Krishi jantrapati apply online 2025 কৃষি যন্ত্রপাতি ভর্তুকি অনলাইন আবেদন Agricultural Machinery

Rate this post

কৃষি কাজের সুবিধার জন্য সরকারে তরফ থেকে (Agricultural Machinery) কেনার জন্য সরকারি অনুদান প্রকল্প চালু করা হয়েছে । এই প্রকল্পে Krishi jantrapati apply online এ শুরু হয়ে গেছে ২০২৪ সালে ।

সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্রের ক্রয়ের সুন্দর সুবিধা এনে দিয়েছে সমস্ত চাষি ভাইদের জন্য ।

এই প্রকল্পের সাহায্যে আপনি চাষের বিভিন্ন ধরনের যন্ত্র সামগ্রী খুব অল্প দামে কিনতে পারবেন । এই সময় ৫০% – ৬০% ছাড় দেওয়া হচ্ছে চাষের যন্ত্র বা মেসিনের ওপর ।

এই ধরনের বিষয়ে সবার আগে জানতে চাইলে নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া গুলিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন 👇👇👇
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

এই প্রকল্পের অনলাইনে আবেদন ২৪/০৮/২০২৪ থেকে শুরু হয়ে গেছে । আপনি বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারবেন ।

সরকারি অনুদান প্রকল্পে কৃষি চাষের যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিশিয়াল “মাটির কথা” ওয়েবসাইটে ।

এছাড়া আপনি নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্রে বা BSK ( বাংলা সহায়তা কেন্দ্র ) অফিসে গিয়েও আবেদন করতে পারবেন ।

কোন কোন কৃষি প্রকল্পের জন্য আবেদন পত্র গ্রহণ করা হবে

  • সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক ভর্তুকি অনুদান প্রকল্প ( FSSM )
  • ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি কেনার জন্য এককালীন ভর্তুকি প্রকল্প ( OTA – SFI )
PrakalpaMatir Katha
DepartmentAgriculture Department West Bengal
Official Websitehttps://matirkatha.net/
অনলাইনে আবেদনের তারিখ24/08/2024 – 09/09/2024
অনলাইনে আবেদনের পর নথি জমা দেওয়ার শেষ তারিখ০৯/0৯/2024
ছোটো কৃষি যন্ত্রপাতি ভর্তুকি৫০%, সর্বাধিক ১০০০ টাকা
শক্তি চালিত যন্ত্রপাতি ভর্তুকি৫০% – ৬০%, সর্বাধিক ৩ লক্ষ টাকা
দ্বিতীয় দফায়2024 – 2025
Matir Katha Call Center1800-103-1100 between 7 AM to 7 PM (Monday to Saturday)

আরও কিছু জানতে আপনার এলাকার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করে জানতে পারবেন ।

online registration for agriculture subsidy

Krishi jantrapati apply online 2024
Krishi jantrapati apply online 2024

Krishi jantrapati apply online Docoment

সমস্ত ডকুমেন্ট 200Kb এর মধ্যে থাকতে হবে এবং PDF হলে ভাল হয় ।

  • আঁধার কার্ড
  • ভোটার কার্ড
  • ব্যাঙ্ক পাসবই
  • মোবাইল নাম্বার
  • জমির রেকর্ড

আরও পড়ুন :

Krishi jantrapati apply online new registration

সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আপনাকে প্রথমে নিউ রেজিস্ট্রেশন করতে হবে । যদি আপনার আগে রেজিস্ট্রেশন করা থাকে,

তাহলে আপনি নিচে প্যারাগ্রাফ এ চলে যান সেখানে 2024-2025 এর জন্য কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখতে পাবেন ।

নতুন রেজিস্ট্রেশন করার জন্য স্টেপ বাই স্টেপ দেখে ফিলাপ করে সাবমিট করে দিলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ।

যে বক্স গুলিতে * মার্ক আছে সেইগুলি আপনাকে ফিলাপ করতে হবেই । যে গুলি নেই আপনি সেই বক্স গুলি খালি রেখে দিতে পারেন ।

Krishi jantrapati apply online
Krishi jantrapati apply online

Matir katha net > কৃষি যান্ত্রিকীকরণ > কৃষি যান্ত্রিকীকরণ 2024-2025 > Applicant Sign in > উপরে New Registration ক্লিক করলেই আপনার কাছে একটি ফ্রম ওপেন হয়ে যাবে । নিচে যে ভাবে স্টেপ বাই স্টেপ দেখানো আছে সেই ভাবে ফিলাপ করে নিন ।

1) আপনার ভোটার কার্ড নাম্বারটি সমস্তটা (CAPITAL LETTER ) লিখে দিন । আপনার Login করার জন্য ভোটার কার্ডের নাম্বারটি ইউজার আইডি ।

2) আপনার একটি সক্রিয় মোবাইল নাম্বার লিখে দিন ।

3) আপনার কাছে যদি ইমেল আইডি থাকে লিখে দিন, নইলে খালি রেখে দিন ।

4) এই বক্সে আপনার নাম ( কৃষকের ) আবেদন হছে তার নাম লিখে দিন ।

5) একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখে দিন ( যেমন Abcd@1234 )

6) যে পাসওয়ার্ডটি উপরের বক্সে লিখেছেন সেই পাসওয়ার্ডটি একই ভাবে লিখে দিন ।

7) এর পর যে কৃষকের ( আপনার ) আবেদন করছেন তার Aadhar Nambar সাথিক ভাবে লিখে দিন ।

8) আপনি যে ক্যাটাগরিতে পরেন এর মধ্যে সিলেক্ট করে নিন ( SC/ST/OBC/GEN)

9) আপনি কি পুরুষ / মহিলা / অন্যান্য এর মধ্যে একটি সিলেক্ট করে নিন

10) আপনার বাবার নাম বা আপনি যার আবেদন করছেন তিনি মহিলা হলে তার স্বামীর নাম নিখে দিন

11) আপনার জেলা বেছে নিন

12) তারপর আপনার সহ জেলা সিলেক্ট করে নিন

13) আপনার ব্লক বেছে নিন

14) তারপর আপনার গ্রাম পঞ্চায়েতটি বেছে নিন

15) এরপর আপনি যে এলাকায় থাকেন তার মৌজা সিলেক্ট করে নিন । আপনি যে রেকর্ড নিয়ে আবেদন করছেন সেই কাগজে উপরের দিকে লেখা আছে ।

16) আপনার গ্রামের নাম সিলেক্ট করে সঠিকটি বেছে নিন

17) আপনার এলাকার পোষ্ট অফিসের নাম লিখে দিবেন

18) লাস্ট আপনার এলাকার পিন কোড সঠিক ভাবে লিখে দিবেন ।

এরপর সঠিক ভাবে সমস্ত ফরমটি ফিলাপ হয়ে গেলে আপনি আর একবার সমস্ত ফরমটি ভালো ভাবে দেখে নিন তারপর আপনি Sign Up Button এ ক্লিক করে দিন ।

আপনার কাছে একটি ম্যাসেজ আসবে Wellcome You Have Signed up successfully . এই ম্যাসেজটি এসে গেলেই জানবেন আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে ।

আপনি এবার Login করতে পারবেন ।

Krishi jantrapati apply online এ কিভাবে করবেন

Krishi jantrapati apply করার জন্য আপনি লগইন করে নিন আগে । আপনার ভোটার কার্ডের নাম্বার ও যে পাসওয়ার্ড তৈরি করে ছিলেন সেই পাসওয়ার্ডটি লিখে দিন ।

তার সাথে আপনি যে সিজেনের এপ্লিকেশন করছেন সেই সালটি সিলেক্ট করে নিন । 2024-2025

সাবকিছু ঠিক করে লিখে দেওয়ার পর আপনি Login করে নিন । তারপর আপনার কাছে একটি পেজ খুলে যাবে ।

1) এই পেজে আপনি Apply Now অপশনে ক্লিক করে দিন

2) তারপর আপনার কাছে ৪ স্কিমের নাম দেখেবে সেখান থেকে আপনাকে একটি সিলেক্ট করতে হবে । এই স্কিমের নাম সিলেক্ট করার আগে আপনি যে প্রোডাক্টটি কিনছেন সেটা কোন স্কিমের আন্ডারে পরছে যেনে নিন ।

3) তার জন্য আপনি লগইন পেজেতে Subsidized Product List অপশনে ক্লিক করলেই আপনার কাছে একটি PDF খুলে যাবে, সেখান থেকে আপনি প্রোডাক্টটির নাম সার্চ করে দেখে নিন কোন স্কিমের মধ্যে পরছে ।

তার জন্য আপনি পিডিএফটি খুলে গেলে Ctrl+F টিপে দিলেই একটি সার্চ বক্স খুলে যাবে সেখানে প্রডাক্টের নামটি কিছুটা লিখে দিয়ে Keybord Enter Button টি টিপে দিন প্রডাক্টটি দেখিয়ে দেবে এবং সেই লাইন থেকে আপনি দেখে নিন কি স্কিমের মধ্যে রয়েছে ।

4) প্রথমে আপনি Indiviual, Others এই দুটির মধ্যে থেকে যেটা আপনার হবে সেটি সিলেক্ট করে এগিয়ে যান ।

5) তারপর পরের পরের পর যেমন ফ্রমটি রয়েছে সেটি পুরন করে ফেলুন । যেমন আপনার নাম, ঠিকানা, জমির তথ্য, বাঙ্কের তথ্য এই সমস্ত গুলি সথিক ভাবে লিখে দিন । এর সাথে আপনার Aadhaar Card, Land Document , এবং Pan Card ডকুমেন্ট হিসাবে আপলোড করে দিন ।

6) এর পর আপনি কি মেসিন নিবেন সেটা এবং কি কোম্পানির নিবেন সেটা সিলেক্ট করে নিন । এর সাথে আপনি যদি বড় মেসিন কিনেন সেখানে আপনার Blue Book Upload করতে হবে ।

7) এই সমস্ত কিছু সথিক ভাবে পুরন করে দেওয়ার পর নিছে Submit Button এ ক্লিক করে দিন । এপ্লিকেসন নাম্বার সহ একটি মেসেজ দেখতে পেয়ে যাবেন ।

আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন

👍
👎

8) এর পর আপনি Dasbord এ ক্লিক করে আপনার এই আবেদনটি কি অবস্থায় রয়েছে সেটা দেখে নিতে পারেন ।

এই ভাবে আপনি বাড়িতে বসে Krishi jantrapati apply online এর মাধমে আবেদন করতে পারবেন । তারপর আপনি কৃষি দপ্তরে গিয়ে আপনার সমস্ত কাগজ এবং এপ্লিকেশন ফ্রম টা সহ টাকা জমা দিয়ে একটা টাকা জমার রসিদ দেবে সেটা নিয়ে আসতে হবে ।

তারপর আপনার Product টি এসে গেলে আপনাকে কল করে জানিয়ে দেবে কৃষি দপ্তর থেকে তারপর আপনি সেটা সম্পূর্ণ টাকা জমা দিয়ে নিয়ে আসতে হবে । আপনি হয়ত ভাবছেন ছাড়ের টাকা কবে পাব ?

তাই বলি আপনার ছাড়ের টাকাটি আপনার একাউন্টে ঢুকে যাবে ১-৭ দিনের মধ্যে ।

এই কৃষি যন্ত্রপাতি ভর্তুকি 2024 আর্টিকেলটি পড়ে আপনার যদি উপকার হয় বা ভালো লাগে তাহলে আপনি আর্টিকেলটি সেয়ার করে দিন । Krishi jantrapati apply online এ করায় কোন রকম সমস্যা হয় আপনার বা কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন ।