সমস্ত চাষী ভাইদের বিরাট সুখবর PM Kisan 18th Installment এর টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার । কেন্দ্র সরকারের এই যে প্রকল্প Pm kisan samman nidhi এর আওতায় যে সমস্ত চাষি ভাইরা রয়েছে তাদেরকে বছরের তিনটি কিস্তির মাধ্যমে ৬ হাজার টাকা দিয়ে থাকে।
১৭ তম কিস্তি এর আগেই দেওয়া হয়েছে এখন এই ১৮ তম কিস্তির টাকা কারা পাবেন এবং কারা বাদ যাবেন সমস্তটা এই আর্টিকেলে যেনে নিন । এই Prokolpo এর সাথে যাদের নাম রেজিস্টার করা আছে তারাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন, এবং যারা আগে টাকা পেয়েছেন তারাই এই ১৮ তম কিস্তির টাকাটা পেয়ে যাবেন।
তারা অবশ্যই জেনে রাখুন এই প্রকল্পের ১৮তম কিস্তি দেওয়ার তারিখ ঘোষণা করে দিল, এই অক্টোবর মাসে ( 05th Oct 2024 ) পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের একটা কিস্তির টাকা দেওয়া হবে।
এই ১৮তম ইনস্টলমেন্ট এর টাকা পেতে হলে আপনাকে কিন্তু e-kyc টা কমপ্লিট থাকতে হবে। কারণ, লাস্ট কিছুদিন ধরে যে ইনস্টলমেন্টের টাকাগুলি ঢুকছে, সেগুলি সমস্ত PM kisan ekyc থাকলে তবেই টাকা ঢুকছে চাষীদের একাউন্টে।
এর মানে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং পিএম কিষান প্রোটালে আধার লিঙ্ক করা থাকতে হবে। এর সাথে আপনি যে অ্যাকাউন্টটি ব্যবহার করেন, যে একাউন্টটা আধার লিঙ্ক করা আছে সে অ্যাকাউন্টে অবশ্যই DBT অন করা থাকতে হবে।
এই সমস্ত কিছু যদি আপনার কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি পরে যে কিস্তিগুলো আসছে বা পরে যে কিস্তিগুলো পাবেন সেগুলো খুব সহজে আপনার একাউন্টে ঢুকে যাবে।
এছাড়া, আপনার যদি এগুলোর মধ্যে কিছু প্রবলেম থাকে আপনি খুব সহজে চেক করতে পারবেন। সেগুলো আপনি আগে চেক করে নিন না হলে কিন্তু আপনার একাউন্টে টাকা ঢুকবে না। সেগুলো আপনি কিভাবে চেক করবেন নিচে দেওয়া রইল।
এর সাথে কিভাবে PM kisan ekyc করবেন সেটাও যেনে নিবেন, আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন ।
PM Kisan 18th Installment Date
মাননীয় প্রধানমন্ত্রী 05 অক্টোবর 2024-এ PM KISAN স্কিমের 18তম কিস্তির টাকা ছাড়বেন। কিন্তু অবশ্যই ekyc করা থাকতে হবে ।
আরও পড়ুন – How to Krishak Bandhu Online Apply কৃষক বন্ধু প্রকল্প অনলাইনে আবেদন করা যায়?
Pm kisan টাকা আসছে না কেন, e-KYC করানো আছে তো ?
আপনি অবশ্যই যেনে থাবেন আপনি যে Pm kisan রেজিস্ট্রেশন করে ছিলেন তার সাথে আধার লিঙ্ক করতে হয়। যদি না করা থাকে তাহলে আপনার টাকা একাউন্টে টাকা ঢুকবে না । এছাড়া, আপনার যে একাউন্টে আধার লিঙ্ক করা আছে সেই একাউন্তে ডিবিটি অন থাকতে হবে । কারন এই ডিবিটি অন না থাকলে কোনো রকম সরকারী টাকা আপনার একাউন্টে ঢুকবে না । তার জন্য আপনাকে বাঙ্কে গিয়ে আপনাকে এটি অন করতে হবে ।
এছাড়া, Pm kisan status check করে আপনাকে দেখে নিতে হবে, আপনাকে যে তিনটি পদ্ধতির লিঙ্ক করতে হবে সেটা গ্রিন আছে কি নেই । সেই গুলি যদি আপনার গ্রিন না থাকে তাহলে নিচে যেনে নিন কিভাবে এই গুলি গ্রিন করবেন ।
PM Kisan কেওয়াইসি স্ট্যাটাস অনলাইন?
আপনার কেওয়াইসি করা আছে কিনা সেটা চেক করার জন্য, আপনি পিএম কিষান প্রোটালে আরেকবার EKYC বাটনে ক্লিক করে যদি আপনি কেওয়াইসি করতে যান তাহলে যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রেতে দেখিয়ে দেবে আপনার ই কেওয়াইসি করা রয়েছে।
এছাড়া আপনার যদি ই কেওয়াইসি না করা থাকে তাহলে যেভাবে কেওয়াইসি করতে হয় সে পদ্ধতি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেওয়াইসি করা নেই।
এছাড়াও আর একটি পদ্ধতি রয়েছে Pm kisan status check এর মাধ্যমে, এক্ষেত্রেতে আপনার সমস্ত টেটাসটা চেক করতে পারবেন। সম্পূর্ণ স্ট্যাটাস টা চেক করলেই তবেই আপনি জানতে পারবেন PM Kisan 18th Installment ঢুকবে কিনা না। সেই মতন আপনি যেগুলো প্রবলেম থাকবে সেগুলো ঠিক করে নিতে পারবেন।
Pm kisan status check online এ কিভাবে করবেন
এ প্রকল্পের স্ট্যাটাস চেক তিন রকম ভাবে করতে পারবেন Aadhaar Card, Mobile Number এবং Registration number . এক এক করে আপনাকে বলে দিচ্ছে কিভাবে আপনি চেক করবেন।
Pm kisan status check aadhar card
আপনি যদি আধার কার্ড দিয়ে এ প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তাহলে পিএম কিষান অফিসিয়াল পেজে এসে একটা অপশন দেখতে পাবেন Status of Self Registered Farmer/ Farmer Registered Through CSC এই অপশন টা ক্লিক করলে একটি পেজ ওপেন হয়ে যাবে।
সেখানেতে আপনার আধার নাম্বার এবং যে ক্যাপচারটা আছে সে ক্যাপচার টা সঠিক ভাবে দেয়ার পর সার্চ বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনের স্ট্যাটাস টা দেখিয়ে দেবে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার আবেদনটি কি অবস্থায় রয়েছে।
এছাড়া আপনি যদি সমস্ত টেটাস চেক করতে চান তাহলে নিচে স্টেপগুলো ফলো করুন।
PM Kisan status check mobile number
আপনি যদি মোবাইল নাম্বার ধরে চেক করতে যান, নরমাল ভাবে আপনি পারবেন না তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার বের করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি বের করার জন্য আপনি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন তারপর সেই রেজিস্ট্রেশন নাম্বার ধরে চেক করতে পারবেন।
আরও পড়ুন – Best pdf scanner for pc NAPS2 scanner download FREE | Jpeg to Pdf save
PM Kisan registration number কিভাবে বের করবেন
আপনার কাছে যদি পিএম কিষান সম্মান নিধির রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন। তার জন্য লাগবে আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার। এ দুটি নাম্বারের ধরেই আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি বের করে ফেলতে পারবেন।
পিএম কিষণ অফিসিয়াল পেজে এসে Know Your Status অপশনে ক্লিক করুন দেখবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা চাইছে। এ রেজিস্ট্রেশন নাম্বারটি বের করতে এখানে উপরের দিকে খেয়াল করে দেখলে দেখতে পাবেন লেখা আছে ( Know Your Registration Number ) এটার উপরে ক্লিক করলেই একটা পেজ ওপেন হয়ে যাবে।
এখান থেকে আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার ধরে রেজিস্ট্রেশন নাম্বারটি বের করে ফেলতে পারবেন।
আপনি যদি আপনার আধার নাম্বারটা লিখে চেক করেন সেক্ষেত্রেতে আপনার ওই আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সঠিকভাবে লিখে দিলে আপনার কাছে নিচে আপনার রেজিস্ট্রেশন নাম্বার টা দেখিয়ে দেবে।
সেম একইভাবে মোবাইল নাম্বারটা ক্যাপচার টা সঠিকভাবে লিখে দিয়ে গেট ওটিপি, এই বাটন টার উপরে ক্লিক করলেই আপনার কাছে যে ওটিপি টা আসবে সে ওটিপি টা সঠিকভাবে লিখে দিয়ে সাবমিট করে দিলেই আমার কাছে নিচে সে রেস্ট্রেশন নাম্বারটা দেখিয়ে দেবে আপনার যেটা PM Kisan registration number .
এবারের রেজিস্ট্রেশন নাম্বারটা ধরে কিভাবে আপনি চেক করবেন সেটা নিচের অংশটা পড়ে নিন।
PM Kisan status check registration number
আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে বা আপনি বের করে থাকেন সেক্ষেত্রেতে পিএম কিষান পেজে এসে ( Know Your Status ) অপশন এ ক্লিক করুন, ক্লিক করলে যে পেজটি খুলবে সেখানে তে আপনার রেজিস্ট্রেশন নাম্বার টা লিখে দিন এবং তার সাথে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি সঠিকভাবে লিখে দিন।এরপর আপনি গেট ওটিপি বাটন ডিউরে ক্লিক করুন দেখবেন আপনার এই প্রকল্পে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি টা সঠিকভাবে লিখে দিয়ে সাবমিট করলেই আপনার কাছে এই প্রকল্পে আপনি যে আবেদন করেছেন তার সমস্ত ডিটেলসটা দেখিয়ে দেবে এবং আপনি এই PM Kisan 18th Installment এর টাকা পাবেন কিনা সেটা ওখানে দেখে নিতে পারবেন।
কিভাবে PM Kisan কেওয়াইসি সম্পূর্ণ করতে হয়?
এই প্রকল্পে কেওয়াইসি সম্পূর্ণ করতে আপনি নিকটবর্তী CSC Center এ গিয়ে এবং আপনি বাড়িতে বসেই ekyc করে নিতে পারবেন । দুটি পদ্ধতিই আপনাকে জানিয়ে দেবো ।
CSC Center
আপনি আপনার নিকটবর্তী CSC সেন্টার গিয়ে আধার কার্ডের নাম্বার এবং আঙুলের ছাপ দিয়ে Pm kisan ekyc biometric link সম্পূর্ণ করে ফেলুন ।
Pm kisan ekyc otp based
এই পদ্ধতিতে আপনি বাড়িতে বসে আধার কার্ডের সাহায্যে Pm kisan ekyc otp based এ করে নিতে পারবেন । তার জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকতে হবে ।
- প্রথমে আপনি PM Kisan Samman Nidhi Official Protal টি ওপেন করে নিন ।
- এখানে যে মেনু আছে সেখানে E-KYC বাটনে ক্লিক করে দিন ।
- আপনার যে আধার নাম্বারটি দিয়ে এই প্রকল্পে রেজিস্টার করে ছিলেন, সেই আধার নাম্বারটি সঠিক ভাবে লিখে দিন ।
- আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটি OTP গেছে সেটি সঠিক ভাবে লিখে দিন ।
- এর সাথে নিচে যে সাবমিট বাটনটি আছে সেটি সিলেক্ট করে দিন । দেখবেন আপনার pm kisan ekyc success হয়ে যাবে ।
এই কটা পদ্ধতি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি পিএম কিসান কেওয়াইসি সম্পূর্ণ করে নিতে পারবেন ।
PM Kisan 18th Installment FAQ.
Pm kisan কি 17 তম কিস্তি জমা দেওয়া হয়েছে?
হাঁ, PM Kisan Samman Nidhi Yojana ১৭ তম কিস্তি 18 June 2024 ছেড়ে দেওয়া হয়েছে। ৯ কোটি চাষীদের একাউন্টে এ প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে।
Pm kisan 18 তম কিস্তি জমা দেওয়া হয়েছে?
এই অক্টোবর মাসে ( 05th Oct 2024 ) PM Kisan Samman Nidhi Scheme 18th Installment কিস্তির টাকা দেওয়া হবে।