Police Fine Payment Online | e Challan Payment WB

এই আর্টিকেলে আপনি জানতে পারবেন আপনার কোনো কারণে যদি Police Fine / Challan কাটে তাহলে আপনি কি ভাবে police fine payment online করতে করবেন। 

আপনি কোনো রকম গাড়ি চালানোর সময় রাস্তায় দেখেছেন অনেক জায়গায় পুলিশে ঘিরে আপনার ডকুমেন্ট চেক করেন। 

অনেক সময় সিকিউরিটি পারপাসেও রাস্তায় পুলিশ চেক করে থাকে। 

সেখানে যদি আপনার ডকুমেন্ট ঠিক না থাকে তাহলে আপনাকে তখন ওই অন ডিউটি পুলিশ অফিসার ফাইন করে থাকেন। 

কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আপনার ফাইন হলে আপনার গাড়ি রিলেটেড একটি ডকুমেন্ট তারা রেখে দিতেন। 

তারপর আপনাকে বলে দেওয়া হতো আপনি এই জায়গায় এসে ফাইনটা জমা করে আপনার ডকুমেন্টটি নিয়ে আসবেন। 

সে ক্ষেত্রে অনেক সময় আপনাদের প্ৰব্লেম হতো ডকুমেন্টর জন্য। 

সেই প্রবলেমটি না হওয়ার জন্য এখন এই ডিজিটাল যুগে পুলিশ অফিসার এখন আপনাকে একটি Online Chalan যেটা ইলেকট্রিক বিল-এর মতো দেখতে সেটি ধরিয়ে দিবে। 

এবং আপনাকে বলে দেওয়া হয় যে আপনি এই Fine টি অনলাইন থেকে ১৫ দিনের মধ্যে পেমেন্ট করে দিবেন। 

যদি না পেমেন্ট করে থাকেন থাকেন তাহলে আপনার এটি কোর্টে চলে যাবে। 

এই রকম বলে আপনাকে একটি অনলাইন জেনারেট স্লিপ দিয়ে দেওয়া হয়।কারণ এখন এই সিস্টেমটা নতুন চালু হয়েছে। 

Police Fine Payment Online

এটি দেখে আপনি প্রথমেই ঘাবড়ে যান এটিকে কিভাবে পেমেন্ট করবো ?

তাই টেনশন করার কিছু নাই যেহেতু অনলাইনে ফাইন করেছে তাহলে অনলাইনেই পেমেন্ট করা যাবে। 

তারজন্য কোথাও যাবার দরকার নেই আপনি বাড়িতে বসেই পেমেন্ট করতে পারবেন। 

সেটি কিভাবে করবেন নিচে দেওয়া রইলো।

Online Payment of Traffic Fines

আপনাকে যে পুলিশ ফাইন করেছে সেই ফাইন পেমেন্টটি করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাকে জানিয়ে রাখি। 

আপনি যখন কমপ্লিট এই ট্রানজেকশন করবেন সেই ট্রানজেকশনটা  কিন্তু আপনাকে Firefox Browser থেকে করতে হবে। 

কারণ অন্য কোন ব্রাউজার থেকে পেমেন্ট করলে আপনার লাস্টে কিন্তু পেমেন্ট টা পেন্ডিং হয়ে যেতে পারে সেক্ষেত্রেতে আপনার স্লিপটাও বেরোবে না। 

এরপর আরেকটা ইম্পরট্যান্ট কথা, যখন আপনি এটি পেমেন্ট করবেন তখন পেমেন্টের সময় আপনাকে একটি চেয়ারের নাম্বার দেবে সেই নাম্বারটি কিন্তু আপনাকে কপি করে রাখতে হবে বা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে।

 এক্ষেত্রেতেও যদি আপনার পেমেন্ট আটকে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি Grips থেকে পেমেন্ট সাকসেসফুল হওয়ার স্লিপ টা কিন্তু ডাউনলোড করতে পারবেন। 

তাই আপনাকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ পড়ে তারপর পেমেন্ট করে ফেলুন আপনার কিন্তু পেমেন্টটি সাকসেসফুল ভাবে করতে পারবেন।

Police fine payment online Process

Police Fine Pay করার জন্য আপনি অফিসিয়াল সাইটি ওপেন করে নিন। 

তারপর আপনার কাছে যে পেজটি ওপেন হবে সেখান আপনি উপরে যে মেনু বার রয়েছে সেখানে Pay Online একটি অপশন রয়েছে সেটির উপর ক্লিক করুন। 

Police Traffic Fine Payment করার পেজটি ওপেন হয়ে যাবে।  এখানে আপনি তিনটে অপশন পাবেন এগুলোর মধ্য থেকে আপনার কাছে যেটি রয়েছে সেটা আপনি লিখে দিবেন। 

  1. Chalan number – আপনাকে যে স্লিপ দিয়েছিল সে স্লিপে দেখুন  চালান নাম্বার রয়েছে। 
  2. Vehicle number – আপনাকে যে গাড়িতে ফাইন কেটেছে সেই গাড়ির নাম্বার একটা রয়েছে সেই নাম্বারটা। 
  3. DL number – আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেই লাইসেন্সটা এখানে লিখে দিতে পারেন। 

নইলে আপনি যদি অন্য কারো গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে আগে দেখে নেবেন কোন ড্রাইভিং লাইসেন্স এর আন্ডারেতে আপনার ফাইনটা কেটেছে। 

যদি আপনার ড্রাইভিং লাইসেন্স এর ওপরে ফাইন এটা কাটা থাকে তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিবেন।

নইলে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রেতে গাড়ির যে ওনার তার যদি  ড্রাইভিং লাইসেন্স থাকে তার  লাইসেন্সের আন্ডারেও কিন্তু ফাইন হতে পারে। 

সেটা আগে চেক করে নেবেন। 

More Article

SC/ST/OBC Certificate Download 

Child Ration Card Apply Online

সবচেয়ে ভালো আপনার কাছে যে চালানটা আছে সে চালান এর নাম্বারটা দিয়ে দিন। এখন যে ডিজিটাল চালান দিয়ে দিচ্ছে তার । 

সে চালান নাম্বারটা লিখে দেওয়ার পর নিচে যে ক্যাপচারটি রয়েছে সে ক্যাপচারটি সঠিকভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর GET DETAIL এখানে ক্লিক করুন .

তারপর নিচে আপনার কাছে ডিটেল্সে চলে আসবে আপনার যে ফাইনটি আছে সেটার অ্যামাউন্টটা এবং কার নামে ফাইন আছে সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। 

আপনি চাইলে এখান থেকে আর একবার Callan Receipt জেনারেট করতে পারেন। 

তারপর ডান দিকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে পেমেন্ট  এটির উপর ক্লিক করে আপনি পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন।

এই অপশনটিকে ক্লিক করার পর আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে। 

এই পেজটির কন্টিনিউ করার পর আপনাকে কিন্তু Grips 2.0 Payment Website এ নিয়ে চলে আসবে। 

এখান থেকে বাকি অপশন গুলো আপনাকে কিন্তু বলছি না আর স্টেপ বাই স্টেপ আপনি পেমেন্টটি কমপ্লিট করে ফেলবেন। 

আপনি চাইলে এটি  Net Banking থেকে বা Phone Pay, Googly Pay,  এমনকি Debit Card থেকেও পেমেন্ট করতে পারবেন।

সম্পূর্ণ পেমেন্টটা কমপ্লিট করার পর আপনার কাছে একটি লাস্ট ট্রানজেকশন স্লিপ টা আসবে যেটা আপনাকে প্রিন্ট করে রাখতে হবে। 

এছাড়া আপনি এটিকে সেভ করে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন।

এছাড়া আপনার পেমেন্টটি যদি Pending / Procesing হয়ে যায় তাহলে আপনাকে চিন্তা করার কিছু নেই। 

কারণ আপনি পরেও আপনার পেমেন্টটি Sucsecfull করতে পারবেন। 

তারজন্য আর একবার আপনাকে চালান নাম্বার দিয়ে সার্চ করে Verify করলেই হবে। 

তারপর সব রিসিপ্ট গুলি ডাউনলোড করতে পারবেন। তার পদ্ধতিটা নিচে দেওয়া রইলো।

Police Fine Pay Online

How To Download e Challan Payment Receipt

আপনার যদি Payment Successful হয়ে যায় তাহলে কিন্তু আপনি তারপর e Challan Payment Receipt পেয়ে যাবেন। 

সেটা অবশ্য ডাউনলোড করে নিবেন ডাউনলোড করার পর আপনি সেটা নিজের কাছে রেখে দিবেন। 

এর সাথে আপনি যদি চান Grips থেকে আপনার যে পেমেন্ট চালান টা আপনি ডাউনলোড করবেন। 

তাহলে আপনি গৃপ্স পটালে চলে যান সেখানেতে একটি অপশন পাবেন উপরেতে মেনু বারে GRN Status ( Challan Reprint) .

এই অপশনটি কে ক্লিক করে দিন ক্লিক করার পর দেখবেন আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে .

সেখানেতে Govt Reference No লেখা থাকবে এটিকে সিলেক্ট করে নিন। 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

তারপর পাশের বক্সটিতে সঠিক GRN নাম্বারটি লিখে দিবেন লিখে দেওয়ার পর নিচে সঠিকভাবে ক্যাপচারটি লিখে দিবেন। 

তারপর Proceed উপরে ক্লিক করুন। দেখবেন আপনার কাছে নিচে ডিটেলস চলে আসবে এবং আপনার চালান টি তার পিডিএফ ফাইল টাও কিন্তু এখানে ডাউনলোড করার জন্য একটা অপশন চলে আসবে। 

সেই ডাউনলোড অপশনটা সিলেক্ট করলে আপনার চালান এর পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে।

সেই  PDF ফাইলটা কিন্তু আপনি  প্রিন্ট আউট করে রেখে দিন।

Conclusion

এই ভাবে আপনি খুব সহজেই Online থেকে Police fine payment করতে পারবেন । আর এই আর্টিকেল টি পড়ে আপনি যদি উপকার পেয়ে থাকেন তাহলে আপনি একবার শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে ।