আসতে চলেছে প্যান কার্ড ২.০ আপনি কি এই নতুন প্যান কার্ডের বিষয়ে জানেন ? Pan card 2.0 update online এ কিভাবে করা যাবে । এই আর্টিকেলে আপনি সেটাই জানবেন নতুন প্যান কার্ডের খুঁটিনাটি ।
এখন হয়তো আপনার মনে এই প্রশ্ন গুলি আসবে ,
- আপনার পুরানো প্যান কার্ডটি কি বাতিল হবে ?
- নতুন প্যান কার্ড কি রকম দেখতে হবে ।
- কথায় আবেদন করতে হবে ।
- কত টাকা খরচ হবে ।
- নতুন ২.০ প্যান কার্ডে কি কি পরিবর্তন হবে ।
- পুরানো প্যান কার্ড যদি আধার লিঙ্ক না করা থাকে নতুন প্যান কার্ড কি পাওয়া যাবে ?
- পুরানো প্যান কার্ডে কিভাবে মোবাইল নাম্বার যুক্ত করব ।
- অনলাইনে প্যান কার্ড আপডেট করা যাবে কি?
আপনি এক এক করে সবই জানবেন এই আর্টিকেলে, তাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে জেনে নিন Pan card 2.0 এর সম্পূর্ণ তথ্য ।
আরও পড়ুন – How do i link Aadhaar with pan card? প্যান কার্ড এর সাথে কিভাবে আধার লিঙ্ক করবেন জেনে নিন
Pan Card 2.0 কি?
এটি একটি ডাইনামাইক ডিজিটাল প্যান কার্ড, এই প্যান কার্ডটি সম্পূর্ণ অনলাইন হবে । কেবিনেট থেকে এই প্যান Pan card 2.0 পাশ হয়ে গিয়েছে । এই প্যান কার্ড আপডেটের জন্য সরকার ঠিক করেছে আনুমানিক ১৪৩৫ কোটি টাকা খরচ হতে পারে ।

সরকারের তরফ থকে জানানো হয়েছে এই ডিজিটাল প্যান কার্ড আপডেট হলে আপনার সব সবরকম ডাটা সুরক্ষিত থাকবে । কারন, সরকার চাইছে ডিজিটাল-ই একটা পোর্টাল-এর মাধ্যমে Pan / Tan সার্ভিসের সমস্ত কাজ গুলি হোক।
আপনি অবশ্যই জেনে থাকবেন প্যান কার্ড এখনো পর্যন্ত তিনটি সংস্থা বা তিনটি ওয়েবসাইট থেকেই আবেদন করা যায় এনএসডিএল পোর্টাল ( NSDL) ও ইউটিআই পোর্টাল ( UTI ) এর সাথে কিছুদিন আগে থেকে চালু হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল সাইট রয়েছে ই ফিলিং (e-filing)এই সাইট থেকে এখন প্যান কার্ড আবেদন করা যাচ্ছে ।
এতে কি হচ্ছে উপভোক্তা যে ডাটা রয়েছে তার পার্সোনাল ইনফরমেশন সেগুলি এ তিনটি পোর্টালের মাধ্যমে জমা থাকছে সেখান থেকে কোন কারণবশতল লিক হয়ে যাওয়ার সেই ভয়টা রয়েই যায় । তাই সরকার চাইছে একটা পোর্টাল-এর মাধ্যমে কাজ করতে ।
এতে সমস্ত উপভোক্তারও সুবিধা হবে যে আমি একই পোর্টাল এর মাধ্যমে সমস্ত কাজ করতে পারা যাবে । আপনি যদি সংশোধন করেন বা কোন রকম যদি চেঞ্জ করেন প্যান কার্ডের মধ্যে সেটা ডিজিটাল-ই অনলাইনে মাধ্যমে করতে পারবেন ।
Note:- Pan Card 2.0 Update করতে হলে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার পুরানো প্যান কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দুটোই সক্রিয় থাকতে হবে । কারন ঐ মোবাইল নাম্বারে ওটিপি এবং ইমেল আইডিতে আপনার প্যান কার্ডের কপি দেওয়া হবে ।
তার জন্য অবশ্যই আপনাকে এই দুটো জিনিস সঠিক থাকতে হবে, আর যদি সঠিক না থাকে তাহলে আপনি আগেই সংশোধন করে নিন ।
নতুন প্যান কার্ড কি রকম দেখতে হবে ।
লাস্ট কিছুদিনের মধ্যে যারা প্যান কার্ড করেছে, তাদের প্যান কার্ড গুলি দেখলে দেখতে পাবেন একটা কিউআর কোড ডানদিকে দেওয়া থাকে। এই কিউ আর কোডটিকে পরিবর্তন করে একটি ডায়নামাইক কিউআর কোড দেওয়া হবে ।
এখানে আপনার সমস্ত তথ্য দেওয়া থাকবে আপনার নাম আপনার বয়স আপনার যাবতীয় ডিটেলস । কোন কাজে যদি আপনার দরকার পরে সে ক্ষেত্রেতে আপনি এস কিউআর কোডটা স্ক্যান করে আপনার ডিটেলস গুলি ব্যবহার করতে পারবেন ।
এছাড়া এই প্যান কার্ড ২.০ আপনি ডিজিটাল ব্যবহার করতে পারবেন, মানে আপনার ফোনের মাধ্যমে ডিজিটাল কপি হিসেবে থাকবে। আপনি যখন এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন তার পর আপনাকে এই প্যান কার্ডের কপি ইমেল এর মাধ্যমে পেয়ে যাবেন ।
আপনার যে পুরনো প্যান কার্ডের নাম্বার সেই নাম্বার একই থাকবে সেই নাম্বারেতেই নতুন প্যান কার্ড তৈরি হয়ে আপনার কাছে চলে আসবে।
Pan Card 2.0 Update করলে কি কি সুবিধা হবে
উপভোক্তাদের শুধু এটাই সুবিধা হবে যে এই নতুন প্যান কার্ড আপনি ডিজিটালই ব্যবহার করতে পারবেন। এর সাথে আপনার যে তথ্য সেগুলো একটু বেশি সুরক্ষিত রাখতে পারবেন। এছাড়া আপনি যখন এই প্যান কার্ড ব্যবহার করবেন সবসময় এই কার্ডটিকে নিয়ে যেতে হবে না, এটি পেপারলেস হিসেবে ব্যবহার করতে পারবেন।
এর যে নতুন QR Code আসবে সেই কিউ আর কোড ব্যবহার করে আপনার তথ্য ব্যবহার করতে পারবেন ।
QR Code যাদের নেই তাদের কি করতে হবে
কিউ আর কোড যাদের নেই তাদের চিন্তার কোন কারণ নেই কারণ আপনার যে প্যান কার্ড ছিল সে প্যান কার্ডই আপনি সব জায়গায় ব্যাবহার করতে পারবেন। সেই প্যান কার্ড চালু থাকবে।
আপনার যদি মনে হয় নতুন প্যান কার্ডে আপনি ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনি অনলাইনে একটি আবেদন করে আপনি নতুন Pan 2.0 Card ব্যবহার করতে পারেন ।
কথায় আবেদন করতে হবে ।
সরকার এর তরফ থেকে যে জানানো হয়েছে প্যান কার্ডের জন্য একটি নতুন পোর্টাল দেওয়া হবে। যার মাধ্যমে এই প্যান কার্ডের সমস্ত কাজ গুলি করতে পারবেন। সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে বলে দেওয়া হয়নি। যে এখানে আপনি প্যান কার্ডের সমস্ত কাজগুলি করতে পারবেন।
তাই আর্টিকেলটাই আপনি পরে ফলো করবেন, এইখানে আপনাকে জানিয়ে দেয়া হবে কোন পোর্টালেতে এই নতুন প্যান কার্ড ২.০ আবেদন হবে ।
এছাড়া যারা নতুন কার্ড এপ্লাই করছে তাদের দেখতে পারেন কি রকম প্যান কার্ড আসছে। সেখান থেকেও আপনি জেনে যেতে পারবেন আপনি কিভাবে নতুন প্যান কার্ড আবেদন করবেন।
কত টাকা খরচ হবে
সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, এই Pan card 2.0 update এর আবেদন করার জন্য কোন চার্জ লাগবে না । সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই প্যান কার্ড আপডেট করতে পারবেন ।
এটা তখনই সম্ভব যখন আপনার প্যান কার্ডটি ইমেইলের মাধ্যমে আসবে, যেটা ডিজিটাল আপনি ব্যবহার করতে পারবেন সেই ধরনের প্যান কার্ড টা যখন আপডেট করবেন । সেক্ষেত্রে তে আপনার একটা টাকাও লাগবে না।
এছাড়া আপনি যদি একটি প্যান কার্ড যেটা বাড়িতে আসে সে ফিজিক্যাল প্যান কার্ড যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রেতে আপনাকে ৫০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। তারপর আপনার যে প্যান কার্ডটি বাড়িতে আসবে ।
ইন্ডিয়ার মধ্যে হলে এই খরচাটি পরবে নইলে আপনি যদি বাইরে থকে প্যান কার্ড অডার করেন তাহলে এই ৫০ টাকার পর কিছু চার্জ লাগবে ।
আপনার কিন্তু প্যান কার্ড নাম্বার কোন পরিবর্তন হবে না, এবার আপনার খেতে যেটা সুবিধা হবে, সেই হিসাবে আপনি আপডেট করবেন।
পুরানো প্যান কার্ড কি পরিবর্তন করতেই হবে ?
পুরানো যাদের প্যান কার্ড আছে তাদের প্যান কার্ড গুলির নতুন প্যান কার্ডের ট্রান্সফার করতে হবে এরকম কোন নির্দেশ নেই। আপনার পুরানো কার্ডটাই যেমন আপনি ব্যবহার করছেন সেই রকম ভাবেই আপনি ব্যবহার করতে পারবেন ।
আর আপনার যদি ২০১৭ সালের আগে প্যান কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আধার লিঙ্ক টা কমপ্লিট করতে হবে । নইলে আপনার কিন্তু প্যান কার্ড টা বাতিল হয়ে যাবে ।
পুরানো প্যান কার্ড কিভাবে আধার লিঙ্ক করবেন এই আর্টিকেলটা ক্লিক করে জেনে নিতে পারেন – How do i link Aadhaar with pan card?প্যান কার্ড লিঙ্কিং
আপনার পুরানো প্যান কার্ডটি কি বাতিল হবে ?
আপনার যে পুরনো প্যান কার্ড আছে সেই প্যান কার্ডটি বাতিল হবে না, আপনি যেমন ভাবে ব্যবহার করতেন সেই প্যান কার্ড টি সেই ভাবেই আপনি ব্যবহার করতে পারবেন। শুধু যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে আপনি আধার লিঙ্কটা কমপ্লিট করে নেবেন । আধার লিঙ্ক না করা থাকলে সেক্ষেত্রেতে আপনার প্যান কার্ডটি বাতিল হতে পারে ।
Pan Card 2.0 Update Online -এ করা যাবে ?
অনলাইনে প্যান কার্ড আপডেট করা যাবে কি?: এই প্রশ্নটা অনেকেরই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে । আপনারা যদি একই প্রশ্ন থাকে, তাহলে আপনাকে বলি অনলাইনেই আপডেট করা যাবে তার জন্য কিছুটা সময় লাগবে ।
কারণ এখনও সঠিকভাবে বলে দেয়া হয়নি এইখান থেকেই আপনি আপডেট করতে পারবেন ।
যখন সম্পূর্ণটা বলে দেওয়া হবে তখন আপনাকে একটা ভিডিও মাধ্যমে বা আর্টিকেল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তাই আমাদের ওয়েবসাইট থেকে এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করে চলুন, এ ধরনের আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন ।
এছাড়া আরো প্রশ্ন আছে যেগুলি আপনার মনের মধ্যে করতে পারে সেগুলি দেখুন নিচে তো দেওয়া আছে।
পুরানো প্যান কার্ড যদি আধার লিঙ্ক না করা থাকে নতুন প্যান কার্ড কি পাওয়া যাবে ?
পুরানো প্যান কার্ড যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে, আপনি নতুন প্যান কার্ড ২.০ আবেদন করে পেয়ে তো যাবেন, কিন্তু আপনার প্যান কার্ডটি কাজে লাগবে আপনার নাম্বারটা কিছুদিন পরেই তো ডিএক্টিভেট বা বন্ধ হয়ে যাবে ।
তাই নতুন প্যান কার্ড এতে আপনার কি হয় সুবিধা হল, তাই আপনি আগে পুরানো প্যান কার্ডের আধার লিঙ্কটা কমপ্লিট করে নিন । আর এটাও আপনাকে মাথায় রাখতে হবে আধার লিঙ্ক করতে গেলে কিন্তু আপনাকে ওই প্যান কার্ড এ আগে থেকেই মোবাইল নাম্বারটা যুক্ত থাকতে হবে ।
নইলে আপনি আধার লিঙ্কটা কমপ্লিট করতে পারবেন না ।
পুরানো প্যান কার্ডে কিভাবে মোবাইল নাম্বার যুক্ত করব
আপনি এখন এই অবস্থাতেই পুরানো প্যান কার্ডটি মোবাইল নাম্বার যুক্ত করতে গেলে আপনাকে সংশোধন করতে হবে । এ সংশোধন টা আপনাকে সঠিক তথ্য দিয়ে তারপর আপনি যে কোন সাইবার ক্যাফে বা আপনি যদি নিজে অনলাইনে করতে পারেন, সঠিকভাবে অনলাইনে ফরম ফিলাপ করে দিলে আমরা প্যান কার্ডটি মোবাইল নাম্বার যুক্ত হয় সংশোধন হয়ে যাবে।
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন
সাথে আপনি এখন যে আপনার সক্রিয় ইমেল আইডি রয়েছে সেই ইমেইল আইডিটাও আপনি চেঞ্জ করে ফেলতে পারেন ।
সেক্ষেত্রে পরে আপনার প্যান কার্ডেতে কোন রকম পরিবর্তন বা সংশোধন করলে এছাড়া এই প্যান কার্ডটি রিপ্রিন্ট করলে, আপনার ইমেল আইডিতে প্যান কার্ডের ডিজিটাল কপিটা চলে আসবে ।
Conclusion
তাহলে আপনি আর্টিকেল জানতে পারলেন Pan Card 2.0 Update কিভাবে করবেন এবং আপডেট করলে কি সুবিধা হবে । এর সাথে আরো জানতে পারলেন এই প্যান কার্ড এর সমস্ত তথ্য ।
আর্টিকেলটি পড়ে উপকার হলে আপনি বন্ধুদের শেয়ার করে দিন ।