Swami Vivekananda Scholarship 2025: যোগ্যতা, সুবিধা ও আবেদন পদ্ধতি

Rate this post

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025: শিক্ষার্থীদের জন্য একটি নতুন সম্ভাবনা

সকল ছাত্র ছাত্রিদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) পশ্চিমবঙ্গ সরকারের একটি ভালো উদ্যোগ, যা আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করার উদ্দেশ্যে চালু হয়েছে । এটি মূলত মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে, যাতে তাদের শিক্ষার পথে আর্থিক বাধা না আসে।

সুন্দর ভাবে পড়াশুনা করে শিক্ষিত হয়ে দেশের একটি স্বনির্ভর নাগরিক হয়ে উঠতে পারে । 2024 -25 শে অফিসিয়াল সাইটটিকে নতুন ভাবে আপডেট করছে ।

এই ধরনের বিষয়ে সবার আগে জানতে চাইলে নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া গুলিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন 👇👇👇
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now
swami vivekananda scholarship 2025
swami vivekananda scholarship 2025

তার জন্য আনেকের আবেদন আটকে যাচ্ছে, কিছু error দেখাছে এছাড়া কারো কাগজ পত্র  তাই আপনাকে বলি আপনি সময় নিয়ে আবেদন করুন ।

আপনি সঠিক ভাবে আবেদন করলেই আপনি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ( Swami Vivekananda Scholarship ) এর সুবিধা পাবেন । 

আপনাকে সম্পূর্ণ Online Guide করে দেখিয়ে এবং জানিয়ে দেবো কিভাবে আপনি আবেদন করবেন এবং কি কি কাগজ পত্র লাগবে আরও আনেক কিছু । তাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে জেনে নিন এই Scholarship এর সমস্ত খুঁটিনাটির বিষয়ে ।

Table of Contents

স্কলারশিপটি কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ?

আপনার মনে কি একবার হলেও এই প্রশ্নটা আসে, কেন এই স্কলারশিপটি এত জনপ্রিয়? সহজ উত্তর হলো – এটি অনেক মেধাবী ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের একটি হাতিয়ার । আর্থিক সমস্যা যাদের শিক্ষার পথে প্রধান বিঘ্ন ঘটায়, তাদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ সঠিক প্রকল্প ।  

এই স্কলারশিপের প্রধান উদ্দেশ্য কি 

এই স্কলারশিপের প্রধান উদ্দেশ্য হল মেধা এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা। এটি শুধু একটি অর্থনৈতিক সহায়তা নয়; এটি একটি শিক্ষাগত প্রেরণা (Motivation) ।

যাদের এই আর্থিক সহায়তা করা হয় সেই সকল ছাত্র ছাত্রীদের মনে (Motivation) অনুপ্রেরনা দেওয়া, যে আমি আর্থিক স্বাবলম্বী আমি সবচেয়ে ভালো টিউশন নিয়ে বা ভালো কোর্স করে উচ্চ শিক্ষায় (In education) প্রতিস্থিত হতে পারব । 

Swami Vivekananda Scholarship 2025 -এর সুবিধাগুলি

  • আর্থিক সহায়তা: বিভিন্ন স্তরের উপযুক্ত শিক্ষার্থীদের জন্য উপযুক্ত অর্থ প্রদান করা ।
  • সহজ আবেদন প্রক্রিয়া: অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতেই আবেদন করতে পারবেন তার সুযোগ ।
  • রিনিউ অপশন: প্রতি বছর পুনরায় আবেদন বা রিনুয়াল করতে পারবেন তার সুবিধা ।

Vivekananda scholarship eligibility স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) এর যোগ্যতা

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কত নম্বর / শিক্ষাগত যোগ্যতা

  • শিক্ষার্থীর মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭৫% নাম্বার অর্জন ।
  • স্নাতক স্তরে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৭৫% নাম্বার থাকতে হবে ।

স্বামী বিবেকানন্দ কলারশিপ আয়ের শর্তাবলী

শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে ।

what documents required for svmcm scholarship আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি

  • আগের পরীক্ষার মাধ্যমিক / উচ্চমাধ্যমিক মার্কশিট
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রমাণপত্র
  • পরিবারের আয়ের শংসাপত্র ( পঞ্চায়েত ও বিডিও ইনকাম সার্টিফিকেট )
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ( পাশ বই এর কপি ) 
  • আধার কার্ড 
  • রঙিন পাসপোর্ট ফোটো
  • শিক্ষার্থীর স্বাক্ষর/সই
  • একটি সক্রিয় মোবাইল নাম্বার

আপলোড ডকুমেন্টের ফাইল সাইজ কি রাখতে হবে

আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথি গুলি আপনি আপলোড করবেন তার ফাইল হবে পিডিএফ ফাইল ( PDF ) । এই সমস্ত পিডিএফ গুলির সাইজ ৪০০ কেবির ( 400kb) মধ্যে থাকতে হবে ।

এছাড়া যে পাসপোর্ট সাইজ ফোটো আছে তার ফাইল  JPG/JPEG ফাইলে থাকতে হবে এবং এর ফাইলের সাইজ 20kb-40kb থাকবে ।

এর পর সিগনেচার / সই JPG/JPEG ফাইলের মধ্যে হবে এবং সাইজ 10kb-20kb থাকবে ।

আরও জানতে – ক্লিক করুন

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কার আয়ের শংসাপত্র প্রয়োজন?

ছাত্রের বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয়ের প্রমাণ হিসাবে একটি আয়ের শংসাপত্র ( ইনকাম সার্টিফিকেট ) প্রয়োজন, গ্রামীণ এলাকার জন্য পঞ্চায়েত প্রধানের ইসু করা সেক্রেটারির সই যুক্ত একটি ইনকাম সার্টিফিকেট । 

পৌরসভার ক্ষেত্রে ডেপুটি কমিশনার/ অর্পোরেশন/ গেজেটেড অফিসারের পদমর্যাদার নিচে হওয়া চলবে না এমন যেকোনো সরকারি কর্মকর্তা/ কর্মকর্তার ইসু করা ইনকাম সার্টিফিকেট ।

এই সার্টিফিকেট গুলি নিয়ে আপনি B.D.O Income Certificate এর জন্য আবেদন করবেন, এই সার্টিফিকেট বেরিয়ে গেলে এটাও দরকার আছে ।

Swami vivekananda scholarship 2024-2025 last date

Application TypeOpening DateClosing Date
Fresh Application 202420.11.2024
Renewal Application 202420.11.2024
Fresh Kanyashree (K3) Application 202420.11.2024

Swami Vivekananda Scholarship এ কীভাবে আবেদন করবেন?

swami vivekananda scholarship apply
swami vivekananda scholarship apply

অনলাইনে আবেদন পদ্ধতি

  1. সরকারি অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিন ।
  2. আপনি উপরে যে মেনু দেখতে পাচ্ছেন সেখানে How To Apply অপশনে ক্লিক করে দিন ।
  3. এরপর SVMCM & Kanyashree(K3) Applications এই অপশনে ক্লিক রেখে, নিচে যে বিবরন গুলি দেওয়া আছে সেই গুলি পড়ে নিতে পারেন ।
  4. তারপর আপনি নিচে “This is to declare that I have read the instructions properly and I agree to abide by them.” এই চেক বক্সটিতে আপনি টিক করে এগিয়ে যান ।
  5. এর পর Proceed to registration এই বাটনে ক্লিক করে দিন, আপনার কাছে একটি পেজ ওপেন হবে ।
  6. এখানে আপনি যে ক্যাটাগরিতে “Registration Category” আবেদন করতে চান তার নিচে যে বাটন রয়েছে “Apply for Fresh application আপনি সেটি সিলেক্ট করে নিবেন ।
  7. এর পর আপনি বাকি পদ্ধতি ভিডিও দেখে কমপ্লিট করতে পারেন ।

আবেদন ফর্ম পূরণের ধাপগুলি 

  1. ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
  2. শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিন।
  3. নথি স্ক্যান করে আপলোড করুন।
  4. সাবমিট করুন এবং রসিদ ডাউনলোড করুন।

বিস্তারিত ভিডিও

অফলাইন আবেদন পদ্ধতি

আপনার নিকটবর্তী সরকারি অফিস থেকে ফর্ম সংগ্রহ করে, তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিজে গিয়ে জমা করে দিন।

স্কলারশিপের মূল্য এবং অর্থ প্রদানের পদ্ধতি

শিক্ষার্থীর স্তর অনুযায়ী মাসিক অর্থ প্রদান করা হয়। মাধ্যমিক স্তরে ১,০০০ টাকা এবং স্নাতকোত্তর স্তরে ৫,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয়।

কোন কোন কোর্সের জন্য প্রযোজ্য?

  • মাধ্যমিক
  • উচ্চমাধ্যমিক
  • স্নাতক ( Graduate )
  • স্নাতকোত্তর ( Postgraduate )

Swami Vivekananda Scholarship 2025 -এর গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: জানুয়ারি ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: মার্চ ২০২৫

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউ করার পদ্ধতি

প্রথমবার আবেদনকারীরা যেমন আবেদন করেন, তেমনই পুনরায় আবেদন করতে হবে। তবে নতুন শিক্ষাবর্ষের মার্কশিট জমা দেওয়া আবশ্যক।

প্রায়শই হওয়া ভুল এবং সেগুলি এড়ানোর উপায়

  • ভুল তথ্য বা ডকুমেন্ট দেওয়া এড়িয়ে চলুন।
  • প্রয়োজনীয় নথি যথাসময়ে জমা দিন।
  • আবেদন করার সময় সতর্ক থাকুন, সম্পূর্ণ ফর্মটি সঠিক ভাবে মিলিয়ে নিবেন ।

উপসংহার

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৫ শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ । এটি শুধুমাত্র আর্থিক সহায়তাই নয়, এটি একটি আত্মবিশ্বাস বাড়ানোর মাধ্যম । মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এটি শিক্ষার পথে আলোড়ন সৃষ্টি করছে সরকারের তরফ থেকে । এই সুযোগের সুন্দর ভাবে লাভ উঠিয়ে নিন । 

FAQ

কীভাবে Swami Vivekananda Scholarship-এর আবেদন করা যায়?

সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা সম্ভব।

স্কলারশিপ পাওয়ার জন্য ন্যূনতম নম্বর কত?

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭৫% প্রয়োজন।

আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন

👍
👎

এই স্কলারশিপ কি পুনরায় আবেদনযোগ্য?

হ্যাঁ, প্রতি বছর এটি রিনিউ করা যায়।

স্কলারশিপের অর্থ কীভাবে প্রদান করা হয়?

ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রদান করা হয়।

এই স্কলারশিপ কোন স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য?

মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ( Postgraduate ) স্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।