Birth certificate download: নাম্বার যদি না থাকে বা মোবাইল নাম্বার নেই

5/5 - (1 vote)

আপনি যদি Birth certificate download করতে চান, আর আবেদন করার সময় যে একনলেজমেন্ট নাম্বার ( Acknowledgement number ) বা মোবাইল নাম্বার কিছুই নেই আপনার কাছে । এই অবস্থায় আপনি কিভাবে digital birth certificate download করবেন কিভাবে সেটাই এই আর্টিকেল জানতে পারবেন ।

আপনি দেখেছেন Online birth certificate download করতে গেলে আবেদনের সময় যে একনলেজমেন্ট নাম্বার দিয়েছিলো এবং যে মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন, সেটি দরকার ডাউনলোড করার জন্য ।

এই দুটি যদি না থাকে তাহলে আপনি জন্ম মৃত্যু ওয়েবসাইট ( Janma-Mrityu Thathya – West Bengal ) থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না ।

এই ধরনের বিষয়ে সবার আগে জানতে চাইলে নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া গুলিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন 👇👇👇
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

এছাড়া আপানর যদি জন্ম সার্টিফিকেট হারিয়ে যায় ( lost birth certificate West Bengal ) তাহলেও আপনি আপনার birth certificate download without mobile number কিভাবে করতে পারবেন । সেটি কিভাবে করবেন নিচে সম্পূর্ণ দিয়ে রাখলাম অবশ্যই পড়ে জেনে নিন ।

জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে কি লাগে

  1. একনলেজমেন্ট নাম্বার ( Acknowledgement number )
  2. যে মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন

আরও পড়ুন 👉 বাংলা শস্য বিমা ফ্রম Bangla Shasya Bima Form PDF download 2024-2025

কিছু বিবরণ

Websitehttps://janma-mrityutathya.wb.gov.in/
জন্ম মৃত্যু ওয়েবসাইটওয়েস্ট বেঙ্গল

Birth certificate status check online

জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার আগে আপনাকে দেখতে হবে সার্টিফিকেটটা হয়েছে কিনা, তার জন্য আপনার কাছে একনলেজমেন্ট নাম্বার থাকতে হবে । তবেই আপনি Birth certificate status check online করতে পারবেন ।

আপনার কাছে এই একনলেজমেন্ট নাম্বার যদি না থাকে তাহলে আপনি  নিচের দিকে চলে যান সেখানেতে এই একনলেজমেন্ট নাম্বার ছাড়া কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা সম্পূর্ণ ডিটেলস এর সাথে দেওয়া আছে।

Birth certificate status check online
Birth certificate status check online

প্রথমে আপনি জন্ম মৃত্যু তথ্য অফিসিয়াল যে ওয়েবসাইটি রয়েছে সেই ওয়েবসাইটটি ওপেন করুন।

এরপর মেনু থেকে সিটিজেন সার্ভিস সিলেক্ট করবেন, নিচের দিকে যে মেনু খুলবে সেখান থেকে বার্থ (জন্ম ) সার্টিফিকেট এর অপশনটা সিলেক্ট করবেন ।

এরপর যে মেনু খুলবে সেখান থেকে ট্র্যাক এপ্লিকেশন এই অপশনটা সিলেক্ট করবেন । 

আপনি দেখবেন আপনার কাছে একটি পপ-আপ ওপেন হবে এখানে লেখা থাকবে Tracking Application Status (Birth) এই ফর্মটি ওপেন হয়ে যাবে ।

এর নিচে যে দুটি বক্স আছে এখানে  আবেদন করার পর যা আপনার মোবাইল নাম্বারে একটি   অ্যাকনলেজমেন্ট নাম্বার এসেছিল,  সে নাম্বারটা সঠিকভাবে লিখে দিবেন ।

এরপর নিচে বাচ্চার যে ডেট অফ বার্থ  জন্ম তারিখ সেটা সঠিকভাবে লিখে দিন ।

এরপর নিচে যে সাবমিট বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করে দিন ।

দেখবেন আপনার কাছে স্ট্যাটাসটা দেখিয়ে দেবে আপনার আবেদনটা কি অবস্থায় রয়েছে সবকিছু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ।

How to download birth certificate online West Bengal

আপনার কাছে যদি একনলেজমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার থাকে তাহলে, পশ্চিমবঙ্গের জন্ম সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন সেটি জানতে স্টেপ বাই স্টেপ ফলো করুন নইলে নিচের দিকে যান সেখানেতে কিভাবে ডাউনলোড করবেন তার পদ্ধতিগুলি নিচে দেওয়া আছে ।

Birth certificate Download
Birth certificate Download
  • একইভাবে  অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশনটি সিলেক্ট করে নিন ।
  • এরপর যে পপ আপটি ওপেন হবে সেখানে আপনি Acknowledgement/Certificate No টি সঠিকভাবে লিখে দিন ।
  • এরপর আপনি সার্চ বাটনে ক্লিক করুন দেখবেন নিচে একটি ওটিপি দেওয়ার বক্স ওপেন হয়ে যাবে সেখানে আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারতে, যখন আপনি আবেদন করেছিলেন সেই সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে ।
  • সেই ওটিপিটা সঠিকভাবে এখানে লিখে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর দেখবেন নিচেতে একটি ডাউনলোড সার্টিফিকেট বাটন অন হয়ে যাবে । সেটের উপরে ক্লিক করলে আপনার কাছে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে ।

আরও পড়ুন 👉 Bank Account DBT Link Online : কিভাবে অনলাইনে DBT লিঙ্ক করবেন জেনে নিন

Birth certificate download by name and date of birth

বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য উপরে যে দুটি জিনিস লাগে তার মধ্যে যদি কিছুই না থাকে, তাহলে আপনি কিভাবে সেই সার্টিফিকেটটি বের করবেন সেটি এবার জানবেন আপনি ।

Online birth certificate download করার জন্য আপনার কাছে যদি একনলেজমেন্ট নাম্বার ( Acknowledgement number ) না থাকে, আপনি খুব সহজেই বের করতে পারবেন ।

তার জন্য আপনার কাছে এই বিবরন গুলি সঠিক থাকতে হবে –

  • বাচ্চার নাম,
  • তার জন্মের মাস এবং সাল,
  • মায়ের নাম
  • বাবার নাম
  • আবেদন করার সময় দেওয়া মোবাইল নাম্বার ( সঠিক যানা থাকলেই হবে / না থাকলেও হবে )
Birth certificate download by name and date of birth
Birth certificate download by name and date of birth

১) প্রথমে আপনি janma-mrityutathya.wb.gov.in ওয়েবসাইটটি খুলে নিন ।

২) এরপর উপরে যে মেনু রয়েছে আপনি সেখান থেকে Citizen Services > Birth সিলেক্ট করলে যে মেনু আসবে সেখানে “Know your acknowledgement/Certificate No” অপশন সিলেক্ট করুন ।

৩) আপনার কাছে একটি পপআপ ফ্রম ওপেন হবে সেখনে যেমন বিবরন চাইছে সঠিক ভাবে দিয়ে দিন । সেগুলি লাল স্টার মার্ক দেওয়া আছে সেইগুলি বাধ্যতামূলক ফিলাপ করতে হবে ।

৪) Year Of Birth: এখানে বাচ্চার জন্মের সঠিক বছরটি লিখতে হবে ।

৫) Month Of Birth: এখানে যে মাসে জন্মে ছিল সেই মাসটি সিলেক্ট করে নিন ।

৬) Baby Name (at least 3 chars): বাচ্চার নাম লিখবেন, যদি পুরোটা বানান না যানা থাকে আপনি প্রথমের তিনটি অক্ষর লিখতে পারেন ।

find my birth certificate by name
find my birth certificate by name

৭) Mother First Name (at least 3 chars): বাচ্চার মায়ের নাম, একই ভাবে যদি পুরোটা বানান না জানা থাকে আপনি প্রথমের তিনটি অক্ষর লিখতে পারেন ।

৮) Father First Name (at least 3 chars): বাচ্চার বাবার নাম যদি না জানা থাকে দিতে হবে না , আর জানা থাকলে একই ভাবে যদি পুরোটা বানান না যানা থাকে আপনি প্রথমের তিনটি অক্ষর লিখতে পারেন ।
৯) Mobile No (10 Digit): আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি জানা থাকলে লিখে দিন, নইলে খালি রাখতে পারেন ।

১০) এরপর নিচে Search বাটনে ক্লিক করে দেখুন । আপনার দেওয়া বিবরনের সাথে ম্যাচ করে আপনাকে একটি বা তার অধিক বাচ্চার নাম দেখাবে ।

১১) আপনার বাচ্চার সেই নামের পাশে যে একনলেজমেন্ট নাম্বার বা জন্ম সার্টিফিকেট নাম্বার দেখাবে সেটি কপি করে নিন ।

find my birth certificate by name and address in india
find my birth certificate by name and address in india

এই গুলি আপনার দরকার পরবেন এর পর, আপনার যদি আবেদনের সময় দেওয়া মোবাইল নাম্বারটি চালু থাকে তাহলে আপনি একনলেজমেন্ট নাম্বার বা জন্ম সার্টিফিকেট নাম্বার ধরে বের করতে পারবেন আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেটটি

আর যেহেতু মোবাইল নাম্বার চালু নেই সেক্ষেত্রে আপনি নিচের পদ্ধতিটি সঠিক ভাবে করে দেখুন আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ।

Birth Certificate download without mobile number/application number/ registration number

এই পদ্ধতিতে আপনাকে ডিজিলকার ( Digilocker ) ব্যাবহার করতে হবে । এর জন্য আপনাকে একটি Digilocker Account Create করতে হবে ।

এই পদ্ধতিটা তাদের জন্যই প্রযোজ্য তাদের জন্ম সার্টিফিকেট অনলাইনে মাধ্যমে আবেদন হয়েছিল তারাই এখানে ডাউনলোড করতে পারবেন। যাদের জন্ম সার্টিফিকেট হাতে লেখা বা পুরানো দিনের তাদের সার্টিফিকেট কিন্তু এখান থেকে ডাউনলোড করা যাবে না।

Digilocker Account Create
Digilocker Account Create

Digilocker Website ওপেন করে নিন, এরপর Sign Up বাটনে ক্লিক করে যে ফরমটি দেখাবে সেটি বাচ্চার নামে বানাবেন ।

আপনি মোবাইল নাম্বার যে কোন চালু নাম্বার ব্যাবহার করতে পারেন , এছাড়া আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে নিবেন ।

এরপর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এবং পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেগুলি সঠিকভাবে লিখে দিয়ে লগইন করে ফেলুন ।

লগইন হয়ে গেলে কিভাবে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করবেন নিচে দেওয়া রইল টেপ বাই স্টেপ ফলো করুন আপনি খুব সহজেই যে সার্টিফিকেটটি হারিয়ে গেছে বা আপনি ডাউনলোড করতে পারছিলেন না সেটা এখান থেকে সার্টিফিকেটটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন।

Digilocker থেকে কিভাবে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন

ডিজিলকার একাউন্ট তৈরি হয়ে গেলে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে সেটি লগইন করে নিন, এরপর বামদিকে যে মেনু রয়েছে সেখানে ” Search Docoments ” এই অপশনটিতে ক্লিক করে দিন ।

West Bengal birth certificate download করতে হলে এরপর আপনি সার্চ অপশনে লিখুন ” department of health and family welfare ” এই লেখেই যে সার্ভিসটি দেখতে পাবেন সেটি ক্লিক করে এগিয়ে যান ।

department of health and family welfare
department of health and family welfare

এখানে আপনি Birth Certificate একটি অপশন দেখতে পাবেন সেটির ওপর ক্লিক করে দিন, দেখবেন একটি ফ্রম ওপেন হবে । এটি আপনি সঠিক ভাবে ফিলাপ করুন যেমন –

যে সার্টিফিকেট নাম্বারটি আপনি সার্চ করে পেয়েছিলেন সে নাম্বারটি লিখে দিন ।

এরপর বাচ্চার যে ডেট অফ বার্থ রয়েছে সেটার অফ বার্থটা সঠিকভাবে লিখে দিবেন ।

এর পরের বক্সেতে মোবাইল নাম্বার দিতে হবে, আপনি যখন আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। এখানে মোবাইল নাম্বারটা লেখা হচ্ছে শুধু ভেরিফাইয়ের জন্য আপনার কাছে ওই নাম্বারে কোন ওটিপি আসবেনা । 

সঠিকভাবে সবকিছু লিখে দেওয়ার পর নিচে যে গেট ডকুমেন্টস বাটানটি রয়েছে সেটার উপরে ক্লিক করে দিন।

কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনার যে সার্টিফিকেটটি সেটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে ডাটা নিয়ে আপনাকে সার্টিফিকেটটি দেখিয়ে দেবে ।

এখান থেকে আপনি এ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন । 

এভাবে আপনি ওটিপি ছাড়াই বা আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে যেটা হারিয়ে ফেলেছেন বা সেই মোবাইল নাম্বার চালু নেই সেই নাম্বার ছাড়াও আপনি  ডিজিটাল জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ।

Digital birth certificate download
Digital birth certificate download

তাহলে সহজ ভাবে দেখলেন আপনি Digital birth certificate download করতে পারবেন, যেটি আপনি প্রিন্ট করে ডকোমেন্ট হিসাবে ব্যাবহার করতে পারবেন ।

How can I get a copy of my lost birth certificate? হারিয়ে যাওয়া জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি

( Digital Birth Certificate ) জন্ম সার্টিফিকেট আপনার যদি রিসেন্ট কয়েক বছরের মধ্যে আবেদন হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই উপরে যে দুটি পদ্ধতি দেওয়া আছে। সে পদ্ধতিগুলি ফলো করে আপনি বের করে ফেলতে পারবেন।

এছাড়া আপনার যদি আগের জন্ম সার্টিফিকেট হয় যেগুলি হাতে লেখা বা পৌরসভা বা মিউনিসিপালিটি এলাকা থেকে দেওয়া হয় সেই সমস্ত জন্ম সার্টিফিকেটগুলি কিন্তু আপনি অনলাইন থেকে বের করতে পারবেন না ।

সে ক্ষেত্রে আপনার সার্টিফিকেটটি হারিয়ে গেলে আপনাকে কিন্তু সেম একইভাবে পৌরসভা মিউনিসিপালিটি এলাকায় গিয়ে আপনাকে আরেকটি জন্ম সার্টিফিকেট বানাতে হবে ।

এই জন্ম সার্টিফিকেটটি ( lost birth certificate West Bengal ) আবারো বার করার জন্য সম্ভবত আপনাকে কোর্টের একটি এফিডেফিট জমা করতে হতে পারে ।

কোর্টের একটি পেপার দিয়ে আপনাকে কিন্তু ভেরিফাই করে দেখাতে হবে যে আপনি সেই ব্যক্তি আমার ডকুমেন্টটি হারিয়ে গেছে সেই জন্য আমি একটি নতুন জন্ম সার্টিফিকেট বের করাতে চাই।

আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন

👍
👎

জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে কি করা উচিত?

জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে তেমন কিছু করা দরকার নেই আপনাকে এটা মনে রাখতে হবে যে সেই সার্টিফিকেটটি আবার আপনাকে বের করতে হবে।

FAQ.

ডিজিটাল জন্ম সার্টিফিকেট কি?

যে জন্ম সার্টিফিকেটগুলি এখন অনলাইন থেকে বের করতে হয় এবং কিউআর কোড যুক্ত সার্টিফিকেট,  এর সাথে ডিজিটাল সিগনেচার ভেরিফাই থাকে।

জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে কি করা উচিত?

জন্ম সার্টিফিকেট হারিয়ে গেলে আপনাকে নতুন বের করতে হবে। এছাড়া করণীয় কিছু নেই ।

পশ্চিমবঙ্গের জন্ম শংসাপত্র কিভাবে ডাউনলোড করব?

জন্ম মৃত্যু তথ্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনি এই সার্টিফিকেটটি বের করতে পারবেন।