E Shram Card থাকলেই মাসে 3000 টাকা ভাতা দিচ্ছে , অনলাইনে আবেদন করুন

E Shram Card 3000 Pension পাওয়ার জন্য কেন্দ্র সরকার শ্রমিক এবং বেকার যুবক-যুবতীদের জন্য “ই-শ্রম কার্ড” এর মাধ্যমে নতুন সুবিধা দেওয়ার ঘোষণা করেছে।

এই কার্ড যাদের কাছে থাকবে তাদের বয়স যখন ৬০ বছর হয়ে যাবে সেই  বয়সের পর থেকে প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন পাবেন।

চলুন আপনাকে বলে দিই কীভাবে এই কার্ড আবেদন করবেন, কারা যোগ্য এবং কী কী সুবিধা পাওয়া যাবে এই ই শ্রম কার্ড থাকলে ।

ই-শ্রম কার্ড কী ( E Shram Card )?

এই ই-শ্রম কার্ড একটি কেন্দ্র সরকারের স্কিম যার সাহায্যে প্রধানত অসংগঠিত শ্রমিকদের সুবিধা বা সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে । 

যারা কোনো নির্দিষ্ট আয় করেন না, তারা এই ই-শ্রম কার্ডের মাধ্যমে নানান সামাজিক সুরক্ষা ও সুবিধা পাবেন, যেমন মাসিক পেনশন, দুর্ঘটনা হলে বীমার মাধ্যমে এককালীন কিছু টাকা, গৃহ নির্মাণ জন্য অর্থ সহায়তা সহ এই রকম কিছু সুবিধা ।

আরও পড়ুন : চালু হচ্ছে বাংলা আবাস যোজনা, সবাই কি পাবে পাকা বাড়ির টাকা 

ই-শ্রম কার্ডের প্রধান সুবিধা কি কি?

১) ৩০০০ টাকা করে পেনশন: আপনার ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন এই কার্ড থাকলে পাওয়া যাবে।  

২) দুর্ঘটনা বীমা: কোনো দুর্ঘটনায় এই কার্ড আছে সেই রকম শ্রমিকের মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা এবং আংশিক অঙ্গহানির ক্ষেত্রে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

৩) গৃহ নির্মাণে সহায়তা: যেসব শ্রমিকদের নিজের বাড়ি নেই, তারা বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা পাবেন। 

৪) গর্ভবতী মায়েদের সহায়তা: গর্ভবতী শ্রমিকদের জন্য কাজ করতে অক্ষম হলে বিশেষ আর্থিক সাহায্য দেওয়া হবে। এখন Pradhan Mantri Matru Vandana Yojana তে রেজিস্ট্রেশন করার জন্য এই কার্ড দরকার পরছে ।

৫) শিক্ষা সহায়তা: যার নামে এই কার্ড থাকবে তার সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তার সুবিধা রয়েছে।

ই-শ্রম কার্ডের যোগ্যতা:

  • যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে।
  • নিয়মিত বেশি অঙ্কের টাকা আয় নেই এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
  • আয়কর ( Income Tax ) দেন এই রকম ব্যক্তিরা এবং EPFO/ESIC সদস্যরা এই কার্ডের জন্য যোগ্য নন।

প্রয়োজনীয় নথি:

১. মোবাইল নাম্বার যুক্ত আধার কার্ড

২. প্যান কার্ড

৩. ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি)

৪. পাসপোর্ট সাইজের ছবি

৫. যদি আপনি কোন জায়গায় কাজ করে থাকেন তার যদি এক্সপ্রিয়েন্স সার্টিফিকেট থাকে 

৬. আধার লিঙ্ক করা একটি সক্রিয় মোবাইল নাম্বার 

৭. ব্লাড গ্রুপ যদি জানা থাকে

৮. একজন নমিনি শ্রমিকের বিবরন 

৯. শিক্ষাগত যোগ্যতার এবং ইনকাম সার্টিফিকেট যদি থাকে

১০. আপনার যদি কোন পেশা থেকে থাকে তার যদি সার্টিফিকেট থাকে 

ই-শ্রম কার্ডের আবেদন প্রক্রিয়া:

আপনি বাড়িতে বসে সহজেই অনলাইনে ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন । সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে দেওয়া রইল :

১. https://eshram.gov.in ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২. New Registration করার জন্য Register on eShram এ ক্লিক করুন।

৩. Self Registration এর পেজ ওপেন হয়ে যাবে, আপনার যদি Digital seva CSC ID থাকে আপনি সেখান থেকেও আবেদন করতে পারবেন ।

৪. আপনার সক্রিয় আধার লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বারটি লিখে দিন তারপর নিচে যে কাপচারটি রয়েছে সঠিক ভাবে লিখে Send OTP Button এ ক্লিক করে দিন, যে OTP যাবে সেই ওটিপি যাচাই করুন।

৫. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন, যেমন: আপনার ঠিকানা, কাজের বিবরণ এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।

৬. সমস্তটা সঠিক ভাবে আবেদন সম্পন্ন হলে আপনি UAN Number সহ কার্ডটি পেয়ে যাবেন আপনি ডাউনলোড করতে পারবেন । ডাউনলোড হয়ে গেলে PVC Card এ প্রিন্ট করতে পারেন ।

৭. তারপর UAN Number দিয়ে তথ্য আপডেট বা আপনার আবেদন স্ট্যাটাস চেক করুন।

আরও পড়ুন : How to print PVC ration card and Aadhaar card

E Shram Card 3000 Pension বিশেষ দ্রষ্টব্য:

আপনি শুধুমাত্র এই ই-শ্রম কার্ড ( eShram Card ) করে বসে থাকলে কোনদিনই এই ৩০০০ টাকা প্রতি মাসে পাবেন না ।

প্রতি মাসে ৩০০০ টাকা পেতে গেলে আপনাকে প্রধানমন্ত্রীর একটি প্রকল্প আছে “প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা” (Pradhan Mantri Sharam Yogi Maan Dhan Yojana) এই প্রকল্পে আবেদন করতে হবে ।

এই Maan Dhan Yojana প্রকল্পে আবেদন করলে তবেই আপনার বয়স যখন ৬০ বছর হবে তারপর আপনি প্রতি মাসে ৩০০০ টাকা করে ভাতা আপনার ব্যাংক একাউন্টে পাবেন । এই প্রকল্পের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now
  • Pradhan Mantri Sharam Yogi Maan Dhan Yojana বিস্তারিত তথ্য জানতে: CLICK HERE
  • Shram Card 3000 Pension ONLINE APPLY LINK:- CLICK HERE