Phone Book এ নাম্বার সেভ করে ম্যাসেজ পাঠানোর দিন শেষ, কেন বলছি? আপনি খুব সহজেই এখন থেকে Send whatsapp Direct message without save number তাতে আপনি যদি মোবাইল ব্যবহার করেন বা ডেক্সটপ বা পিসিতে ব্যবহার করেন সব ক্ষেত্রেই আপনি এক ক্লিকে নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপ সেন্ড বা পাঠাতে পারবেন ।
বিশেষ করে যাদের অনলাইন সেন্টার রয়েছে বা যারা কিছুক্ষণ ছাড়া ছাড়াই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে হয় বা কাউকে লিংক পাঠাতে হয় বা কাউকে লোকেশন পাঠাতে হয়, বা হয়তো দেখা গেল আপনি কাউকে পেমেন্ট করেছেন তার পেমেন্ট স্লিপটা তাকে whatsapp করতে হবে।
সেক্ষেত্রে তো কিন্তু মোবাইল নাম্বারটা আগে সেভ করতে হতো তারপর আপনি তাকে whatsapp পাঠাতে পারতেন। এই ধরনের যারা কাজ করে থাকেন বা Cyber cafe ক্ষেত্রে বিশেষ করে এই প্রবলেমটা অনেকেই ফেস করে থাকে তাদের জন্য এ আর্টিকেলটা খুব গুরুত্বপূর্ণ এবং উপকারের হতে পারে ।
এ পদ্ধতিটা আগেও চালু ছিল এবং সেটাকে অনেক উন্নত মানে চালু করা হয়েছে যেটা আমি একটা Tool Website এর মাধ্যমে করতে পারেন, এছাড়া আপনি যে কোন ব্রাউজারে একটি কোড লিখে Whatsapp send করতে পারেন without save number .
এছাড়া কিছু কিছু ফোনের ক্ষেত্রেতে আপনি যে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন সেই নাম্বারটি যেকোনো চ্যাট বক্সেতে লিখে সেটাকে সিলেক্ট করলে যেভাবে কপি করা হয় সেভাবে সিলেক্ট করলে দেখতে পাবেন ওখানেতেই একটি অপশন আসবে যে Direct Chat বলে এক লেখা আসবে সেই লেখাটা ক্লিক করে আপনি কিন্তু ডাইরেক্ট চ্যাট করতে পারবেন ।
কিন্তু সব মোবাইলের ক্ষেত্রে তো হয় না এগুলো কিছু মোবাইলে ক্ষেত্রেতে আপনি অপশনটি দেখতে পাবেন। তাদের ক্ষেত্রে তো এই অপশনটা দেখতে পাওয়া যাবে না তাদেরকে নিচের যে অপশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি সে অপশন গুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে।
এই আর্টিকে আপনাকে সম্পূর্ণভাবে জানিয়ে দেবো, কত রকম ভাবে আপনি নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপ সেন্ড করতে পারবেন ।
আপনি যদি মোবাইল থেকে ব্যবহার করতে চান সে পদ্ধতিটা আপনাকে দেখিয়ে দেব আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্যবহার করতে চান সেটা আপনি কিভাবে করবেন তারও পদ্ধতি এই আর্টিকেল আপনাকে দেখিয়ে দেব । নিচেতে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে।
What is WhatsApp Direct?
যারা অনেকে প্রশ্ন করে ফোন নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন কী ভাবে? তাদের জন্য এই whatsapp Direct খুব ইমপোর্টেন্ট। কারন whatsapp ডাইরেক্ট অনেকেরই দরকার পড়ে ।
কারণ,এর মাধ্যমে আপনি খুব সহজেই নাম্বার না সেভ করে আপনি যেকোনো টেক্সট মেসেজ,ছবি বা লোকেশন এই ধরনের কিছু তথ্য পাঠাতে পারবেন। এছাড়া আপনি যদি কারো সাথে চ্যাট করতে চান সেক্ষেত্রেতে আপনি তার ফোন নাম্বারটা সেভ না করে এক ক্লিকেতে আপনি তার চাটবক্সে ঢুকে যেতে পারবেন সেখান থেকে আপনি চ্যাট করতে পারবেন।
এই সিস্টেম না থাকলে আপনাকে অনেক সময় নাম্বার সেভ করতে হতো তারপর সেই নাম্বার সেভ করা থেকে আপনাকে whatsapp করতে হতো।
এ প্রবলেমের ক্ষেত্রে হতে কি হত না আপনার যে ফোনবুকটা রয়েছে তার একটা ধারণ ক্ষমতা রয়েছে, যে আপনার এতগুলি নাম্বারই আপনার এই ফোন বুকেতে সেভ করে রাখতে পারবেন তারপর আপনি কিন্তু আর অন্য কোন নাম্বার সেভ করতে পারবেন না ।তাদের জন্য এই Direct whatsapp message এই পদ্ধতিটা, খুব ভালো কাজ দেয় এবং উপকারে আসে ।
আরও পড়ুন – Lakhir Bhandar Status Check Online
How to open direct WhatsApp chat? ফোন নম্বর সেভ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন কী ভাবে?
Direct WhatsApp chat open করার জন্য, অনেক রকম পদ্ধতিতে আপনি চ্যাট ওপেন করতে পারবেন। তার মধ্যে whatsapp direct message link আছে এবং এই লিংক পেস্ট করে যদি না আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি যে কোন একটা টুল ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
এই লিঙ্ক কিভাবে ব্যবহার করবেন এবং আর একটা টুলের সাহায্যে আপনি কিভাবে এক ক্লিকের মাধ্যমে যে কোন মোবাইল নাম্বারে সেভ না করে হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন করতে পারবেন তার পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া থাকলো।
1) Whatsapp direct message link Use
আপনি এই হোয়াটসঅ্যাপ ডায়রেক্ট ম্যাসেজ লিংক এর মাধ্যমে যেকোনো ব্রাউজারে এ লেখাটা লিখুন ( https //wa.me/ ) এরপর আপনার কান্ট্রি কোড লিখে তারপর যে মোবাইল নাম্বার আপনি চ্যাট করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে লিখে দিন।
Copy Link – https://wa.me/916200005220
এরপর আপনি যেভাবে যে কোন ব্রাউজারে টেক্সট সার্চ করেন সেভাবে সার্চ করুন, দেখবেন Continue to Chat বাটনটি দেখতে পাবেন এই বাটনে ক্লিক করলেই অটোমেটিক ভাবে whatsapp web ওপেন হয়ে যাবে এবং কিছুক্ষণ ওয়েট করলে আপনি দেখতে পাবেন আপনার ওই মোবাইল নাম্বারে যে হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন হয়ে যাবে ।
সেখান থেকে আপনি যে কোন টেক্সট মেসেজ বা ইমেজ আপনি যেরকম ভাবে whatsapp ব্যবহার করেন সে রকম ভাবে আপনি ব্যবহার করতে পারবেন ওই মোবাইল নাম্বারে ।
যে কোন মোবাইলে বা কম্পিউটারের ক্ষেত্রে আপনি একইভাবে লিংক পেস্ট করে ব্যবহার করতে পারবেন ।
এছাড়া আপনি যদি ভাবেন আমি কোন কপি পেস্ট করব না জাস্ট একটা Direct Whatsapp link on website এই ধরনের কোন একটা ওয়েবসাইট বা Tool Website আমি ব্যবহার করব যেটা এক ক্লিকে অল্প সময়ের মধ্যে একটা চ্যাট অপশান ওপেন করে দিতে পারবে ।
তাহলে বলব আপনি নিচের যে স্টেপগুলো দেওয়া আছে। Mobile এবং PC জন্য সে পদ্ধতিটা অবশ্যই একটু পড়ে দেখে নিন আর নিচে সেট টুল ওয়েবসাইটের লিংকটাও দেওয়া আছে সেখান থেকে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারবেন।
2) How to Whatsapp without saving number on Android
আপনি যদি ভাবেন আমি আমার মোবাইলেতে এক ক্লিকে যেমন হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন হয়ে যায় যে কোন নাম্বারে সেটা আমার মোবাইলেতে নাম্বার সেভ থাকুক আর নাই থাকুক। সে ক্ষেত্রেতে আপনাকে কিন্তু একটা টুল ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
সেখান থেকে আপনি খুব সহজে শুধু নাম্বারটা লিখে তারপর যা ক্লিক করবেন সেই মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপ চ্যাট অপশন ওপেন হয়ে যাবে, আপনি সেখান থেকে যে রকম ভাবে চ্যাট করেন সেরকম ভাবে ব্যবহার করতে পারবেন।
এই টুলটি ব্যবহার করার সময় প্রথমে আপনার কান্ট্রি টা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দিবেন যে নাম্বার আপনি চ্যাট করতে চাইছেন তারপর মেসেজ বক্সে তে HI লিখে বা যে কোন কিছু একটা লিখে অ্যান্ড্রয়েড অ্যাপের যে বাটন্টি রয়েছে সেটাতে ক্লিক করে দিন।
দেখবেন আপনার যে whatsapp অ্যাপটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনি যে নাম্বারটি টাইপ করেছেন তার চাট অপশনটি ওপেন হয়ে যাবে । আপনার ফোনেতে ওই মোবাইল নাম্বারটি সেভ না থাকলেও আপনি হোয়াটসঅ্যাপে এসে চ্যাটটা করতে পারবেন।
টুল ওয়েবসাইটে লিংকটা নিচে দেওয়া রইল
আরও পড়ুন :
- Bangla Shasya Bima Status Check : আপনার নাম বাংলা শস্য বীমা লিস্টে নাম আছে কি না দেখে নিন
- E Shram Card থাকলেই মাসে 3000 টাকা ভাতা দিচ্ছে , অনলাইনে আবেদন করুন
- চালু হচ্ছে বাংলা আবাস যোজনা, সবাই কি পাবে পাকা বাড়ির টাকা | Bangla Awas Yojana
- How to print PVC ration card and Aadhaar card
- Aadhaar Card Update: ফ্রি সার্ভিস কি বন্ধ হতে চলেছে এই মাসে
How to Whatsapp without saving number on pc
আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন বা ল্যাপটপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপ ওয়েব এর মাধ্যমে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ যে চ্যাট ওপেন হয় তার পদ্ধতিটা আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন।
এর জন্য আপনি যদি লিংক না ব্যবহার করতে চান তাহলে নিচে দেওয়া যে টুল ওয়েবসাইটের লিংকটা রয়েছে, এখানে ক্লিক যে ব্রাউজারটি ওপেন হবে সে ব্রাউজারে, প্রথমে আপনি কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিবেন তারপর মোবাইল নাম্বারটা লিখে দিবেন লিখে দেওয়ার পর নিচে যে Whatsapp Web বাটনটি রয়েছে সে বাটনটির উপরে ক্লিক করে দিলে আপনার কাছে হোয়াটসঅ্যাপের একটি পেজ ওপেন হয়ে যাবে।
কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন যে নাম্বারটি টাইপ করেছিলাম সেই নাম্বারের হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন হয়ে গেছে । এখান থেকেআপনি যেরকম ভাবে whatsapp চ্যাট ব্যবহার করেন সে রকম ভাবে ব্যবহার করতে পারেন ।
Direct Whatsapp link on website
How can I use WhatsApp directly?
- লিংকে ক্লিক করে ওয়েবসাইটে ওপেন করে নিন ।
- কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিন ।
- এরপর আপনি যে মোবাইল নাম্বারে তে whatsapp চ্যাট পাঠাতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দিন।
- এরপর আপনি একটা যে কোন টেক্সট মেসেজ Hi বা যে কোন কিছু লিখে দিন ।
- এরপর আপনি যেটাতে ব্যবহার করবেন মোবাইল অ্যাপ হলে মোবাইল অ্যাপ বাটনটি এছাড়া আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করেন সেক্ষেত্রেতে হোয়াটসঅ্যাপ ওয়েব এ বাটনটি ক্লিক করে দিন।
আমি কি আমার নিজের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠাতে পারি?
হ্যাঁ, অবশ্যই আপনি আপনি যেকোনো বার্তা যখন কাউকে শেয়ার করবেন তখন আপনি কিন্তু আপনার নিজের নাম্বারে সেটা করতে পারেন। বা উপরে আপনাকে যেভাবে দেখিয়ে দিলাম সে টুল ওয়েবসাইটটি ব্যবহার করুক আপনি নিজের হোয়াটসঅ্যাপে যে কোনো মেসেজ পাঠাতে পারেন ।
আমি কি পরিচিতি যোগ না করে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে পারি?
আপনি যেকোনো মোবাইল নাম্বারে পরিচিতি যোগ না করে খুব সহজেই যেকোনো বার্তা যে কোন মানুষকে পাঠাতে পারেন তার জন্য তার পরিচিতি আপনার মোবাইলেতে সেভ থাকতে হবে সেরকম কোনো নির্দেশ কথা দেওয়া নেই বা কোথাও বলা নেই ।
Send Whatsapp direct ( FAQ ):
আপনি যখন নিজের মেসেজটি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন তখন আপনার নাম্বারটি দেখাবে আপনি সেই নাম্বারে খুব সহজেই মেসেজটি পাঠিয়ে রাখতে পারেন । এছাড়া নইলে আপনি উপরে দেওয়া টুল ওয়েবসাইটের মাধ্যমে নিজের নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন ।
না, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে গেলে আপনাকে যে কোন একটা নাম্বার ব্যবহার করতে হবে।
হ্যাঁ পাঠানো যায়, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি ব্লক না করা থাকে তাহলে আপনি যে কোন মোবাইল নাম্বারে মেসেজ পাঠাতে পারেন ।
হ্যাঁ অবশ্যই পাঠানো যায়,আমি এই আর্টিকেলে সম্পূর্ণ তথ্য টা দিয়ে রেখেছি কিভাবে আপনি লিংকের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন এবং যেকোনো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর ওয়েবসাইটে গিয়েও মেসেজ পাঠাতে পারবেন। এক ক্লিকের মাধ্যমে।