How to find ration card number with Aadhaar number | Smart card

Rate this post

Hi Friends, আনেকেই Google Browser এ সার্চ করেন How to find ration card number কিভাবে রেশন কার্ড নাম্বার সার্চ করবো ।

তাই এই আর্টিকেলে আপনি জানবেন আপনার বা ফেমেলির রেশন কার্ড নাম্বার কিভাবে খুব সহজেই বের করতে পারবেন ।

আপনার কোন রেশন কার্ড যদি না পেয়ে থাকেন বা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাকে একটি e Ration Card Download করতে হবে ।

এই ধরনের বিষয়ে সবার আগে জানতে চাইলে নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া গুলিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন 👇👇👇
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

কারন এই e Ration Card ছাড়া আপনি রেশন সামগ্রী পাবেন না রেশন ডিলারের কাছ থেকে ।

যাতে উপভক্তার সমস্ত বিবরন থাকবে এবং সেই রেশন কার্ডের কপিটা Document হিসাবে ব্যাবহার করেতে পারবেন ।

এই পোস্টে আপনি সমস্ত পধতি দেখতে পাবেন । আপনার বা ফেমেলির কাছে যদি শুধু আঁধার কার্ড থাকে সেক্ষেত্রে খুব সহজেই রেশন কার্ড নাম্বার পেয়ে যাবেন ।

তার জন্য আপনার কাছে যে Document টি রয়েছে সেই Document দিয়ে কিভাবে রেশন কার্ড নামবার বের করবেন সেই সমস্ত পধতি গুলি নিছে পেয়ে যাবেন ।

যে Document টি আছে সেই জায়গাটি পড়ে নিয়ে ফেল্লেই আপানার সমস্যা সমাধান হয়ে যাবে ।

How to find ration card number

How to find ration card number by Aadhaar card?

Aadhaar card দিয়ে রেশন কার্ড নাম্বার বের করাতে চাইলে আপনাকে একটি ফাইল ডাউনলোড করতে হবে ।

এই কাজটি করার জন্য আপনাকে কম্পিউটার ব্যাবহার করতে হবে, নইলে মোবাইল থেকে ডাউনলোড করলে Microsoft Excel সাপোর্ট মোবাইল হতে হবে ।

তবেই আপনি এই ফাইলটি খুলতে পারবেন এবং আপনার রেশন কার্ড নাম্বারটি বের করতে পারেবন ।

সবথেকে সহজ কম্পিউটার ব্যাবহার করলে, কেন সেটা নিচের স্টেপ গুলি সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন ।

তার জন্য আপনাকে রেশন কার্ডের নিচের অফিসিয়াল পেজটি ওপেন করতে হবে ।

লিঙ্ক – https://wbpds.wb.gov.in/(S(a2x1tbk0scp5tqg4re20kaa5))/RCCount_District.aspx

তারপর যে লিস্টটি দেখাবে সেখানে সেখানে আপনাকে নিজের District টি বেছে নিতে হবে ।

আর একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে Tehsil/Block Name টি সিলেক্ট করে নিন ।

এর পর যে পেজটি ওপেন হবে এই পেজে আপনার এলাকার যে রেশন ডিলার রয়েছে তার নামটি সিলেক্ট করে নিন । ডিলারের নামের সাথে তার ডিলার আইডি নাম্বারটি দেখতে পাবেন সঠিক ডিলার নাম নির্বাচন করবেন ।

আপনার এলাকার ডিলারের নামটি সিলেক্ট করার পর আর একটি পেজ খুলে যাবে ।ঐ পেজে যে ডিলারের নাম সিলেক্ট করেছেন তার সমস্ত গ্রাহকদের নাম পেয়ে যাবেন ।

এই সমস্ত গ্রাহকের নামের লিস্ট একটি Microsoft Excel File এ পেয়ে যাবেন, তার জন্য আপনি Microsoft Excel ফাইলের যে লোগো টি রয়েছে সেটিকে ক্লিক করে দিন ।

দেখাবেন একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে, ঐ ফাইলটি ওপেন করার পর আপনার ঐ ডিলারের সমস্ত উপভক্তার নাম পেয়ে যাবেন ।

এবার আপনি যে রেশন কার্ডের নাম্বার বের করবেন তার যদি Ration card aadhar link করা থাকে তাহলে ঐ উপভক্তার আঁধার কার্ডের শেষ চারটি নাম্বার লিখে Search করতে হবে ।

সেটা কিভাবে করবেন, তার জন্য আপনি ঐ ফাইলটি যদি কম্পিউটারে ওপেন করেন তাহলে কীবোর্ডে (Ctrl+F) টিপলে একটি সার্চ বক্স খুলে যাবে ।

সেখানে যার রেশন কার্ড নাম্বার বের করবেন তার আঁধার নাম্বারের লাস্ট ৪টি নাম্বার ঐ বক্সে লিখে দিন এবং Enter Button টি টপে দিন ।

দেখবেন আপনার আঁধার নাম্বারটি যেখানে আছে সেখানটিতে দেখিয়ে দেবে এবং সেই লাইনটি ধরে বামদিকে প্রথমেই আপনি রেশন কার্ডটির নাম্বার পেয়ে যাবেন ।

এই ভাবে আপনি যত গুলি ইচ্ছা রেশন কার্ডের নাম্বার বের করতে পারবেন ঐ ডিলারের লিস্টে যার নাম আছে ।

Search ration card details by name

আপনার কাছে যদি কিছুই না থাকে আপনি নাম লিখেও রেশন কার্ড নাম্বার বের করতে পারবেন ।

তার জন্য আপনি ঐ Download করা ফাইলটি ওপেন করার পর, উপরে লেখা একিই পাদ্ধতিতে আঁধার নাম্বার লেখার জায়গায় যে নামটি সঠিক সেটি লিখে Enter Button টিপলেই,

যেখানে নামটি মিলবে সেই লাইনটি আপনাকে মিলিয়ে দেখতে হবে ।

কারন যে নামটি দিয়ে সার্চ করছেন ঐ নামে ডিলারের লিস্টে আরও কেউ থাকতে পারে ।

তাই যে নামের রেশন কার্ড নাম্বার বের করবেন তার নাম এবং হেড অফ দ্যা ফেমেলির নাম ভালো ভাবে মিলিয়ে নিবেন ।যদি মিলে যায় তাহলে রেশন কার্ডের ঘরে আপনি নাম্বারটি পেয়ে যাবেন ।

এছাড়া, এই পধতিতেও যদি না নাম্বার খুজে পান সেক্ষেত্রে আপনার কাছে যদি ফামেলির কারও রেশন কার্ড থাকে তার নাম ধরেও খুজতেও পারেন ।

সেক্ষেত্রে দেখবেন আপনার ফেমেলির সাথে যদি যার নাম খুজছেন তার নামটি পেয়ে যাবেন, উপর নিচের মধ্যে কোথাও থাকবে ।

এই ভাবে আপনি নাম দিয়ে সার্চ করে রেশন কার্ড নাম্বার বের করতে পারবেন ।

Find the ration card number with the registered mobile number

এই পদ্ধতিতে যদি আপনি রেশন কার্ড নাম্বার বের করতে চান তাহলে আপনাকে একই ভাবে উপরের পদ্ধতি গুলি ফলো করতে হবে ।

এছাড়া এই পদ্ধতিতে আরও দুটি ধাপ রয়েছে সেটি নিচে দেওয়া রয়েছে । আপনি দুটি ধাপ পর পর জানতে পারবেন, তার জন্য আপনার ঐ Ration Card Mobile Number Register করা থাকতে হবে ।

প্রথম ধাপ : আপনি যে ফাইলটি ডাউনলোড করে ছিলেন সেই ফাইলটি ওপেন করে উপরের দেওয়া একই পধতিতে সার্চ করলেই পেয়ে যাবেন ।

মানে, যেখানে আপনি আঁধার নাম্বার বা নাম লিখে সার্চ করছিলেন সেই জায়গায় আপনি মোবাইল নাম্বার এর লাস্ট দুটো নাম্বার লিখে সার্চ করতে হবে ।

এক্ষেত্রে আপনাকে একটু বেশি খুজতে হতে পারে, কারন লাস্ট নাম্বার দুটি আনেকেরি থাকতে পারে ।

দ্বিতীয় ধাপ : আপানাকে রেশন কার্ডের অফিসিয়াল পেজেতে লগ ইন করতে হবে ।

তার জন্য আপনি গুগল ব্রাউজারে food.wb.gov.in লিখে সার্চ করুন তারপর বামদিকে > Ration Card অপশনটি সিলেক্ট করে > যে কোন একটি অপশন সিলেক্ট করলেই লগ ইন করার পেজটি খুলে যাবে ।

এখানে আপনার বা ফেমেলির রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই নাম্বারটি সঠিক লিখে দিন ।

এর সাথে নিচে GET OTP Button টিতে ক্লিক করলেই আপনার ঐ রেজিস্টার করা মোবাইল নাম্বারটিতে একটি OTP যাবে সেটি নিচের বক্সে সঠিক ভাবে লিখে সাবমিট করে দিন ।

তারপর দেখবেন একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজে যে রেশন কার্ডের নাম্বার বের করতে চাইছেন তার নাম সহ সমস্ত ফেমেলির নাম দেখতে পেয়ে যাবেন ।

যে রেশন কার্ডের নাম্বার খুজছিলেন তার নামের সাথে রেশন কার্ডের নাম্বারটি দেখতে পেয়ে যাবেন এখানে ।

এইখান থেকে আপনি সমস্ত রেশন কার্ডের নাম্বার পেয়ে যাবেন ।

How to find Ration card number in Smart Card?

Ration card এর Smart Card মানে, এখন যে Digital Ration Card দিছে রাজ্য সরকার সেই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই কার্ডের নাম্বার লিখে আপনি সার্চ করতে পারেন ।

রেশন কার্ডের এই Check Ration Card Status অফিসিয়াল পেজে Click করে, তার পর পেজটি ওপেন হবে ।

সেখানে আপনার স্মার্ট কার্ড এর নাম্বারটি লিখে ক্যাপচারটি সঠিক ভাবে লিখে সার্চ করলেই আপনার স্মার্ট কার্ডের ডিটেলস দেখতে পেয়ে যাবেন ।

এই ভাবে আপনি স্মার্ট কার্ডের সাহায্যে আপনার রেশন কার্ড খুজে পেয়ে যাবেন এবং সেই কার্ডের সম্বন্ধে জানতে পারবেন ।

How to get copy of ration card online

রেশন কার্ডের কপি বা ওনলাইন থেকে রেশন কার্ড বের করতে হলে আপনাকে আগে রেশন কার্ডের নাম্বারটি জানতে হবে ।

রেশন কার্ডের নাম্বারটি যদি না জানা থেকে আপনি How to find ration card number by Aadhaar card? এই Paragraph টি সম্পূর্ণ পড়ে জেনে নিন ।

তারপর সেই রেশন কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ করে Download E-Ration Card বটনে ক্লিক করে ডাউনলোড করে ফেলুন ।

আপনার কাছে যে ই-রেশন কার্ড এর PDF ফাইলটি রয়েছে সেটি ওপেন করলেই দেখতে পাবেন নিচের দিকে আপনার রেশন কার্ডের কপি ।

আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন

👍
👎

সেটি আপনি প্রিন্ট ও ল্যামিনেশন করে রেখে দিতে পারেন । এই রেশন কার্ডের কপি আপনি সমস্ত জায়গায় ডোকমেন্ট হিসাবে ব্যাবহার করতে পারবেন ।

এছাড়া আপনি যদি রেশন কার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এই কার্ডের কপি নিয়ে আপনি নতুন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ।

Conclusion

এই আর্টিকেলে জানলেন How to find ration card number

Read More:- How to Aadhaar Link with Ration Card Online & Offline

FAQ.

How can I find my ration card number

To get ration card number you need to use the official portal and know the ration dealer name or dealer code of your area. This article provides the method to find the number.

How to find ration card number in ration card

If you have a ration card then you will get the ration card number next to the category card you are using.