Police Clearance Certificate Online Application: আপনার যদি Police Verification Certificate (PVC) দরকার পরে সেক্ষেত্রে আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনি আবেদন করতে পারবেন ।
আপনার যদি সাইবার ক্যাফ থাকে আর আপনি যদি Banking Releted, CSC, Pan card, Pasport বা আরও কিছু কাজ করেন আপনি দেখে থাকবেন আনেক ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেসন সার্টিফিকেট লাগে ।
বিশেষ করে এই কিছুদিন আগে দেখে থাকবেন UTI Pan Card Portal এ পুলিশ ভেরিফিকেসন সার্টিফিকেট আপলোড করতে বলছিল, তা না করলে আপনি প্যান কার্ড আবেদন করতে পারবেন না ।
সমস্ত অনলাইন কাজের ক্ষেত্রে এখন পুলিশ ভেরিফিকেসন সার্টিফিকেট খুব জরুরি কাগজ হয়ে গেছে , আপনাকে এই ডকুমেন্টটি নিজের কাছে অবশ্যই রাখতে হবে ।
তাই আপনাকে বলে রাখি , Police Verification Certificate নামে এতদিন যেটা আমরা জেনে এসেছি সেটা আবেদন করার সময় Police Clearance Certificate (PCC) নাম দেখতে পাবেন ।
এছাড়া এতদিন পর্যন্ত সমস্ত পুলিশ স্টেশনের নামে এই PCC Certificate Online এ দেওয়ার অপশন ছিল না । Police verification certificate West Bengal এর ক্ষেত্রে এখন থেকে online apply করা যাচ্ছে আপনি এবার আবেদন করতে পারেন ।
নতুন ভাবে সমস্ত পুলিস স্টেশন থেকে Police Clearance Certificate Online Apply চালু করা হয়েছে । আপনার নিকটবর্তী সমস্ত জেলার সমস্ত পুলিশ থানার আন্ডারে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন ।
কিছু দিন পর্যন্ত West Bengal এর কিছু থানা আবেদন করার লিস্টে ছিল না, এই মাস থেকে আপনি সেই সমস্ত পুলিশ থানা থেকেও আবেদন করতে পারবেন ।
এই আর্টিকেলে আপনাকে সমস্ত বিষয়ে জানিয়ে দেব আপনার PCC কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয়ে আপনি জানতে পারবেন ।
আপনাকে কতো টাকা পেমেন্ট করতে হবে এবং সঠিক ভাবে আবেদন করার পর আপনার সার্টিফিকেটটি দেওয়া হবে এছাড়া কিভাবে Download করবেন সমস্তটা এই একটি আর্টিকেলে জেনে যাবেন ।
What is a Police Clearance Certificate (PCC)?
একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) হল একটি সরকারী নথি, যা একটি দেশের পুলিশ বা সরকারী সংস্থা দ্বারা Certified করা হয় যে কোনও ব্যক্তির কোনও অপরাধমূলক রেকর্ড নেই বা তিনি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে সাথে জড়িত নন।
এই নথিটি প্রায়শই ভিসা আবেদন, অভিবাসন, কর্মসংস্থান বা বসবাসের উদ্দেশ্যে প্রয়োজন হয়। বাকি আর কি কাজে লাগে সেটি উপরে তো জেনে গেছেন ।

How to get Police Clearance Certificate
তাই সবার আগে জেনে নিই আবেদন করার পর কিভাবে কিভাবে সার্টিফিকেটটি পাওয়া যাবেন খুব শর্ট ফ্রমে ।
- Application Submission
- Upload Documents
- Fee Payment
- Your Background Check
- Certificate Issuance
Police verification certificate West Bengal online apply এর ক্ষেত্রে এই ভাবে ধাপে ধাপে কাজ হয়ে থাকে ।
এছাড়াও পড়ুন – Trafic Fine Chalan Payment
Police Clearance Certificate Documents কি কি লাগবে
পিসিসি সার্টিফিকেট পাওয়ার জন্য আনেক ডকুমেন্টই আপলোড করতে পারেন সেই গুলি কি কি সেটা নিচে দিয়ে রাখলাম । এই গুলির মধ্যে আঁধার কার্ডতো লাগবেই এছাড়া এখান থেকে আপনি যে কোনো একটি আপলোড করলেই হবে ।
- Mobile Number connected Aadhar Card ( আপনার আঁধার কার্ড যদি বড়ো হয় একদিক আর ছোট হলে দুই সাইড )
- Voter Card ( আপনার ভোটার কার্ডের দুই সাইড )
- Pan Card ( আপনার প্যান কার্ডের দুই সাইড )
- Electricity Bill ( বাড়িড় যে ইলেকট্রিক বিল আসে সেটা )
- Water Bill ( জলের বিল )
Police Clearance Certificate Online Application Process
আপনার একটি সঠিক ভাবে Police Clearance Certificate আবেদন করতে হলে আপনাকে প্রত্যেকটা ধাপে ধাপে আবেদন করতে হবে , তাই প্রত্যেকটা স্টেপ পড়ে জেনে নিন ।
প্রথমে আপনি West Bengal Police এর অফিসিয়াল প্রটালটি wbpolice.gov.in ওপেন করে নিন, তারপর উপরে যে মেনু আছে সেখান থেকে Citizen Services তারপর নিচে Police Clearance অপশনে ক্লিক করে দিন ।
দেখবেন একটি নতুন pcc.wb.gov.in ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, আপনি চাইলে নিচের বাটনে ক্লিক করে ডাইরেক্ট ওপেন করেতে পারেন ।
এখানে Apply For PCC বাটনে ক্লিক করে দিন নতুন আবেদন করার ক্ষেত্রে, তারপর আর একটি পেজ ওপেন হয়ে যাবে ।
এই পেজে এসে আপনার মোবাইল নাম্বারটি সঠিক ভাবে লিখে দিন, এরপর নিচে I hereby declare that the mobile no এই খানে বক্সে ক্লিক করে দিয়ে SEND OTP বাটনে ক্লিক করে দিন ।

আপনার ওই মোবাইল নাম্বারে একটি OTP এসেছে সেই নাম্বারটি নিচে লিখে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে দিলেই, আপনি আর একটি পেজে চলে আসবেন এখানে একটি Dasbord দেখতে পেয়ে যাবেন । আপনি যতগুলি আবেদন করবেন সমস্ত এখানে দেখতে পেয়ে যাবেন ।
এখানে যে New Application অপশনে ক্লিক করে দিলেই আপনি একটি পেজে চলে যাবেন এখানে আপনার আধার কার্ড নাম্বারটি সঠিক লিখে দিন, তারপর declare বক্সে ক্লিক করে SEND OTP বাটনে ক্লিক করে দিন ।
আপনার আঁধার কার্ডের সাথে রেজিস্টার হয়ে থাকা মোবাইল নাম্বারে একটি ৬ নাম্বারের otp যাবে সেটি নিচে লিখে দিন । সঠিক ভাবে মিলে গেলেই আপনি দেখতে পাবেন আঁধার কার্ডে যে ফটো আছে সেটা এবং বাকি আপনার তথ্য অটোমেটিক ফরমটিতে ফিলাপ হয়ে যাবে ।
এরপর যে গুলি বাকি থাকবে সেইগুলি এক এক করে আপনি সথিক ভাবে পুরন করে দিন ।
Parmanet Address
এখানে, যে ঠিকানায় আপনি ৬ মাসের বেশি আছে সেই ঠিকানাটি লিখে দিন, সমস্ত ডিস্ট্রিক এখানে অপশন পেয়ে যাবেন ।
তারপর আপনি কি মাস ও সাল থেকে এখন পর্যন্ত এই ঠিকানায় আছেন তার মাস ও সালটি নিচে বক্স গুলিতে লিখে দিন সঠিক ভাবে ।
এর পর আপনার District এবং আপনার নিকটবর্তী Police station টি সিলেক্ট করে নিন যেখান থেকে আপনি Police Clearance Certificate Approved করতে চাইছেন ।
আপনি যে District সিলেক্ট করবেন তার আন্ডারে যতগুলি থানা আছে আপনাকে দেখিয়ে দেবে আপনি সেখান থেকে বেছে নিন ।
Present Address
এখানে আপনি যে ঠিকানায় আপনি আছেন তার তথ্য লিখে দিন, আপনার উপরে দেওয়া যে ঠিকানা সেই ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে Same As Parmanet Address যে বক্সটি রয়েছে সেটি টিক করে দিন ।
আপনার উপরে দেওয়া ঠিকানাটি অটোমেটিক ফিলাপ হয়ে যাবে ।
Please select the documents for pcc
এখানে এসে আপনাকে একটি Documents Upload করতে হবে, সিলেক্ট ডকুমেন্ট টাইপ অপশনে ক্লিক করে দেখে নিন আপনি কোন ডকুমেন্টটি আপনার কাছে আছে ।
সেটি আপনি সিলেক্ট করে আপলোড করে দিন, মনে রাখবেন আপনি যে ডকুমেন্টটি দিবেন সেটা JPG বা PDF File এ হয় Under 2MB Size।
Please select the purpose for PCC
এই সেকশনটি খুব গুরুতপূর্ণ, এখানে আপনি নিচের অপশন থেকে বেছে নিন আপনি কিসের জন্য বা কি কাজের জন্য পিসিসি আবেদন করছেন । নিচে যে অপশন গুলি রয়েছে:
Visa / Immigration , Employment , Others
এর মধ্যে আপনার যে জন্য দরকার সেটি সিলেক্ট করে নিন। প্রথম দুটি যেটা আছে আপনি যদি ওই কাজের জন্য আবেদন করেন তাহলে দুটির মধ্যে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিন ।
এছাড়া আপনি যদি অনলাইন সেন্টার বা CSC Point এর জন্য আবেদন করেন তাহলে আপনি Others অপশন সিলেক্ট করে নিন ।
Please select record verification for PCC
এখানে শেষে এসে আপনি কি কি রেকর্ড ভেরিফিকেসন করবেন সেটা সিলেক্ট করে নিন
Crime Record , Trafic Record – এর মধ্যে আপনি দুটোই সিলেক্ট করে নিবেন,
কারন, Police Clearance Certificate Online Application করার পর আপনার পেছনের কিছু রেকর্ড খারাপ আছে কি না সেটা চেক করে আপনাকে Police Clearance Certificate দেওয়া হবে ।
এর পর আপনি Save And Proceed Button এ ক্লিক করে দিলেই, আপনার কাছে একটি ম্যাসেজ Successfully save application দেখিয়ে দেখিয়ে দিবে এবং Payment করতে বলবে ।
Police clearance certificate online application payment charges
তার জন্য আপনি ওই ম্যাসেজের নিচে Pay Now Button এ ক্লিক করে দিন । এর পর আপনি একটি পেনমেন্ট পেজে চলে আসবেন police clearance certificate charges 300 টাকা আপনাকে Payment করতে হবে ।
আপনি অনলাইন নেট বাঙ্কিং, ডেবিট কার্ড, UPI নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারবেন । আপনি অবশ্যই পেমেন্ট সঠিক ভাবে করে দিবেন, তারপর আপনি যেখান থেকে আবেদন করে ছিলেন সেই পেজে চলে আসুন ।
সেই Dasbord এ আসার পর আপনি দেখবেন Pending Option এ আপনার আবেদনটি দেখতে পেয়ে যাবেন । এটি কিছু দিন এই ভাবে পেন্ডিং থাকবে তার পর আপনার PCC Certificate issued option এ দেখতে পেয়ে যাবেন ।
How long does it take to receive a Police Clearance Certificate (PCC)? (পিসিসি) পেতে কতক্ষণ সময় লাগে?
একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) এর প্রক্রিয়াকরণের সময় দেশ, নির্দিষ্ট ইস্যুকারী কর্তৃপক্ষ এবং প্রক্রিয়াকৃত আবেদনের পরিমাণ সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। সাধারণত, প্রক্রিয়াকরণের সময়গুলি নিচে দেওয়া হল :
Domestic Applications: আবেদনকারীর দেশের মধ্যে করা অ্যাপ্লিকেশনগুলির জন্য, প্রক্রিয়াকরণের সময় সাধারণত কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হয়। গড়ে, এটি 1 থেকে 4 সপ্তাহ সময় নিতে পারে।
International Applications: বিদেশ থেকে তৈরি অ্যাপ্লিকেশনগুলির জন্য, প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হতে পারে, প্রায়শই 2 থেকে 8 সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে , পোস্টাল পরিষেবাগুলির দক্ষতা এবং আবেদনকারী কর্তৃপক্ষের Responsiveness উপর নির্ভর করে।
কিছু কিছু এলাকার ক্ষেত্রে আপনার আবেদন করার পর তারাতারি দিয়ে দেওয়া হয় । সেটা আপনার এলাকার পুলিশ থানার উপর নির্ভর করছে ।
বিশেষ করে অনলাইনে আবেদন করলে কিছু সময়টা কম লাগে । তাই আপনার যেদিন পিসিসি সার্টিফিকেট লাগবে তার কিছুদিন আগে আপনি অনলাইনে আবেদন করে রাখুন এবং সেই সময়টা আপনি হাতে রাখুন যাতে আপনার প্রবলেম না হয় ।
Police Clearance Certificate Status Check
আপনি বাড়িতে বসেই অনলাইনে চেক করতে পারবেন, তার জন্য আপনি যেমন ভাবে পোর্টালে লগইন করে ছিলেন সেই একই ভাবে লগইন করে নিন ।
যে Dashbord ওপেন হবে সেখানে দেখুন আপনার আবেদনটি কোন অপশনে দেখাছে , যদি Approval Pending এ আপনার আবেদনটি দেখায় তাহলে আপনাকে কিছুদিন আরও অপেক্ষা করতে হবে ।

এছাড়া আপনার আবেদনটি Applications Rejected এ দেখায় তাহলে জানবেন আপনার আবেদনটি Rejected করে দিয়েছে । কি কারনে Applications Rejected করেছে সেখানে লেখা থাকবে একবার দেখে নিন ,
এরপর আপনার আবেদনটি যদি Payment Pending অপশনে দেখায় তাহলে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়নি আপনি আর একবার পেমেন্ট করে দিন । নইলে আপনি বাঙ্কে গিয়ে আপনার পেমেন্টটি কি অবস্থায় আছে জেনে নিন ।
Police clearance certificate Download
আপনার আবেদনটি যদি Certificate Issued অপশনে দেখায় তাহলে জানবেন আপনার Police Clearance Certificate Approved হয়ে গেছে এবং Certificate দিয়ে দিয়েছে আপনি Download করতে পারবেন ।
ওই অপশনে ক্লিক করে আপনার আবেদনটি বেছে নিয়ে আপনি আপনার Certificate Download করে নিন ।
Police verification certificate offline
আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অফলাইনে আবেদন করতে চান, তাহলে আপনাকে বলে রাখি এখন সমস্ত থানায় অনলাইনের পরিসেবা চালু হয়ে গেছে ।তাই আপনি অফলাইনে আবেদন করতে পারবেন না ।
এছাড়া আপনার অনলাইনের আবেদনটি কোন কারনে রিজেক্ট হয়ে গেছে সেখত্রে আপনার নিকটবর্তী পুলিশ থানায় গিয়ে তাদের সাথে কথা বলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অফলাইনে আবেদন করতে পারেন ।
Conclusion
তাহলে আপনি এই আর্টিকেলে জানলেন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন এবং সেটি কিভাবে ডাউনলোড করবেন ।
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন
এই আর্টিকেলটি পরে আপনার যদি উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা এই উপকারের লাভ উঠাতে পারে ।আমাদের এই সাইটটিকে ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ ।
Q. Can i apply Police clearance certificate online?
Ans. Yes, You can apply for a Police clearance certificate from the official portal of all police stations.
Q. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কেন প্রয়োজন?
Ans. আপনার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য প্রয়োজন হয়ে থাকে। আপনার কোনো ক্রাইম রেকর্ড খারাপ আছে কি না সেটা দেখার জন্য প্রয়োজন হয়।
Q. একদিনে পিসিসি পাওয়ার উপায়?
Ans. একদিনে কোন পিসিসি পাওয়া যায় না, সেই সমস্ত উপায় বা পদ্ধতি তুলে নেওয়া হয়েছে ।
Q. আমি কি স্থানীয় থানা থেকে পিসিসি পেতে পারি?
Ans. আপনি অনলাইনে আবেদন করে দেখুন তারপর যদি না হয়, তখন আপনি আপনার লোকাল থানায় যোগাযোগ করে একটি পিসিসি এর জন্য আবেদন করতে পারেন ।
Q. How long is PCC valid?
Ans. PCC 6 মাসের জন্য বৈধ এবং PR বা work permit/study permit ইত্যাদির নবায়নের জন্য এর প্রয়োজনীয়তার কোনো প্রত্যাশা থাকলে আগে আবেদন করা যেতে পারে। জরুরী PCC: দয়া করে মনে রাখবেন যে কোনও জরুরি PCC নেই। তাই, কনস্যুলেটে পিসিসি আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে।