আপনি যদি রেশন কার্ড সংশোধন করে থাকেন তাহলে আপনি দেখে থাকবেন আপনার রেশন কার্ডটি সম্পূর্ণভাবে সংশোধন হওয়ার পরেও রেশন কার্ডটা আপনার বাড়িতে আসছে না। এবার যখন কার্ডটি না আসে অনেকেই ভাবেন পিভিসি কার্ড কিভাবে প্রিন্ট করব? ( How to print PVC ration card )
কারণ রেশন কার্ড অরজিনাল এর মতন দেখতে কার্ডটি বানাতে গেলে আপনাকে কিন্তু পিভিসি কার্ডে প্রিন্ট করতে হবে। একইভাবে দেখে থাকবেন আধার কার্ড নতুন কিন্তু বাড়িতে আসে, কিন্তু যদি ছোটখাটো কিছু সংশোধন করা হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডটি আপনার বাড়িতে আসে না।
তার জন্য অনেক সময় কি করতে হয়? অফিশিয়ালি পিভিসি কার্ড ৫০ টাকা খরচা করে অর্ডার দিতে হয়। আপনি যদি আধার কার্ডও প্রিন্ট করতে চান সেক্ষেত্রেতে অনেকেই পিভিসি কার্ড পছন্দ করেন ।
তার মধ্যে আপনি যদি একজন হন, আপনি যদি পিভিসি রেশন কার্ড বা আধার কার্ড তৈরি করতে চান তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে পড়ে নিন। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন আপনি কিভাবে রেশন কার্ড পিভিসি এবং আধার কার্ড ও পিভিসি বানাতে পারবেন ।
এছাড়া আপনার যদি কোন অনলাইন সেন্টার বা সাইবার ক্যাফ থাকে তাহলে আপনিও এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে জানতে পারবেন আপনি কিভাবে এ পিভিসি কার্ড প্রিন্ট আউট করে একটা মাসে ৭ থেকে ৮ হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন।
তার আগে যেনে নিন ……
বাড়িতে বসে কি পিভিসি রেশন কার্ড প্রিন্ট করা যায়?
হাঁ, অবশ্যই করা যায় । তার জন্য কিছু প্রোডাক্ট লাগবে, সেইগুলি হল একটি পিভিসি প্রিন্টার, কিছু পিভিসি কার্ড এবং একটি ল্যাপটপ বা কম্পিউটার । এই সবগুলি থাকলে আপনি Ration Card PVC Card Print করতে পারবেন ।
বিশেষ করে আপনার যদি একটি সাইবার ক্যাফে থাকে তাহলে, এই সমস্ত ডিভাইস গুলি থাকলেই আপনি রেশন কার্ড পিভিসি কার্ড হিসাবে প্রিন্ট করতে পারবেন ।
মার্কেটে আনেক রকমের PVC Card Printer পাওয়া যায়, তার মধ্যে একটি প্রিন্টার আমি ব্যবহার করে দেখেছি সেই প্রিন্টারের বিবরন নিচে দেওয়া রইল ।
আরও পড়ুন – How to find ration card number with Aadhaar number
Which printer is best for PVC card printing
পিভিসি কার্ড প্রিন্টার সবচেয়ে ভালো কিনতে গেলে সেটা অনেক বাজেটের মধ্যে চলে যাবে। যেখানে আপনি ৬০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে ভালো প্রিন্টার পেয়ে যাবেন যেগুলো প্রফেশনালি পিভিসি কার্ড প্রিন্ট আউট করার জন্য ব্যবহার করা হয়।
এছাড়া কিছু কোম্পানি আছে যেমন Epson, এদের নিজস্ব পিভিসি কার্ড প্রিন্টার কম দামে রয়েছে । PVC card printing machine Epson এর খুব সহজেই অল্প খরচে আপনি একটা পিভিসি কার্ড প্রিন্ট আউট করতে পারবেন।
Epson কোম্পানির অন্যরকম প্রিন্টার আছে যেগুলো pvc card Print করে, অনেকেই বলে এই প্রিন্টারে আমি পিভিসি কার্ড প্রিন্ট আউট করছি ,আমি এই মেশিনে Digital pvc card Print আউট করছি, এই রকম আনেক কথা এবং ভিডিও দেখতে পাবেন । তার মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা আপনাকে বিবেচনা করতে হবে ।
তাই আমার সাইবার ক্যাফে রয়েছে এখানে আপনি একটি Epson এর একটি প্রিন্টার ব্যাবহার করি রেজাল্ট ভালো আছে । পিভিসি কার্ডের কোয়ালিটি ভালো দেয় কোনো খারাপ ফিডব্যাক পাইনি ।
Which Epson printer is best for PVC card printing
Epson L8050 Printer : এই প্রিন্টারে আপনি খুব সহজেই একটি পিভিসি কার্ড বোথ সাইড প্রিন্ট করতে পারবেন, আপনি যে ইমেজটি প্রিন্ট করবেন কার্ডের উপরে সেটি আপনি তৈরি করে নেবেন যেভাবে আমি উপরে বলে দিয়েছি। এটি একটি six কালার প্রিন্টার তার জন্য প্রিন্টের কোয়ালিটি ভালো হয়।
Ecotank Epson L8050 Inkjet Printer
- 3D Printer(With Epson Ink)
- Pvc Card Print
- USB Cable Extra
- Multicolor ( 6 color )
এর সাথে আপনি পিভিসি কার্ড এবং সিডি প্রিন্ট আউট করার জন্য একটি আলাদা করে ট্রে পাবেন। সেখানে আপনি , কার্ডটি রেখে প্রিন্ট দিলেই প্রথমে সামনের সাইড, তারপর কার্ডটিকে উল্টিয়ে আর একবার পেছনের দিকটা প্রিন্ট করতে পারবেন ।
এছাড়া আপনি এই প্রিন্টারেতে যে কোন ফটো বর্ডারলেস ফটো প্রিন্ট করতে পারবেন এবং A4 পেপার কালার এবং সাদা কালো প্রিন্ট করতে পারবেন।
এতে স্ক্যান করার কোন অপশন নেই এই প্রিন্টারে শুধু আপনি প্রিন্টই করতে পারবেন।
Free PVC card printing software কি?
প্রিন্টিং সফটওয়্যার এর কথা যদি আছে তাহলে কোম্পানি থেকে একটি প্রিন্টিং সফটওয়্যার দেওয়া হয় সেটা সমস্ত কোম্পানির একটা থাকে। ওই সফটওয়্যার এর মাধ্যমে আপনাকে প্রিন্ট আউট দিতে হবে।
কিন্তু আপনি যদি এই পিভিসি কার্ড প্রিন্ট আউট করেন সেক্ষেত্রে আপনাকে আগে কার্ডের সাইজ অনুযায়ী ছবিগুলো তৈরি করে নিতে হবে তার জন্য আপনি Photoshop ব্যবহার করতে পারেন ।
Photoshop 7.0 আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং যেভাবে আমি বলে দিয়েছি নিচে সেভাবে এডজাস্ট করে কার্ডের ফটোগুলো তৈরি করে নিন। তাহলে আপনি খুব সহজে পিভিসি কার্ডগুলি প্রিন্ট আউট করতে পারবেন ।
How to print PVC ration card and Aadhaar card
রেশন কার্ড বা আধার কার্ড পিভিসি কার্ডে প্রিন্ট করতে গেলে স্টেপ বাই স্টেপ যেনে নিতে হবে কিভাবে প্রিন্ট করবেন । সবার আগে জানতে হবে কোন PVC Card এ প্রিন্ট করলে ভাল হবে এবং কোন ধরনের প্রিন্টার দিয়ে ভালো পিভিসি কার্ড প্রিন্ট হয় সেটাও জানতে হবে । কারন আপনি নিজে বানান বা কউকে বানিয়ে দিন সবসময় যেটা ভালো কাজ হবে সেটাই চোখে পরবে ।
কিভাবে রেশন কার্ড এবং আধার কার্ড একটি পিভিসি কার্ডে প্রিন্ট করা যায় পরের পর আপনাকে জানিয়ে দিই, তার জন্য কি কি লাগবে সেটা জেনে নিন।
- একটা ল্যাপটপ যার মধ্যে ইন্সটল থাকবে Free pvc card printing software সেটা Photoshop 7.0 হলেও চলবে।
- একটা পিভিসি কার্ড প্রিন্ট আউট করা প্রিন্টার ।
- কিছু বেস্ট কোয়ালিটির PVC card ।
- এবং আপনি যে কম্পানির প্রিন্টার কিনবের তার ডাইভার ভালভাবে ইন্সটল থাকতে হবে ।
এই চারটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুব কম খরচে একটি কার্ড বানিয়ে ফেলতে পারবেন । আর যাদের সাইবার ক্যাফে আছে তাদের কাছে তো কম্পিউটার রয়েছে তাই তাদেরকে শুধু একটা পিভিসি প্রিন্টার এবং কিছু পিভিসি কার্ড। এগুলো কিনে নিলেই আপনি এটা থেকে একটা ভালো রকম ব্যবসা করতে পারবেন।
এরপর আপনি যে রেশন কার্ড বা আধার কার্ডের যে ফাইলটি ডাউনলোড করেছেন পিডিএফ ফাইল। সেই ফাইল থেকে ফটোশপে সফটওয়্যারে ওপেন করে (W: 86mm X H: 54mm) সাইজে কেটে নিন। দুটো আলাদা আলাদা সাইডে কাটবেন।
এছাড়া ফটোশপেতে আলাদা একটা ওই সাইজের পেপার নিয়ে দুটো পেজকে আলাদা আলাদাভাবে সেভ করে নিন। তার আগে কিছু সেটিং আছে করনিন।
রেশন কার্ডের ক্ষেত্রে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন ৩০ থেকে ৪০ এর মধ্যে রাখলেই হবে আর আধার কার্ডের ক্ষেত্রে কুড়ি থেকে ৩০ এর মধ্যে রাখলেই আপনি এটা একবার চেক করে দেখে নিবেন একটু ডার্ক হয়ে গেলে রেখে দেবেন।
এরপর আপনি ওই ফাইলটা নিয়ে আপনি যে কোম্পানির প্রিন্টার নিয়েছেন সেই কোম্পানির প্রিন্টিং সফটওয়্যারে আইডি কার্ড একটি অপশন থাকবে। সেখানে রেশন কার্ডের বা আধার কার্ডের যে দু সাইড পেজটি আছে সঠিকভাবে অ্যাডজাস্ট করে আপনার ওই প্রিন্টারে প্রিন্ট দিয়ে দিন।
দেখবেন এই যে ছবিটা রেডি করা হয়েছে সেই পিভিসি কার্ডের কোয়ালিটি ভালো আসবে, যেটা দেখলে অনেকেই মনে করবে এটা অরজিনাল সেটা আপনি ডকুমেন্ট শেষ হবে জেরক্স করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন।
বাড়িতে বসে কি পিভিসি আধার কার্ড প্রিন্ট করা যায়?
আপনি যদি বাড়িতে বসে প্রিন্ট আউট করতে চান সে ক্ষেত্রে হয় আপনাকে প্রিন্টার কিনতে হবে না হলে এখানে নিচে যে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে। সেখান থেকে আপনি পিভিসি কার্ড অর্ডার করতে পারেন, তার জন্য আপনি যে কার্ডের পিভিসি কার্ড চাইছেন সেই কার্ডের ফাইল টা আপনাকে ডাউনলোড করতে হবে।
কারণ আপনি ভালো করে জানেন এখন রেশন কার্ড বা আধার কার্ড ডাউনলোড করতে গেলে ওটিপি সিস্টেম করে দিয়েছে। তাই ওটিপি করে রেশন কার্ডের অফিসিয়াল পোর্টাল থেকে আপনার কার্ডের ফাইলটি ডাউনলোড করে নিন এবং ওই ওয়েবসাইটে ফাইলটি আপলোড করে দিন ।
আপনার ওই কার্ডের পিভিসি কার্ডটি আপনার বাড়িতে বাইপোস্ট চলে আসবে। আধার কার্ডের ক্ষেত্রে আধার কার্ডের অফিসিয়াল পোর্টাল থেকে ডাইরেক্ট অরিজিনাল পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন
PVC card printing online কি করা যায় ?
হ্যাঁ, এই লিংকে ক্লিক করে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি ওটা করতে পারেন আপনার বাড়িতে বাই পোষ্টের মাধ্যমে চলে যাবে।
How to print PVC ration card FAQ.
Which printer is best for PVC card printing?
Printers that only print PVC cards are best, preferably from a good company.
সাধারণ প্রিন্টারে কি পিভিসি কার্ড প্রিন্ট করা যায়?
না,সাধারন প্রিন্টারে PVC Card Print করার জন্য কোন সুবিধা থাকে না। এবং পিভিসি কার্ড প্রিন্ট করার জন্য আলাদা কালি (Ink) লাগে ।
এইচপি প্রিন্টার কি কার্ড প্রিন্ট করতে পারে?
এখন পর্যন্ত যে প্রিন্টার গুলি মার্কেটে আছে তার মধ্যে কোনো প্রিন্টার থেকে পিভিসি কার্ড প্রিন্ট করতে পারবেন না ।