HI, বন্ধুরা আর্টিকেলে আপনি জানবেন Krishak bandhu কিছু তথ্য। এছাড়া Krishak bandhu status check কিভাবে করবেন তার সম্পূর্ণ তথ্য।
এই Krishak bandhu prakalpa টি একটি Govt. of West Bengal এর Scheme ।
পশ্চিমবঙ্গে ২০১৯ সালে জানুয়ারি মাসে এই প্রকল্পটি সম্পূর্ণ ভাবে চালু করা হয়েছিল।
সরকারের উদেশ্য ছিল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষি কাজের জন্য আর্থিক সহযোগিতা করা।
এছাড়া এই প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের অকালমৃত্যু হলে এককালীন কিছু টাকা আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদান করে সহযোগিতা করা।
সম্প্রতি কিছুদিন আগে এই প্রকল্পটি পুনঃনির্মাণ করা হয়েছে এবং “কৃষকবন্ধু (নতুন)” নামে পুনঃনামকরণ করা হয়েছে।
এই নতুন প্রকল্পটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখমন্ত্রী 17 জুন 2021 সালে চালু করেছিলেন পশ্চিমবঙ্গের সাধারণ কৃষকদের কথা ভেবে।
Read More: Police Fine Payment Online
যদি আপনার এই সব তথ্যগুলো জানা থাকে তাহলে আপনি আর্টিকেলটির নিচে চলে যান সেখানে Krishak bandhu status check সম্বন্ধে দেওয়া আছে ।
নইলে আপনি অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পরে জেনে নিন কিভাবে আপনি ২ লক্ষ টাকা পেতে পারেন।
Krishak bandhu সুবিধা কি কি পাবেন
এই প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকরা থাকবেন তাদের চাষ আবাদের সুবিধার উদেশ্যে বাৎসরিক কিছু টাকা দেওয়া হয়।
সেটি সর্বাধিক বছরে ১০ হাজার (Rs 10,000) টাকা এবং ন্যূনতম ৪০০০(Rs 4,000) টাকা।
এই টাকা গুলি আপনি প্রতি বছর খরিফ ও রবি মৌসুমে দুটি সমান কিস্তিতে দেওয়া হয়ে থাকে।
যে সমস্ত কৃষকরা এক একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে তারা বাৎসরিক ১০ হাজার টাকা পাওয়ার অধিকারী।
এবং যে সমস্ত কৃষকের ১ একরের কম চাষযোগ্য জমি আছে তারা ন্যূনতম ৪ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
এছাড়া আপনি যদি এই প্রকল্পের আওতায় থাকেন, তাহলে ভবিষ্যতে যদি কোনদিন আপনি ধান বিক্রি করতে চান সেক্ষেত্রে State Government’s paddy procurement scheme নাম খুব সহজেই নথিভুক্ত করতে পারবেন।
এই paddy procurement scheme নাম অতিরিক্ত করে আপনি ধান বিক্রি করলে দাম বেশি পাবেন এবং একসাথে আপনি একাউন্টে টাকাটাও পেয়ে যাবেন।
এই প্রকল্পের নাম নথিভুক্ত এবং অন্যান্য তথ্যের জন্য, সমস্ত কৃষকরা তার ব্লকের / মিউনিসিপালিটির সহকারী কৃষি পরিচালকের অফিসে যোগাযোগ করতে পারেন।
Krishak Bandhu Death Benefit
যদি কোনো কৃষকের এই প্রকল্পে নাম নতুভুক্ত থাকে এবং উপরে উল্লেখিত সহযোগিতা পেতেন।
সেই সমস্ত কৃষকরা 18 to 60 বছরের বয়সের মধ্যে অকালে মৃত্যু হলে, সামাজিক নিরাপত্ত নিশ্চিত করতে এককালীন ওই কৃষকের পরিবারকে ২ লক্ষ টাকা (Rs. 2 lakh) আর্থিক প্রদান করা হয়ে থাকে।
সঠিক প্রমান, সমস্ত নথি এবং ফর্ম ফিলাপ করে নিয়ে আপনার এলাকার ব্লকের / মিউনিসিপ্যালিটির এগ্রিকালচার অফিসে যোগাযোগ করতে পারেন।
Note – এই ২০২৩ সালের ঘোষণা অনুযায়ী krishak bandhu ekyc করতে হবে সমস্ত আবেদনকারীকে নইলে পরবর্তী কিস্তির টাকাটি একাউন্টে ঢুকবে না।
কারণ এখন থেকে Aadhaar Link এর সাহায্যে টাকা ঢুকবে একাউন্টে।
Krishak Bandhu Death Benefits From Bengali
Krishak Bandhu আবেদন কিভাবে করবেন
এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্য Offline Apply করতে হবে, Online এ Apply করার জন্য Protal দেওয়া হয়েছে সেই বিষয়ে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে জেনে নিন কিভাবে আবেদন করবেন ।
How To Online Apply – Check Now
আপনি তখনি আবেদন করতে পারবেন যখন আপনার এলাকায় Duare Sarkar Camp হবে, এছাড়া ব্লকে / মিউনিসিপালিটি তে আবেদন করতে পারবেন।
সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে একটি FROM নিয়ে আবেদন করলেই হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে
- এপ্লিকেশন ফ্রম
- ভোটার কার্ড
- আধার কার্ড
- জমির রেকর্ড
- জমির দলিল ( এখন দিতে বলছে, একবার জেনে নিবেন )
West Bengal কৃষক বন্ধু Status Check Online Important Links
For any Query | krishak.bandhu@ingreens.in |
Direct Helpline No | 8597974989 6291720406 Time: 10 am – 6 pm |
Krishak Bandhu | https://krishakbandhu.net |
Online Status Check | https://krishakbandhu.net/farmer_search |
Krishak Bandhu beneficiary list | Coming |
Krishak bandhu status check voter id
১) কৃষক বন্ধু আইডি নাম্বার চেক করার জন্য আপনাকে krishakbandhu.net অফিসিয়াল সাইটে যেতে হবে।
২) তারপর “নথিভুক্ত কৃষকের তথ্য” এই অপশনটা ক্লিক করুন
৩) যে পেজটি ওপেন হবে সেখানে একটি বক্স রয়েছে সেখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখে দিন।
৪) পশে থাকা i’m not a robot এর বক্সে ক্লিক করে দিন।
৫) যে কাপচারটি দিবে সেটি সঠিক ভাবে পূরণ করে দিন এবং VERIFY বটনে ক্লিক করে দিন।
৬) সবুজ কালারের টিক চিহ্ন হয়ে গেলে Search বটনে ক্লিক করে দিন।
৭) দেখবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পে সঠিকভাবে আবেদন হয়ে গেলে নিচে আপনার সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে।
Krishak bandhu id number check
কৃষকবন্ধু আইডি নাম্বার বের করার জন্য আপনাকে উপরে দেওয়া পদ্ধতি গুলি অনুকরণ করার পর যে ডিটেলস গুলি দেখাবে।
সেখানেই একটি লেখা আছে KB ID ঠিক তার নিচে krishak bandhu id number টি লেখা আছে।
এছাড়া আপনার ওই আইডিতে যদি ekyc করা থাকে তাহলে আপনি Aadhaar No এর নিচে আপনার আঁধার কার্ডের নাম্বারটি দেখতে পেয়ে যাবেন।
More Article
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন
SC/ST/OBC Certificate Download ক্লিক করে জেনে নিন
Child Ration Card Apply Online ক্লিক করে জেনে নিন
FAQ:
How to find Krishak Bandhu ID number?
এই আর্টিকেলে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে
krishak bandhu beneficiary list
এই প্রকল্পের লিস্টতো দেখা যায় না, আপনার এপ্লিকেশনের status জানতে আর্টিকেলটি করে নিন।