হাই ফ্রেন্ডস,রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনার রেশন কার্ডের সম্বন্ধে জানতে চান আর আপনার কাছে No Data Found Problem প্রবলেম দেখায় । তাহলে আর্টিকেলে আপনি জানবেন Ration Card No Data Found problem solved কিভাবে করবেন তার সম্বন্ধে বিস্তারিত।
অনেকেই কমেন্ট করেছেন নতুন Ration Card Download করতে গেলে No Data Found দেখাচ্ছে।
এছাড়া যখন আপনি নিজের রেশন কার্ড নাম্বার ধরে চেক করছেন তখনও কিন্তু No Record Found দেখাচ্ছে।
এই ধরণের কিছু প্রব্লেম আছে যেটা কিছু গ্রাহকদের সাথে হচ্ছে।
সেই Problem গুলির solve কিভাবে করবেন এই আর্টিকেলে দেখতে পেয়ে যাবেন।
তার জন্য আপনাকে কোনো OFFICE যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে বসে এই প্রব্লেম গুলি সলভ করতে পারবেন।
Ration Card No Data Found Problem Solved | Download করার সময়
নতুন রেশন কার্ড এপ্লাই করার পরে এই প্রবলেম হলে আপনি আগে জেনে নিন কার্ডটি কোন ক্যাটাগরি তে আছে।
স্টাটাসে যে ক্যাটাগরিটা দেখাচ্ছে সেটি আপনার নেই।
তাই আপনি নতুন রেশন কার্ড যেভাবে করেছিলেন সেই ভাবে লগইন করে নিন।
তারপর আপনার সমস্ত Retion card Famely List দেখতে পেয়ে যাবেন।
সেখানেই আপনার নামটিও দেখাবে এবং তার সাথে ক্যাটাগরিটা কি আছে সেটাও দেখাবে।
আপনি সেই ক্যাটাগরিটি দিয়ে ডাউনলোড করে নিন ,Download হয়ে যাবে।
কোনো No Data Found দেখাবে না।
Ration Card No Record Found Problem Solved কিভাবে করবেন
আপনি যখন Check The Status of Your Ration Card এই অপশনে ক্লিক করে আপনার বা ফেমিলির রেশন কার্ড কি অবস্থায় আছে চেক করছেন তখন এই প্রব্লেম টি আসছে।
এই প্রব্লেমটা সবার জন্য আসছে না, অনেক সময় সেটি কাজ করছে।
এই No Reord Found এসার কারণ আপনার কার্ডটি যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে দিয়ে থাকেন তাহলেও দেখতে পারে।
এছাড়া রেশন কার্ডের নামার কোনো কারণে চেঞ্জ হয়ে গেলে এই প্রব্লেমটা দেখা দেয়।
আবারও অনেক সময় রেশন কার্ডের কিছু চেঞ্জ হয়ে থাকলে সেটি কিন্তু নিচে দেখিয়ে দেয়।
সেটি দেখে আপনি রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
Ration Card ekyc status check কিভাবে করবেন
আপনি রেশন কার্ডের সাথে যদি আধারলিংক করে থাকেন এবং ekyc status check করতে পারছেন না।
আপনি খুব সহজেই চেক করতে পারবেন।
তারজন্য আপনি রেশন কার্ডের যে অফিসিয়াল পেজ থেকে আধার লিংক করে ছিলেন সেই পেজেটি ওপেন করে নিন।
এবং এখানেতে আপনি আবারো যেমন আধার লিংক করেছিলেন সেই রকম রেশন কার্ডের ডিটেলস দিয়ে সার্চ করলে আপনি দেখতে পেয়ে যাবেন রেশন কার্ডে আধার লিংক করা আছে কি না।
এছাড়া আর একটি পদ্ধতি আছে, রেশন কার্ডের অফিসিয়াল প্রোটালে Ration Card অপশনে কিল্ক করলে আর একটি পেজ খুলে যাবে।
তারপর Check Aadhaar linking Status of your Ration Card এই লিংকটিতে ক্লিক করলেই আপনার কাছে Check EKYC Status এই পেজটি খুলে যাবে।
আপনি এখান থেকে রেশন কার্ডের ডিটেলস দিয়ে চেক করতে পারবেন আধার লিংক হয়েছে কি না।
আরো পড়ুন
- Child ration card apply online – https://bangalirtech.com/child-ration-card-apply
- How to Aadhaar Link with Ration Card – https://bangalirtech.com/aadhaar-link-with-ration-card-online