কেন্দ্রীয় সরকার ও তার অর্থমন্ত্রকের তরফে ৯ই মে ২০১৫ সালে Atal Pension Yojana Scheme এর শুরু করা হয়েছিল।
Atal Pension Yojana (APY) এটি একটি সরকারি প্রকল্প, যেটা কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে দেশের সাধারণ থেকে উঁচুতলার নাগরিকদের জন্য এই প্রকল্পটি উপহার দিয়েছিল।
এই কয়েক বছরে কেন্দ্রীয় সরকারের তরফে অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে, এর মধ্যে অটল পেনশন যোজনা সবচেয়ে অন্যতম ।
এই প্রকল্প সাধারণত দেশের সকল অসংগঠিত ক্ষেত্রের যে কর্মচারীরা রয়েছে তাদের জন্য এই পেনশন প্রকল্প নিয়ে আসা হয়েছে।
সেই সকল মানুষ যেন বৃদ্ধ কালে একটি টাকা পেয়ে ভালোভাবে জীবন যাপন করতে পারে।
আর এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করলে এবং সঠিক পেনশন প্লানটি বেছে নিলে 60 বছর বয়সের পর থেকে প্রতিমাসে 1000, 2000, 3000, 4000 এবং 5000 টাকা পর্যন্ত মাসিক পেনশন পাবেন।
Atal Pension Yojana এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যান নিশ্চিত মাসিক পেনশন।
এই APY প্রকল্পের আওতায় থাকলে, দেশের সকল আওতাভুক্তকারী নিজেদের বৃদ্ধ জীবনে বিনা কোন সমস্যা ছাড়া বা অন্য কারোর ওপরে নির্ভরশীল ছাড়াই থাকতে ও ভালো করে বাঁচতে পারবেন।
সেই দিক নিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ।
এই অটল পেনশন যোজনা PFRDA – Pension Fund Regulatory And Development Authority এত অন্তর্গত।
Atal pension yojana eligibility কারা আবেদন করতে পারবেন
সমস্ত ভারতীয় নাগরিক এই APY প্রকল্পে আবেদন করতে পারবেন।
১৮ বছর বয়স থেকে ৪০ বছরের মধ্যে সকল বয়সের মানুষ আবেদন করতে পারেন।
যে আবেদনকারী তার নিজের নামে একটি একাউন্ট থাকতে হবে।সেটি যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে সেভিংস একাউন্ট হলেই হবে।
রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
এছাড়াও আপনি যদি ন্যাশনাল পেনশন স্কিমের অন্তর্গত থাকেন তাহলেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
Atal pension yojana Close Video link – https://youtu.be/fI2T8zHnNsM
Atal Pension Yojana Form - Bengali :: English
Atal pension yojana benefits সুবিধা সম্পর্কে জেনে নিন
যারা এই প্রকল্পে আবেদন করেছিলেন ৬০ বছর বয়সের পর থেকে এই প্রকল্পের অন্তর্গত সকলেই পেনশন পাবেন।
(APY) একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প হওয়ার জন্য বয়স কালে পেনশন পাওয়া নিশ্চিত হবে ।
এই প্রকল্পে আবেদনের জন্য কোন শিক্ষা যোগ্যতার প্রয়োজন নেই।
অটল পেনশন যোজনা আবেদনের প্রয়োজনীয় নথিপত্র
১) এই প্রকল্পের সকল আবেদনকারীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
২) বয়সের প্রমাণপত্র।
৩) ঠিকানার প্রমাণপত্র।
৪) সক্রিয় থাকা একটি নিজের মোবাইল নম্বর।
৫) বর্তমানে তোলা পাসপোর্ট সাইজের ছবি।
APY কতো টাকা জমা রাখতে হবে
এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে প্রথমে ১৮-৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। তার বাইরে আপনি আবেদন করতে পারবেন না।
আর কোনো আবেদনকারীর বয়স যদি ১৮ বছর হয় এবং সে যদি ৪২ – ২১০ মধ্যে টাকা জমা দেয় এই প্রকল্পে তাহলে সে ১০০০ – ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
এই প্রকল্পে আপনার কত টাকা পেনশন হবে সেটি আপনাকেই ঠিক করতে হবে। মানে আপনি ৬০ বছরের পর কত টাকা পেনশন নেবেন সেটা একটি সঠিক প্ল্যান নির্বাচন করে নিন।
তার জন্য আপনার বর্তমান বয়স যেটা হবে তার সাথে আপনি কত টাকা পেনশন নিবেন সেটা বেঁচে নিলেই আপনি দেখতে পাবেন আপনাকে মাসে কত টাকা করে প্রিমিয়াম দিতে হবে।
তার জন্য আপনি নিচের Atal pension yojana chart টি দেখে নিন।
Atal Pension Yojana নিয়ে আরও কিছু তথ্য।
আবেদনকারির মৃত্যু হলে নমিনি এই সম পরিমাণ পেনশন পাবে।
এবার আবেদনকারীর মৃত্যু ঘটলে নমিনি এককালীন একটা টাকা পেয়ে যাবে ১.৭ লক্ষ – ৮.৫ লক্ষ পর্যন্ত পাবে।
Atal Pension Yojana কিভাবে আবেদন করবেন
১) আপনার বাড়ির কাছে যে কোন ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
২) এছাড়া আপনি Airtel Payment Bank থেকেও আবেদন করতে পারবেন।
৩) আগে দেখানো সমস্ত নিয়ম মেনে আপনারা খুবই সহজে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
৪) আপনারা Online এর মাধ্যমেও এই apy প্রকল্পের আবেদন করতে পারবেন।
Conclusion
Atal Pension Yojana নিয়ে আপনাদের কোনো মতামত নিচে কমেন্ট করে জানাবেন। আপনার পছন্দ হলে বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিন । সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।
Pan Card Aadhar Card Link না করালে দিতে হবে কত জরিমানা
FAQ.
Q. What is atal pension yojana
এটি একটি কেন্দ্র সরকারের পেনশন বিমা ।