বাংলা শস্য বিমা ফ্রম Bangla Shasya Bima Form PDF download 2024-2025

1/5 - (2 votes)

আপনি কি জানেন বাংলা শস্য বিমা এই মৌসুম জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে, আর তার জন্য আপনি যদি Bangla shasya bima form pdf খুঁজছেন? এখানে আপনি অরজিনাল পিডিএফ পেয়ে যাবেন এবং আপনি সেটি Download করতে পারবেন । এটি প্রিন্ট করে আপনি Bangla Shasya Bima Yojana আবেদন করতে পারবেন ।

Bangla Shasya Bima Application Form Download করতে আপনাকে অন্য কথাও যেতে হবে না, আপনি এই আর্টিকেলের নিচের দিকে লিঙ্ক দেওয়া আছে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ।

আপনি শুনেছেন বা ভালো করেই জানেন ২০২৩ সালে যে রবি মৌসুম ( Rabi ) বাংলা শস্য বীমা আবেদন নেওয়া হয়ে ছিল সেটি ২০২৪ শে টাকা দেওয়া হয়ে গেছে এবং যারা ২০২৪ শে খারিফ মৌসুমে ( Kharif ) আবেদন করে ছিলেন তাদের টাকা ২০২৪ শে দেওয়া হবে ঘোষণা হয়ে গেছে ।

এই ধরনের বিষয়ে সবার আগে জানতে চাইলে নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া গুলিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন 👇👇👇
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

আর ভালো করে জানতে এই আর্টিকেলটি পড়ে জানতে পারেন – Bangla Shasya Bima Payment : টাকা দেওয়া চালু হয়ে গেল আপনি পেয়েছেন

তাই আপনি যদি বাংলা শস্য বীমা 2025 সালে আবেদন না করে থাকেন আপনি এখনই আবেদন করে রাখুন । কারন সবাই টাকা পাবে আপনি পাবেন না সেটা খারাপ ।

বাংলা শস্য বীমা স্কিম কি? Bangla Shasya Bima Yojana

এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সমস্ত চাষিভাইদের খরিফ মৌসুম এবং রবি মৌসুমে ফসল রক্ষা করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রযুক্তি ভিত্তিক বাংলা শস্য বীমা (BSB) প্রকল্প প্রদান করছে।

এই বীমার করা থাকলে, কোন বছর যদি প্রাকিতিক দুর্যোগের কারনে কৃষকদের চাষের ফসল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেই কৃষককে ফসলের ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা সরকারে তরফ থেকে দেওয়া হয় ।

যাতে সেই কৃষক চাষের যে খরচ হয়ে ছিল তার কিছুটা পরিপূরণ করতে পারে । Bangla Shasya Bima (BSB Yojana) এই যোজনার আন্ডারে ফসল বিমা করা থাকলেই পাবেন ।

তাই আপনি যদি এই বৎসর বাংলা শস্য বীমা 2025 সালে রবি মৌসুমের আবেদন না করে থাকেন তাহলে আপনি অবশ্যই Bangla Shasya Bima Yojana Form PDF Download করে আবেদন করে ফেলুন ।

আর এই বিমায় আবেদন করতে কি কি নথি লাগবে সমস্ত লিস্ট নিচে দেওয়া আছে । এর সাথে Bangla shasya bima form 2025 pdf download করেতে চাইলে নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন ।

এই শস্য বীমা করতে কত খরচ লাগবে

বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের কোন টাকা খরচ করতে হবে না । প্রিমিয়ামের সমস্ত টাকা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও কৃষকদের হয়ে বীমা কোম্পানি “বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্সুরেন্স কোম্পানি” দিয়ে দেবে।

website:https://banglashasyabima.net/
প্রকল্প নামBangla Shasya Bima
আবেদনব্লক বা মিউনিসিপালিটির ওফিসে করতে হবে
District-wise Insurance Company Contacts18002095959 (Toll Free)
email: bagichelp@bajajallianz.co.in
অফিসDepartment of Agriculture, Government of West Bengal
Bangla Shasya Bima
Bangla Shasya Bima

Bangla shasya bima form 2024-25 pdf download link

Bangla Shasya Bima Form PDF এর লিংক একটু নিচের দিকে দেওয়া আছে ।  আপনি দুটো  মৌসুমের জন্যই ফরম পেয়ে যাবেন।  দুটি আলাদা আলাদা বটন রয়েছে সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তার আগে এটাও জেনে নেওয়া দরকার –

এখন ২০২৪ সালে যে খারিফ মৌসুমে বাংলা শস্য বীমা জন্য আবেদন হয় সেটা কিন্তু নভেম্বর মাসে শেষ হয়ে গেছে । এরপর আপনি 2025 সালে যে রবি মৌসুমে আবেদন জমা নেয়ার জন্য কাগজপত্র নেওয়া হবে, সেই সময় আপনি এই বীমার জন্য আবেদন করতে পারবেন আবারও নতুন ভাবে ।

আর আপনার যদি ২০২৪ সালে টাকা না ঢুকে থাকে তাহলে আপনি কিভাবে চেক করবেন তার একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তার লিংকটা আমি এখানে নিচে দিয়ে দিচ্ছি আপনি এখান থেকেও দেখে নিতে পারবেন ।

আপনি এটি লিগাল সাইজ পেপারে প্রিন্ট আউট করে আবেদন করতে পারেন । A4 সাইজে প্রিন্ট আউট করলে চলবে না ।

Bangla shasya bima form pdf download ( Kharif )

Bangla shasya bima form pdf download ( Rabi )

কিভাবে ফসল বীমা করবেন (Bangla Shasya Bima Form Fill Up 2025)

এ বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে প্রথমে Bangla shasya bima form pdf থেকে ডাউনলোড করতে হবে । ডাউনলোড করার পর  ফর্ম এর মধ্যে যে সমস্ত আপনার বিবরণ দেওয়ার অপশনগুলি রয়েছে সেগুলো প্রথমে লিখে দেবেন ।

এরপর আপনার যে এলাকায় জমি রয়েছে তার সমস্ত বিবরণ এই ফর্মেতেই লিখে দিতে হবে এক এক করে ।

এরপর আপনার ব্যাংকের একাউন্ট ডিটেলস আর সাথে আপনার মোবাইল সক্রিয় নাম্বার সঠিকভাবে লিখে দিবেন । এর সাথে নিচে একটা সই আপনি যেভাবে লিখেন সেভাবে পরিষ্কার করে একটি সিগনেচার বা সই করে দিবেন।

এ  ফরমটি সঠিকভাবে ফিলাপ করার পর আপনার নিকটবর্তী যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসে আপনি এই ফর্মটিকে সাথে যে ডকুমেন্টগুলো নিচে দেওয়া আছে সে ডকুমেন্টগুলো দিয়ে জমা করে আসবেন।

এরপর আপনাকে ও এখান থেকে একটা নিচের যে অংশটা রয়েছে ছোট্ট স্লিপ টা সেই স্লিপ টা কিন্তু আপনাকে কেটে দিয়ে দিবে । যদি সঙ্গে সঙ্গে অনলাইনে আবেদন করে দেয়, তাহলে আপনাকে একটা ২২টি নাম্বারের একটি এপ্লিকেশন নাম্বার দিবে সেই নাম্বারটা আপনি সযত্নে রেখে দিবেন।

কারণ এই নাম্বার ধরেই আপনি কিন্তু পরে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস টি চেক করতে পারবেন এছাড়াও আপনি Bangla shasya bima status check voter id Card নাম্বার দিও চেক করতে পারবেন ।

সেটা কিভাবে চেক করবেন যদি না জানা থাকে তাহলে নিচের যে আর্টিকেলটা আছে,  এই আর্টিকেলে পড়ে জেনে নিতে পারেন কিভাবে ভোটার কার্ড নাম্বার দিয়ে বাংলা শস্য বীমা টেটাস চেক করবেন

Bangla Shasya Bima Status Check
Bangla Shasya Bima Status Check

অনলাইনে বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক? – Bangla Shasya Bima Status Check : আপনার নাম বাংলা শস্য বীমা লিস্টে নাম আছে কি না দেখে নিন

Required Documents For Application – কাগজপত্র কি কি লাগবে

  • নতুন সালের রেকর্ড ( পর্চা ), পাট্টা বা দলিল Copy
  • নিজের সই সহ আধার কার্ডের জেরক্স
  • নিজের সই সহ ভোটার কার্ডের জেরক্স
  • নিজের সই সহ ব্যাঙ্কের পাশবই এর জেরক্স
  • সক্রিয় মোবাইল নাম্বার
  • KB ID ( কৃষক বন্ধু আইডি ) যদি থাকে
  • নিজের নামে জমি না থাকলে আপনি যে জমি চাষ করেন সেই জমির আয়তন সমেত শংসাপত্র ( নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত ) ।
  • ফসল রোপনের শংসাপত্র, সংশ্লিষ্ট ব্লক, কৃষি আধিকারিক / তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার /রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত।

ফসলের বীমা করার সময়সীমা

প্রত্যেক বছর দুটি মৌসুমী ঘোষণা করা হয় কবে থেকে এই ফসল বীমার আবেদন জমা নেওয়া হবে। ২০২৪ সালে আবেদন জমা দেওয়ার সময় বা তারিখ কিছুই অবশিষ্ট নেই শেষ হয়ে গেছে ।

এরপর নতুন মৌসুমে যখন আবেদন জমা নেওয়া হবে তখন এই আর্টিকেলেই আপনি এই অপশনেতে দেখতে পেয়ে যাবেন যে রবি মৌসুমী ২০২৫ সালে কবে থেকে এ বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে ।

Conclusion – Shasya bima form pdf 2024-25

এই ভিডিওটি ডাউনলোড করার আগে আপনাকে এটাও জেনে নিতে হবে আপনার এলাকাতে অনলাইন থেকে ডাউনলোড করে তারপর ফরম প্রিন্ট আউট করে, তারপর সেটিকে আপনার এলাকার ব্লক অফিসে জমা করলে আবেদন জমা নিচ্ছে কিনা সেটাও আগে যে আপনাকে জানতে হবে ।

কারণ এই ফর্মটি কিন্তু যে বীমা কোম্পানি আছে সেই কোম্পানির তরফ থেকে নিয়ে তারপর চাষীদের কে দেওয়া হয় । আপনি এই যে এখানে ফর্মটা ডাউনলোড করবেন এই ফর্মটাই কিন্তু আপনাকে সেখানে গেলে দেওয়া হবে ।

আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন

👍
👎

সমস্ত লেখাটা কিন্তু একই আছে, এই ফরমটাই আপনি বাংলা শস্য বীমা অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেই pdf টাই এখানে দেওয়া আছে।

আপনি এটি লিগাল সাইজ পেপারে প্রিন্ট আউট করে আবেদন করতে পারেন । A4 সাইজে প্রিন্ট আউট করলে চলবে না ।