New born baby ration card apply কিভাবে online আবেদন করবেন West Bengal 2024 , নতুন মেম্বার যোগ করার পদ্ধতিটি জেনে নিন।
আপনারা এই আর্টিকেলে দেখতে পাবেন Child ration card apply সম্পূর্ণ পদ্ধতি, এছাড়া আপনাদের সাথে কাউকে Add Member করবেন সেটাও করতে পারবেন।
হাই ফেন্ডস , আমাদের সবার জীবনে বাচ্চাদের নতুন রেশন কার্ড সবাইকেই করতে হয়। তাই সেটি নিয়ে অনেকেই প্রব্লেমে থাকেন যে আমাদের ফ্যামেলির সাথে কিভাবে আমার ছেলের ও মেয়ের নাম যোগ করবো।
তাই এই Child ration card apply আরটিকেলে আপনাকে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেব, কিভাবে আপনার সবার ডিজিটাল রেশন কার্ডের সাথে আপনার ছেলের মেয়ের নাম যোগ করবেন।
এছাড়া আপনি যদি বাচ্চা ছেলে মেয়ে ছাড়া প্রাপ্ত বয়স্কদের নাম আপনার ফেমিলির সাথে যোগ করতে চান, তাহলে একই পদ্ধতিতে এপ্লিকেশন করে নামটি যোগ করে ফেলতে পারবেন।
আপনার পরিবারে যদি কেউ বাচ্চাদের নতুন রেশন কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনি ফ্রম নাম্বার ৪ এর সাহায্যে আপনার ফ্যামেলির সাথে বাকি সদস্যেরও ডিজিটাল রেশন কার্ড বানিয়ে ফেলতে পারবেন।
- Aadhaar Card Update: ফ্রি সার্ভিস কি বন্ধ হতে চলেছে এই মাসে
- Aadhar Card Address Change Online পিতা | স্বামীর নাম সংশোধন
- Atal Pension Yojana 210 টাকা জমা করে প্রতিমাসে 5000 টাকা পেনশন
- Bangla Shasya Bima Payment : টাকা দেওয়া চালু হয়ে গেল আপনি পেয়েছেন
- Bangla Shasya Bima Status Check : আপনার নাম বাংলা শস্য বীমা লিস্টে নাম আছে কি না দেখে নিন
- Bank Account DBT Link Online : কিভাবে অনলাইনে DBT লিঙ্ক করবেন জেনে নিন
- Best pdf scanner for pc NAPS2 scanner download FREE | Jpeg to Pdf save
- Birth certificate download: নাম্বার যদি না থাকে বা মোবাইল নাম্বার নেই
আর যদি আপনার কোনো সদস্যেরও কোনো ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকে তাহলে আপনি ৩ নম্বর ফ্রম ফিলাফ করে আবেদন করেত পারেন।
তাই আপনি সম্পূর্ণ আর্টকেলটি পরে দেখুন আপনার প্রব্লেমটার উত্তর পেয়ে যাবেন।
New Ration Card Apply For Child In West Bengal ডিজিটাল রেশন কার্ডের বিস্তারিত
নাম | WBPDS |
কাদের দ্বারা চালু করা | ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (ডব্লুবিপিডিএস) |
সুবিধা পাবেন | পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদারা |
উদ্দেশ্য | সকল প্রকার মানুষকে ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা |
রেশন কার্ডের ওয়েবসাইট | https://wbpds.wb.gov.in/ https://food.wb.gov.in/ (New) |
New Apply Site | Apply Now |
Ration card application video
Releted Artical – How to Aadhaar Link with Ration Card Online
Child ration card apply online এ কিভাবে আবেদন করবেন জেনে নিন
নতুন রেশন কার্ড আবেদন করার জন্য আপনাকে নতুন সাইটে আবেদন করতে হবে । কারন ২০২৫ এর মার্চ মাস থেকে নতুন করে আবেদন সাইট লঞ্চ করছে খাদ্য দপ্তর ।
এই নতুন সাইট থেকে আপনি সমস্ত রকমের আবেদন করতে পারবেন, সেটাও আধার OTP করে । আপনার আধার নাম্বার ধরে আপনি সমস্ত ফ্রমে আবেদন করতে পারবেন ।
তার জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে । যদি আপনার এই পর্যন্ত সব ঠিক থাকে তাহলে আপনি আবেদনের পদ্ধতিটি নিচে জেনে নিন ।

- How to Download NOC from Bajaj finance Online
- Ration card transfer online – বিবাহ বা অন্য কারনে
- How to collect jio coin online – জিও কয়েন কি ভালো
- Birth certificate download: নাম্বার যদি না থাকে বা মোবাইল নাম্বার নেই
- Ration card mobile number update:রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করব কিভাবে?
বাচ্চার রেশন কার্ড অনলাইনে আবেদন করতে গেলে খাদ্য দপ্তরের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি ওপেন করে নিন।
১) উপরে “Apply Now” এই যে বাটনটি সেটিকে ক্লিক করে ওপেন করে নিন।
২) একটি পেজ ওপেন হয়ে যাবে, এই পেজটি নতুন সাইটের পেজ, এখানে আপনি যে পরিবারে নতুন সদস্যের নাম যোগ করবেন সেই পরিবারের প্রধান সদস্য বা যার নাম যুক্ত হবে তার আভিবাবকের আধার কার্ডের নাম্বারটি লিখে দিন ।
৩) এর পর নিচে যে বক্সটি রয়েছে সেটি ক্লিক করে ঠিক চিহ্ন করে, তার নিচে যে SEND OTP বাটনের উপরে ক্লিক করুন।

৪) ওই আধার নাম্বারে যুক্ত থাকা মোবাইল নাম্বারে আপনার কাছে একটি OTP আসবে সেই OTP টি সঠিক ভাবে লিখে দিয়ে SUBMIT OTP অপশনে ক্লিক করে দিন ।
৫) ওই আধার কার্ডে যে রেশন কার্ড যুক্ত আছে সেই কার্ডের বিস্তারিত দেখিয়ে দেবে, আপনি একবার মিলিলে নেবেন এবং যদি সব ঠিক থাকে তাহলে নিচে ” হাঁ ” অপশনটিতে ক্লিক করে NEXT বাটনে ক্লিক করে দিন ।
৬) এর পর আপনার কাছে DASHBOARD / যত রকমের অনলাইন আবেদন ফ্রম হয় সেই গুলি এখানে দেখতে পাবেন ।
৭) এখান থেকে আপনি Child ration card apply ফ্রম নাম্বার FROM-4 ক্লিক করে দিন ।
৮) তারপর আপনার কাছে ফ্যামিলির কিছু তথ্য ওপেন হয়ে যাবে, কত নাম্বার ফ্রম ফিলাফ করছেন এবং আধার নাম্বার ও ফ্যামিলির রেশন কার্ড নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই নাম্বার দেখতে পেয়ে যাবেন। এরপর নিচে NEXT বাটনে ক্লিক করে দিন ।
৯) এরপর একটি পেজ ওপেন হবে, এখানে আপনার পরিবারের বর্তমান সদস্যদের নাম দেখতে পাবেন । এখানে কিছু করার দরকার নেই নিচে NEXT বাটন রয়েছে ক্লিক করে এগিয়ে যান ।
১০) এরপর যে পেজ ওপেন হয়েছে এখানে আপনি যে সদস্যের নাম যুক্ত করতে চাইছেন তার আধার কার্ড থাকলে আধার কার্ড সিলেক্ট করে নাম্বার নাম্বারটি লিখে ভেরিফাই করে নিন ।

১১) যদি আপনার কাছে এখন কারের জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট নাম্বার লিখেও ভেরিফাই করতে পারেন ।
১২) ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি OTP যাবে সেই নাম্বারটি সঠিক ভাবে লিখে দিন ।
১৩) এর সাথে নিচে যে বাটনটি রয়েছে ” Submit OTP For Aadhaar Authentication” এই বাটনে ক্লিক করে দিন ।
১৪) যার দিয়েছেন আধার কার্ড নাম্বার ধরে ভেরিফাই হয়ে গেলে,তার নাম,জন্ম তারিখ এবং অভিভাবকের নাম অটোমেটিক ফিলাপ হয়ে যাবে।
১৫) এরপর আপনার যে কাস্ট হবে সেটি সিলেক্ট করে নেবেন এবং অভিবাবকের আপনার কে হয় সেটা সিলেক্ট করে নেবেন । আর অভিবাবাকের নামের বক্সে যদি এই ধরনের লেখা থাকে কেয়ার অফ ( C /O: ) তাহলে এই লেখাগুলিকে এডিট করে বাদ দিয়ে দিন শুধু নামটা জানা থাকে সে রকম রেখে দিন।
১৬) এরপর যার নাম যুক্ত করছে সে যদি প্রতিবন্ধি বা কুষ্ঠিব্যাধি থাকে তাহলে এই অপশন থেকে আপনার যেটা সেটা সিলেক্ট করে নেবেন ।
১৭) যদি এর মধ্যে কিছু না হয় তাহলে সবগুলো খালি রেখে কনফার্ম বাটনটায় উঠে ক্লিক করুন ।
১৮) এরপর আরেকটি পেজ ওপেন হবে এখানে আপনি যে ফিলআপ করেছেন সে ডিটেলস গুলো দেখাবে এখান থেকে চাইলে আপনি যদি কিছু ভুল থাকে ডিলিট করতে পারবেন। এছাড়া আপনি যদি আরো সদস্যের নাম যোগ করতে চান তাহলে এড এনাদার মেম্বার এ বাটনটি আমরা ক্লিক করে আপনি তার ডিটেলস গুলো ফিলাপ করে দিতে পারেন।

১৯) এরপর নিচে যে ঘোষণা গুলি রয়েছে সে ঘোষণা গুলিকে ঠিক করে দিয়ে নেক্সট বাটন এর উপরে ক্লিক করুন।
২০) এরপর আপনার কাছে একটি কনফার্মেশন পপ আপ ওপেন হবে এখানে Yes বাটানো সিলেক্ট করে দিয়ে এগিয়ে যান।
২১) এরপর আপনার আধার কার্ডে যে ঠিকানা দেওয়া আছে সে ঠিকানা অটোমেটিক ফিলআপ হয়ে থাকবে। আপনার যদি মনে হয় কোন বক্সে ফিলাপ হয়নি সেটা আপনি নিজে থেকে ফিলাপ করে নিবেন । তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন ।
২২) এরপর আপনার কাছে রেশন দোকান নির্বাচন করার অপশন দেবে আপনার ফ্যামিলির সমস্ত রেশন কার্ড যেখানেতে আছে সেই রেশন দোকানটা এখানে তে এসে যাবে তবু আপনি একবার মিলিয়ে নেবেন । তারপর ক্লিক করুন ।
২৩) এরপর আপনাকে ডকুমেন্টস আপলোড করার একটি অপশন দেবে এখানে তো আপনি আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট , যেটা আপনার কাছে থাকবে ওখানে আরো ডকুমেন্টস লেখা আছে দেখতে পাবেন। সেখান থেকে আপনার কাছে যেটা থাকবে সেটা আপলোড করে দিন ।
২৪) ডকুমেন্টস গুলি jpg,jpeg and PDF ফাইলে হতে হবে, নইলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না । আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন সে ডকুমেন্টস সাইজ ৩০০ কেবি মধ্যে তার কমে হতে হবে ।
২৫) এরপর সাবমিট ডকুমেন্টস এই বাটনটি ক্লিক করে এগিয়ে যাবেন।
২৬) এরপর আপনার কাছে একটি সাকসেসফুল মেসেজ দিবে যে আপনার ডকুমেন্ট সেভ হয়ে গেছে সাকসেসফুলি ভাবে এবং আপনার আধার নাম্বার ধরে থেকে এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে ।
অতয়েব আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ভাবে হয়ে গেছে।
এইভাবে আপনি “New Child ration card apply” এর মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন ।
Who is eligible for ration card in West Bengal?
- পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হলেই আপনি আবেদন করতে পারবেন ।
- নতুন আপডেট অনুযায়ী যার আবেদন করবেন তার আধার কার্ড থাকতে হবে ।
- এছাড়া QR Code যুক্ত নতুন জন্ম সার্টিফিকেট থাকতে হবে এবং মোবাইল নাম্বার যোগ থাকতে হবে জন্ম সার্টিফিকেটে ।
Minimum age for ration card in west bengal
কিছুদিন আগে পর্যন্ত ২ বছর বয়সের পর থেকে আপনি New baby ration card apply করতে পারতেন , কিন্তু এখন বাচ্চার আধার কার্ড হলে তার পর আপনি বাচ্চাদের নতুন রেশন কার্ড এর জন্য আবেদন করতে পারবেন।
অফলাইনে নতুন Child ration card apply করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন
আনেক কিছু ডকোমেন্ট লাগবে তার মধ্যে যেগুলি ইম্পটেন্ট সেইগুলি নিচে দেওয়া রইল ।
ফ্রম নাম্বার ৪ বাচ্চার নতুন ডিজিটাল রেশন কার্ড আবেদন করার জন্য এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে।
- জন্ম সার্টিফিকেট
- আধার কার্ড
- পরিবারের ডিজিটাল রেশন কার্ডের রেজিস্টার করা মোবাইল নম্বর ।
জন্ম সার্টিফিকেট এবং আধার কার্ড দুটি একই PDF ফাইলে থাকলে তারাতারি এপ্রুভ দিয়ে দেয় ।
প্রাপ্তবয়স্কদের জন্য এই ডকুমেন্টগুলো লাগবে
- আধার কার্ড
- ভোটার কার্ড (যদি থাকে )
- প্যান কার্ড যদি থাকে (যদি থাকে )
- ডকুমেন্টস গুলো কিন্তু সব 100kb মধ্যে হতে হবে এবং ফাইলগুলি জেপিজি এবং পিডিএফ এই ফরম্যাটে হতে হবে ।
- এটাও মনে রাখবেন আপনার পরিবারের কোনো সদস্য নতুন নাম ডিজিটাল রেশন কার্ড যোগ করতে চান এবং একটু বয়স বেশি, তাদের ক্ষেত্রে যদি আধার কার্ড এবং ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন।
- নইলে বাচ্চাদের নতুন রেশন কার্ড এর সাথে আধার কার্ডের লিংকটা হবে না। আপনাকে তখন আলাদাভাবে রেশন কার্ডের সাথে আধার লিঙ্কটা কমপ্লিট করতে হবে।
আরও পড়ুন – রেশন কার্ড কিভাবে আঁধার লিংক করবেন জেনে নিন
ডিজিটাল Child ration card apply Ofline কিভাবে এপ্লিকেশন করবেন
অফলাইনে রেশন কার্ড এপ্লাই করার জন্য আপনাকে ( নতুন রেশন কার্ড ফরম pdf ) 4 নম্বর ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সে ফরমটি ফিলাপ করে আপনাকে খাদ্য দপ্তরে জমা করে আসতে হবে।
সেখান থেকে আপনাকে একটা ছোট্ট স্লিপ দিবে যাতে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি লেখা থাকবে সেই অ্যাপ্লিকেশন নাম্বার ধরে আপনি চেক করতে পারবেন।
রেশন কার্ড করতে কি কি লাগে
- পূরণ করা অ্যাপ্লিকেশন ফ্রম
- জন্ম সার্টিফিকেট কপি
- পিতার রেশন কার্ড কপি
- পিতার আঁধার কার্ড কপি
- পরিবারের কোনো সদস্যের বৈধ মোবাইল নাম্বার লাগবে
New ration card apply for child in west bengal অফিসিয়াল হেল্পলাইন নম্বর
- ফোন: 1800 345 5505 / 1967 (টোল ফ্রি)
- ইমেল: itcellfswb1@gmail.com পশ্চিমবঙ্গের
ডিজিটাল Ration card status check অনলাইন
রেশন কার্ড এপ্লাই এর পরে আপনি চেক করতে চান তাহলে এখন আপনি দু রকম ভাবে চেক করতে পারবেন ।
১নং পদ্ধতিঃ
আপনি অ্যাপ্লিকেশনের পরে Dashboard এ এসে সিটিজেন হোম এই অপশনটি যে রয়েছে ক্লিক করলে নিচের দিকে চেক এপ্লিকেশন টেটাস ( Check Application Status ) একটি বাটন দেখতে পাবেন।

এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বাটনটির উপরে ক্লিক করলেই আপনার এপ্লিকেশনটি দেখতে পেয়ে যাবেন । ওইখানে একটি বাটন দেখতে পাবেন ভিউ বাটন সেটার উপরে ক্লিক করলেই আপনার ফ্যামিলির যতগুলি নাম রয়েছে সবগুলো দেখে দিয়ে দেবে এবং নিচের দিকে এপ্লিকেশন হিস্টরি চেক করতে পারবেন ।
আপনার অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় রয়েছে সেটা এখানে তো দেখতে পেয়ে যাবেন পেন্ডিং আছে কি approval পেয়ে গেছেন।
এটা নতুন পদ্ধতিতে সাইটটাকে এইরকম ভাবে রেডি করা হয়েছে। আপনি চাইলে পুরাতন পদ্ধতিতে করতে পারবেন। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সে মোবাইল নাম্বারটা ধরে নিচে যে পদ্ধতিতে আপনাকে দেখিয়ে দিচ্ছি সে পদ্ধতিতে চেক করতে পারবেন।
২নং পদ্ধতিঃ
রেশন কার্ডের অফিস এর প্রোটালটি ওপেন করুন সেখান থেকে একটু নিচে গেলে CHECK STATUS OF RATION CARD APPLICATION এই অপশনটা উপরে ক্লিক করুন।
আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন।
- প্রথমে আপনি কত নম্বর ফরম ফিলাপ করেছেন সেটা সিলেক্ট করুন
- আপনি যদি অফলাইন ফর্ম ফিলাপ করে থাকেন তাহলে আপনাকে যে স্লিপ টা দিয়েছিল তাতে যে এপ্লিকেশন নাম্বার টি লেখা রয়েছে সে নাম্বারটা দ্বিতীয় বক্সে লিখে দিন।
- আর যদি আপনি অনলাইনে এপ্লিকেশন করে থাকেন তাহলে উপরে বক্স আছে তিন নম্বর বক্সে লিখুন আপনার মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন।
- তারপর নিচের যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি সঠিক ভাবে লিখে দিন।
- এরপর নিচের সার্চ অপশনটি রয়েছে সেটির উপর ক্লিক করুন।
- আপনার কাছে রেজাল্ট শো করবে আপনার অ্যাপ্লিকেশনটি যে অবস্থায় রয়েছে আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন।
- তারপর আপনার যদি রেশন কার্ড হয়ে যায়, নিচেতে আরেকটি বক্স আছে দেখতে পাবেন সেখানে “View card details” একটি অপশন আছে সেটির ওপর ক্লিক করুন।
- সেখানে আপনার নাম থাকবে এবং আপনার রেশন কার্ড নাম্বার তার সাথে আপনার রেশন কার্ডের ধরনটা সেটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন।
- ডানদিকে যে ডাওনলোড অপশনটি রয়েছে সেটাকে ক্লিক করে আপনার রেশন কার্ডটি ডাওনলোড করতে পারবেন।
অনলাইনে E Ration Card Download পদ্ধতি
১) আপনি রেশন কার্ড চেক করার সময় যদি ডানদিকে ডাউনলোড অপশন দেয় তাহলে আপনি ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন।
২) আর যদি আপনারা ওখান থেকে ডাউনলোড না হয় তাহলে আপনি অফিশিয়াল ওয়েবসাইট চলে আসুন তারপর পেজটির নিচের দিকে গেলে “ই রেশন কার্ড” টির উপরে ক্লিক করুন।
৩) তারপর আরেকটি পেইজ ওপেন হয়ে যাবে সেই পেজে নিচের দিকে গেলে দেখতে পাবেন “ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড“এই অপশনটা উপরে ক্লিক করুন।
৪) আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার পেজটি ওপেন হয়ে যাবে।
৫) আপনি যদি রেশন কার্ডের নম্বরটি সার্চ করে পেয়ে থাকেন তাহলে রেশন কার্ডের নাম্বার টি কপি করে এখানে পেস্ট করে দিন, এরপর নিচে যে ক্যাপচারটি রয়েছে সঠিক ভাবে লিখে দিন ।
৬) তারপর নিচে সার্চ বাটনে ক্লিক করুন ।

৭) আপনার রেশন কার্ডটি অফিস থেকে পিডিএফ ফাইল টা ছাড়া থাকে, থাকলে আপনার ডিজিটাল রেশন কার্ড এর নাম এখানে দেখাবে ।
৮) আপনি যদি আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইলে ওটিপি পাঠিয়ে ডাউনলোড করতে চান, তাহলে সেই নামের সোজা SEND OTP বাটনে ক্লিক করে দিন ।
৯) নইলে আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেটি ডানদিকে দেখতে পেয়ে যাবেন সেই নাম্বারেউ ওটিপি পাঠাতে পারেন ।
১০) OTP এসে গেলে সেই নাম্বারটি সঠিক ভাবে লিখে দিলেই একটি পেজ অটোমেটিক ওপেন হবে সেখানে আপনি সমস্ত রেশন কার্ড ডাউনলোড করার বাটন দেখতে পেয়ে যাবেন ।
১১) আপনি যে E Ration Card Download করতে চাইছেন সেটি ডাউনলোড করে নিন, তারপর রেশন কার্ড প্রিন্ট আউট করে আপনি সব রকম কাজ করতে পারবেন এবং ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবেন।
সেখানে আপনি চাইলে এটাকে যেটুকু আপনার রেশন কার্ড হয়েছে সেটুকু কেটে ল্যামিনেশন করে রাখতে পারেন এবং পিভিসি কার্ড হিসেবেও আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন।
How to print PVC ration cards and Aadhaar card
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন
How to print PVC ration card and Aadhaar card
আপনি যদি রেশন কার্ড সংশোধন করে থাকেন তাহলে আপনি দেখে থাকবেন আপনার রেশন কার্ডটি সম্পূর্ণভাবে সংশোধন হওয়ার পরেও রেশন কার্ডটা…
Conclusion
আমি এই ভাবে অনলাইনে Child ration card apply করে দেখেছি, সেটি সাক্সেসফুলি ভাবে সাবমিট হয়েছে এবং কার্ডটি অফিস থেকে ছেড়ে দিয়েছে, তাই আপনিও এই ভাবে এপ্লাই টি করে ফেলুন।
আর এই আর্টিকেলটি যদি আপনার উপকারে এসে থাকে আপনি অবশই সবাইকে শেয়ার করে দেবেন।
Frequently asked questions (FAQ) :
আমি কীভাবে পশ্চিমবঙ্গে আমার সন্তানের জন্য রেশন কার্ডের জন্য আবেদন করতে পারি?
আপনি অনলাইন বা অফলাইনে এপ্লাই করতে পারেন ।
পশ্চিমবঙ্গে রেশন কার্ডের সর্বনিম্ন বয়স কত?
বাচ্চা ও প্রাপ্ত বয়স্কদের যেকোনো বয়সে রেশন কার্ডের জন্য এপলাই করতে পারবেন।
পশ্চিমবঙ্গে নতুন রেশন কার্ডের জন্য কোন ফর্ম প্রয়োজন?
যদি আপনার বা আপনার ফ্যামেলির কোনো ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকে তাহলে FROM -3 , আর যদি আপনার নাম ফেমিলির রেশন কার্ডের সাথে যোগ করতে চান তাহলে FROM-4 ফিলাপ করতে হবে।
পশ্চিমবঙ্গে আমি কীভাবে অনলাইনে রেশন কার্ড পূরণ করতে পারি?
Ans: রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে অনলাইনে এপলাই করতে পারবেন। আর আপনার যদি কোনো রকম প্রব্লেম হয় তাহলে আপনি সম্পূর্ণ আর্টিকেল টি পরে আপনি এপ্লিকেশন করতে পারেন।