Ration card mobile number update:রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করব কিভাবে?

Rate this post

How to link ration card with mobile number? এই প্রশ্নটি আপনার যদি মনে আসে তাহলে এই আর্টিকেলটি আপনি সম্পূর্ণ পড়ে জেনে নিন কিভাবে আপনি ration card mobile number update বা লিঙ্ক করবেন । আপনার বা পরিবারের সবার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যদি না করা থাকে তাহলে খাদ্য দপ্তররে লাস্ট আপডেট অনুযায়ী সেই সমস্ত রেশন কার্ড বাতিল বা বন্ধ হয়ে যাবে ।

তাই আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন,আর আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের সাথে সক্রিয় মোবাইল নাম্বার যুক্ত আছে কি না, যানা না থেকে সেক্ষেত্রে সেটা আগে চেক করে দেখে নিন । যদি না থাকে তাহলে অবিলম্বে সেটি করে নিন । 

আপনি যদি দেখেন পরিবারের কিছু Retion card mobile link করা আছে বাকি কার্ডে নেই, সেই সমস্ত কার্ড গুলিতে লিঙ্ক করে নিন ।

এই ধরনের বিষয়ে সবার আগে জানতে চাইলে নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া গুলিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন 👇👇👇
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

অথবা আপনি যদি দেখেন আপনার বন্ধ হয়ে যাওয়া মোবাইল নাম্বারটি যুক্ত আছে, সেটি এখন চালু নেই বা আপনি বুঝতে পারছেন না কার মোবাইল নাম্বার দেওয়া আছে সেই ক্ষেত্রেও আপনাকে সক্রিয় মোবাইল নাম্বারটি যুক্ত করতে হবে ।
সেই সমস্ত কাজ গুলি কিভাবে করবেন সেটি জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে জেনে নিন, রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নিয়ে সমস্ত বিষয়ে নিচে দেওয়া আছে ।

Table of Contents

রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রয়োজনীয়তা

রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে খাদ্য দপ্তরের বিভিন্ন ম্যাসেজ, এর সাথে আপনার রেশন কার্ডে কোনরকম পরিবর্তন করতে চাইলে তার জন্য যে ওটিপি লাগে, সেই ওটিপি টা এই রেজিস্টার করা মোবাইল নাম্বারেতেই আছে। 

এছাড়া খাদ্য দপ্তর ( wbpds ) আপনাকে যদি কিছু তথ্য জানাতে চায় সে ক্ষেত্রে, আপনাকে ওই মোবাইল নাম্বারে  ম্যাসেজ করে জানাতে পারবে।

এছাড়া আরও একটি সুবিধা পাবেন আপনার কোন সময় রেশন কার্ডটি হারিয়ে গেলে বা ই-রেশন কার্ড ডাউনলোড করতে গেলে এই মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করতে পারবেন। 

আগে মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিংক করতে গেলে অনেকদিন করে টাইম নিয়ে নিত একটা ফর্ম ফিলাপ করতে হত এই সমস্ত কিছু এখন আর নেই। 

এখন সঙ্গে সঙ্গে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন । সেটা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হল, আপনি দেখে লিংকে কমপ্লিট করে ফেলুন।

আরও পড়ুন – How to print PVC ration card and Aadhaar card

Ration card mobile number link করার যোগ্যতা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট

রেশন কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কোন যোগ্যতা লাগে না, আপনি যদি মোবাইল ভালভাবে চালাতে পারেন, তাহলে আপনি বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে লিঙ্ক করতে পারবেন । 

এর পর বাকি রইল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলি হল – 

  1. রেশন কার্ড ( DIGITAL CARD )
  2. আধার কার্ড
  3. আধার কার্ডে যুক্ত সক্রিয় মোবাইল নাম্বার

রেশন কার্ড এবং মোবাইল লিঙ্ক করার জন্য ফি

পশ্চিমবঙ্গের রেশন কার্ডের উপভক্তাদের মোবাইল মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখন পর্যন্ত কোনো ফি বা টাকা দিতে হবে না । সম্পূর্ণ ফ্রিতে খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে লিঙ্ক করতে পারবেনন

লিঙ্ক করার সময় যে বিষয় গুলোতে সতর্কতা অবলম্বন করবেন

Ration Card Mobile Number Update করার জন্য কিছু বিষয়ের উপর সতর্কতা অবলম্বন করতে হবে, সেগুলি নিচে দেওয়া হল – 

  1. মোবাইল নাম্বার লিঙ্ক করার সময় নিজের নাম্বার ব্যাবহার করবেন ।
  2. যে মোবাইল নাম্বারটি আপনি বহুদিন সাক্রিয় রাখতে চান সেই মোবাইল নাম্বার লিঙ্ক করবেন ।
  3. আপনার পরিবারের নাম্বার লিঙ্ক করার জন্য ব্যাবহার করতে পারেন, এছাড়া আপনি অন্য কারো মোবাইল নাম্বার লিঙ্ক করবেন না ।
  4. লিঙ্ক করার আগে দেখে নিন কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এবং কতগুলি রেশন কার্ডে নাম্বার লিঙ্ক আছে ।
  5. লিঙ্ক হওয়ার পর একবার চেক করে দেখে নিবেন লিঙ্কটি সম্পূর্ণ হয়েছে কি না ।

আরও পড়ুন – How to find ration card number with Aadhaar number | Smart card

রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা যাবে কি?

আপনি এই ভিডিওটিও দেখে সঠিক ভাবে জানতে পারবেন কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন । আপনি বাড়িতে বসে মোবাইলের সাহায্যে অনলাইনের মাধ্যমে লিঙ্ক করতে পারবেন ।

Retion card mobile link করার পদ্ধতি গুলি

সঠিক ভাবে Ration Card Mobile Number Update করার জন্য আপনাকে কিছু পদ্ধতি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে । তাহলে আপনি এই কঠিন কাজটি খুব সহজেই করে নিতে পারবেন ।

আপনি নিচে দুটি পদ্ধতিই জানতে পারবেন অনলাইনঅফলাইন । অনলাইনে কাজটি বাড়িতে বসেই করতে পারবেন ।

অফিসিয়াল পোর্টালhttps://food.wb.gov.in/
Check Ration Card StatusLink
we are available at Chat Bot Also9903055505
Call us1800 345 5505 / 1967 (TOLL FREE)

অনলাইনে লিঙ্ক করার প্রক্রিয়া

Ration Card Mobile Number Link
Ration Card Mobile Number Link

অনলাইনে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইলে নিছের কাজ গুলি করুন –

  1. আপনি রেশন কার্ডের অফিসিয়াল পোর্টাল ওপেন করে নিন । নইলে আপনি এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সেই পেজে চলে যাবেন ।
  2. এরপর আপনার পরিবারের যেকোনো একটি রেশন কার্ড নাম্বার লিখুন ( যার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত আছে ) লিখে সার্চ করুন ।
  3. সেই কার্ডের সমস্ত বিবরন দিয়ে দেবে, এখানে আপনার আধার নাম্বারের শেষ চারটি নাম্বার দেখাবে ।
  4. এখানে একটি টিক বক্স রয়েছে সেখানে টিক করে দিয়ে SEND OTP বাটনে ক্লিক করে দিন ।
  5. ওই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাতে একটি OTP যাবে, সেটি নিচে লিখে দিন ।
  6. এর পর আপনার কাছে পরিবারের সমস্ত রেশন কার্ডের লিস্ট দেখাবে । 
  7. যদি দেখেন কনো মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেটা যদি রাখতে না চান তাহলে আগে কিভাবে নাম্বার বাদ দিবেন সেটা জেনে নিন নিচে। না হলে পরের স্টেপে এগিয়ে যান ।
  8. এর নিচে একটি অপশন আছে “ Add New Mobile Number / নতুন মোবাইল নাম্বার যোগ করুন ”  সেটির ওপর ক্লিক করে দিন ।
  9. আপনি যে মোবাইল নাম্বারটি যুক্ত করবেন সেটি লিখে দিন এবং  SEND OTP বাটনে ক্লিক করে দিন ।
  10. নিচের বক্সে OTP টি সাথিক ভাবে লিখে দিন ।
  11. দেখবেন একটি সাকসেসফুল ম্যাসেজ দেখাবে , তাহলে জানবেন আপনার ওই কার্ডে মোবাইল নাম্বার যুক্ত হয়ে গিয়েছে ।

এই ভাবে আপনি সমস্ত কার্ড গুলিতে নাম্বার লিঙ্ক করতে পারবেন ।

Ration Card Mobile Number Update
Ration Card Mobile Number Update

Ration card correction করতে চান তাহলে এই আর্টিকেলটি পড়ে জেনে নিন – Click Now

কোনো আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যোগ না থাকে কিভাবে লিঙ্ক করবেন ।

আপনার পরিবারের যদি কোন এক জনের আধার কার্ডে মোবাইল না যোগ থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন । তারজন্য আপনাকে, যে সদস্য-এর আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তার রেশন কার্ডে আর একবার নাম্বার লিঙ্ক করার কাজটি করুন ।

দেখবেন যেটা মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেই রেশন কার্ডে লিঙ্ক হয়ে যাবে । তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে দুটি কার্ডে একই মোবাইল নাম্বার ব্যাবহার করতে হবে ।

এই ভাবে বাকি সদস্যের কার্ডেরও করতে পারবেন ।

অফলাইনে লিঙ্ক করার পদ্ধতি

অফলাইনে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইলে আপনাকে খাদ্য দপ্তরের অফিসে গিয়ে আপনাকে প্রয়োজনীয় ফ্রম ফিলাপ করে লিঙ্ক করতে হবে ।

এছাড়া আপনি অফিসে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন কোন অফিসে এই কাজটি করা হয় । সেখানে গিয়ে যে অফিসার থাকবে তাকে বললে করে দিতে পারেন ।

Ration Card Mobile Number Update বা পরিবর্তন করা যাবে কি?

Ration card mobile new number update বা link অবশ্যই করা যাবে আপনি নিচের পদ্ধতি গুলি এক এক করে ফলো করে চলুন, তাহলে আপনি খুব সহজেই নাম্বার পরিবর্তন করতে পারবেন ।

রেশন কার্ডের আগের মোবাইল নাম্বার পরিবর্তন করার উপায়

রেশন কার্ডে যদি আপনার আগের মোবাইল নাম্বার দেওয়া থাকে বা আপনি জানেন না কি মোবাইল নাম্বার দেওয়া ছিল । সেক্ষেত্রে আগের যোগ হয়ে থাকা মোবাইল নাম্বারটি ডি-লিঙ্ক করতে পারেন ।

সেই নাম্বারটি বাদ দিতে গেলে আপনাকে আগের নাম্বারটি ডিলেক্ট করতে হবে । সেটি অফিসিয়াল পোর্টালে করা সম্ভব ।

ration card mobile number deactivate
ration card mobile number deactivate

এই পদ্ধতি গুলি ফলো করুন –

  • আপনি রেশন কার্ডের অফিসিয়াল পোর্টাল ওপেন করে নিন । নইলে আপনি এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সেই পেজে চলে যাবেন ।
  • এরপর আপনার পরিবারের যেকোনো একটি রেশন কার্ড নাম্বার লিখুন ( যার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত আছে ) লিখে সার্চ করুন ।
  • সেই কার্ডের সমস্ত বিবরন দিয়ে দেবে, এখানে আপনার আধার নাম্বারের শেষ চারটি নাম্বার দেখাবে ।
  • এখানে একটি টিক বক্স রয়েছে সেখানে টিক করে দিয়ে SEND OTP বাটনে ক্লিক করে দিন ।
  • ওই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাতে একটি OTP যাবে, সেটি নিচে লিখে দিন ।
  • এর পর আপনার কাছে পরিবারের সমস্ত রেশন কার্ডের লিস্ট দেখাবে । 
  • এর নিচে একটি অপশন আছে “ Delink Exisiting Mobile Number/ বর্তমান নাম্বার সরান ”  সেটির ওপর ক্লিক করে দিন ।
  • সমস্ত কার্ডে যে মোবাইল নাম্বারগুলি লিঙ্ক আছে সেই গুলি দেখাবে ।
  • আপনি যে নাম্বার গুলি বাদ দিতে চাইছেন সেই বক্স গুলি টিক করে দিন ।
  • নিচে Confirm / নিশ্চিত করুন এই অপশনটির ওপর ক্লিক করুন ।
  • যদি আপনার পরবারের কোন নাম্বারই যুক্ত না থেকে তাহলে আপনাকে অন্ততও একটি মোবাইল নাম্বার যুক্ত করতে হবে ।
ration card mobile number add
ration card mobile number add

মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা তা যাচাই করবেন কিভাবে?

রেশন কার্ডের অফিসিয়াল পোর্টাল-এ Check Ration Card Status এই পেজটি ওপেন করে নিন । এরপর যে কার্ডের চেক করতে চাইছেন সেই কার্ডটির নাম্বার সাথিক ভাবে লিখে দিন । তারপর নিচে যে ক্যাপচারটি রয়েছে সেটি দেখে সাথিক ভাবে পাশের ঘরে লিখে দিন ।

নিচে যে সার্চ বাটনটি আছে সেটি ক্লিক করে দিলে আপনার কাছে কার্ডের বিবরন দেখিয়ে দেবে, সেখানে মোবাইল নাম্বারের লাইনের সজা যে নাম্বার টি দেখাবে সেই নাম্বারটি লিঙ্ক করা হয়েছে বা আছে সেটা দেখে মিলিয়ে নিতে পারবেন ।

এছাড়া যেভাবে লিঙ্ক করছিলেন সেই ভাবেও চেক করতে পারবেন ।

রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না করলে কী হতে পারে?

রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে বেশকিছু সমস্যা আসতে পারে, যেমন আপনার রেশন কার্ডের যে তথ্য দেওয়া আছে সেই গুলি যদি কখনও পরিবর্তন করতে চান সেটা পারবেন না । 

এছাড়া আপনার পরিবারের কেউ আলাদা হতে চায় বা বিবাহ সুত্রে কাউকে পরিবারে যোগ বা আলাদা করতে চান সেক্ষেত্রে পারবেন না ।

( E-Ration Card Download ) ই-রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না । কোন রকম সংশোধন করতে চাইলে পারবেন না ।

তার জন্য মোবাইল যুক্ত থাকা দরকার ।

আধার কার্ডে (Aadhaar Card ) যে তথ্য রয়েছে সেই যদি সাথিক তথ্য আপনার রেশন কার্ডে না থেকে তাহলে আপনার রেশন কার্ড বন্ধ হতে পারে ।

যদি সমস্যা হয়, তাহলে সমাধানের জন্য করণীয়

যদি কোন রকম সমস্যা হয় তাহলে আপনি খাদ্য দপ্তরের অফিসে গিয়ে আলচনা বা সমাধান করতে পারেন ।

রেশন কার্ডের মোবাইল লিঙ্ক নিয়ে কিছু জিজ্ঞাসা (FAQ)

রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা কেন জরুরি?

মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে রেশন কার্ড সংক্রান্ত পরিষেবা, নোটিফিকেশন এবং OTP সহজে পাওয়া যায়।

আমি কি অনলাইনে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারি?

হ্যাঁ, অনেক রাজ্যে সরকারি PDS খাদ্য দপ্তরের পোর্টালের মাধ্যমে মোবাইল নাম্বার অনলাইনে লিঙ্ক করা যায়।

মোবাইল নাম্বার লিঙ্ক করতে কি কোনো ফি দিতে হবে?

সাধারণত এটি বিনামূল্যে করা হয়, আপনি নিজে বাড়িতে বসে অনলাইনে করতে পারবেন । তবে আপনার স্থানীয় রেশন অফিসে জেনে করুন।

আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন

👍
👎

রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার পরিবর্তন করা যাবে কি?

হ্যাঁ, আপনার পুরনো মোবাইল নাম্বার সরিয়ে নতুন নাম্বার লিঙ্ক করতে পারবেন।

মোবাইল নাম্বার লিঙ্ক হতে কতদিন সময় লাগে?

এখন সঙ্গে সঙ্গে নাম্বার যোগ করা যায়। আগে অনলাইনে বা অফলাইনে আবেদনের ওপর ভিত্তি করে আগে কয়েক ঘণ্টা থেকে ২-৩ দিন সময় লেগে যেতো ।

একটি রেশন কার্ডে একাধিক মোবাইল নাম্বার লিঙ্ক করা যাবে কি?

না, সাধারণত একটি রেশন কার্ডে আপনি একটি মাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন ।

যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করি, তাহলে কী হবে?

আপনি রেশন কার্ডের কিছু পরিষেবা এবং নোটিফিকেশন পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। লাস্ট পাওয়া আপডেট অনুযায়ী রেশন কার্ড আপনার বন্ধ হতে পারে ।