আপনার মনের মধেও যদি এই প্রশ্নটি ঘোরাফেরা করে আমি কিভাবে বাজাজ ফাইনান্সের এন ও সি ডাউনলোড করব ( How to Download NOC from Bajaj finance ) তাহলে আপনি এই আর্টিকেলটি সঠিক ভাবে পড়ে যেনে নিন ।
আপনি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বাজাজ ফাইনান্স-এর এন ও সি ( NOC ) ডাউনলোড করতে পারবেন । কোন অফিসে যাওয়ার দরকার নেই বাড়িতে বসেই এই সার্টিফিকেটটি বের করাতে পারবেন ।
আপনি যে ভাষায় পরতে পারবেন সেই ভাষাতেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন , এবং আপনার Bajaj finance noc download pdf টি প্রিন্ট করে ভবিষ্যতের জন্য রাখতে পারবেন ।
What are NOC documents?
আপনি যদি Bajaj finance এর মাধ্যমে কোনো প্রোডাক্ট কিনেন এবং সমস্ত বকেয়া কিস্ত ( Loan ) শোধ করে দেন তাহলে আপনাকে একটি NOC ( No Objetion Certificate ) দেওয়া হয়ে থাকে ।

এই সার্টিফিকেটটি Bajaj finance এর তরফ থেকে অনেক সময় NDC certificate (
এই সার্টিফিকেটটি এটা প্রমান করে যে আপনার যে লোন ( Loan) ছিল সেই পরিশোধ হয়ে গেছে এবং আপনার বাঙ্কের সাথে যে কানেক্ট করা ছিল সেটি বন্ধ করা হয়েছে ।
NOC documents আপনার কাছে থাকলে, আপনি Bajaj finance EMI শোধ হয়ে গেছে সেটি কোম্পানির বুঝতে সুবিধা হয় ।
- How to Download NOC from Bajaj finance Online
- Ration card transfer online – বিবাহ বা অন্য কারনে
- How to collect jio coin online – জিও কয়েন কি ভালো
- Birth certificate download: নাম্বার যদি না থাকে বা মোবাইল নাম্বার নেই
- Ration card mobile number update:রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করব কিভাবে?
- Swami Vivekananda Scholarship 2025: যোগ্যতা, সুবিধা ও আবেদন পদ্ধতি
Bajaj finance NOC Certificate এর প্রয়জনিতা
আপনি যদি Bajaj finance noc online থেকে ডাউনলোড করে থাকেন তাহলে জানবেন আপনি সেফ ।
কারণ, এটা এই কারণেই বলছি আপনি যদি এমআই কার্ড থেকে কোন মোবাইল বা কোন ফাইন্যান্স এর তরফ থেকে কোন বাইক ফাইন্যান্সে কিনেছেন। যেটা প্রত্যেক মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিস্তি হিসাবে কিছু টাকা কেটে নেওয়া হয়।
এই পদ্ধতিটা ব্যাংকিং সিস্টেমে অটো ডেবিট হিসাবে কাজ করে। আপনার যে টাকাটা কিস্তি আছে সে টাকাটা আপনার একাউন্ট থেকে অটোমেটিক পার্টিকুলার একটি তারিখে কেটে নেওয়া হয়।
এইভাবে আপনার সমস্ত টাকা পেমেন্ট হয়ে যাওয়ার পরেও অনেক সময় দেখা গেছে অনেকের সাথে হয়েছে বা আপনার সাথে হতে পারে সেটা বেশিরভাগ ক্ষেত্রেতে অনলাইনে তে কিছু মোবাইল বা কোন ধরনের প্রোডাক্ট বুক করলে এ প্রবলেম গুলো ফেস করতে দেখা গেছে ।
আমি সমস্ত কিস্তি টাকা পেমেন্ট করে দিয়েছেন তারপরেও আপনার ব্যাংক থেকে কিছু টাকা কাটছে বা আপনাকে কোম্পানি বলতে পারে আপনার কিছু টাকা ডিউ আছে।
সেক্ষেত্রেতে তখন আপনি এই সার্টিফিকেটটা তাদের কাছে দেখিয়ে একটি কমপ্লেন করতে পারেন যে আমার একাউন্ট থেকে কেন এ টাকা কাটছে বা কাটবে ।
আপনি তাদেরকে বলতে পারেন আমার কাছে তো NOC / NDC সার্টিফিকেট রয়েছে ।
এই সমস্ত প্রবলেমের জন্য এই সার্টিফিকেটটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়।
How to print PVC ration card and Aadhaar card
আপনি যদি রেশন কার্ড সংশোধন করে থাকেন তাহলে আপনি দেখে থাকবেন আপনার রেশন কার্ডটি সম্পূর্ণভাবে সংশোধন হওয়ার পরেও রেশন কার্ডটা…
How to download NOC from Bajaj Finance
আপনি যদি মনে ভাবেন How to download NDC from Bajaj Finance Website . তাহলে আপনি স্টেপ বাই স্টেপ জানতে পারবেন কিভাবে এই বাজাজের এনওসি সার্টিফিকেট ডাউনলোড করবেন।

১) আপনি প্রথমত বাজাজ ফাইন্যান্সের যে অফিসিয়াল সাইট www.bajajfinserv.in এটিকে ওপেন করেনিন ।
২) উপরের দিকে মেনু পারে, যে সাইন ইন ( sign in ) অপশনটি রয়েছে সেটের উপর ক্লিক করে দিন এবং দেখবেন একটা পেজ ওপেন হবে ।

৩) এখানে আপনি ইন্ডিভিজুয়াল ( Individual ) সিলেক্ট করে নিচের বক্সে যে মোবাইল নাম্বারটা চাইছে সেটা আপনার ইএমআই কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা সঠিকভাবে লিখে দিন ।
৪) এরপর নিজে যে চেকবক্সে রয়েছে সেটির উপর ক্লিক করে দিয়ে নিচে গেট ওটিপি যে বাটনটি রয়েছে সেটির উপর ক্লিক করে দিন ।

৫) আপনার ওই রেজিস্টার করা মোবাইল নাম্বারতে একটা ৬ ডিজিটের ওটিপি আসবে সেটিকে সঠিকভাবে লিখে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন ।
৬) দেখবেন আরেকটি বক্স ওপেন হবে সেখানেতে আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে লিখে দিবেন এবং নিচে সাবমিট গঠনে ক্লিক করে এগিয়ে যাবেন ।

৭) এরপর আপনার কাছে প্রোফাইলটি ওপেন হয়ে যাবে আপনার সমস্ত ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবেন । এখানেই উপর দিকে আপনার প্রোফাইলের নামটি দেখাবেন মেনু বারে সেখানেতে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে একটি নিচের দিকে মেনুবার নেমে আসবে ।

এরপর ওখান থেকে ডকুমেন্ট সেন্টার ( Document center ) এই অপশনটাতে ক্লিক করুন ।
৮) এরপর আপনি যতগুলি প্রোডাক্ট কিনেছেন সেই সমস্ত প্রোডাক্টগুলি লোন ডিটেলস আপনার কাছে দেখিয়ে দেবে, এবং সেই প্রোডাক্টগুলি আপনার কি অবস্থায় রয়েছে ক্লোজ হয়ে গেছে কি না সেটাও এখানে দেখিয়ে দেবে ।
৯) এখানেতে আপনি যে প্রোডাক্টের ( NDC ) নো ডিউ সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন সেই লোনের প্রোডাক্টটি সিলেক্ট করবেন ।

১০) এরপর আপনার কাছে একটি পেজ ওপেন হবে এখানেতে এই লোনের সাথে যতগুলি ডকুমেন্টস পাওয়া যায়। সে সমস্ত ডকুমেন্টসদের নাম এখানে দেখতে পাবেন। একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন। একটি অপশন রয়েছে নো ডিউ সার্টিফিকেট ( No Dues Certificate ) এই অপশনটাতে ক্লিক করুন ।

১১) দেখবেন আপনার কাছে কিছু ভাষা সিলেক্ট করার অপশন দিয়েছে, যে আপনি কোন ভাষাতে এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাইছেন। আপনি এখানে সমস্ত রকম ভাষায় পেয়ে যাবেন। বাংলা, হিন্দি, ইংলিশ আপনার নিজস্ব মাতৃভাষাতেও এ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

১২) আপনার পছন্দের ভাষাটি এখানে সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ বাটন টার উপরে ক্লিক করলেই আপনার কাছে এন ও সি সার্টিফিকেটটি ( No Objetion Certificate ) পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে ।
১৩) এরপর আপনি ওই bajaj finance noc download pdf কে প্রিন্ট আউট করে গচ্ছিত করে রেখে দিন আপনি ভবিষ্যতে যাতে কোনো রকম না প্রবলেমে করতে পারেন।
এইভাবে No Dues Certificate Download Online এর মাধ্যমে সম্পূর্ণ নিজের ভাষায় যে ভাষাটা আপনি পড়তে পারবেন সেই ভাষাতেই আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে কোন রকম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন ।
- Free Child Ration Card Apply In Bengali। নতুন সদস্যের নাম যোগ
- FREE Swasthya Sathi card apply online
- How to Aadhaar Link with Ration Card Online & Offline 2023 (WB)
- Ration Card No Data Found Problem Solved in Bengali (Q&A)
- Spice Money Axis Bank Account Opening সুবিধা অসুবিধা ‘0’ Balance
Bajaj finance mobile NOC download – মোবাইল APPS এর মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন জেনে নিন
আপনি যদি বাজাজ ফাইনান্স এর ইএমআই কার্ড ( Bajaj finance emi card ) থেকে কোন মোবাইল কিস্তি হিসাবে কিনে থাকেন তাহলে একইভাবে আপনি ওয়েবসাইট থেকে আপনার ( NDC ) নো ডিউ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।
যদি আপনি চান এই সার্টিফিকেটটি মোবাইল থেকে ডাউনলোড করবেন তাহলে স্টেপ বাই স্টেপ পদ্ধতি গুলো ফলো করে চলুন ।
- আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে বাজাজ ফাইন্যান্সের নিজস্ব যে অ্যাপস রয়েছে সে অ্যাপটা ডাউনলোড করে নিন ।
- এবং এরপর আপনি যদি নতুন হন তাহলে অ্যাপস টি ওপেন করলে দেখতে পাবেন প্রথমে আপনাকে মোবাইল নাম্বার চাইবে এবং সে মোবাইল নাম্বারটা দিয়ে অথেন্টিকেশন কমপ্লিট করে ফেললে এরপর আপনার প্যান কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ এই ডিটেলস গুলি চাইবে ।
- নইলে আপনি মোবাইল নাম্বার দিয়ে লগইন করেতে পারবেন । যদি আপনার কাছে ডেট অফ বার্থ বা প্যান কার্ড নাম্বার চায় সেক্ষেত্রে তো আপনি তখন সেটা দিয়ে লগইন করে ফেলতে পারবেন ।
- এরপর আপনি দেখতে পাবেন অ্যাপসটি খোলার পর হোমপেজেতেই একটি অপশন দেখতে পাবেন ইওর রিলেশন ( Your Relation ) ওয়েবসাইটের পাশে দেখবেন View ALL বলে লেখা আছে সেখানে ক্লিক করলেই আপনি যতগুলি আমায় কার্ডের প্রোডাক্ট লোন হিসাবে কিনেছেন সেই সমস্ত গুলি এখানে দেখিয়ে দেবে।
- যদি আপনি এই অপশনটা হোমপেজেতে না পান তাহলে নিচে যে মেনুগুলো রয়েছে সেখানে একটি অপশন রয়েছে সার্ভিস। সে অপশনটা ক্লিক করলেও এই অপশনটি দেখাবে ইওর রিলেশন ওটাতে ক্লিক করবেন ।
- এরপর আপনি দেখবেন লোন অপশন এতে যতগুলি আপনার এক্টিভেট থাকবে সেগুলি এখানে শো করবে এবং যেগুলো ক্লোজ হয়ে যাবে সেগুলো কিন্তু এখানে দেখাতে নাও পারে ।
- তার জন্য কি করবেন বাঁদিকে উপরে যে ফিল্টার আইকনটি রয়েছে সেটের উপরে ক্লিক করে দুটি অপশন দেখতে পাবেন। একটিভ এবং ক্লোজ দুটির মধ্যে থেকে যদি এক্টিভেট ক্লিক থাকে তাহলে একটিভ গুলো দেখাবে যদি ক্লোজ সিলেট থাকে তাহলে ক্লোজ গুলি দেখাবে। এবার যদি আপনি দুটোতেই ক্লিক রাখেন তাহলে দুটো এখানে দেখাবে ।
- আর যেহেতু ক্লোজ হয়ে যাওয়া লোনেরই নো ডিও সার্টিফিকেট দেওয়া হয় সেক্ষেত্রে আপনি ক্লোজআপ সেন্টার সিলেক্ট করে এরপর যে ক্লোজ হয়ে যাওয়া প্রোডাক্টটি আছে সেটার উপরে ক্লিক করুন।
- এরপর একটি পেজ ওপেন হবে সেই পেজ এতেই আপনি দেখতে পাবেন একটি লেখা থাকবে This Loan is successfully closed এবং তার নিচে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে কিভাবে আপনি পেমেন্ট করেছেন কটা ইএমআই ছিল সমস্ত ডিটেলসটা এখানে দেখতে পেয়ে যাবেন ।
- এবং নিচের দিকে কুইক অ্যাকশনের অপশনে দেখতে পাবেন, একটি ডকুমেন্টস রয়েছে লেখা View No Dues Certificate এই লেখা অপশনটির উপর ক্লিক করে দিন ।
- দেখবেন যদি ওখান থেকে ডকুমেন্টস না ওপেন হয় তাহলে নিচের ডকুমেন্টস এবং স্টেটমেন্ট যে অপশনটি রয়েছে তার নিচে ভিউ অল বলে একটি অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করলেই আপনি একটি ডকুমেন্ট সেন্টারে ওপেন হয়ে যাবেন।
- যেমনটি ওয়েবসাইটে অপশন গুলো দেখতে পান সেরকম ভাবেই আপনি আরেকবার যে লোন প্রোডাক্টের সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন সেটার উপরে ক্লিক করে দিন দেখবেন যেভাবে ওয়েবসাইটে ডাউনলোড হয়। সেই রকম ভাবি আপনার কাছে কিছু ওপেন হয়ে যাবে সেখান থেকে নিচে সার্টিফিকেট অপশনটা সিলেক্ট করে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।
এইভাবে আপনি মোবাইল থেকেও সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে নো ডিউ সার্টিফিকেট ( No Dues Certificate ) বা নো অবজেকশন সার্টিফিকেট ( No objection certificate ) ডাউনলোড করতে পারবেন ।
FAQ.
What if NOC is lost?
You can download the NOC from the website if it is lost.
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন
আমরা কি ডুপ্লিকেট NOC পেতে পারি?
হাঁ, আপনি ওয়েবসাইট থেকে যত বার চান NOC Download করতে পারবেন ।
Bajaj two-wheeler NOC download pdf বের করাবেন কিভাবে
বাজাজ ফাইনান্স আইডি তৈরি করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে ছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে বাজাজ ফাইনান্স সাইটে লগইন করে সার্টিফিকেটটি বের করে নিন ।
Can I download NOC online?
হাঁ, আপনি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে NOC Download করতে পারবেন । কোন বাজাজ অফিসে যাওয়ার দরকার নেই ।