Pan Card Aadhar Card Link না করালে দিতে হবে কত জরিমানা

আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক (Pan Card Aadhar Card Link) করার জন্য ফের একবার কেন্দ্রের সরকারের তরফ থেকে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। 

28-Mar-2023 তারিখে একটি Refer Press Release করা হয়েছিল, সেখানে বলা হয়েছে Pan Aadhaar Link 30th June, 2023 পর্যন্ত লিংকের সময়সীমা বাড়ানো হয়েছে। 

কেন্দ্রীয় সরকার এই প্রথম সময়সীমা বৃদ্ধি করা হলো এমন নয়, এর আগেও একাধিকবার Pan Link এর সময়সীমা  বৃদ্ধি করা হয়েছে। 

তবে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার, আগের বারের মেয়াদ বৃদ্ধির সঙ্গে এবারের মেয়াদ বৃদ্ধির অনেক পার্থক্য রয়েছে।

বর্তমানে নতুন করে সময়সীমা বাড়ানো হলেও, লিঙ্ক করানোর জন্য এক হাজার টাকা করে দিতে জরিমানা হবে নাগরিকদের। 

তবে এর পাশাপাশি আপনার যেহেতু নির্দিষ্ট সময়ে Pan aadhaar link করানো হয়নি তার জন্য আপনাকে দিতে হবে অতিরিক্ত জরিমানা। 

আপনার এই লিঙ্ক করানোর জন্য যত দেরি হবে জরিমানার পরিমাণও ততটাই বৃদ্ধি পাবে। 

এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)

Pan Card Aadhar Card Link

Useful link

Pan Aadhaar Linkhttps://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar
Link Status Checkhttps://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status

Pan card Aadhaar card link latest news

এই Pan Card Aadhaar Link এর বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি সাংবাদিক বৈঠক করে জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষে থেকে অনেক সময় দেওয়া হয়েছিল আর দেওয়া সম্ভব নয় ।

আরো বলেছেন যত দ্রুত সম্ভব সবাইকে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে হবে ।

এই সময়সীমা পার হয়ে গেলে জরিমানার পরিমাণ আরও একাধিক বৃদ্ধি পাবে।

১ এপ্রিল সময়সীমার পর জরিমানার ক্ষেত্রে থেকে টাকার পরিমান ৫০০ টাকা করে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

তারপরে অর্থাৎ ১ জুলাই ২০২৩ তারিখ থেকে জরিমানার এই টাকার পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি হয়ে দাঁড়াবে ১০০০ টাকা। 

এর সাথে জানিয়ে দিলেন ফেব্রুয়ারি মাস থেকে লিঙ্ক করানোর জন্য যে ১০০০ টাকা করে নেওয়া হত সেই টাকাটাও ভরতে হবে । 

কেন্দ্রীয় সরকার এই জরিমানার টাকা মুকুব করবে না তা স্পষ্ট জানিয়ে দেন এবং পরিবর্তে লিংক করতে দেরী হলে জরিমানা আরও বাড়বে এমনটাই জানানো হয়েছে।

আরো এটাও জানানো হয়েছে যে সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করানো হয় তাহলে প্যান নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হবে । 

এর পাশাপাশি Pan card Aadhar card link না হলে টিডিএস (TDS) ও টিসিএসের ক্ষেত্রে সমস‌্যায় পড়তে হবে সেই সমস্ত নাগরিকদের। 

এছাড়াও পররবর্তী সময়ে সমস্যায় পড়তে হবে বিভিন্ন সরকারি প্রকল্পের ভর্তুকি অথবা সরকারি সুবিধা পেতে।

Read More – Aadhaar Card Address Change online

Pan Card Aadhaar Card Link Status Check

প্যান কার্ডের আধার লিঙ্ক করার আগে আপনাকে দেখতে হবে আধার লিঙ্ক করা আছে কি না। 

তারজন্য আপনাকে অন্য কোথাও যাবার দরকার নেই। 

আপনি ইনকাম ট্যাক্স এর ওয়েবসাইটটি ওপেন করে নিন, সেখানে মেনু বরে একটি অপশন আছে Link Aadhaar Status এটির ওপর ক্লিক করে দিন। 

তারপর আপনার প্যান কার্ড নাম্বার এবং আঁধার নাম্বারটি লিখে দিন বক্সে। 

এরপর View Link Aadhaar Status বটনে ক্লিক করে দিলেই আপনি Status টি দেখতে পেয়ে যাবেন। 

লিংক করা থাকলে এই লেখাটি দেখাবে 

এবং লিংক করা না থাকলে এই লেখাটি দেখাবে। 

আপনি Pan Link এর এই লেখাটিতে ক্লিক করে pan card link করার পেজে চলে যেতে পারবেন।

Note – আপনার প্যান কার্ডে এর সাথে আঁধার কার্ডের নাম, বয়স যেন একই থাকে, ভুল থাকলে আপনাকে আগে সংশোধন করে নিতে হবে তারপর আপনি লিংক করতে পারবেন।

Pan Card সাথে Aadhaar Card Link কিভাবে করবেন

আপনি যদি ওপরে দেখানো লিংকে ক্লিক করে প্যান কার্ড লিংক করার পেজে আসেন তাহলে নিচে দেওয়া পদ্ধতি গুলি ফলো করুন। 

নইলে প্রথমে আপনি Income Tax Department এর অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন করে নিন।

বামদিকে Link Aadhaar এই অপশনটিতে ক্লিক করে দিন তারপর একটি পেজ ওপেন হয়ে যাবে।

এই পেজটি ওপেন হয়ে গেলে আগে আপনি দেখে নিন কোন কোন নাগরিকের প্যান কার্ডের আধার লিংক না করলেও চলবে। 

তারমধ্যে যেগুলি পড়ছে 

(i) NRIs

(ii) Not a citizen of India

(iii) age > 80 years as on date

(iv) state of residence is ASSAM, MEGHALAYA or JAMMU & KASHMIR- 195 

এই গুলির ক্যাটাগরি গুলির মধ্যে আপনি যদি না পড়েন তাহলে এই পেজে আপনার পান কার্ড নাম্বার এবং আধাঁর নাম্বার লিখে দিন তারপর নিচে Validate অপশনে ক্লিক করুন ।

আর একটি Popup ওপেন হয়ে যাবে, এখানে আপনি Continue To Pay Through E-Pay Tax এই বটনে ক্লিক করে দিন। 

দেখবেন একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনি প্রথম বক্সে এবং দ্বিতীয় বক্সে প্যান কার্ড নাম্বারটি সঠিক ভাবে লিখে দিন। 

তার সাথে নিচে আপনার সক্রিয় মোবাইল নাম্বারটি লিখে দিবেন। 

তারপর নিচে Continue Button টি সিলেক্ট করুন, দেখবেন আপনার ওই মোবাইল নাম্বারে একটি OTP চলে আসবে। 

সেই ওটিপি টি সঠিক ভাবে পরের পেজেতে বসিয়ে দিন, একটা কথা জেনে রাখবেন এই ওটিপিটি তিনবার পাঠাতে পারবেন আপনার ওই মোবাইল নাম্বারে। 

এরপর নিচে Continue Button টি সিলেক্ট করলেই Verify Successful ম্যাসেজটি দেখিয়ে দিবে,

এবং তার সাথে আপনার প্যান কার্ড নাম্বার এবং আপনার সঠিক নামটি যেটা প্যান কার্ডে লেখা আছে। 

সব কিছু মিলিয়ে নেওয়ার পর আবারও Continue সিলেক্ট করলেই দেখবেন E-Pay Tax এর পেজটি খুলে যাবে। 

এখানে আপনি প্রথমের Income Tax এর অপশনে proceed Button টি সিলেক্ট করলেই আর একটি পেজ খুলে যাবে। 

এই পেজটিতে আপনাকে সঠিক ভাবে পূরণ করতে হবে, ভালোভাবে জেনে নিন 

Assessment Year – এই বক্সে আপনাকে (April – March) এর বছরটি সিলেক্ট করতে হবে যে বছর চলছে তার পিছনের বছর। 

Type of Payment (Minor Head ) – এই বক্সে আপনি অনেক অপশন দেখতে পাবেন তার মধ্যে Other Receipts (500) এটি সিলেক্ট করুন। 

তারপর আবারো Continue Button টি সিলেক্ট করলেই আপনাকে দেখিয়ে দেবে কতটাকা Fine Charge দিতে হবে। 

দেখবেন নিচে ১০০০ টাকা এমাউন্ট লেখা আছে, এই পেজটিকেও Continue করে দিন। 

তারপর দেখবেন Payment পেজটি খুলে যাবে, এখন থেকে আপনি যেভাবে পেমেন্ট করতে চান সেটি উপর থেকে বেছে নিন। 

আপনি Net Banking, Debit Card, আরো পেমেন্ট পদ্ধতি দেখতে পেয়ে যাবেন।

এছাড়া আপনি যদি Phone Pe, Google Pay, Paytm থেকে পেমেন্ট করতে চান তাহলে Payment Gateway অপশনটি বেছে নিন। 

এবং আপনি নিচে দেওয়া ব্যাঙ্ক গুলি থেকে যেকোনো একটি সিলেক্ট করে নিন। 

তার আগে আপনি অবশই ট্রানজেসন চার্জটি দেখে নিবেন কত টাকা কাটবে। সব ক্ষেত্রে এক্সট্রা চার্জ নেওয়া হয়নি আপনি অবশই চেক করে নিবেন। 

তারপর যে কোনো পেমেন্ট মেথড বেছে নিয়ে পেমেন্টটি কমপ্লিট করে নিলেই ব্যাঙ্কিং পোর্টাল থেকে যে স্লিপটি হয় সেটি আপনি Screen Short বা ডাউনলোড করে রেখে দিন। 

এই ভাবে সব কিছু সঠিক ভাবে হয়ে গেলে তার পর আপনাকে কিছুদিন (৩-৫) দিন আপনাকে অপেক্ষা করতে হবে। 

Income Tax Department থেকে আপনার এই পেমেন্টটি যাচাই করে দেখবেন তারপর আপনি বাকি কাজ কমপ্লিট করতে পারবেন। 

(৩-৫) দিন পর  Pan Card Aadhar Card Link Complete

আবারো Income Tax Department এর সাইটটি ওপেন করে Link Aadhaar অপশনটির ওপর ক্লিক করে দিন। 

তারপর আবারও আপনার প্যান কার্ড নাম্বার এবং আঁধার নাম্বার দুটি বক্সে লিখে দিয়ে ভ্যালিডেটে বটনে ক্লিক করে দিলেই আপনি একটি পোপা দেখতে পেয়ে যাবেন। 

এবং Your Payment Details are Verified এই লেখাটি দেখিয়ে দেবে। তারপর আপনি এটিকে Continue সিলেক্ট করে এগিয়ে যাবেন। 

একটি পেজ ওপেন হবে এখানে আপনার নাম যেটা আধার কার্ডে লেখা আছে, সঠিক ভাবে টাইপ করে দিবেন এবং তার পশে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। 

এরপর নিচে দুটি ঠিক চিহ্নর বক্স দেখতে পাবেন প্রথমটিতে আপনার আধার কার্ডে যদি শুধু বয়সের সালটি লেখা থাকে তাহলে উপরের বক্সটিতে ক্লিক করে দিন নয়তো খালি ছেড়ে দিন। 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

এবং নিচের বক্সটিতে ক্লিক করে ঠিক চিহ্নর করে দিয়ে নিচে Link Aadhaar সিলেক্ট করে দিন। 

আপনার ওই মোবাইল নাম্বারে একটি OTP আসবে সেটি লিখে দিয়ে Validate সিলেক্ট করুন। 

তারপর দেখবেন একটি green ঠিক চিহ্ন দিয়ে Aadhaar pan link Submit হয়ে গেছে দেখিয়ে একটি popup খুলে যাবে। 

এক দুদিনের পর আপনি Link Aadhaar Status অপশনে সিলেক্ট করে স্টেটাসটি চেক করে নিতে পারবেন। 

Conclusion 

এভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসে Pan Card Aadhaar Link করতে পারবেন। কোনোরকম সমস্যা হলে আপনি কমেন্ট করে জানাতে পারেন।

Police Fine Payment Online – https://bangalirtech.com/police-fine-payment-online/
How To Caste Certificate Download Online – https://bangalirtech.com/caste-certificate-download-online/
[ FREE ] Swasthya sathi card apply online – https://bangalirtech.com/swasthya-sathi-card-apply-online/

FAQ

Q. How can I link my PAN card with Aadhar card?

You can link your PAN Card Aadhaar online. Full details are given in this article.