আপনি যদি এখনো ভাবেন How do I link Aadhaar with PAN card? মানে আমি কীভাবে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করব? তাহলে বলে রাখি আপনার যদি এখনও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না হয়ে থাকে তাহলে আপনাকে খুব শীঘ্রই প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটা করতে হবে। income tax department আদেশ অনুযায়ী যে সমস্ত প্যান কার্ড গুলি আধার লিঙ্ক হয়নি সেই সমস্ত প্যান কার্ড গুলি আপনাকে কিন্তু আধার লিঙ্ক করতে হবে।
নইলে আপনি প্যান কার্ড রিলেটেড যে কোন কাজ আপনি যখন করতে যাবেন মানে ধরুন আপনি যদি ইনকাম ট্যাক্সের ফাইল বানাতে চান এবং আপনি যখন প্যান কার্ড দিয়ে ডকুমেন্টস হিসেবে ব্যবহার করবেন তখন কিন্তু সে কাজটি হবে না।
Table of Contents
অনেকে প্রশ্ন করে 2024 সালে কি প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে পারবে?
তা আপনাকে বলে রাখি এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার লিংক সম্পূর্ণভাবে অনলাইনে মাধ্যমে কিন্তু হচ্ছে এবং তার জন্য কিন্তু আপনাকে কিছু এমাউন্ট চার্জ দিতে হবে। তাই ২০২৪ সালে এসে আপনি যদি প্যান কার্ড আধার লিঙ্ক করতে যান সে ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এ তে কোন অপশনটা এই বছরের জন্য আপনাকে সিলেক্ট করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ নিচেতে কিন্তু দেয়া থাকলো।
তাই যেতে দেরি না হয় আপনাকে খুব তাড়াতাড়ি আপনার ওই Pan card aadhaar link করতে হবে, এছাড়া প্যান কার্ডের সাথে আধার লিংক করার জন্য যে ৫০০ টাকা চার্জ কাটতো আগে, সে ৫০০ টাকা চার্জ বেড়েছে কিন্তু এখন হাজার টাকা করে দেওয়া হয়েছে।

তাই এই হাজার টাকা থেকে যাতে না আরো কিছু টাকা বেড়ে যায় তার আগে কিন্তু আপনাকে এই প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটা করে ফেলতে হবে। তাই সেটা আপনি কিভাবে করবেন তার ফুল পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ নিচেতে দেওয়া আছে।
তাই আধার লিঙ্কটা করার আগে আপনাকে জেনে নিতে হবে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা আছে কি নেই সেটা স্ট্যাটাস চেক করে আপনাকে দেখে নিতে হবে।
Read Also: Aadhar Card Address Change Online পিতা | স্বামীর নাম সংশোধ
How can I check my PAN Aadhaar link status?
আপনার প্যান কাটাতে আধার লিঙ্কে করা আছে কিনা সেটা জানার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল প্রোটালে ( www.incometax.gov.in ) কিন্তু আপনাকে আসতে হবে। এই অফিসিয়াল প্রোটালটি ওপেন করার পর বামদিকে যে মেনু লিস্ট থাকে সেখানে Link Aadhaar Status অপশনটা ক্লিক করে দিন।
এরপর আপনার কাছে একটি পেজ ওপেন হবে সেই পেজ এতে আপনার প্যান কার্ড নাম্বার এবং আধার নাম্বার দুই নাম্বার কে সঠিকভাবে লিখে দিন, তারপর নিচে যে View Link Aadhaar Status Button রয়েছে সেটির উপরে ক্লিক করে দিন।
দেবেন আপনার কাছে একটি স্ট্যাটাস মেসেজ দেখিয়ে দেবে যদি আমরা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে তো কিন্তু আপনার স্ট্যাটাসের Pan Not Linked With Aadhaar মধ্যেখানে লিংক আধারের একটি অপশন শো করে যাবে।
সেটার উপরে ক্লিক করে আপনি ডাইরেক্ট লিংক করা পেজেতে চলে আসতে পারবেন নইলে নিচে দেওয়া আছে কিভাবে আপনি আধার লিঙ্ক টা করবেন।
এছাড়া আপনার যদি আধার লিংক করা থাকে সেক্ষেত্রেতে আপনার কাছে একটা মেসেজ শো করবে Your pan is already linked to given aadhaar .
Police Fine Payment Online – https://bangalirtech.com/police-fine-payment-online/
Link Aadhaar with PAN card details
Official site | https://www.incometax.gov.in |
Pan card Aadhar card link charge | Rs.1000 |
pan card Aadhar card link last date 2024 | May 31st, 2024 |
pan card Aadhar card link payment method | Net Banking, Debit Card and UPI থেকে পেমেন্ট করলে ভালো |
যদি আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করা থাকে তাহলে আপনি পরে স্টেপ টা পড়ে নিয়ে জেনে নিতে পারেন কিভাবে আপনি প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটা করবেন।
How to link Aadhaar card to PAN card online? অনলাইনে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
অনলাইনে মাধ্যমে আপনি বাড়িতে বসে খুব সহজেই প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটা করে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা যেটি যুক্ত আছে সেটি কিন্তু সক্রিয় থাকতে হবে।
Pan card Aadhar card link payment method ( Step 1) :
1) আয়কর দপ্তরের অফিসিয়াল পোর্টালটি ওপেন করে নিন এবং নিচের দিকে গেলে দেখতে পাবেন Link Aadhaar অপশনটি দেখতে পাবেন এটার উপর ক্লিক করে দিন ।
2) আমার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে, এই পেজেতে আপনার প্যান কার্ড নাম্বার এবং আপনার আধার কার্ড নাম্বার সঠিক ভাবে লিখে দিন। এরপর নিচে যে Validate বাটনটি রয়েছে সেটির উপর ক্লিক করে দিন ।
3) একটা message দেখাবে,ঠিক তার নিচে continue to pay through e Pay tax বাটনটি দেখতে পেয়ে যাবেন এটির উপর ক্লিক করে দিন ক্লিক করে ।
4) আপনার কাছে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার প্যান নাম্বারটি সঠিকভাবে দুটি বক্সেতে লিখে দেবেন এবং তার সাথে নিচের বক্সটিতে আপনার কাছে যে মোবাইল নাম্বারটা চালু আছে সে মোবাইল নাম্বারটি নিচের বক্সটিতে সঠিকভাবে লিখে দিবেন, এর সাথে নিচে যে Continue বাটনটি আছে সেটা ক্লিক করে দেবেন ।
5) আপনার মোবাইল নাম্বারটাতে একটি OTP যাবে সে ওটিপিটা সঠিকভাবে লিখে দিবেন লিখে দিয়ে Continue বাটনটি আছে সেটা ক্লিক করে দিলে আপনাকে একটি পেজেতে নিয়ে যাবে।
6) সে পেজেতে আপনি দেখতে পাবেন আপনার যে নামটি যেটা আপনার প্যান কার্ডে রয়েছে কিছু অংশ প্রথমের দিকে দেখানো কিছু অংশ শেষের দিকে দেখাবে । এভাবে আপনি মিলিয়ে নেবেন সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পর আবারও কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করুন ।
7) এরপর আপনাকে Income Tax পেজাতে নিয়ে যাবে এখানটা আপনাকে কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে। এখানে তো আপনাকে তিনটে ধাপ কমপ্লিট করতে হবে তাই ইনকাম ট্যাক্সের যে প্রথমের অপশনটি রয়েছে। সে প্রথমে অপশনটা কি Proceed বাটনটিতে সিলেক্ট করে এগিয়ে যেতে হবে।
8) এখানে এসে আপনাকে Assessment Year সিলেক্ট করতে হবে। আপনি যদি ২০২৪ এই বছরের জন্য পেমেন্ট করেন সেক্ষেত্রেতে ২০২৪- ২৫ এই সালটি সিলেক্ট করে নিতে হবে ।
9) এরপর পাশে Type of Payment অপশনেতে এই Other Receipts (500) অপশনটি সিলেক্ট করুন । এই অপশন আছে কিন্তু আপনাকে এই Other Receipts (500) লেখাটাই সিলেক্ট করতে হবে নইলে কিন্তু অন্য কোন লেখা সিলেক্ট করলে আপনার চার্জটাও কিন্তু বেড়ে যাবে ।
10) এর সাথে আপনি দেখতে পাবেন নিচে কিছু অপশন রয়েছে তার মধ্যে উপরে যে অপশনটি রয়েছে Fee for delay in linking Pan with Aadhaar শুধু এই অপশনটাতে ক্লিক করে রেখে দিন বাকি আর কিছু করা দরকার নেই । তারপর নিচে যে কন্টিনিউ বাটনটি আছে সে বাটন টার উপরে ক্লিক করে দিন।
11) এরপর যে পেজটি ওপেন হবে এই পেজেতে আপনাকে যত টাকা পেমেন্ট করতে হবে সে টাকার এমাউন্টটা একটা লিস্ট অনুসারে এখানে তো দেখিয়ে দিচ্ছে হাজার টাকার নিচে দেখতে পাবেন, এখানে কিছু করার দরকার নেই নিচে যে কন্টিনিউ বাটনটি আছে। সে বাটনটি হবে শুধু ক্লিক করে দিন ।
12) এরপর আপনার কাছে আরেকটি পেজ ওপেন হবে। এখানেতে আপনি কিভাবে পেমেন্ট করবেন তার পেমেন্ট মেথড টা এখানে অপশন দেওয়া আছে এখান থেকে আপনি নেট ব্যাংকিং, ডেবিট কার্ড এবং ইউপিআই যে অপশনটা রয়েছে সে অপশন গুলি মধ্য থেকে আপনি যে কোন একটা সিলেক্ট করে আপনি পেমেন্টটা কমপ্লিট করে দিন ।
পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবেন অটোমেটিক রিফ্রেস হয়ে, আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেইখানে আপনাকে নিয়ে চলে আসবে এবং একটা লেখা দেখতে পাবেন The challan is successful, আপনার পেমেন্টটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর পাশে থাকা যে ডাউনলোড বাটনটি রয়েছে সে বাটনটি ক্লিক করে আপনি চালানটি ডাউনলোড করতে পারবেন ।
আমি কিভাবে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করব ( ভিডিও )
How do i link Aadhaar with pan card
How many days to link PAN with Aadhaar? কতদিন লাগবে
আপনি যেদিন প্যান কার্ড ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্রোটালে পেমেন্ট করে দিবেন সেই দিনের পর থেকে মিনিমাম ৭২ ঘন্টা এবং ম্যাক্সিমাম এক সপ্তাহ লাগতে পারে। এই দিনগুলো কিন্তু হবে সম্পন্ন ওয়ার্কিং দিন কোন অফিসার ছুটিই হলে সেখানে এ দিনগুলোর মধ্যে আসবেনা।
আপনার পেমেন্টটি যখন ভেরিফাই হয়ে যাবে তারপর কিন্তু আপনি আধার লিংক করতে পারবেন। পেমেন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি যখন আধুনিক করতে যাবেন এ ধরনের একটি পেজ ওপেন হবে।
যদি আপনার পেমেন্টটি ভেরিফাই না হয়ে থাকে সেক্ষেত্রেতে আপনি যে রকম ভাবে পেমেন্ট করেছিলেন সে পেমেন্ট প্রসেসিংটা আরেকবার কিন্তু পরের পর স্ট্যাটাস টেপপ হতে থাকবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পেমেন্টটি এখনো কিন্তু ভেরিফাই হয়নি।
সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয়বার পেমেন্ট করবেন না। নিচের পদ্ধতিটা যেনে নিন যেটা করার পর আপনার প্যান কার্ডের সাথে আঁধার লিঙ্ক সম্পূর্ণ হয়ে যাবে ।
Pan card Aadhar card link method ( Step 2 ) :
আপনি যেখানে পেমেন্ট করেছেন তারপর থেকে যদি তিন দিনের বেশি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এরপর যে স্টেপ বাই স্টেপ যেগুলো আমি বলে দেব সেগুলো সঠিকভাবে করতে পারলে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটা সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে।
১) আবার একবার যেখান থেকে আপনি আধার লিঙ্কটা শুরু করেছিলেন সেই Link Aadhaar অপশনটা ক্লিক করুন, তারপর আপনার যে প্যান কার্ড নাম্বার এবং আধার নাম্বার সে দুটো সার্টিভাবে লিখে দিন লিখে দেওয়ার পর Validate বাটনটার উপরে ক্লিক করুন ।

২) এরপর দেখবেন আপনার কাছে একটি , মেসেজ দেখে দিচ্ছে আপনার যে পেমেন্টটি সাকসেসফুল ভেরিফাই হয়ে গেছে এবং আপনার যে প্যান কার্ডের ডিটেলসটা আছে সেটাও ভেরিফাই হয়ে গেছে। যদি আপনার কাছে এই মেসেজটা না দেখাতো তাহলে কিন্তু আপনি আধার লিঙ্কটা করতে পারতেন না । এরপর আপনি নিচে যে কন্টিনিউ বাটনটি আছে। সে বাটনটি উঠবে ক্লিক করে দিলেই আর একটি পেজ ওপেন হয়ে যাবে ।
৩) এখানে তো প্রথমের বক্সেতে আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সে নামটা সঠিকভাবে লিখে দিন এবং তার পাশে যে মোবাইল নাম্বারটা আপনি আগেই ব্যবহার করেছিলেন সে মোবাইল নাম্বারটা এখানে তো লিখে দিন । এবং নিচে এই দুটি লেখা দেখতে পাবেন ।
I have only year of in Aadhar card.
আপনার আধার কার্ডেতে যদি শুধু ডেট অফ বার্থ এর জায়গায় শুধু জন্ম সালটা লেখা থাকে তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। নইলে আপনি শুধু নিচের যে অপশনটি রয়েছে সেই দ্বিতীয় নম্বর অপশনটা শুধু সিলেক্ট করে Link Aadhaar বাটানটির উপরে ক্লিক করে দিন ।
I agree to validate my Aadhaar details.
উপরের অপশনটা ক্লিক না করলেও এই অপশনটা আপনি অবশ্যই ক্লিক করে এগিয়ে যাবেন ।
4) আপনার ঐ মোবাইল নাম্বারে একটি OTP যাবে সেটি এবার লিখে দিয়ে Validate বাটনটির ওপর ক্লিক করে দিন ।
5) দেখবেন আপনার কাছে একটি ম্যাসেজ দেখিয়ে দেবে যে, আপনার আঁধার প্যান লিঙ্ক সেন্ড করা হয়েছে । আপনি ৪৮ ঘণ্টা পর আপনি চেক করতে পারবেন ।

Conclusion
তাহলে আপনি এই আর্টিকেল জানলেন How do i link Aadhaar with pan card?। আপনি আর্টিকেলটি পড়ে যদি উপকার পেয়ে থাকেন তাহলে আপনি বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিন ।
- How To Caste Certificate Download Online – https://bangalirtech.com/caste-certificate-download-online/
- [ FREE ] Swasthya sathi card apply online – https://bangalirtech.com/swasthya-sathi-card-apply-online/
Frequently Asked Questions (FAQs)
Can I link Aadhaar with PAN in 2024?
Yes, step by step is given in this article “How do i link Aadhaar with Pan card?”
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন
Is Aadhar automatically linked to PAN?
If your PAN card is before 2017, there will be no automatic PAN card Aadhar link. And if you apply for a new PAN card at this time, the automatic Aadhar link will be done with the PAN card.
আধার কার্ড লিঙ্ক না থাকলে প্যান কার্ড করা যাবে কি?
করা যাবে, কিন্তু আপনার আগের প্যান কার্ড যদি আপনি ডকুমেন্ট হিসাবে অনেক জায়গায় ব্যাবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রবলেমে পরতে পারেন । কারন, যে কোনো বাক্তির একটাই প্যান কার্ড হয় ।
টিডিএসের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক?
হ্যাঁ, আপনার টিডিএস সাবমিটের বা রিটার্ন ফাইল করার জন্য আপনার প্যান কার্ড থাকা বাধ্যতামূলক ।