How to Ration Card Name Correction online | Father Name | DOB | Address instantly

৫ মিনিটেই রেশন কার্ড ভুল ঠিক করুন

আপনি হয়ত শুনে থাকবেন রেশন কার্ডে যদি কোন রকম নাম, বাবার (Guardian’s Name ), বয়স এবং ঠিকানা ভুল থাকে তাহলে আপনার রেশন কার্ডটি (Deactivate ) মানে বন্ধ করে দেওয়া হচ্ছে।

বিশেষ করে কার্ডে যদি নাম ভুল থাকে অবশ্যই যেকোনো সময় আপনার রেশন কার্ডটি Deactivate করে দেওয়া হবে ।

সেখত্রে আপনি কোন রকম রেশন সামগ্রি রেশন দপ্তর থেকে পাবেন না ।

আপনাকে আগে Ration Card Name Correction বা সংশোধন করতে হবে তবেই আপনি রেশন সামগ্রি পাবেন ।

২০২৪ এর এপ্রিল মাস থেকে রেশন দপ্তরের Website এ বিভিন্ন রকম পরিবরতন হয়েছে ।

তাই আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার বা ফেমেলির ভুল রেশন কার্ডটি সংশোধন করতে পারবেন ।

এছাড়া আপনি যদি Guardian’s Name পরিবর্তন বা মোবাইল নাম্বার যুক্ত করতে চান সেটাও আপনি এই একই পদ্ধতিতে আপনি কাজটি করতে পারবেন ।

তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে অনলাইনে রেশন কার্ড সংশোধন করতে হলে আপনার রেশন কার্ডটি সক্রিয় থাকতে হবে । এবং Aadhar Card mobile number link থাকতে হবে ।

এই সমস্ত বিষয় ঠিক ঠাক থাকলে আপনি খুব সহজে অনলাইনে রেশন কার্ডের ভুল সংশোধন করতে পারবেন ।

Ration Card Correction করার জন্য কি Document লাগবে

রেশন কার্ড সংশোধন করার সময় কোনো Document upload করতে হবে না ।

সাক্রিয় মোবাইল নাম্বার যুক্ত আঁধার কার্ড থাকতে হবে এবং আপনার রেশন কার্ডটি চালু অবস্থায় থাকতে হবে ।

Ration Card Name Correction
Ration Card Name Correction

How to Ration Card Name Correction Online

আপনি সর্বপ্রথম https://food.wb.gov.in/ ওয়েবসাইটটি ওপেন করে নিবেন

তারপর উপরের দিকে একটি CITIZEN’S HOME অপশন আছে সেটিকে ক্লিক করে দিন । New Wesite

এরপর আর একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে Ration card related box এ click to know more এই অপশনে ক্লিক করে দিন ।

এরপর Self Service through Aadhaar এই অপশনে ক্লিক করলেই আর একটি পেজ খুলে যাবে ।

যেখানে লেখা থাকবে Rectify /Update এই অপশনে ক্লিক করে দিন এখানেও আর একটি পেজ ওপেন হয়ে যাবে ।

এই পেজে আপনি যে কার্ডটি সংশোধন চাইছেন সেই রেশন কার্ড নাম্বারটি লিখুন এবং সার্চ অপশনে ক্লিক করে দিন ।

আপনি দেখতে পাবেন রেশন কার্ডের সমস্ত তথ্য দেখিয়ে দেবে । আপনি একবার মিলিয়ে নিবেন কোন তথ্যটি ঠিক রয়েছে এবং কোনটা ভুল রয়েছে ।

আপনি অবশ্যই সঠিক ভাবে আঁধার কার্ডের সাথে মিলিয়ে নিবেন , আঁধার কার্ডে যে নাম ঠিকানা ও বয়স যেগুলি রয়েছে সেটি যেনও সঠিক থাকে ।

এছাড়া আপনি যদি Ration card Status Check করে সম্পূর্ণ তথ্য জানতে চান তাহলে এই আর্টিকেলটি চেক করে নিন Click Now

সঠিক ভাবে মিলিয়ে নেওয়ার পর আপনি কী আপডেট করতে চান? সেইগুলি টিক করে দিন ।

তারপর নিচে দেখতে পাবেন আপনার রেশন কার্ডের লিঙ্ক হয়ে থাকা আঁধার কার্ডের শেষ ৪টি নাম্বার ।

নিচের বক্সটিতে টিক করে দিলেই দেখবেন OTP পাঠানোর বটনটির ওপেন হয়ে যাবে সেটি ক্লিক করে দিন তারপর আপনার আঁধার কার্ডে রেজিস্টার হয়ে থাকা মোবাইল নাম্বারে একটি otp আসবে সেটি ওই বক্সে লিখে দিন ।

তারপর দেখবেন আপনার আঁধার কার্ডের তথ্য দেখিয়ে দেবে যদি সঠিক থাকে তাহলে Submit Button এ ক্লিক করে দিন ।

এছাড়া আপনি যদি একের অধিক অপশন সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার আপনার কাছে বাকি পেজ গুলি একের পর এক ওপেন হয়ে যাবে ।

যেমন, আপনি যদি প্রথমে নাম সংশোধন করে থাকেন তার সাথে আপনার বয়স (DOB), Gender সেটাও সংশোধন হয়ে যাবে যেটা আঁধার কার্ডে রয়েছে ।

তারপর Guardian’s Name সংশোধন করার পেজ ওপেন হয়ে যাবে।

How to Ration Card Guardian’s Name Correction

আপনার Guardian’s Name এর জায়গায় আপনি কার নাম বসাবেন সেটি আগে সিলেক্ট করে নিন ।

আপনি এখানে বাবার নাম, স্বামীর নাম এবং পরিবর্তন / সংশোধন করতে পারবেন ।

এরপর যে নাম টি আগে থেকেই রয়েছে সেই নামটি কে এডিট করে সঠিক টি লিখে দিন এবং বটনে ক্লিক করে দিন ।

How to add child name in ration card online in West Bengal? – Click Here

How to ration card address change/ Correction

আপনি যেভাবে Ration Card Name Correction করেছেন সেই একই ভাবে আপনার যদি ঠিকানা (Address) পরিবর্তন বা ভুল সংশোধন করতে চান সেটাও একই সাথে করতে পারবেন ।

একই ভাবে আপনি আপনার বর্তমান ঠিকানা বা ঠিকানা ভুল থাকলে সেটি ঠিক করে লিখে আপনি সাবমিট করে দিন সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

Concluson

এই ভাবে খুব সহজেই বাড়িতে বসে আপনার Ration Card Name Correction বা Guardian’s Name এছাড়া কিছু তথ্য পরিবর্তন করতে পারবেন ।

অতএব আপনি এই আর্টিকেলটি পরে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একবার যে কোন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন ।

যাতে আপনার বন্ধুরা এই বিষয়টি জানতে পারে এবং তারাও এই সুবিধার লাভ উঠাতে পারেন ।

FAQ.

How can I correct my name in ration card in West Bengal?

You can correct through online from the official portal of ration card