Mobile OTP Service Blocked by TRAI : সমস্ত মোবাইল ব্যবহারকারীদের চিন্তায় ফেলতে চলেছে নতুন মাসে কারণ TRAI তরফ থেকে মোবাইলের স্প্যাম পলিসিতে কিছু সংশোধন করেছে । আপনার মোবাইলেতে যে ওটিপি গুলো আসতো সেই ওটিপি গুলো সামনে মাসের পর থেকে, মানে 1st September 2024 এর পর থেকে ওটিপি আসবে না ।
আপনি যদি ভাবছেন আপনি অনলাইনে শপিং করবেন বা কোন কাজের ক্ষেত্রে আপনি রেজিস্টার করবেন কোন ওয়েবসাইটে গিয়ে সেক্ষেত্রে আপনি ওটিপি পাঠালেও কিন্তু এখন আসবেনা । তার জন্য আপনাকে কিছুদিন প্রবলেম ফেস করতে হতে পারে ।
এই টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই ( TRAI ) সমস্ত টেলিকম কোম্পানিগুলোকে বলে দেওয়া হয়েছে যে সংস্থাগুলি ওটিপি পাঠায় তাদেরকে রেজিস্টার করতে হবে । যদি না রেজিস্টার করে থাকে সেক্ষেত্রেতে ৩১শে আগস্টের পর থেকে সেই সমস্ত সংস্থা থেকে ওটিপি আসবে না ।
এই পদক্ষেপটি নেওয়া হয়েছে শুধুমাত্র যে সমস্ত ওটিপি পাঠানো থার্ড পার্টি অ্যাপস রয়েছে বা বেআইনিভাবে এসএমএসের মাধ্যমে লিংক পাঠায় সেই সমস্ত ফাইলগুলোকে ব্লক করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
কারণ ওই লিংকে ক্লিক করলে যে সমস্ত হ্যাকাররা যাবতীয় তথ্য এবং টাকা ব্যাংক থেকে উঠিয়ে নেয় সেই সমস্ত বেআইনি কাজ করার জন্য সাধারণ মানুষের অনেক ক্ষতি হয় তার জন্য এই কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে ।
যে সমস্ত অ্যাপ বা ওয়েবসাইটগুলি ওটিপি সাহায্যে লেনদেন বা কেনাবেচা করে থাকেন সেই সমস্ত অ্যাপ বা ওয়েবসাইট রেজিস্টার করা না থাকলে, সেই সমস্ত সংস্থাগুলি থেকে ওটিপি পাঠানো হলে গ্রাহকের ফোনে আসবেনা ।
আর গ্রাহকের ফোনে যদি ওটিপি না আসে তাহলে গ্রাহকে বুঝে নিতে হবে যে এই ওয়েবসাইটটি বা এই অ্যাপসটি ট্রাই এর কাছে রেজিস্টার করা নেই । তাই আপনাকে সাবধানে থাকতে হবে এই ধরনের রুল কিন্তু তৈরি করা হচ্ছে ট্রাই-র তরফ থেকে ।
আরও পড়ুন : How to link Aadhaar card to PAN card online?
Mobile OTP Service Blocked by TRAI New Rules কি কি পরিবরতন হতে চলেছে ?
সমস্ত টেলিকম সংস্থাগুলিকে একটি নতুন মেসেজ সিস্টেম বা টেমপ্লেট তৈরি করতে হবে, যা কেবলমাত্র গ্রাহক উপর থেকে পড়তে পারবে । যদি কোন রকম কিছু স্ক্যাম দেখতে পায় সেক্ষেত্রে সেই সমস্ত মেসেজগুলি ব্লক করে দেওয়া হবে। যদি না হোয়াইটলিস্ট করা থাকে ।
সমস্ত সরকারি বা বেসরকারি ব্যাংক, পেমেন্ট অপারেটর, এর সাথে যে সমস্ত অনলাইনে খাবার ডেলিভারি করা apps ( যেমন Zomato, Swiggy) এবং রাস্তায় যে অনলাইন ট্যাক্সি apps ( যেমন Ola, Uber ) এছাড়া অনলাইন প্লাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্ট এই সমস্ত অনলাইন সার্ভিসের সংস্থা গুলির ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে ।
(Industry data indicates that in India ) শিল্প তথ্য নির্দেশ করে যে ভারতে, প্রতিদিন 1.5-1.7 বিলিয়ন বাণিজ্যিক বার্তা পাঠানো হয়, যার পরিমান প্রতি মাসে প্রায় 55 বিলিয়ন।
টেলিকম মেজরগুলি সময়সীমা বাড়ানোর জন্য চায়
এর জন্য টেলিকম কোম্পানিগুলি এই রুল বাস্তবায়নের জন্য ট্রাই-এর কাছে আরও সময় চাইছে, কারন তাদের ব্লকচেইন-ভিত্তিক ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি (DLT) প্ল্যাটফর্মের আপডেটের করতে হবে তার জন্য সময় প্রয়োজন।
যাইহোক, পরিস্থিতির সাথে পরিচিত কর্মকর্তারা ইঙ্গিত দেয় যে ট্রাই বিশ্বাস করে যে ইতিমধ্যে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এবং সময়সীমা বাড়ানোর জন্য আগ্রহী নয় । ট্রায় তরফ থেকে একটি নোটিশ দিয়ে বলে দেওয়া হয়েছে ।
হোয়াইটলিস্টিং কি ?
হোয়াইটলিস্টিংয়ের জন্য টেলিকম সংস্থাগুলিদের কাছে URL এবং কল-ব্যাক নম্বরের মতো সমস্ত প্রাসঙ্গিক বিশদ প্রদানের জন্য মেসেজ বা বার্তা পাঠানোর প্রয়োজন, যারা এই ডেটা তাদের DLT প্ল্যাটফর্মে ইনপুট করবে।
যে বার্তাটা পাঠানো হয়েছে, সেটা যদি মিলে যায় তাহলে ঠিক থাকবে অন্যথায়, এটি ব্লক করা হবে। উদাহরণ স্বরূপ, ব্যাঙ্ক থেকে আসা বেশিরভাগ লেনদেন সংক্রান্ত বার্তা, যেমন ডেবিট বা ক্রেডিট নির্দেশ করে, একটি কল-ব্যাক নম্বর থাকে। ব্যাঙ্ক নম্বরটি হোয়াইটলিস্টিং তালিকাভুক্ত করতে ব্যর্থ হলে এই বার্তাগুলি ব্লক করা হবে ৷
2021 সালের মার্চ মাসে যখন ডিএলটি প্ল্যাটফর্মটি প্রথম প্রয়োগ করা হয়েছিল, এবং টেলিকম প্রদানকারীরা বার্তাগুলি ফিল্টার করা শুরু করেছিল তখন একই রকম সমস্যা হয়েছিল।
সেই সময়ে, টেলিকম প্রদানকারীরা হোয়াইট লিস্টেড তালিকাভুক্ত শিরোনাম এবং টেমপ্লেটগুলি ধারণ করেনি এমন সমস্ত বাণিজ্যিক বার্তাগুলিকে ব্লক করায় ব্যাপক বিঘ্ন ঘটে। সেই ব্যাঘাতের পর থেকে, সমস্ত সংস্থা তাদের হেডার এবং টেমপ্লেটগুলি টেলিকম প্রদানকারীদের সাথে নিবন্ধিত করেছে ৷
ঊপায়
তাহলে এটাই দেখার সেপ্টেম্বর মাসের পর থেকে কোন কোন সংস্থাগুলি এই রুলগুলো মেনে চলেন এবং সাধারণ মানুষের যে হেনস্থার স্বীকার হতে হয় সেটার হাত থেকে কত দিনের রেহাই পাওয়া যায় সেটাই দেখার।
কোন সংস্থা আগে এ ডিএলটি প্লাটফর্মটি তার বাণিজ্যে কাজে লাগায় সেটাই দেখে নেওয়া এবং সমস্ত গ্রাহকদের অসুবিধা হলে অবশ্যই জানানো দরকার আপনি যে সমস্ত থেকে সার্ভিস পাচ্ছেন না ।