।
তারপর নিচে পিনকোড এর জায়গায় আপনার এলাকার পিনকোডটি লিখে দিন।
দেখবেন নিচের অপশন গুলি খুলে যাবে। তারপর বাকি ঠিকানা আপনি নিচে থেকে সিলেক্ট করে পূরণ করে নিন।
এরপর একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন দুটি অপশন আছে Manual Upload / Digilocker .
আপনি যেখান থেকে ডকুমেন্ট আপলোড করবেন এই দুটি অপশন থেকে আপনার সুবিধা হিসাবে বেছে নিন।
তারপর নিচে যে ডকুমেন্ট এর লিস্ট রয়েছে সেখান থেকে আপনার কাছে যেটি রয়েছে সেটি সিলেট করে নিন।
দেখবেন একটি popup দেখাবে সেটিকে ওকে করে দিন। তারপর ডকুমেন্ট আপলোড করার অপশনটি খুলে যাবে।
Aadhar card address change documents required List
এখানে আপনি যে ডকুমেন্টটি বেছেছেন সেটি আপলোড করে দিন।
সঠিক ভাবে ডকুমেন্ট আপলোড হয়ে গেলে Next Button এ ক্লিক করে দিলেই দেখবেন পরের প্রিভিউ পেজটি ওপেন হয়ে যাবে।
Preview
এই পেজেতে আপনি যেগুলি পরিবর্তন করেছেন এবং যে ডকুমেন্ট আপলোড করেছেন সেটি দেখতে পেয়ে যাবেন।
আপনি একবার সঠিকভাবে দেখে Confirm করার জন্য আপনি নিচে যে দুটি ✓ টিক করার জায়গা রয়েছে সেগুলিকে টিক করে দিন।
তারপর Next Button এ ক্লিক করে দিলেই দেখবেন পরের Payment পেজটি ওপেন হয়ে যাবে।
Payment
এই পেজেতে আর একটি টিক করার জায়গা রয়েছে সেটি টিক করে কনফার্ম করে দিন।
তারপর নিচে দুটি পেমেন্ট করার সার্ভার রয়েছে সেগুলির মধ্যে থেকে আপনি যেকোনো একটিকে সিলেক্ট করে নিন।
এর সাথে Make Payment Button এ ক্লিক করে দিলেই দেখবেন পরের Payment Method ওপেন হয়ে যাবে।
এখানে আপনি সমস্ত রকম ভাবে পেমেন্ট করতে পারবেন, Phonepe, Google pay, Debit card, Net Banking & Others
যে কোনো একটি Payment Method সিলেক্ট করে পেমেন্টটি কমপ্লিট করে দিলেই আপনার কাছে একটি Acknowledgment Slip দিয়ে দিবে।
সেটিকে আপনি Download করে বা প্রিন্ট করে রেখে দিন।
Aadhar Card Address Change Online status check কিভাবে করবেন
আপনি যে অনলাইনে আধার সংশোধনের আবেদন করেছেন তার স্ট্যাটাস চেক ২ রকম ভাবে করতে পারবেন।
- আপনি যেভাবে লগইন করেছিলেন সেই ভাবে লগইন করে যে পেজটা খুলবে তার নিচের দিকে গেলে দেখতে পেয়ে যাবেন।
আপনি যতগুলি আবেদন করেছিলেন সেইগুলি দেখতে পেয়ে যাবেন।
আপনার লাস্ট আবেদনটি ধাপে ধাপে কতদূর কাজ হয়েছে দেখতে পেয়ে যাবেন।
- এছাড়া আপনি লগইন না করে স্টাটাস চেক করতে পারবেন।
তারজন্য আপনি My Aadhaar অফিসিয়াল পেজটি ওপেন করে নিন তারপর Check Enrolment & Update Status
এই অপশনটির ওপর ক্লিক করুন।
এরপর যে পেজটি খুলবে ওই পেজে SRN Number (Service Request Number) টি লিখে তার নিচে সঠিকভাবে ক্যাপিকারটি লিখে দিন।
এবং Submit এর ওপর ক্লিক করে দিন।
আপনি যে এপ্লিকেশনটি করেছিলেন তার স্টেসাস দেখিয়ে দেবে।
আপনার আবেদনটি সঠিক ভাবে সংশোধন হয়ে যায় তাহলে আপনি এই লেখাটা দেখতে পারে। Your Aadhaar has been generated. While your Aadhaar is being printed and posted to you, please download eAadhaar from www.UIDAI.gov.in
Aadhar Card Address Change Online