Simple Process Ration Card Mobile Number Link check

Rate this post

Simple Process Ration Card Mobile Number Link check and Delink right now

আপনার Ration Card Mobile Number Link যদি না করা থাকে তাহলে আপনি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে দেখুন । আপনার বা আপনার ফেমেলির রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ করতে পারবেন ।

আপনার জেনে রাখা অবশ্যই দরকার রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ না করা থাকলে কি কি অসুবিধা হতে পারে ।

এই ধরনের বিষয়ে সবার আগে জানতে চাইলে নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া গুলিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন 👇👇👇
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

২০২৪ সালে যে Website টি পরিবর্তন করেছে সেখানে আপনাকে সমস্ত কিছু কাজ করতে গেলে আপনাকে OTP দ্বারা কাজ করতে হবে ।

আপনি Child Ration Card Apply করতে চান বা রেশন কার্ডের সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের সাথে যুক্ত করে রাখা মোবাইল নাম্বারে OTP পাঠিয়ে সব কিছু কাজ করতে পারবেন ।

আপনি যদি বাড়িতে না থাকেন সেখত্রে আপনার পরিবারের কেউ যদি রেশন সামগ্রী রেশন দোকানে আনতে যায় আপনার রেশন কার্ডে যুক্ত হয়ে থাকা মোবাইল নাম্বারে একটি OTP পাঠিয়ে পরিবারের হাতে রেশন সামগ্রী দিতে পাবেন ।

Ration card mobile number link
Ration card mobile number link west bengal

Official Websitehttps://food.wb.gov.in/
Check Ration Card StatusClick

Ration Card Mobile Number Link কিভাবে করবেন

প্রথমে নিচে দেওয়া ডাইরেক্ট লিঙ্ককে ক্লিক করে রেশন কার্ডে নাম্বার লিঙ্ক করার পেজে চলে আসুন ।

তারপর Enter Ration Card No এই খানে আপনার যে রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত করতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বারটি সঠিক ভাবে লিখে সার্চ অপশনে ক্লিক করে দিন ।

আপনার রেশন কার্ডের সমস্ত বিবরন দেখিয়ে দেবে এর সাথে আপনার রেশন কার্ডের সাথে যে আঁধার নাম্বারটি যুক্ত আছে তার লাস্ট ৪টি দেখাবে ।

তার নিচের দিকে একটি বক্স আছে সেটি কে ক্লিক করলেই OTP পাঠানোর অপশনটি দেখাবে ক্লিক করে দিন ।

আপনার ঐ মোবাইল নাম্বাররে যে অটিপি টি গিয়েছে বক্সে লিখে দিন । দেখবেন অটোমেটিক একটি পেজ ওপেন হয়ে যাবে ।

এই পেজে আপনার ফেমেলির সমস্ত রেশন কার্ড দেখাবে সেখানে নিচের দিকে দুটি অপশন দেখতে পাবেন ।

Delink exting mobile number Or Add New Mobile Number

এখান থেকে আপনি একটি বেছে নিন , আপনি যদি নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে ছাড় Add New Mobile Number এ ক্লিক করে এগিয়ে যান ।

এরপর একটি পেজ ওপেন হবে এই পেজে আপনি যে মোবাইল নাম্বারটি যুক্ত করতে চাইছেন সেই নাম্বারটি লিখে Send OTP অপশনে ক্লিক করে দিন ।

আপনার মোবাইলে একটি OTP যাবে সেটি বক্সে লিখে দিবেন । ১ সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পাবেন একটা ম্যাসেজ দিয়ে দেবে Your Data Sucsesfuly Updated আপনার কাজ সম্পূর্ণ হয়েছে ।

Ration card mobile number update

আপনি যেভাবে নতুন নাম্বার যুক্ত করছেন সেই একই ভাবে আপনি Update করতে পারবেন ।

Ration card mobile number update / Change

রেশন কার্ডে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে নিচে যে ডাইরেক্ট লিঙ্কটি রয়েছে সেটিতে ক্লিক করে দিন ।

Delink Ration card mobile number

রেশন কার্ডে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে ২ রকম ভাবে করতে পারবেন ।

১) আপনি যখন Ration card Download করছেন তখন আপনাকে একটি অপশন দেখাবে আপনার পরিবারের যতগুলি মোবাইল নাম্বার রেশন কার্ডে যুক্ত আছে সমস্ত মোবাইল নাম্বার আপনার কাছে দেখিয়ে দেবে ।

আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেটি যদি সাক্রিয় না থাকে আঁধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই নাম্বারে OTP পাঠিয়ে দিন ।

আপনার মোবাইলে OTP এসে গেলেই যখনি অটিপি বক্সে বসিয়ে দিবেন, একটি নতুন পেজ খুলবে সেখানে আপনার মোবাইল নাম্বার কনফার্ম করাবে ।

এই পদ্ধতিতে আপনার ফেমেলির সমস্ত কার্ডে একের অধিক মোবাইল নাম্বার যুক্ত থাকলেই বাকি মোবাইল নাম্বার গুলি Delete করতে পারবেন ।

আপনার যতগুলি মোবাইল নাম্বার সঠিক বলে মনে হয় সেইগুলি বক্সে টিক করে রেখে বাকি গুলি খালি বক্স রেখে দিয়ে কনফার্ম করে দিলেই আপনার কার্ড থেকে চালু না থাকা মোবাইল নাম্বার গুলি Delink হয়ে যাবে ।

২) এছাড়া আপনি Link/Delink Mobile from your Ration Card এই অপশনে ক্লিক করে মোবাইল নাম্বার ডিলেক্ট করতে পারবেন।

একই ভাবে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করার পর আঁধার কার্ড যে মোবাইল নাম্বার যুক্ত আছে সে নাম্বার একটি OTP পাঠিয়ে দিন।

ওটিপি লিখে দেওয়ার পর ফ্যামেলির সমস্ত রেশন কার্ড দেখাবে , সেখানে নিচের দিকে delink existing mobile number এই অপশনে ক্লিক করে দিন ।

আপনার ফ্যামেলির সমস্ত রেশন কার্ডে যতগুলি মোবাইল নাম্বার রয়েছে এখানে দেখিয়ে দেবে ।

যদি একটি মোবাইল নাম্বার সমস্ত সমস্ত রেশন কার্ডে থাকে তাহলে আপনি যে নাম্বারটি দেখাচ্ছে সেটির পাশের বক্সে টিক করে confirm করে এগিয়ে যান ।

যেহেতু একটি মোবাইল নাম্বার যুক্ত ছিল সেটিই ডিলেক্ট করে দিয়েছেন আপনাকে একটি নতুন নাম্বার যুক্ত করতে হবে ।

তাই ওপরে দেওয়া পদ্ধতি দেখে আপনি নতুন নাম্বার যুক্ত করতে পারবেন ।

যেটা এর পরেই আপনাকে কমপ্লিট করতে হবে ।

How To Ration card mobile number link check

আপনি মোবাইল নাম্বার যোগ করার পর রেশন কার্ডের অফিসিয়াল পেজে চলে আসুন সেখানে একটু নিচের দিকে আসলে সেখানে দেখতে পাবেন VERIFY RATION CARD এটির উপর ক্লিক করে দিন ।

আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে আপনার সঠিক রেশন কার্ড নাম্বারটি লিখে দিন এবং তার সাথে নিচে যে ক্যাপচারটি আছে সেটি সঠিক ভাবে লিখে দিন ।

এরপর নিচে যে সার্চ অপশনটি রয়েছে সেটির ওপর ক্লিক করে দিন ।

আপনি দেখতে পাবেন আপনার রেশন কার্ডের সমস্ত বিবরন দেখিয়ে দেবে সেখানে আপনি মোবাইল নাম্বারের ঘরে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বারটি ।

Conclusion

এই ভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসে Ration card mobile number link এবং Check করতে পারবেন ।

আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন

👍
👎

এই আর্টিকেলটি পড়ে আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন যাতে এই সুবিধার কথা সবাই জানতে পারে ।

এছাড়া আপনার এই পোষ্ট নিয়ে কোন মতামত থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন ।

FAQ.

Ration card mobile number delink করা যায়

আপনি অনলাইনের মাধ্যমে রেশন কার্ডে আগে থেকে যোগ হয়ে থাকা মোবাইল নাম্বারটি Delink করতে পারবেন

Ration card mobile number link কি সাথে সাথে হবে

হাঁ, আপনি সম্পূর্ণ পদ্ধতি টি কমপ্লিট করে সাবমিট করলেই সাথে সাথে আপনার মোবাইল নাম্বার যোগ হয়ে যাবে ।