Bangla Shasya Bima Payment : টাকা দেওয়া চালু হয়ে গেল আপনি পেয়েছেন

Rate this post

সমস্ত চাষি ভাইদের খুব সুখবর Bangla Shasya Bima Payment দিতে আরম্ভ করে দিয়েছে । যারা আপনার এলাকার পঞ্চায়েতের বা ব্লক এর একগ্রিকালচার অফিসে জমা করে ছিলেন তারা তিল এবং বাদামের উপর ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা পাবেন ।

এছাড়া আপনি যদি বাদাম ও তিল চাষের উপর সমবায় অফিস থেকে লোন নিয়ে থাকেন তাহলে আপনি সেই Loan এর উপর কিছু পারসেন্ট ছাড় পেয়ে যাবেন ।

অনেকেরই এখন দুটি কিস্তির মাধ্যমে বাংলা শস্য বীমা যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। যারা ২০২৩ সালে, বাংলা শস্য বীমা আবেদন করেছিলেন তাদের কিন্তু এই সময় টাকা দেওয়া হচ্ছে। বিগত বছরে যে ঝড় বৃষ্টির জন্য এবং যে সব এলাকায় বন্যা হয়েছিল সেই সমস্ত এলাকাগুলিতে বিশেষ করে যেসব জেলা গুলিতে ক্ষতির পরিমাণ বেশি সেই সমস্ত জেলায় ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া হচ্ছে।

এই ধরনের বিষয়ে সবার আগে জানতে চাইলে নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া গুলিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন 👇👇👇
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

কিছুদিন আগে পর্যন্ত আপনি যদি বাংলার শস্য বীমা স্ট্যাটাস চেক ( Bangla shasya bima status check )করতেন তাহলে কিন্তু আপনাকে দেখাচ্ছিলো আপনাকে টাকা দেওয়ার জন্য  ক্লেম রেডি হয়ে গেছে বেশ কিছুদিনের মধ্যেই আপনার একাউন্টে টাকাটি চলে যাবে, এবং তার সাথে কত টাকা দিবে তার অ্যামাউন্টটাও কিন্তু দেখাচ্ছিল।

আর এখন যদি আমি চেক করেন তাহলে দেখতে পাবে আপনার যে টাকাটি সাকসেসফুল ভাবে আপনার একাউন্টে টাকা ঢুকে গেছে যে UTR নাম্বার তৈরি হয়ে গেছে। 

আপনার কোন  শস্য বীমা আবেদন করা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটা এই আর্টিকেলে দিয়ে রেখেছি। আপনি চাইলে দেখে নিতে পারেন – ক্লিক করুন

এছাড়া আর একটি পদ্ধতি যেটাতে সঠিকভাবে বুঝতে পারবেন আপনার কত টাকা দিবে এবং স্ট্যাটাসে সঠিক আপডেট টা দেখিয়ে দেবে আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেভাবে স্ট্যাটাসটা দেখেনি, তাহলে সঠিকটা জানতে পেরে যাবে।

Bangla Shasya Bima Payment Check online
অনলাইনে বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক?

Shasya bima status check সঠিকভাবে করতে চাইলে তাহলে স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিচ্ছি সেভাবে চেক করে নিলে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার একাউন্টে টাকা (Bangla Shasya Bima Payment) ঢুকেছে কিনা বা কি কি ফসলে তে টাকা ঢুকেছে। 

Bangla Shaya Bima BAJAJ ALLIANZ GENERAL INSURANCE
Bangla Shaya Bima BAJAJ ALLIANZ GENERAL INSURANCE

এই আর্টিকেলে আপনাকে যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিতে  বাংলা শস্য বীমা যে কোম্পানির আওতায় রয়েছে তাদের পোর্টালে গিয়ে চেক করতে হবে।

তার জন্য জেনারেল বাজাজ অ্যালিয়ানজ এর চেক করার পেজে আসতে হবে। 

এখানে আসার পর উপরে যে অপশন গুলো রয়েছে তার মধ্যে থেকে ফার্মার আইডি এই অপশনটা সিলেক্ট করবেন, তারপর নিচের বক্সেতে আপনার যে ভোটার কার্ড নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে লিখে দিন। 

সঠিকভাবে লিখে দেওয়ার পর “Answer this simple question” এই অপশন এতে যে ক্যাপচার দেওয়া থাকবে, মানে যে অংকটা দেওয়া আছে সেটা সঠিকভাবে উত্তরটা লিখে দিন পাশের বক্সেতে। এরপর সার্চ অপশনে ক্লিক করুন। 

আপনার ক্ষেত্রে যদি অনেকক্ষণ ধরে সার্চ হয় তাহলে আপনি রিসেট বাটন টার উপরে ক্লিক করবেন। তারপর আবারো একবার আপনার ভোটার কার্ড নাম্বার এবং যে যোগ বিয়োগটা দেওয়া আছে। ওটা সঠিকভাবে লিখে দিয়ে আবার সার্চ করলে দেখতে পাবেন আপনার কাছে নিচে স্ট্যাটাসটি দেখিয়ে দেবে।

এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম এবং আপনার পলিসি নাম্বার এবং আপনি যে সমস্ত রিচার্জ দিয়েছিলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে সে সমস্ত সব কিছুটা দেখতে পেয়ে যাবেন। 

এছাড়া আপনি যতগুলো ফসলের জন্য বীমা করেছিলেন সেই সমস্ত ডিটেলসটা কিন্তু নিচেতে দেখিয়ে দেবে, আপনি প্রত্যেকটা ফসলাতে কত টাকা করে পাবেন ডানদিকে একটা দেখুন লেখা আছে ।

bangla shasya bima payment status
bangla shasya bima payment status

আপনার যদি টাকা ঢুকে তাহলে আপনি Claim Amount এর ঘরে যত টাকা আপনি পাবেন সেই টাকাটা দেখবে তাহলে জানবেন আপনাকে এই ফসলের জন্য টাকা দিয়েছে এবং উপরের ঘর গুলি সব খালি আর নিচের দিকে “Claim not reported yet, if any will get updated” এই লেখেটি দেখাছে তাহলে জানবেন আপনার ওই ফসলের জন্য টাকা দেয়নি ।

Claim not reported yet, if any will get updated
Claim not reported yet, if any will get updated

এর পর আপনি ব্যাঙ্কের একাউন্টে চেক করে দেখেতে পারেন আপনার টাকা বাঙ্কে ধুকেছে কি না । সব কিছু ঠিক থাকলে আপনার একাউন্টে টাকা ঢুকে যাবে ।

আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন

👍
👎

এই রকম ভাবে আপনি ২০২৪ সালের বাংলা শস্য বিমা করতে পারেন আপনি টাকা পাবেন ।

শস্য বীমা মানে কি?

শস্য বীমা হল কৃষকদের দ্বারা করা একটি ফসল বীমা এবং একটি দেশের সরকার তরফ থেকে ভর্তুকি দেওয়া হয় প্রাকৃতিক দুর্যোগ, যেমন শিলাবৃষ্টি, খরা এবং বন্যা (“ফসল বীমা“) বা কৃষকদের ক্ষতির কথা মাথায় রেখে তাদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করার জন্য ক্ষতিপুরন দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে ।