আপনি হয়তো শুনে থকবেন জিও-এর তরফ থেকে জানিয়েছে তাঁরা মার্কেটে জিও কয়েন লঞ্চ করেছে , এটা শুনে আপনারও মনে হতে পারে জিও কয়েন কিভাবে পাবো? ( How to collect Jio coin online )।
কারন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে পরবর্তী সময়ে এই জিও কয়েন বিট কয়েনের মতো হতে পারে । অনেকের ধারনা এই Jio Coin পরবর্তী সময়ে Cryptocurrency তে যুক্ত হতে পারে ।
সেটা কতাটা সম্ভব সেটা সময় বলতে পারে, কিন্তু এখন যদি আপনি এই কয়েন উপার্জন করতে চান তাহলে আপনি এই আর্টিকেলটি পড়ে জানতে পারবেন, কিভাবে এই Jio Coin Eran করতে পারবেন ।
এছাড়া অনেকের আরও প্রশ্ন থাকে Jio coin price কি হবে বা এখন কত টাকা এই কয়েনের দাম । এই বিষয়ে নিচে দেওয়া আছে, আপনি সমস্ত কিছু জানতে পারবেন ।
আরও পড়ুন – Swami Vivekananda Scholarship 2025: যোগ্যতা, সুবিধা ও আবেদন পদ্ধতি
আরও পড়ুন – বাংলা শস্য বিমা ফ্রম Bangla Shasya Bima Form PDF download 2024-2025
Reliance Jio Coin কি?
আপনি যদি Reliance এর ইকোসিস্টেম এর সাথে জুড়ে থাকেন এবং আপনি না জানেন জিও কয়েন কি?
Reliance এর কর্ণধার একটি JioSphere নামে ওয়েব বাউজার লঞ্চ করেছেন । এই বাউজার ব্যাবহার কারিদের এই
তাহলে বলি Jio Coins হল ডিজিটাল টোকেন যা ইন্ডিয়ার মধ্যে ব্যবহারকারীদের জন্য জিও রিওয়ার্ড হিসাবে দিয়ে থাকে। ব্যবহারকারীরা Jio-এর JioSphere App এর মাধ্যমে ব্রাউজার ব্যাবহার করে যে কোনো ভিডিও দেখলেন বা আর্টিকেল পড়লে, আপনি এই রিওয়ার্ড পাবেন ।
JioSphere App টি আপনি মোবাইলে ব্যাবহার করতে হবে, তবেই আপনি Jio Coins উপার্জন করতে পারেন। JioSphere App এর ব্যবহারকারীরা কেবল তাদের নম্বর দিয়ে সাইন ইন করে ব্যাবহার করতে হবে ।
Jio Coin এখন BETA ভার্সনে আছে , এটা মানুষের কাছে ট্রায়েল চলছে ।
Jio Coin launch date | Jio Coin launched in 2025 |
JioSphere for Pc/ Laptop link | Click Now |
JioSphere App link | Click Now |
Apple user | Click Now |
Jio coin buy online: জিও কয়েন কি কেনা যায় ?
জিও কয়েন কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে ( crypto exchange ) বা অনলাইনে কেনা যায় না। তাই আপনি যদি ভাবেন কিভাবে জিও কয়েন কিনবো ( How to buy Jio Coin ) ।

তাহলে আপনাকে জানাই এই কয়েন আপনি এখন সুধুমাত্র জিও-এর যে আপ্লিকেশন রয়েছে তার মাধমেই আপনি উপার্জন করতে পারবেন ।
এছাড়া আপনি যে জিও কয়েন গুলি রিওয়ার্ড হিসাবে পাবেন, সেই Jio Coin Sell করতে পারবেন না। এখন সেই রকম কনো প্লাটফরম বা উপায় তৈরি হয়নি ।
তাই আপনি কেনা বেচা কনোটায় করতে পারবেন না । ভবিষ্যতে যদি এই জিও কয়েন ক্রিপ্টো এক্সচেঞ্জে ( Crypto exchange ) লিস্ট হয় তাহলে কিছু উপায় থাকবে এই কয়েন থেকে উপার্জন করা ।
এবং সেটি বিদেশের মুদ্রার সাথে কম্পিটিশন করতে পারে, সেটা অনেকের ধারনা । সেটাই দেখার ভবিষ্যতে কি হতে পারে এই জিও কয়েন ।
এটা বলার কারন মুকেশ আম্বানি ( Mukesh Ambani ) যে কাজটি করে বা যে ইকোসিস্টেম তৈরি করেছেন সেই দিক থেকে ভাবলে, মুকেশ আম্বানির কম্পানি কোনো কিছু লঞ্চ করার আগে সেটা নিয়ে আনেক দূর পর্যন্ত ভেবে রাখেন উনি ।
জিও কয়েন কি Bitcoin এর মতো হবে?
জিও কয়েন এখন BETA ভার্সনে ট্রায়েল চলছে, যদি ভবিষ্যতে Bitcoin এর মতো হতে পারে কিনা সেটা বলা অসম্ভব । কারন ভবিষ্যতের কথা কেউ বলতে পারবেন না ।
কিছু বছর অপেক্ষা করলে বুঝতে পারবেন যে এই কয়েন আপনি কি কি কাজে ব্যাবহার করতে পারবেন ।
এটা আমরা চিন্তাধারার মধ্যে রাখতে পারি যে ভবিষ্যতে যদি এরকম বিটকয়েনের মতো জিও কয়েন এই জায়গায় পৌঁছে যায় তাহলে ইন্ডিয়ার সুনাম বাড়বে, এর সাথে সমস্ত রকম ট্রেডিং প্ল্যাটফর্মে ( Trading platform ) এবং শেয়ার মার্কেটে ( Share market ) এই কয়েন ইউ এস ডলারের ( US Dolar ) মতো কাজ করবে ।
এমনও হতে পারে আপনি জিও-এর প্রোডাক্ট বা সার্ভিস কিনলে আপনি এই কয়েন ব্যাবহার করতে পারবেন এবং ছাড় পাবেন ।
সেটা সময়ের অপেক্ষা এই জিও কয়েন নিয়ে আগে কি হতে পারে সেটা আমরা এখন থেকে কোনভাবেই বলতে বা কেউ বলে দিতে পারবে না এই জিও কয়েন কতদূর যাবে এবং এটা ভবিষ্যতে অন্য সব কয়েনের মতনই বেকার পরে থাকবে কিনা ।
সেটা কারও বলা সম্ভব নয় ।
How to collect jio coin online – জিও কয়েন কিভাবে পাবো?
এই সমস্ত কিছু জানার পর, আপনি যদি ভাবেন আমি কিছু জিও করেন কালেক্ট করে রেখে দিই ভবিষ্যতের জন্য । তাহলে আপনাকে জিওর তরফ থেকে যে JioSphere Web Browser এপ্লিকেশনটি লঞ্চ করা হয়েছে, সেটি আপনাকে ইনস্টল করতে হবে ।
এই অ্যাপ্লিকেশনটি আপনি Google play store থেকে পেয়ে যাবেন। এপ্লিকেশন টা ইন্সটল করার পর কিছু সেটিং আছে সেগুলো সঠিকভাবে করে নিন। যেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন স্টেপ বাই স্টে ফলো করে চলুন ।

- JioSphere Web Browser ইন্সটল করার পর ওপেন করে নিন ।
- এরপর আপনাকে কিছু ইন্সট্রাকশন দেবে সেগুলোকে আপনি নেক্সট নেক্সট করে এগিয়ে যাবেন।
- তারপর লাস্টে যেটা আসবে আই অ্যাম রেডি টু ব্রাউজ এই বাটানটির উপর চেকবক্স রয়েছে সেটি ক্লিক করে তারপর নিচে বাটনটির উপরে ক্লিক করে এগিয়ে যান ।
- এরপর আপনাকে একটা রিমাইন্ডার দিবে যে আপনি এই ব্রাউজারটি ডিফল্ট ব্রাউজার হিসাবে ব্যবহার করতে চান, তাহলে সেট ডিফল্ট এই বাটনটির উপর ক্লিক করুন। নইলে আপনি নিচের যে বাটনটি রয়েছে রিমাইন্ডার মি লেটার এই বাটনটির উপরে ক্লিক করে দিন ।
- দেখবেন এই আছে যে মেইন পেজ সেটি ওপেন হয়ে যাবে এবং আপনাকে অনেক কিছু অপশন দেখাবে।
- এখান থেকে আপনি ব্রাউজ করতে পারবেন এবং ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আর্টিকেল , সমস্ত রকম ভিডিও যেমন আপনি গুগলতে ব্যবহার করেন এখানে তো সেই সমস্ত কিছু গুলি করতে পারবেন ।
- এইখানেতে আপনি যদি ভিডিও দেখেন বা আর্টিকেল পড়েন সে ক্ষেত্রেতে আপনাকে কিন্তু জিও কয়েন রেওয়ার্ড হিসাবে দেওয়া হয়, সেটা আপনি এখান থেকে উপার্জন করতে পারবেন।
আর এই অ্যাপসটি ব্যবহার করে কিভাবে সারাদিনে অনেক Jio Coin Eran করবেন তার ডিটেলসটা কিন্তু নিচে দেওয়া হল স্টেপ বাই স্টে ফলো করলে কিন্তু আপনি সারাদিনে 500 কয়েন ও বেশি উপার্জন করতে পারবেন ।
Jio Coin Eran কিভাবে করবো?
JioSphere Web Browser এপ্লিকেশন থেকে জিও কয়েন বেশি বেশি উপার্জন ( Earnings ) করতে চাইলে, এই এপ্লিকেসনের গাইডলাইন অনুযায়ী চলতে হবে ।
JioSphere Web Browser এই অ্যাপ্লিকেশনটি আপনি ( Desktop, Android mobile, iPhone ) তিন রকম ব্রাউজারে ব্যবহার করতে পারবেন ।
কিন্তু, আপনি মোবাইলে যে অ্যাপ্লিকেশন থেকে ব্যবহার করবেন সেখান থেকেই আপনি এই জিও কয়েনটি Earnings করতে পারবেন ।
তারমধ্যেও সমস্ত ভিডিও বা সমস্ত আর্টিকেল পড়েই কিন্তু আপনি এই কয়েন উপার্জন করতে পারবেন না, এর মধ্যে দুটো ক্যাটাগরি রয়েছে অ্যান্ড্রয়েড এর জন্য এবং একটি ক্যাটাগরি রয়েছে আইফোনের জন্য ।

Android mobile: অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য “Read” এবং “Watch” এই ক্যাটাগরিতে যে আর্টিকেল বা ভিডিওগুলি থাকবে সেগুলি দেখে কয়েন উপার্জন করতে পারবেন ।
iPhone: আপনার কাছে যদি আইফোন থাকে, আইফোনের জন্য “News” ক্যাটাগরী বা এই সেকশনে যে আর্টিকেল বা ভিডিওগুলি থাকবে সেগুলো দেখে আপনি উপার্জন করতে পারবেন।
বেশি সংখ্যক কয়েন উপার্জন করতে গেলে নিচের যে স্টেপগুলো দেওয়া আছে এগুলি ফলো করে চলুন ।
১) প্রথমে উপরের কনের দিকে যে প্রোফাইলে লোগোটি রয়েছে সেটার উপর ক্লিক করুন এবং Sing in বাটানটির উপরে ক্লিক করুন .

2) এরপর যে পেজটি ওপেন হবে সেখানে Opt in to start earning বক্সের ঠিক করে দিয়ে, নিচে Sign in to Earn এই বাটনে ক্লিক করে দিন ।
৩) এরপর যে পেজ ওপেন হবে এই পেজেতে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিন, জিওর মোবাইল নাম্বার হলে সবচেয়ে ভালো হয় । নাম্বারটি সঠিকভাবে লিখে দেয়ার পর Generate OTP বাটনটির উপরে ক্লিক করে দিন ।
৪) আপনার কাছে ওই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে সে ওটিপি টা সঠিকভাবে লিখে দিয়ে ভেরিফাই বটন এ ক্লিক করুন ।
৫) এরপর আপনি দেখতে পাবেন জিও কয়েন ওয়ালেটে Jio coin wallet Balance জিরো জিরো ( 0.00 JioCoins ) নাম্বারে দেখিয়ে দেবে ।
এরপর আপনাকে এই জিরো থেকে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই জিও কয়েন উপার্জন করতে হবে। সবচেয়ে বেশি উপার্জন করতে গেলে প্রথমে আপনাকে সেট করতে হবে আপনি কি কি ভাষায় আর্টিকেল এবং ভিডিও দেখতে চাইছেন।
তার জন্য প্রথমে প্রোফাইলে ক্লিক করুন এরপর Personalization এই অপশনে দুটি অপশন দেখতে পাবেন, যেমনটি বলেছিলাম রিড এবং ওয়াচ ( Read & Watch ) এই দুটি অপশনে ক্লিক করে আপনি যে ভাষায় আর্টিকেল এবং ভিডিও চাইছেন সেই ল্যাঙ্গুয়েজ গুলো সিলেক্ট করে নিন।
এরপর আপনি এপ্লিকেশনের হোমপেজে এসে একটু নিচের দিকে এগুলো দেখতে পাবেন দুটি ক্যাটাগরি রয়েছে যেগুলো উপরে বললাম। এইখান থেকে আপনি যদি ভিডিও গুলো দেখেনতাহলে আপনি সবচেয়ে বেশি Jio Coin Eran করতে পারবেন ।
এর সাথে আপনি যদি ভিডিও সবচেয়ে বেশি দেখেন তাহলে আপনি সবচেয়ে বেশি জিও করেন উপার্জন করতে পারবেন। এবং ভিডিও গুলো যদি একটু বেশি লম্বা হয় এক দুই ঘন্টা ও তার বেশি সেগুলি দেখলে আপনি কিন্তু সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন ।
এছাড়া অন্য কোন অপশন থেকে যদি আপনি ভিডিও ভার্টিকেল দেখেন বা কোন রকম যদি নিউজ খুলেন বা ইউটিউব দেখেন সে ক্ষেত্রে হয়তো কোন কারনে জিও করেন দিতে পারে আপনাকে কিন্তু খুবই কম অল্প সংখ্যক কয়েন পাবেন ।এইভাবে আপনি যত বেশি এই ব্রাউজার কে ব্যবহার করবেন তত আপনি Jio coin wallet Balance add করতে পারবেন ভবিষ্যতের জন্য।
How to make money with Jio?
ভবিষ্যতে যদি কখনো জিও তরফ থেকে জানানো হয়, যে জিও কয়েন অনলাইনে কেনাবেচা বা ক্রিপ্টো এক্সচেঞ্জে লিস্ট হয়ে গেছে। সেই সময় আপনি যে কয়েন গুলো কালেক্ট করে রেখেছেন সেগুলো থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন ।
এই জিও কয়েনের দাম সেই সময় যেরকম থাকবে সেই অনুযায়ী আপনি টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি এই কয়েনটি তখন না বিক্রি করে যদি এই কয়েন ভবিষ্যতে দামের ঊর্ধ্বগামী দেখা যায় সে ক্ষেত্রে আপনি স্টক করে রেখে দিতে পারেন।
ভবিষ্যতে একটা মোটা অংকের টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, সেটা সময়ের অপেক্ষা, আপনাকে এই কয়েন কত টাকা ইনকাম করে দিতে পারবে সেটা দেখার অপেক্ষায় আপনাকে থাকতে হবে।
Is Jio a profit or loss?
ভবিষ্যতে এই জিও কয়েন যদি একটা ভালো জায়গায় যে পৌঁছায় ক্রিপ্টো এক্সচেঞ্জের লিস্ট হয়। সেক্ষেত্রেতে তখন প্রফিট ।
নইলে এখন যেমন ব্রাউজার ব্যবহার করে জিও কয়েন আর্ন করছেন, আপনি একটি রিওয়ার্ড হিসেবে পাচ্ছেন সেটিকে কালেক্ট করে রাখুন কারণ অনেক অ্যাপ্সই তো রেওয়ার্ড যেগুলো দেয় সেগুলো
এক্সপায়ারি ডেট থাকে বা এক্সপায়ার হয়ে যায় ।
এখানে তো সেই অপশন বা সেইটা তো কিছু নেই, তাই আপনি কালেক্ট করে যান যদি ভবিষ্যতে কোনো রকম কিছু চেঞ্জ হয় বা এই রেওয়ার্ডগুলো নিয়েও যদি আপনি রিলান্সের কোন প্রোডাক্টও কিনতে পারেন সে ক্ষেত্রেও আপনার কাছে প্রফিট।
আপনি যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন তার জায়গাতে আপনি এই ব্রাউজারটি ব্যবহার করবেন।
জিও কয়েন কি ভালো বিনিয়োগ?
এ বিষয়ে বলবো এখনও জিও কয়েন কোন মার্কেটে কেনাবেচা হয়নি বা ইনভেস্ট করে রাখতে পারেন সে রকম কোনো প্লাটফর্ম তৈরি হয়নি বা প্লাটফর্মের লিস্ট হয়নি তো সে ক্ষেত্রে এখন বলাটা অসম্ভব যে এই জিও কয়েনে ইনভেস্ট করলে আপনার প্রফিট হবে কি লস সেটা বলাটা অস্বাভাবিক ব্যাপার।
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন
Conclusion
তাহলে আপনি এই আর্টিকেলে জানলেন How to collect jio coin online এছাড়া এটাও জানলেন এখন পর্যন্ত জিও কয়েন অনলাইনে বা অফলাইন কোন অবস্থাতেই মার্কেটে কেনা বা বেচা হয় না ।
এরকম যদি আপনাকে কেউ বলে সেই জায়গা থেকে আপনি খুব সতর্ক থাকবেন, কারন এখনো জিও তরফ থেকে এরকম কোন ঘোষণা হয়নি।
যখনই জিও কয়েন মার্কেটে লিস্ট হয়ে যাবে তখন থেকে আপনি এই জিও কয়েন কিনতে পারবেন।
জিও কয়েনের দাম কত?
jio coin এর এখন কোনো দাম নেই । কারন, এই কয়েন মার্কেটে লিস্ট নেই ।
জিও কয়েনের ভবিষ্যৎ?
জিও কয়েন ভবিষ্যতে যদি অন্য কয়েনের মতো দাম বারে তাহলে এই কয়েনের ভবিষ্যৎ ভালো হবে, নইলে খারাপ হতে পারে ।