Duare Sarkar Camp 2024 | আপনার এলাকায় কবে বসবে ? জেনে নিন

Hi , বন্ধুরা এই আর্টিকেলে আপনি জানতে পারবেন Duare Sarkar Camp 2024 কবে হবে। এবং আপনার এলাকায় কবে এই ক্যাম্প গুলি বসবে ? এছাড়া এইবার Duare Sarkar Camp এ কি কি প্রকল্পের নাম যুক্ত হলো সেটা জেনে নিন এই আর্টিকেলে।

Duare Sarkar Camp 2024 . দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে ? জেনে নিন 

রাজ্যের সমস্ত নাগরিকদের কাছে রাজ্যের সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছাতে Duare Sarkar ক্যাম্প চালু করা হলো। 

এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে এবং প্রকল্প সম্পর্কিত সমস্যার সমাধান পেতে আপনাকে সরকারি অফিসে যেতে হতো। 

তারপর ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো সমস্যার সমাধান এর জন্য। 

আবার এতক্ষন দাঁড়িয়ে থাকার পর সেই সমস্যার সমাধান হবে তার কোনো ঠিক ছিলোনা। 

তাই সাধারণ মানুষের এই সমস্যার সমাধান করার কথা মাথায় রেখে দারুন পদক্ষেপ নিয়েছে এই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে মানুষের ঘরে ঘরে প্রায় সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছেন। 

তার ফলে কোনো সরকারি কাজের সমস্যার সমাধান এর জন্য বাংলার মানুষকে সরকারি অফিসের সামনে লাইনে দাঁড়াতে হবে না। 

আপনার বাড়ির সামনে সরকারি অফিস করে দিয়েছেন এই রাজ্য সরকার। 

তাই এই কথা রাখতে সমগ্র রাজ্য জুড়ে ইতিমধ্যে বেশ কয়েকবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গিয়েছে। 

এবারেও একইভাবে ১ এপ্রিল ২০২৩ সাল থেকে ২০ এপ্রিল ২০২৩ সাল পর্যন্ত দুটি দফায় Duare Sorkar Camp অনুষ্ঠিত হবে। 

এই ক্যাম্পের মাধ্যমে সমস্ত রাজ্য সরকারে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 

Duare Sarkar Camp List 2023 Date কিভাবে চেক করবেন 

Duare sarkar camp list Check

এই Duare sarkar camp list 2024 বছরে date চেক করতে হলে

আপনাকে Duare Sarkar Official Website ওপেন করতে হবে। 

তারপর ডানদিকে Find Your Camp এই অপশনটিতে ক্লিক করুন। 

আর একটি পেজ খুলে যাবে, এই পেজেটে আপনার এলাকার ডিটেলস দিতে হবে। 

এই পেজের আপনি প্রথমে District সিলেক্ট করে নিন। 

তারপর আপনার এলাকার Block / Municipality অফিস সেটা সিলেট করে নিন। 

পরের অপশনে আপনার GP/Ward  যেটা আপনার হবে সেট সিলেক্ট করে নিন। 

তারপর আপনি দেখতে পেয়ে যাবেন আপনার এলাকার কাছে যতগুলি দুয়ারে সরকার ক্যাম্প হবে তার সম্পূর্ণ লিস্ট। 

যেকোন থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার সবচেয়ে নিকটবর্তী ক্যাম্প কোনটা হবে।

Duare Sarkar Camp List 2024 Date

Duare Sarkar Camp

এই সালের দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সুবিধা পাওয়া যাবে ?

আপনার এলাকায় যে ক্যাম্প গুলি হবে সেই ক্যাম্প থেকে জাতিগত শংসাপত্র , কন্যশ্রী , রূপশ্রী , লক্ষির ভান্ডার ও বিভিন্ন সরকারি স্কলারশিপ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ আরও অনেক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 

প্রকল্প লিস্ট – Click

এবার নিচে আপনি জেনে নিন এই প্রকল্প গুলির সাথে আর কি কি নতুন প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। 

Duare Sarkar ক্যাম্পে নতুন কি কি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ?

এই বার Duare Sorkar Camp এ আপনি আরও ৪টি নতুন প্রকল্পের সুবিধা পেতে পারেন। 

১) মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প (Medhashree Prakalpa) 

মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে OBC শিক্ষার্থীদের পড়াশুনার জন্য বার্ষিক ৮০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। 

রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে Duare Sarkar Camp এ আবেদন করতে হবে। 

২) প্রতিবন্ধী শংসাপত্র (PH Certificate)

রাজ্যের যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি “প্রতিবন্ধী শংসাপত্রের” এই প্রকল্পের সুবিধা জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। 

৩) স্প্রিংলার সেচের জন্য সরকারি আর্থিক সহায়তা (Sprinkler Irrigation Project)

এই প্রকল্পে আপনি আবেদন করলে আর্থিক সহায়তা করা হবে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা দেয়ার কথা জানানো হয়েছে। 

এই প্রকল্প Sprinkler Irrigation Project এর সুবিধা পাওয়ার জন্য প্রায় ৮৫ হাজার কৃষক আবেদন করেছেন।

৪)  ভবিষ্যত ক্রেডিট কার্ড (Bhavishya Credit Card)

এই Bhavishya Credit Card প্রকল্পের জন্য বাজেটে ৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

রাজ্যের যারা ক্ষুদ্র ও মাঝারি শিল্প কাজের সাথে যুক্ত তাদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করা হয়েছে। 

এই রাজ্যের ২ লক্ষ যুবক-যুবতী যারা ক্ষুদ্র ও মাঝারি শিল্প গঠনের জন্য উদ্যোগ নিচ্ছে, 

সেই সকল যুবক-যুবতীদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ (Loan) দেওয়া হবে। 

আর এই ধরনের ইউনিট স্থাপন হলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 

এই প্রকল্প চলা কালীন রাজ্য সরকার হবে এই ঋণের গ্যারেন্টার। 

এই প্রকল্পের ভর্তুকি সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বলে জানা গেছে।

দুয়ারে সরকার ক্যাম্পে কয়টি স্কিম আছে?

এই কাম্পে আপনি ৩৬ রকম প্রকল্পের কাজ করাতে পারবেন, প্রত্যেক বৎসর কিছু প্রকল্প যুক্ত হয়ে থাকে সরকারের তরফ থেকে আপনি অবশ্যই চেক করে নিবেন নতুন কি প্রকল্প যুক্ত হল এই বৎসর ।

Check Now

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now

আরো পড়ুন 

SC/ST/OBC Certificate Download – https://bangalirtech.com/caste-certificate-download-online/

Child ration card apply online – https://bangalirtech.com/child-ration-card-apply

How to Aadhaar Link with Ration Card – https://bangalirtech.com/aadhaar-link-with-ration-card-online/

Spice Money Axis Bank Account Opening সুবিধা অসুবিধা – https://bangalirtech.com/spice-money-axis-bank-account-opening/