Krishak Bandhu Online Apply : হা আপনি সঠিক দেখছেন এখন আপনি অনলাইনের মাধ্যমে Krishak Bandhu prakalpa এর আবেদন করতে পারবেন ।
আগে যেখানে আপনাকে ব্লকে বা মিউনিসিপালিটি গিয়ে আপনি অফলাইনে আবেদন করতেন সেখানে আপনি এখন থেকে অনলাইনে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন ।
পশ্চিমবঙ্গে জানুয়ারী, 2019 সালে কৃষি বিভাগ, সরকার “কৃষকবন্ধু” প্রকল্প চালু করেছে যার উদ্দেশ্য ছিল, পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষি কাজের জন্য আর্থিক সহায়তা করা এবং কৃষকদের অকালমৃত্যুর ক্ষেত্রে খামার পরিবারগুলিকে সামাজিক নিরাপত্তা প্রদান করা ।
আরও “কৃষকবন্ধু” প্রকল্প এর বিষয়ে জানতে এই আর্টিকেলটিতে গিয়ে দেখে নিন – Check now
তার আগে জানতে হবে Krishak Bandhu Online Apply করে কি সঠিক কাজ হবে । সেটা নিচে দেওয়া রইল পড়ে যেনে নিন ।
Important List:
For any Query | krishak.bandhu@ingreens.in |
Direct Helpline No | 8597974989 6291720406 Time: 10 am – 6 pm |
Krishak Bandhu | https://krishakbandhu.net |
Online Status Check | https://krishakbandhu.net/farmer_search |
Krishak Bandhu Online Apply | Apply Now |
Krishak Bandhu apply online করা কি সঠিক হবে ?
এই প্রশ্নটি অনেকের মনে আসছে । কারন অনেক ওয়েবসাইট আর্টিকেল বা Youtube Channel এটা নিয়ে ভিডিও দিয়েছে, যেখানে কিভাবে দেওয়া আবেদন করতে হবে তার পদ্ধতি দেখিয়ে দিচ্ছে ।
Krishak Bandhu apply online apply করার পর কিভাবে কাজ হবে বা কোনো কাগজ জমা দিতে হবে কিনা সেটা কেউ বলছেনা ।
আমি আপনাকে এই আর্টিকেলে জানিয়ে দিচ্ছি এই প্রশ্ন গুলির উত্তর ।
এই অ্যাপ্লিকেশন করার ওয়েবসাইটটি অনেকদিন আগে সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছিল । তখন থেকে অ্যাপ্লিকেশন করার কথা বা কেউ কোনদিন এই সাইটির কথাই বলেনি ।
কারন এতদিন অফলাইনের মাধ্যমে এই প্রকল্পের আবেদন করতে হতো ।
আর কোন কৃষক এর approved হবে, আর কার কোন কৃষক এর Reject হবে সেটি ঠিক করে ADA ( Assistant Director of Agriculture ) ওফিসার আপনার ব্লকে বা মিউনিসিপালিটিতে ।
এখন যে খবরটা পাওয়া গেছে , অনলাইনে যে আবেদন গুলি হচ্ছে সেই আবেদন Approved / Reject করার পারমিশন ADA এর হাতে এখন আসেনি বা দেওয়া হয়নি ।
তারজন আপনি যখন নতুন ভাবে আবেদন করবেন তারপর আপনার Krishak Bandhu online Application Prnding হয়ে রয়ে যাবে এবং আপনার যে Krishak Bandhu Id সেটাও তৈরি হবে না ।
যেমন Kishan Samman Nidhi Apply করার পর Status দেখায়, মাসের পর মাস Pending হয়ে পরে থাকছে ।
তাই আমি সাজেস্ট করবো আপনি আগে আপনার ব্লকে বা মিউনিসিপালিটিতে কথা বলে দেখুন বা কেউ কৃষকবন্ধু অনলাইনে আবেদন করেছে তার কাছ থেকে জেনে তারপরই আবেদন করবেন ।
সঠিক ভাবে আবেদন পদ্ধতি নিচে দেওয়া রইল আপনি আগে সম্পূর্ণটা পড়ে নিন তারপর আপনি নির্দ্বিধায় আবেদন করে নিন ।

Krishak Bandhu documents required in Bengali
- সক্রিয় মোবাইল নাম্বার
- পাসপোর্ট সাইজ ফটো
- ভোটের কার্ড
- আধার কার্ড
- কিষান সম্মান নিধি এর Kisan Samman Nidhi Self Declaration From ( কিষান সম্মান নিধিতে আবেদন করা থাকলে লাগবে )
- জমির পর্চা / রেজিস্ট্রি দলিল
- সক্রিয় সিঙ্গেল একাউন্ট
How to apply Krishak Bandhu online
Krishak Bandhu Online Apply করতে গেলে আপনাকে কিছু স্টেপ বাই স্টেপ পদ্ধিতি অবলম্বন করতে হবে সেই গুলি আপনি সাথিক ভাবে দেখে বা জেনে নিন ।
১) আপনি সবার আগে কৃষকবন্ধু অফিসিয়ালা ওয়েবসাইটটি ওপেন করে নিন তার জন্য যেকোনো ব্রাউজারে লিখুন Krishak Bandhu Online Apply প্রথমে যে লিঙ্ক টা ওপেন হবে সেটিকে ক্লিক করে ওপেন করে নিন বা নিচে যে লিঙ্কটি আছে সেটিতে ক্লিক করে ওপেন করতে পারেন ।
2) তারপর আপনি Registration Form দেখতে পেয়ে যাবেন, স্টেপ বাই স্টেপ একটা করে ফিলাপ করতে হবে তারপর আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন ।
৩) প্রথমে আপনি যদি আপনার নামে আবেদন করবেন তাহলে ভোটার কার্ড নাম্বার যেমন আছে সাথিক ভাবে লিখে দিন, তারপর পাশে যে Check Voter Button টি রয়েছে তার উপরে ক্লিক করে দিন ।
৪) আপনার ভোটার কার্ড নাম্বারটি চেক হওয়ার পরে আপনার সক্রিয় মোবাইল নাম্বারটি লিখে দিন এবং Get Otp button এর উপর ক্লিক করেদিন, আপনার ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেটি নিচে বক্সে সঠিক ভাবে লিখে দিন ।
৫) Otp টি সঠিক ভাবে লিখে দেওয়ার পর Confrom OTP বাটনটির ওপর ক্লিক করে দিন, তারপর আপনার কাছে আরও কিছু ফ্রমের অপশন ওপেন হয়ে যাবে ।
বাকি অপশন গুলি সেকশন অনুযায়ী বলে দিছি কিভাবে ফিলাপ করবেন ।
Krishak Bandhu Online Apply Farmer Details
এখানে আপনি প্রথমে আপনি Choose File এ সিলেক্ট করে একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দিন ।
তারপর আপনার একটি Alternative Mobile Number লিখে দিন এবং একটি ইমেল আইডি লিখে দিন এটা অফসনাল ইমেল আইডি না দিলেও ।
Kisan Samman Nidhi Self Declaration এখানে, যদি আপনার পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করা থাকে তাহলে আপনি Yes অপশনটি সিলেক্ট করবেন ।
এবং Kisan Samman Nidhi Self Declaration from টি সঠিক ভাবে ফিলাপ করে আপলোড করে দিন ।
এছাড়া আপনি আপনি No অপশন সিলেক্ট করে এগিয়ে গেলে দেখবেন Duare sarkar ID বক্স এখানে আপনার কাছে যদি Id থাকে তাহলে লিখে দিন নইলে খালি ছেড়ে দিন কারন এটি অপশনাল ।
Profile Details
এই সেক্সানে আপনাকে Personal Details ফিলাপ করতে হবে, যেমন আঁধার কার্ড নাম্বার সাথে আঁধার কার্ডের স্ক্যান কপি ।
এছাড়া ভোটার কার্ড স্ক্যান কপি, ভোটার কার্ডের ক্ষেত্রে কার্ড নাম্বার লিখতে হবে না কারন আগেই সেই নাম্বারটি দিয়ে ভেরিফাই করা হয়েছে ।
এরপর আপনার নামটি ইংলিশে লিখে দিন সম্পূর্ণ ক্যাপিটাল ওয়ার্ড, পরে পর্চাতে যে রকম ভাবে নাম আছে বাংলায় দেবনগরী ওয়ার্ডে লিখে দিন ।আপনি গুগল থেকে লিখে কপি পেস্ট করতে পারেন ।
এরপরের বক্সে Father / Husband’s Name ইনলিশে লিখে, D.O.B বয়স টি সিলেক্ট করে দিলেই নিচের বক্সে অটোমেটিক বয়স দেখিয়ে দিবে ।
তারপর আপনার Gender, Caste, সথিক ভাবে সিলেক্ট করে নিন ।
এরপর আপনার নিজের জমি হলে Owner, বাকি Bargadar / Pattadar এর মধ্যে আপনি যেটা সেই অপশনটি সিলেক্ট করে নিন । তারপর পরের সেক্সানে চলে যান ।
Bank Details
ব্যাঙ্কের তথ্য দেওয়ার আগে আপনাকে বলে রাখি আপনি আবেদন করার সময় Single Bank Account ব্যাবহার করবেন । রিসেন্ট পাওয়া তথ্য অনুযায়ী সমস্ত আবেদন সিঙ্গেল একাউন্টে করতে হবে নইলে টাকা ধুকবে না ।
এখানে আপনার ব্যাঙ্কের একাউন্টে যে নামে রয়েছে সেই নাম, একাউন্ট নাম্বার, আইএফসি কোড এই গুলি আপনি সঠিক ভাবে লিখে দিন ।
তারপর দেখবেন আপনার ব্যাঙ্কের নাম এবং ব্রাঞ্চের নাম অটোমেটিক চলে আসবে, আপনি শুধু আপনার একাউন্টটি কি ধরনের ( Saving, Current, KCC) যেটা সঠিক সেটি সিলেক্ট করে নিন ।
Adderss Details
এখানে আপনার Residential Address আপনি যেখানে বসবাস করেন সেই ঠিকানা সিলেক্ট করে নিন । যেমন আপনার ডিস্ট্রিক, ব্লক , পঞ্চায়েত, ভিলেজ, পোষ্ট অফিস, পুলিস স্টেশন এবং পিন কোড নাম্বার এই সমস্ত কিছু সঠিক ভাবে লিখে দিন ।
Krishak Bandhu Online Apply Cultivable Land Details
এই সেক্সানে একটি Add land Detail Button আছে সেটি ক্লিক করে দিলে আনেক অপশন ওপেন হয়ে যাবে এখানে আপনার জমির তথ্য দিতে হবে ।
যেমন যে এলাকায় আপনার জমি সেই এলাকার ডিস্ট্রিক, ব্লক এবং মৌজা যেটা আপনি পর্চা থেকে পেয়ে যাবেন আর অটোমেটিক JL no দেখিয়ে দেবে ।
এরপর খতিয়ান টাইপ সিলেক্ট করে নিন, এটা আপনি কি দিবেন খতিয়ান নাম্বার, এগ্রিকালচার পাট্টা, ফরেস্ট পাট্টা এর মধ্যে আপনি যেটা আপনার সেটি সিলেক্ট করে নিন ।
এর পর খতিয়ান নাম্বার এবং আপনার এই জমিটা কতটা পরিমান আছে সেটা একর হিসাবে লিখে দিন, তারপর আপনি খতিয়ান টাইপে যেটা সিলেক্ট করেছেন সেই মতো আপনার পর্চা আপলোড করে দিন ।
এর পর আপনি দেখবেন ডানদিকে Self Declaration একটি অপশন রয়েছে , এখান থেকে ROR, Borga Record, Registered Deed, Mutation Certificate আরও আনেক কিছু অপশন আছে যেটা আপনার কাছে আছে সেটা আপলোড করে দিন ।
এরপর আপনার কাছে আরও জমি থাকলে অন্য মৌজায় তাহলে Add land Detail Button অপশনে ক্লিক করে আরও জমি অ্যাড করতে পারেন ।
সব কিছু ফিলাপ হয়ে গেলে আপনি নিচে Create Farmer Button এ ক্লিক করে দিন, দেখবেন তারপর আপনি যে পেজটি তে ছিলেন অটোমেটিক রিলোড হয়ে কৃষক বন্ধু মেন পেজে চলে আসবেন ।
এখানে আপনাকে একটি Application Number দিবে সেটাকে আপনি কপি বা ছবি তুলে রেখে দিন, কারন আপনি এই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়েই চেক করতে পারবেন ।
কৃষক বন্ধু অনলাইন আবেদন পদ্ধতি জেনে গেলেন সঠিক ভাবে, চেক করার জন্য আপনি নিচের অংশটি পড়ে নিন ।
How to check Krishak Bandhu status Online
কৃষক বন্ধু status check Online এ চেক করা যাবে । আপনি যে এপ্লিকেশন করবেন তার স্ট্যাটাস কি অবস্থায় আছে সেটা খুব সহজেই বাড়িতে বসে চেক করতে পারবেন ।
আপনি যে কোন ব্রাউজারে লেখুন Krishak Bandhu status check প্রথমে যে লিঙ্ক টা আসবে সেটিতে ক্লিক করে দিন বা এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সেই পেজেতে চলে যাবেন ।
এখানে আপনি প্রথমে যে অপশনটি রয়েছে সেখান থেকে কিভাবে চেক করবেন ( Voter card, Aadhar card, Bank A/c no, KB ID, Mobile Number, Acknowledgement no ) সেটা সিলেক্ট করে নিন ।
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন
তারপর আপনি সেই নাম্বারটি পরের বক্সে লিখে দিয়ে I’m not a robort এই বক্সে ক্লিক করে দিলেই আপনার কাছে একটি কাপচার আসবে সেটিকে সঠিক ভাবে বেছে নিলে গ্রিন টিক এসে যাবে ।
তারপর আপনি নিচে যে Search Button এ ক্লিক করে দিন দেখবেন আপনার কাছে একটি স্ট্যাটাস দেখিয়ে দেবে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনার Krishak Bandhu Online Apply কি অবস্থায় রয়েছে Pending রয়েছে না কি Aproved হয়ে গেছে ।
আপনার স্ট্যাটাস যখন Transaction Success দেখাবে তখন আপনি জানবেন আপনার একাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে গেছে বা টাকা ধুকেছে একাউন্ট আপনি চেক করতে পারেন ।
এই ভাবে আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন এবং জেনে নিতে পারবেন আপনার নামে কৃষক বন্ধু প্রকল্প করা আছে কি না ।
কৃষক বন্ধু আইডি নাম্বার চেক কিভাবে করবেন
আপনার আবেদনটি সম্পূর্ণ ভাবে সাবমিট হয়ে গেলে তার পর আবেদনটি কৃষি দপ্তর থেকে চেক করা হয় । তারপর আপনার আবেদনটি সঠিক থাকলে আপ্রুভ করে দেওয়া হয় ।
তারপর আপনি স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন KB ID যে বক্সটি রয়েছে সেখানে আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার রয়েছে । এই ভাবে আপনি কৃষক বন্ধু আইডি নাম্বার চেক করতে পারবেন ।