Pradhan Mantri Awas Yojana List 2024 West Bengal || Final List

Pradhan Mantri Awas Yojana গ্রামীন এর ঘর পাওয়ার ফাইনাল লিস্ট 2023 সালের । এই লিস্টে নাম থাকলেই পেয়ে যাবেন 120000 টাকা । 

আবাস যোজনা ঘরের ফাইনাল লিস্ট ২০২৩-২৪ দেখুন pmayg.nic.in | Awas Yojana Final List 2023-24 West Bengal

দারুন সুখবর : অবশেষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ( Pradhan Mantri Awas Yojana ) যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদের সবার নামের তালিকা প্রকাশিত হলো । 

খুব সহজেই আপনারা নিজের মোবাইল বা কম্পিউটারে অনলাইন থেকে চেক করে নিতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024 ঘরের লিস্টে আপনার নাম আছে কি না । 

শুধু আপনার নামই নয় অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত গ্রামের কারা কারা ঘর পাচ্ছে, এবং তাদের সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন এই লিস্টের মাধ্যমে । 

Pradhan Mantri Awas Yojana List
Pradhan Mantri Awas Yojana List

আবাস যোজনা ঘরের ফাইনাল লিস্ট 2024 ( Pradhan Mantri Awas Final List West Bengal ) : 

আবাস যোজনা ঘরের লিস্ট 2024 ফাইনাল তালিকায় যাদের নাম রয়েছে একমাত্র তারাই এই পাকা বাড়ির টাকা পাবেন। 

তাই খুব তাড়াতাড়ি দেখে নিন আপনার নাম ফাইনাল বাড়ির লিস্ট এর নাম এ আছে কিনা ?

কেননা কেন্দ্রীয় প্রকল্পের নির্দেশিকা অনুযাযী আবাস যোজনায় প্রথম তালিকায় যাদের নাম এসেছিলো তাদের বাড়ি বাড়ি ভেরিফিকেশন করার জন্য নির্দেশিকা দিয়েছিলো কেন্দ্রীয় সরকার । 

সেই ভেরিফিকেশনের পর তালিকা  তৈরী করার নির্দেশ ছিল – Pradhan Mantri Awas Yojana final list ২০২৩-২৪

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট পশ্চিমবঙ্গ” এরই মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, ব্লকে ও গ্রামে সেই ভেরিফিকেশনের কাজ সমাপ্ত করা হয়েছে । 

এবং এই যোজনার ফাইনাল তালিকা তৈরী করার কাজও সমাপ্ত হয়েছে ।

তাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের আগে নাম ছিল তাদের এবারে ফাইনাল লিস্ট এ নাম আছে কি না তা দেখার জন্য অনলাইন অনেকেই সার্চ করছেন । 

আপনানিও কি আবাস যোজনার ফাইনাল তালিকাটিতে আপনার নাম রয়েছে নাকি দেখতে চান ? 

এই জন্য নীচেতে আপনাদের Pradhan Mantri Awas Yojana Final List 2024 West Bengal দেখার সম্পূর্ণ Online পদ্ধতি তুলে ধরলাম ।  

More Articale – SC/ST/OBC Certificate Download

Pradhan Mantri Awas Yojana নামের লিস্ট কিভাবে চেক করবেন ?

প্রধানমন্ত্রী আবাস যোজনা ফাইনাল তালিকা ২০২৩-২৪ সমস্ত নাম গুলি দেখতে নিচের দেওয়া স্টেপ গুলি দেখুন 

স্টেপ ১) আবাস যোজনার ফাইনাল লিস্ট চেক করতে ওপেন করুন অফিসিয়াল ওয়েবসাইট

স্টেপ ২) অফিসিয়াল ওয়েবসাইটি ওপেন করার পর উওপরের মেনু বার থেকে Awaassoft এ ক্লিক করে Report এ ক্লিক করুন ।

স্টেপ ৩) এরপর PMAY-G Report এ ক্লিক করুন এবং এই পেজে অনেকগুলি অপসন দেখতে পেয়ে যাবেন,

যারমধ্যে শেষ অপসন – H. Social Audit Reports এ যান । 

স্টেপ ৪) এই অপশনের ঠিক নিচে Beneficiary details for verification একটি অপশন আছে ক্লিক করুন । 

স্টেপ ৫) এখন আপনার কাছে আরো একটি নতুন পেজ ওপেন হবে, এখানে আপনার সমস্ত ডিটেলস দিয়ে দেবেন । 

  • District – আপনি যে জেলার তার নাম সিলেক্ট করুন ।
  • Block – আপনার ব্লকের নাম সিলেক্ট করে নিন ।
  • Gram-Payanchyat – আপনার অঞ্চলের নাম সিলেক্ট করে নিন । 
  • Year – আপনি কোন সালের লিস্ট দেখতে চাইছেন সেটি সিলেক্ট করুন (২০২৩-২৪)
  • তারপরের অপশনে Pradhan Mantri Awas Yojana Gramin – সিলেক্ট করে নিন।
  • Captcha – সঠিক ভাবে ক্যাপচারটি সল্ভ করে লিখে দিন এবং Submit করুন ।

স্টেপ ৬) এরপর আপনার সামনে যে তালিকাটি দেখে যাবে সেটি আপনার এলাকার আবাস যোজনা ফাইনাল লিস্ট। 

এই তালিকাটি Download করতে চাইলে PDF EXCEL  ফাইলে ডাউনলোড করতে পারবেন ।

এছাড়া আপনি যদি আপনার নাম এই লিস্টের মধ্যে চেক করতে চান আছে কিনা। 

আপনি যদি কম্পিউটার থেকে এ লিস্ট টা ওপেন করেন তাহলে এখানেতে কন্ট্রোল প্লাস এফ  টিপলেই আপনার কাছে একটা ডায়লগ বক্স ওপেন হবে সেখানেতে আপনার নামটা সঠিক ভাবে লিখে দিন। 

তাহলে দেখবেন আপনার নামটি যেখানে রয়েছে সেখানে দেখতে পেয়ে যাবেন। 

এবং আপনি যদি মোবাইল থেকে চেক করেন সেক্ষেত্রে তা কিন্তু আপনাকে পিডিএফ ডাউনলোড করে তারপর আপনাকে একা করে নামটা চেক করতে হবে।

Pradhan Mantri Awas Yojana Status – আপনার নামের ডিটেলস কিভাবে জানবেন 

আপনার এই যোজনায় যদি নাম থাকে তাহলে এরপর আপনাকে দেখতে হবে আপনার যে নাম সেটা সঠিক কি না। 

কারণ আপনার গ্রামে ওই একই নামে আরো অনেকেই থাকতে পারে। 

তাই আপনার ফুল ডিটেইলস চেক করতে হবে। সেটি কীভাবে করবেন step-by-step নিচে দেওয়া রইল। 

  •  প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিশিয়াল প্রোটালটি ওপেন করে নিন। 
  • তারপর উপরের যে মেনু বারটি রয়েছে সেখান থেকে Stakeholders সিলেক্ট করলেই নিচে যে মেনুটি খুলে যাবে। 
  • সেখানে JAY / PMAYG Beneficiary বেছে নিন। 
  • তারপর Search Beneficiary Details এর পেজটি ওপেন হয়ে যাবে। 
  • এই পেজে আপনার সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল লিস্টে যেখানে নামটি আছে। 
  • সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে SUBMIT করে দিতে হবে। 
  • তারপরেই দেখতে পেয়ে যাবেন আপনার দেওয়া যাবতীয় ইনফর্মেওশন। 

এইখানে আপনার নাম সহ ঠিকানা , ব্যাঙ্ক ডিটেলস, এবং কতগুলি কিস্তি টাকা আপনি পেয়ে গেছেন সবই দেখতে পেয়ে যাবেন।

এভাবেই আপনি  খুব সহজেই ২০২৩-২৪ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা ফাইনাল লিস্ট দেখতে পেয়ে যাবেন। 

এই আবাস যোজনার ফাইনাল তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক একাউন্টে ডুকবে। 

এবং খুব তাড়াতাড়ি সরকারি পাকা বাড়ির কাজ শুরু করে দিতে হবে ।

প্রথম কিস্তির টাকার মধ্যে নির্ধারিত কাজ হলে আবার আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন করা হবে আপনি কাজ করছেন কি না। 

আপনার ওই বাড়ির ছবি তোলা হবে যতটুকু কাজ হয়েছে তার পর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। 

সাধারণত আনুমানিক প্রথমে  60000, তারপরে 50000, তারপর 10000 এভাবেই পুরো টাকা দেয়া হবে ।

সব টাকাটা কিন্তু আপনার একাউন্টে ঢুকবে। 

Pradhan Mantri Awas Yojana final list 2024 Download

Pradhan Mantri Awas Yojana টাকা পাওয়ার নতুন নিয়ম 

বিগত দিনের রেকর্ড অনুযায়ী আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছে তাদের টাকা অনেকগুলি হাত হয়ে তারপর উপভোক্তা কাছে পৌঁছে যেত। 

কিন্তু সেই পদ্ধতিতে অনেক প্রব্লেম হতো উপভোক্তা টাকা পেতে। 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

সেই অসুবিধার জন্য কেন্দ্রীয় সরকার একটি নির্নীয় নিয়েছে যারা  Pradhan Mantri Awas Yojana টাকা পাবেন সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। 

মাঝে যে দপ্তরে গুলিতে টাকা হাতে হাতে যেত সেই অসুবিধাটি আর থাকবে না। 

তাই যে সকল উপভোক্তা টাকা পাবেন তারা যেন অবশই তাদের নিজস্য একাউন্ট গুলি আঁধার লিংক করিয়ে রাখেন।

কারণ এবার থেকে যে একাউন্টে আঁধার লিংক করা থাকবে সেই একাউন্টেই টাকা ঢুকে যাবে। আধারলিংক এর মাধোমে টাকা পাঠনো হবে। 

pradhan mantri awas yojana gramin new update