Bangla Awas Yojana: এবার সবাই পাবে পাকা বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা এই প্রকল্পের আওতায়।
খুব তারাতাতি আপনার বাড়িতে পৌঁছে যাবে আধিকারিকরা আপনার বাড়ির তথ্য যাচাই করার জন্য । প্রকল্পটির নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা ( Pm Awas Yojana) থেকে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) করা হল।
আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উদ্যোগ। এই স্কিমে সম্পূর্ণ টাকা রাজ্য সরকার এর তরফ থেকে নিজেরা দেবে, এই স্কিমে কিছু টানাপরনের কারনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ( Pm Awas Yojana Scheme ) আন্ডারে গ্রামবাংলায় তিন কোটি বাড়ি তৈরি হতে চলেছে। তৃতীয় দফায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নরেন্দ্র মোদি সরকারের কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ৩কোটি পাকা বাড়ি তৈরি করা হবে বলে এই বাজেটে ঘোষণা করেছিলেন।
এখন এই পাকা বাড়ি তৈরির সম্পূর্ণ ভাবে প্রস্তুতি চলছে । তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী কারন এই আবাস যোজনার তালিকা তৈরিতে কিছু ভুল ত্রুটি মানবেন না বলে দিলেন সরকারি আধিকারিকদের ।
আরও পড়ুন –
কিন্তু, বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গে কোন পাকা বাড়ি বা টাকা কিছুই দেওয়া হচ্ছে না । কেন্দ্র সরকার সম্পূর্ণ টাকা এই রাজ্যের জন্য বন্ধ করে রেখে দিয়েছে।
এর ফলের পশ্চিমবঙ্গের আমজনতারা যাদের পাকা বাড়ি নেই বা যারা বাড়িহিন তারা সবাই দুর্ভোগে পড়েছেন । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সাহায্যার্থে ঘোষণা করেছিলেন যদি কেন্দ্র সরকার-এর তরফ থেকে পাকা বাড়ি তৈরীর টাকা না দেয়, রাজ্য সরকার সেই পাকা বাড়ি তৈরি সম্পূর্ণ টাকা দেবে।
সেইমত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নাম বদলে পশ্চিমবঙ্গের বাংলা আবাস যোজনা( Bangla Awas Yojana) প্রকল্প চালু করা হয়েছে, এই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের সঠিক ভাবে তথ্য যাচাই করে সঠিক উপভোক্তাদের পাকা বাড়ির টাকা দেবে সরকার ।
Bangla Awas Yojana কত টাকা দেবে?
এই প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের বাড়ি মূলত সমতল এলাকার তাদের বাড়ি তৈরির জন্য ১,২০,০০০ টাকা দেবে এবং পার্বত্য এলাকার উপভোক্তাদেরী সঠিক বাড়ি তৈরি করার জন্য ১,৩০,০০০ টাকা দেবে।
মোট তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে ৬০ হাজার প্রথমে দেওয়া হবে, তারপর ৪০ হাজার টাকা দেওয়া হবে , তারপর ২০ হাজার টাকা দেওয়া হবে।
- Bangla Shasya Bima Status Check : আপনার নাম বাংলা শস্য বীমা লিস্টে নাম আছে কি না দেখে নিন
- E Shram Card থাকলেই মাসে 3000 টাকা ভাতা দিচ্ছে , অনলাইনে আবেদন করুন
- চালু হচ্ছে বাংলা আবাস যোজনা, সবাই কি পাবে পাকা বাড়ির টাকা | Bangla Awas Yojana
এই টাকা কবে দেওয়া হবে
বর্তমানে খুব শিগগিরি উপভক্তাদের বাড়ি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে । উপভক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে সরকারি অফিসারেরা, কারা বাড়ির টাকা পাওয়ার জন্য যোগ্য আছে সেটা দেখা হবে ।
সমস্ত এলাকা দেখার পর (Bangla Awas Yojana List) ফাইনাল লিস্ট তৈরি করা হবে। যে সমস্ত উপভক্তাদের লিস্টে নাম থাকবে তাদের প্রথম কিস্তির টাকা ২০২৪ সালের ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে ব্যাংক একাউন্টে দেওয়া হবে।
কিছুটা বাড়ি তৈরি হয়ে গেলে সেটি সার্ভে করা হবে তারপর ২-৩ টি কিস্তির মাধ্যমে আপনার একাউন্টে বাকি টাকা পাঠানো হবে ।
Bangla Awas Yojana Scheme বাড়ি তৈরির টাকা পাওয়ার শর্ত
বাংলার আবস যোজনা প্রকল্পে পাকা বাড়ির টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সেগুলি হল-
১) বাড়িতে তিন বা চার চাকার কৃষি যন্ত্রপাতি ও পরিবহন গাড়ি থাকলে হবে না ।
২) যে সকল পরিবারের কোনো সদস্য আয়কর দেন ( Income Tax) সেই পরিবার এই প্রকল্পের বাড়ির টাকা পাবেন না ।
৩) মাসিক ১৫ হাজার টাকা ও তার চেয়ে বেশি আয় করে এরকম পরিবার বাড়ির টাকা পাবে না ।
৪) যাদের ৫ একর এর বেশি অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আসবে না।
৫) যাদের আড়াই একর ও তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা বাড়ির টাকা পাবে না।
৬) পরিবারের কোন সদস্যার সরকারি বাড়ি পেয়ে থাকলে বাকি সেই পরিবারের অন্য নতুন সদস্যের নামে বাড়ি পাবে না ।
৭) বাড়িতে আগে থেকেই পাকা বাড়ি থাকলে অন্য বাড়ির জন্য টাকা পাবে না ।
৮) উপভোক্তা যদি মারা যায় আর নমিনির নাম এই প্রকল্পে নতিভুক্ত করা না থেকে বা নমিনি ছাড়া মারা যায় তাহলেও পাবে না ।
৯) উপভোক্তা তার বর্তমান ঠিকানা ছেড়ে যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলেও পাবে না ।
১০) কিষাণ ক্রেডিট কার্ডের লোনের পরিমাণ ৫০ হাজার টাকার উপরে নেওয়া থাকে থাকলে টাকা পাবেন না।
১১) বাড়িতে যদি মাছ ধরার বোট থাকে থাকলেও এই প্রকল্পের টাকা পাবে না ।
১২) নিজের নামে যদি কোন রকমের ফ্রিজ থাকে অথবা আগের যে পোস্টপেড ল্যান্ড লাইন ফোন থাকে তাহলে পাবে না ।
১৩) পরিবারে কেউ সরকারি দপ্তরে চাকরি করে থাকলে পাবেন না।
১৪) পরিবারে কেউ যদি প্রফেশনাল ট্যাক্স ( Professional Tax ) দেয় তাহলেও পাবেন না ।
কিভাবে যাচাই এর কাজ হবে
প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা “বাংলা আবাস যোজনা” এই প্রকল্পে তালিকা তৈরীর জন্য মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছেন বিভিন্ন থানার ওসিদের। গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে কিছু জনের দল তৈরি করা হবে। ওই দলটির মধ্যে থাকবেন বিভিন্ন সরকারি আধিকারিকরা।
প্রথমে পঞ্চায়েত থেকে বাড়ি তৈরির জন্য একটি নামের তালিকা দেওয়া হবে ওই সরকারি আধিকারিকদের হাতে। যে সকল সরকারি আধিকারিকরা থাকবেন তাদের হাতে তালিকায় যাদের নাম আছে, সেই সকল ব্যক্তিদের বাড়ি গিয়ে সার্ভে করতে পারবেন।
এর পর যারা বাড়ি পাওয়ার উপযুক্ত তাদের Bangla awas yojana beneficiary list আধিকারিকদের গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের ঐ তালিকাটিকে প্রকাশ্য স্থানে রেখে দিতে হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ করার পরেও তিনটি পর্বে সার্ভে করা হবে টাকা দেওয়ার আগে । বিডিও, মহকুমা শাসক জেলাশাসকরা ইচ্ছামত অফিস টাইমে যে কোন সময়ে তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাড়ি গিয়ে যাচাই করতে পারেন।
এর পাশাপাশি জেলা স্তরের যে সকল আধিকারিক রয়েছে সেই সকল আধিকারিকরাও এই সার্ভেতে অংশগ্রহণ করতে পারেন । তবে যদি কোনো ব্যক্তির এই আবাস যোজনার যে তালিকা প্রকাশ হবে তার সম্পর্কে অভিযোগ থাকলে সহজেই অভিযোগ জানাতে পারবেন তিনি।
আপনার এলাকার প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগ জানানোর জন্য একটি বক্স থাকবে সেই বক্সে অভিযোগ পত্রটি রেখে দিতে হবে। শনি, রবিবার বাদ দিয়ে যে কোনো দিন অফিস টাইমে এই অভিযোগ পত্রটি ভালো ভাবে দেখে সেই অভিযোগের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা তৈরিতে কোনো ব্যক্তি যাতে বাদ বা প্রভাবিত না হয় সেই দিকে কড়া নজরদারি রাখছে নবান্ন ।
Bangla awas yojana beneficiary list এ অস্বচ্ছতা হয়েছে এটি প্রমাণ হয় তাহলে সরকারি কর্মীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেবে রাজ্য সরকার। নবান্ন খুব কঠোর ভাবে জানিয়ে দিয়েছে কোন রকম আসঙ্গতি দেখলে সেই সরকারি আধিকারিকের ওপর শাস্তি মূলক ব্যবস্থা নেবে রাজ্য ।
তাই আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনার নিকটবর্তি পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন ।