আপনি যদি Ration card transfer online এ করতে চান তাহলে আর্টিকেলটি পড়ে সম্পূর্ণ জানতে পারবেন, অনলাইনে রেশন কার্ড এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার কিভাবে করবেন ।
অনলাইনে যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতিটা সঠিকভাবে আপনাদেরকে বলে দেব যার মাধ্যমে আপনি এক সপ্তাহ থেকে ১০ দিনের মাধ্যমে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করে ফেলতে পারবেন ।
এই পদ্ধতিতে কারা কাজ গুলি করতে পারবেনঃ
যদি আপনি বিবাহ সূত্রে অন্য একটা ফ্যামিলি থেকে আপনার ফ্যামিলিতে ( বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফার ) আপনার স্ত্রী-র রেশন কার্ডটি ঠিকানা থেকে আরম্ভ করে নামের টাইটেল এবং ডিলার সবকিছুই পরিবর্তন করতে চান, তাহলে অনলাইনে মাধ্যমে আপনি খুব সহজে করতে পারবেন ।
এছাড়া আপনার কোন ফ্যামিলির মেম্বারের একটি কার্ড সে আলাদা হয়ে গেছে বা কোন কারণবশত অন্য ফ্যামিলিতে যুক্ত হয়ে গেছে। সে ক্ষেত্রে তো আপনি এই পদ্ধতি ফলো করে সেই রেশন কার্ডটি আপনার ফ্যামিলিতে যুক্ত করতে পারবেন।
- সমস্ত রকম পঞ্চায়েত সার্টিফিকেট এখন অনলাইনে Panchayat certificate
- How to Download NOC from Bajaj finance Online
- Ration card transfer online – বিবাহ বা অন্য কারনে
- How to collect jio coin online – জিও কয়েন কি ভালো
- Birth certificate download: নাম্বার যদি না থাকে বা মোবাইল নাম্বার নেই
- Ration card mobile number update:রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করব কিভাবে?
এছাড়া আপনার ফ্যামিলির যদি কোন কার্ড কোন আপডেট করার সময় বা নতুন অ্যাপ্লিকেশন করার সময় কাটে আলাদা হয়ে গেছে সে ক্ষেত্রে তো এই পদ্ধতিটি কাজে লাগবে।
এরকম ধরনের যে প্রবলেম গুলি হয় সেই সমস্ত প্রবলেমগুলোতে আপনি পদ্ধতি কাজে লাগিয়ে কার্ডটি আপনার ফ্যামিলিতে ট্রান্সফার করে আনতে পারবেন।
তাহলে চলুন আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কিভাবে Ration card transfer online এই পদ্ধতিটি কাজে করে ।
Ration card transfer documents required
সম্পূর্ণ রেশন কার্ডটিকে ট্রান্সফার করার আগে আপনাকে জানতে হবে রেশন কার্ড ট্রান্সফার করতে কি কি ডকুমেন্টস লাগবে, নিচে যে ডকুমেন্টগুলো দিয়েছি সেগুলি পারফেক্ট আপনার কাছে লাগবে ।
- বিবাহ সূত্রে ট্রান্সফার করতে গেলে আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে। যদি না থাকে তাহলে আধার কার্ডের এবং ভোটার কার্ডের সম্পূর্ণ নাম এবং ঠিকানা বর্তমান ঠিকানায় থাকতে হবে ।
- অন্য কারণবশত যদি ট্রান্সফার করতে চান, তাহলে আধার কার্ডের এবং ভোটার কার্ডের নাম ঠিকানা সমস্তটা সঠিক থাকতে হবে । আপনি বর্তমান ঠিকানায় যেখানে রয়েছেন সেখানকার সমস্ত ডিটেলস থাকতে হবে ।
- আধার কার্ডের সাথে সক্রিয় মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে ।
- আপনি যে রেশন কার্ডটি ট্রান্সফার করবেন সেই রেশন কার্ডটি চালু থাকতে হবে ডিএক্টিভেট হলে হবে না ।
- এছাড়া সেই রেশন কার্ডে বা ওই ফ্যামিলির যে কোন একটি রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে ।
এরপর আপনি যে রেশন কার্ডটি ট্রান্সফার করবেন সেই রেশন কার্ডটি আগে কারেকশন করেনিন তারপর ট্রান্সফারের জন্য আবেদন করবেন ।
Ration card correction online west bengal
রেশন কার্ডের অফিসিয়াল সাইটেটি ওপেন করে নিন, তারপর এইভাবে ওপেন করুন Cetizen Home > Ration Card Related Corner > Self Service of Ration Card > Rectify /Update .

এই অপশনগুলো পরপর ক্লিক করে গেলে আপনার কাছে একটি রেশন কার্ডের নাম্বার লেখার একটি বক্স ওপেন হবে সেখানেতে যে নাম্বারটি আপনি ট্রান্সফার করতে চাইছেন।
সেই নাম্বারটি বর্তমান ঠিকানায়,বর্তমান নাম দিয়ে আধার কার্ডে যেটা আছে সেটা দিয়েই কারেকশনটি করে নিন।
যদি না জেনে থাকেন কিভাবে কারেকশন করবেন তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে প্রথম আগে জেনে নিন কিভাবে কারেকশন করবেন ।
Link – Ration card correction online / Update
রেশন কার্ডটি আধার কার্ডের অনুযায়ী সংশোধন করে নেয়ার পর তারপর আপনি ট্রান্সফারের জন্য আবেদন করুন। সে আবেদন পদ্ধতিটা নিচের স্টেপ বাই স্টেপ দেওয়া রইল আপনি দেখে দেখে আবেদনটি কমপ্লিট করে ফেলুন ।
How can I transfer my ration card from one place to another online?
যদি আপনার শুধু ঠিকানা পরিবর্তনের প্রবলেম থাকে তাহলে আমি যে কারেকশনের লিংকটা উপরে দিয়েছি সেখান থেকে আপনি এড্রেসটি কারেকশন করে নিলে আপনার বর্তমান ঠিকানায় সাথে সাথে আপডেট হয়ে যাবে।
আর বিবাহ সূত্রে ঠিকানা পরিবর্তন করতে চাইলে পরবর্তী পদ্ধতিগুলি ফলো করুন।
How to Ration card transfer online
আপনি হয়তো জেনে থাকবেন রেশন কার্ড অনলাইন পরিষেবা ২০২৫ সালের মার্চ মাস থেকে রেশন কার্ডের যে কোন ফর্মে এপ্লাই করার যে পদ্ধতিটা সেটা পরিবর্তন হয়েছে ।
নতুন ওয়েবসাইটে আধার অথেন্টিকেশন করে এখন আবেদন শুরু হয়েছে। Ration card transfer online এ করতে গেলেও আপনাকে আধার অথেন্টিকেশন করি এই ট্রান্সফারের কাজ গুলি করতে হবে।

এর সাথে আপনি যে Ration card transfer online এ করতে চাইছেন সেই রেশন কার্ডটি চালু অবস্থায় থাকতে হবে। লাল কালি বা ডি একটিভেট হয়ে গেলে আপনাকে কিন্তু অফলাইনে আপনার কার্ডটি প্রথমে চালু করতে হবে বা সেখান থেকেই ট্রান্সফারের কাজটি করতে হবে।
রেশন কার্ড ট্রান্সফার অনলাইন এ করতে গেলে যদি লাল না হয় বা ডিএক্টিভেট না হয় তাহলেই আপনি বাকি অনলাইন পদ্ধতিটা ফলো করে আবেদনটি করে ফেলুন ।
১) সেই নতুন সাইট টা ওপেন করার জন্য Ration card transfer online apply now ক্লিক করে ডাইরেক আপনি নতুন যে সাইটটি সেটি ওপেন করে ফেলুন।
- সমস্ত রকম পঞ্চায়েত সার্টিফিকেট এখন অনলাইনে Panchayat certificate
- How to Download NOC from Bajaj finance Online
- Ration card transfer online – বিবাহ বা অন্য কারনে
- How to collect jio coin online – জিও কয়েন কি ভালো
- Birth certificate download: নাম্বার যদি না থাকে বা মোবাইল নাম্বার নেই
- Ration card mobile number update:রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করব কিভাবে?
২) এরপর যে কার্ডটি ট্রান্সফার হবে তার আধার নাম্বারটি সঠিকভাবে লিখে দিন । এরপর নিচে যে চেকবক্স রয়েছে সেটিতে ঠিক চিহ্ন করে দিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দিন ।
৩) আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার করা মোবাইল নাম্বারতে একটি otp যাবে সে ওটিপি টা সঠিকভাবে লিখে দিয়ে সাবমিট ও টি পি বাটানতে ক্লিক করুন ।
৪) এরপর ওই আধারে সাথে যুক্ত থাকার রেশন কার্ডের ডিটেলস টি দেখাবে রেশন কার্ড নাম্বার, জন্মতারিখ, নাম এবং অভিভাবকের নাম এই সবগুলো মিলিয়ে নেবেন।
যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার যদি এই কার্ডটা হয় নিচে যে ইয়েস অপশনটি রয়েছে সেটার উপরে ক্লিক করে নেক্সট বাটনটির উপরে ক্লিক করুন ।
৫) এরপর আপনার কাছে সমস্ত ফর্ম গুলি দেখাবে রেশন কার্ডের যত রকম ফর্ম আছে সে ফর্ম থেকে আপনি নিচে যে ১৪ নম্বর ফর্মটি ( Ration Card 14 No FORM online apply ) আছে সেটি সিলেক্ট করে নেবেন।
৬) আপনার কাছে আরেকটি পেজ ওপেন হবে, এখানে তো আপনি কত নম্বর ফরম এপ্লিকেশন করছেন এবং আধার নাম্বার সাথে মোবাইল নাম্বার আধার কার্ড যেটা যুক্ত রয়েছে সেই নাম্বারগুলি এখানে দেখিয়ে দেবে । মিলিয়ে নেওয়ার পর নেক্সট বাটনের উপরে ক্লিক করুন।
৭) এরপর আপনার কাছে আপনার ফ্যামিলির যতগুলো মেম্বার রয়েছে সেই মেম্বারের নাম গুলি দেখাবে। আপনি যে ফ্যামিলিতে ছিলেন তাদের নাম দেখাবে , এখানে তো কিছু করার দরকার নাই নিচে নেক্সট বাটন রয়েছে সেটিকে ক্লিক করে এগিয়ে যান ।
৮) যে সদস্য কে অন্য পরিবারে যুক্ত বা ট্রান্সফার করতে চাইছেন সেই সদস্য এর নাম এর সোজা যে চেক বক্স আছে সেটি টিক করে দিন ।
৯) এর পর নিচে যে Add Beneficary বাটনে ক্লিক করে দিলেই আপনি দেখতে পাবেন নিচের দিকে সেই নামটি আলাদা ভাবে দেখাচ্ছে । যদি ভুল সিলেক্ট হয়ে যায় আপনি ডিলেট বাটনে ক্লিক করতে পারবেন ।
১০) এরপর নিচে থেকে আপনি কি জন্য সদস্য এর নাম আলাদা করতে চাইছেন সেটি সিলেক্ট করে দিন । এর সম্পূর্ণ তথ্য নিচে দেওয়া রইল সঠিক কি সিলেক্ট করলে আপনি ট্রান্সফার করতে পারবেন ।
১১) আপনি যদি বিবাহ সূত্রে এই সদস্যের নাম আলাদা করতে চান তাহলে আপনি ম্যারেজ সিলেক্ট করে নিচে যে নেক্সট বাটনটি রয়েছে সেটা ক্লিক করে এগিয়ে চলুন।
১২) এরপর যে পরিবারে আপনার ওই সদস্য যুক্ত হতে চাইছেন সেই পরিবারের হেড অফ দা ফ্যামিলি বা পরিবারের যে কোন একজনের রেশন কার্ড নাম্বারটি এখানে লিখে দিয়ে, এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন ।
১৩) যে Ration card transfer online এর জন্য নাম্বারটা লিখেছেন সেই রেশন কার্ডের সমস্ত তথ্য আপনার কাছে দেখিয়ে দেবে,রেশন কার্ডটা যার তার নাম এবং তার আধার নাম্বারে শেষ চারটে নাম্বার ।
১৪) এরপর নিচে যে আমি সম্মতি দিচ্ছি ডেকোরেশন বা চেক বক্সটি রয়েছে সেটার উপর ঠিক করে দিয়ে নিচে আধার ভেরিফাই বাটনে ক্লিক করুন ।
১৫) ওই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি টা সঠিক ভাবে লিখে দেবেন । এরপর সাবমিট ওটিপি এই বাটনটির উপরে ক্লিক করে এগিয়ে যাবেন ।
১৬) এর সাথে সাথে আপনি দেখতে পাবেন ওই আধার নাম্বারটি ভেরিফাই হওয়ার পরে আরেকটি পেজে নিয়ে যাবে সেখানেতে আপনার ফ্যামিলির সাথে নিচে যে সদস্যের নামটি যোগ করতে চাইছেন তার নামটি দেখিয়ে দেবে ।
দেখতে পাবেন নামটি সম্পূর্ণভাবে দেখাচ্ছে না আবছা দেখাবে। তার কারণটা হচ্ছে এখনো পর্যন্ত এই কার্ডটি এই পরিবারে তে টান্সফার হয়নি সেজন্য সম্পূর্ণভাবে দেখাবে না । ওই কার্ডটি যখন এই পরিবারে টান্সফার হয়ে যাবে তখন দেখতে পাবেন যেমন আপনাদের পরিবারের নাম গুলি সম্পূর্ণভাবে দেখাচ্ছে হাইলাইট করে সেই ভাবে দেখাবে।
১৭) এরপর নিচে যে ফাইনাল সাবমিট এ বাটনটি রয়েছে এ বাটনটির উপরে ক্লিক করে এগিয়ে যান দেখবেন আপনার এই ফর্মটি সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে।
পরের যে পেজটি ওপেন হবে সেই পেজে তো দেখতে পাবেন আপনার কাছে একটি সাকসেসফুল মেসেজ দিবে আপনার আধার নাম্বারটি দেখাবে যে আধার নাম্বারে অ্যাপ্লিকেশন হয়েছিল,এবং যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে রয়েছে সে নাম্বারটিও এখানে তে দেখিয়ে দেবে ।
এভাবে আপনি রেশন কার্ডের ১৪ নম্বর ফরম ফিলাপ করে বিবাহ সূত্রে ট্রান্সফার করতে পারবেন। এক পরিবার থেকে অন্য পরিবারের রেশন কার্ডটিকে ট্রান্সফার খুব সহজে করে ফেলতে পারবেন।
এবার আপনি জেনে নিন অন্য ট্রান্সফারের পদ্ধতিতে আপনি কি ডকুমেন্ট দিবেন এবং কোন অপশনটা সিলেক্ট করবেন সম্পন্ন ডিটেলস এর সাথে নিচে দেওয়া রইল।
এবং আপনার এই অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনি চেক করবেন তার তথ্যটা সেটাও স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া রইল দেখে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন টা কি অবস্থায় রয়েছে ।
Ration Card Transfer Online এর কোন কাজের জন্য কি ডকোমেন্ট লাগবে জেনে নিন
Marriage: এই অপশনটা তারাই সিলেক্ট করবেন, যারা বিবাহ সূত্র আপনার স্ত্রীর Ration card transfer online এ করবেন নিজেদের ফ্যামিলিতে ।
Divorce / Separation: এই অপশনটা তাদের জন্য যাদের একবার বিবাহ হয়েছিল এবং বিচ্ছেদ কোনো কারণে হয়েছে এবং সেখান থেকে ট্রান্সফার করতে হবে রেশন কার্ডটি সে অবস্থাতে এই অপশনটা সিলেক্ট করতে পারেন।
Separate Family Created By Mistake For Child: এই অপশনটা শুধুমাত্র তাদের জন্য যাদের ভুলবশত রেশন কার্ডটি বাচ্চা রেশন কার্ড এপ্লাই করার সময় বা কোন কারণে পরিবার থেকে আলাদা হয়ে গেছে সেক্ষেত্রেতে এই অপশনটি আপনি ব্যবহার করুন।
A Member of the same family: এই অপশনটা তারাই সিলেক্ট করবেন যাদের পরিবার থেকে কোন কার্ড আলাদা হয়ে গেছে কিন্তু সে ওই ফ্যামিলি মেম্বার। তখন এই অপশনটা সিলেক্ট করে বাকি পদ্ধতিগুলি ফলো করুন আপনার রেশন কার্ডটি পরিবারে তে যোগ হয়ে যাবে ।
Documents কি লাগবে : আমি আগেতেই বলেছি, এখন ২০২৫ সালের মার্চ মাস থেকে নতুন পোর্টাল লঞ্চ হয়েছে সেখানেতে আধার ভেরিফিকেশন করে রেশন কার্ডের ট্রান্সফার হচ্ছে ।
সেই জন্য কোন রকম ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। কিন্তু আপনার রেশন কার্ডটি সক্রিয় মোবাইল নাম্বার দ্বারা যুক্ত থাকতে হবে। কারণ ওই মোবাইল নাম্বারতেই কিন্তু ওটিপি যাচ্ছে ।
যার Ration card transfer online এ করবেন তার আধার কার্ড এতেও মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে এবং যে পরিবারে যুক্ত হচ্ছে সেই পরিবারের যেকোনো একটি সদস্যের আধার কার্ড এতে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, তবেই আপনি এই ট্রান্সফারের অনলাইন পদ্ধতিটা কমপ্লিট করতে পারবেন।
Ration card transfer online status check কিভাবে করবেন ।
আপনার পরিবারের যার আধার নাম্বার দিয়ে এপ্লিকেশন করেছিলেন তার আধার নাম্বার দিয়ে সেম একইভাবে ওটিপি করে লগইন করে নিন।

লগইন করার পর বাঁদিকের সিটিজেন হোম অপশনটি রয়েছে সেটার উপরে ক্লিক করলে নিচের দিকে দুটি অপশন দেখাবে সেইখানেতে দেখতে পাবেন একটি অপশন রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটা একবার ক্লিক করুন ।
দেখবেন আপনি যতগুলো অ্যাপ্লিকেশন করে থাকবেন সেগুলো এখানেতে দেখিয়ে দেবে কারেন্ট , স্ট্যাটাসের জায়গায় দেখবেন কি দেখাচ্ছে।
এপ্রুভ যদি দেখায় তাহলে জানবেন আপনার অ্যাপ্লিকেশনটি এপ্রুভ হয়ে গেছে শুধু কার্ডটি সেই ফ্যামিলি থেকে আপনার ফ্যামিলিতে ট্রান্সফার হতে দেরি আছে ।
এছাড়া আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে ডানদিকে দেখতে পাবেন ভিউ বাটনটি রয়েছে রয়েছে সেটির উপরে ক্লিক করে আপনি বিস্তারিত দেখতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশন কি ছিল কি অবস্থায় রয়েছে ।
এবং যেমনটি বলেছিলাম আপনার ফ্যামিলির যে সমস্ত নামগুলো রয়েছে তাদের যেরকম হাইলাইট হয়ে রয়েছে গ্রীন কালারের সে রকম ভাবে যে নামটি যোগ হয়েছে সেই নামটিও যদি হাইলাইট হয়ে গিয়ে থাকে তাহলে জানবেন আপনার রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে গেছে ।
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন
আপনি এরপর ওই ই রেশন কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারবেন। ডাউনলোড করে আপনি ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন ।
যদি না জেনে থাকেন কিভাবে রেশন কার্ড ডাউনলোড করতে হয়, তাহলে আপনি এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন কিভাবে আপনি এই রেশন কার্ড ডাউনলোড করবেন ।
যদি দেখেন রেশন ডিলার বা দোকানটাও একই শুধু ফ্যামিলিটা পরিবর্তন হয়েছে তাহলে কি করবেন ।
সেক্ষেত্রেতে আপনি প্রথমে রেক্টিফাই বা আপডেট অপশনে গিয়ে নাম, অভিভাবকের নাম এবং বর্তমান ঠিকানা এগুলি আধার ভেরিফিকেশন করে আগে চেঞ্জ করে নিন । রেশন দোকান পরিবর্তন করার দরকার নেই।
তারপর আমি যেভাবে উপরেতে ১৪ নম্বর ফরম ফিলাপ করার পদ্ধতিটা দেখিয়ে দিলাম সেইভাবে ফিলাপ করে সাবমিট করে দিন । আপনার কিছুদিনের মধ্যেই রেশন কার্ডের ট্রান্সফার হয়ে যাবে ।
Ration card transfer online FAQ.
রেশন কার্ড ট্রান্সফার করা যাবে কি?
হাঁ, রেশন কার্ড ট্রান্সফার অনলাইন এ করা যাবে । রেশন কার্ডের অফিশিয়াল পোর্টাল থেকে ।