Spice Money Retailer ভাইদের জন্যে ভীষণ সুখবর।
নতুন আপডেট অনুযায়ী যারা রিটেলার তাদের স্পাইস মানি পোর্টাল থেকে Spice Money Axis Bank Account এবং TDS Free Current Account খুলতে পারবেন।
স্পাইস মনির অধিকারীরা তাদের এলাকার গ্রাহকদের দের Axis Bank 0 Balance Account খুলতে পারবেন।
এছাড়া কোনো গ্রাহক যদি কারেন্ট একাউন্ট খুলতে চাই সেটাও স্পাইস মানি প্রোটাল থেকে খুব সহজেই খুলে দিতে পারবেন।
আধার কার্ড, প্যান কার্ড ও ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে একটি অ্যাক্সিস ব্যাংকের একাউন্ট খোলা হয়ে যাবে।
Axis Bank Account ওপেনিং সার্ভিস থেকে যে কোনো স্পাইস মানি অধিকারীরা খুব ভালো কমিশন পেয়ে যাবেন।
তাই এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত স্পাইস মানি অধিকারীরা জানতে পারবেন যে স্পাইস মানি থেকে যে একাউন্ট খোলা যায়
- সেই একাউন্টের নাম কি ?
- এছাড়া সেই একাউন্টের কি কি সুবিধা রয়েছে ?
- এবং কি কি অসুবিধা রয়েছে ?
আপনি মাত্র 10 মিনিটের মধ্যে স্পাইস মানি পোর্টালের মাধ্যমে আপনার স্স্পাইস মানি গ্রহক সেবা কেন্দ্রে আসা কাস্টমারদের Axis Bank 0 Balance Account Open করে দিতে পারবেন।
Spice Money পোর্টাল থেকে যে Zero Balance Savings Account খোলা হয় সেই সেভিংস একাউন্টের নাম Bharat Bachat Savings Account
এবং যে কারেন্ট একাউন্ট খোলা হয় সেই কারেন্ট একাউন্টের নাম Digital Current Account .
Spice Money পোর্টাল থেকে যে Zero Balance Savings Account খোলা যায় তার জন্য আপনাকে ৫০০ টাকা জমা করতে হবে।
গ্রাহকদের সুবিধা
এই একাউন্ট গুলি থেকে আপনি সব রকম সুবিধা পাবেন, যে সব সুবিধা আপনি ব্যাংকে গিয়ে একাউন্ট খুললে পেতেন।
তাই আপনি যদি এই ধরণের কোনো একাউন্ট খুলতে চান তাহলে আপনার এলাকার Spice Money গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে একাউন্ট খুলতে পারবেন।
Spice Money Axis Bank ‘0’ Balance Account Features
Average Balance Requirements:
Metro/Urban Rs 0. Semi-Urban/Ruler Rs 0. এর মানে আপনাকে কোনো রকম Minimum Balance Maintain করতে হবে না।
আপনার একাউন্টে যত টাকা থাকবে সবটা তুলতে পারবেন সম্পূর্ণ Zero Balance Savings Account ।
Cheque Book Free Limit :
1 Multi City Cheque Book Per Year (20 Leaves) Beyond This RS 100 (20 Leaves).
আপনি কতগুলি চেকবুক ফ্রি পাবেন, আপনার যদি বছরে একটি চেক লাগে তাহলে আপনি ২০ পাতার একটি চেকবুক পেয়ে যাবেন ফ্রিতে।
এছাড়া আপনার যদি তার চেয়ে বেশি চেকবুক লাগে তখন আপনাকে পেমেন্ট করতে হবে ১০০ টাকা প্রতি ২০ পাতার চেকবুকের জন্য।
Spice money axis bank account opening commission List
0-20 | Rs 30 Per Account |
21-50 | Rs 45 Per Account |
51> | Rs 60 Per Account |
Debit Card Joining Fee :
Virtual + Physical Card Rs 250 + GST.
আপনি যদি ATM CARD হাতে পেতে চান তাহলে আপনাকে ২৫০ টাকার সাথে GST যোগ করে আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেবে এপ্লাই করার সময় ।
Only Virtual Card Rs 100 .
আপনি যদি Virtual Card চান মানে, অনলাইন কার্ড নিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন
Debit Card Annual Fee:
আপনি যে ATM CARD টি ব্যবহার করবেন তার জন্য আপনাকে প্রত্যেক বছর রিনিউয়াল করার জন্য ১০০ টাকা সাথে সামান্য GST নিয়ে আপনার একাউন্ট থেকে কেটে নিবে।
এই টাকাটা সব ব্যাঙ্কের ATM CARD এর জন্য ব্যাঙ্ক চার্জ নেয়। কোনো ব্যাঙ্ক কম কেউ বেশি। এতে খুবই কম
Duplicate Passbook :
আপনি প্রথমে যে পাসবুকটি ফ্রি পাবেন ব্যাঙ্ক থেকে সেটির যতগুলি পাতা আছে সবগুলি আপডেট করে শেষ হয়ে গেলে তারপর যে পাসবুকটি দেবে ব্যাঙ্ক তার জন্য ১০০ টাকা চার্জ কাটবে।
এছাড়া আপনার হারিয়ে গেলে একই ভাবে চার্জ দিয়ে নতুন পাসবুকটি পেয়ে যাবেন। তার জন্য আপনাকে এলাকার Home Branch এ গিয়ে নিয়ে আসতে হবে।
Axis ATM (No Of Free Transaction):
First 5 Financial Transaction. এর মানে আপনি Axis Bank এর ATM থেকে আপনি ৫ টা ট্রানজেকশন ফ্রি পাবেন।
৫টি ট্রানজেকশন কি কি (টাকা তোলা, টাকা জমা, টাকা ট্রান্সফার এটিএম মেশিন থেকে )
Unlimited For Non Financial Transaction. এর মানে আপনি টাকা তোলা ছাড়াও অনেক কিছু হয়।
সেই গুলি হলো ATM PIN CHANGE , Pin number generate, মোবাইল নাম্বার চেঞ্জ, মিনি স্টেটমেন্ট চেক করা এই সমস্ত কাজ গুলি আপনি Unlimited করতে পারবেন।
এই গুলির জন্য আপনার কোনো চার্জ কাটবে না।
Non Axis ATM (No Of Free Transaction):
এক্ষেত্রে আপনি অন্য ব্যাংকার ATM যদি ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত ট্রানজেকশন করতে পারবেন কিন্তু ৫ বার।
তার বেশি হলে আপনার একাউন্ট থেকে চার্জ কেটে নিবে।কতটাকা সেটা নিচে দেওয়া আছে।
Axis ATM Fees :
Financial / Non Financial Transaction Rs 20 :
ঠিক একই ভাবে আপনি যখন Axis Bank এর atm থেকে বা অন্য কোনো ব্যাঙ্কের ATM থেকে ৫ বার Financial Transaction করে ফেলবেন তখন আপনার ২০ টাকা + GST নিয়ে চার্জ কাটবে প্রতি ট্রানজেকশনে।
Branch Convenience Fee (For Every Unique) Visit :
Rs 10 Per Visit : এর মানে আপনি ব্যাঙ্কের মেন্ ব্রাঞ্চে যতবার ভিজিট করবেন কিছু কাজের জন্য তখন আপনার কাছ থেকে ১০ টাকা চার্জ নেওয়া হবে।
এবার কখন নেবে সেটা ব্যাঙ্কের উপর নির্ভর করছে।
Cash Transactions Limit And Fee :
Monthly First 4 Transactions Or Rs 2 Lakh Whichever Is Earlier. Cash
আপনার এলাকার যে Home Branch রয়েছে সেখান থেকে যদি টাকা তোলা বা জমা করেন, তাহলে আপনি মাসে ৪ বার ট্রানজেকশন করতে পারবেন।
এবং আপনি মাসে জমা তুলে মিলিয়ে 2 Lakh পর্যন্ত করতে পারবেন।
Transactions At Non-Home Branch :
Rs 25000 Per Day. Exceeding Which Rs 5 Or Per Thousand Or Part Thereof Subject To A Minimum Charge Of 150.
এর মানে আপনি Axis Bank এর ব্রাঞ্চে ছাড়া অন্য যে কোনো ব্যাঙ্কে টাকা তুললে পারবেন মাত্র ২৫০০০ টাকা প্রতি দিন।
এবং আপনি সেটি লিমিটের মধ্যে থেকে করতে পারবেন। নইলে চার্জ কেটে নেবে ব্যাঙ্ক।
Cash Transaction Charges Beyond Free Limit :
Rs 5 Per RS 1000 Or Rs 150 Whichever Is Higher.
আপনি যদি উপরের দেওয়া লিমিট গুলি পার করে ফেলেন তাহলে আপনার একাউন্ট থেকে প্রতি ১০০০ টাকার পেছনে ৫ টাকা করে চার্জ পরে যাবে।
এবং সবচেয়ে বেশি ১৫০ টাকা পর্যন্ত চার্জ পড়তে পারে।
Intra Bank Fund Transfer | Free |
RTGS At Branch, RNB, MB | Free (Branch/Online) |
NEFT At Branch, RNB, MB | Free (Branch/Online) |
IMPS Rs1000 | Charge Rs 2.5 Per Transaction. |
IMPS 1000 – 100000 | Charge Rs 5 Per Transaction. |
IMPS 1 Lakh- 2 Lakh | Charge RS 15 Per Transaction. |
Account Closure Charge For Customer Induced Closures :
যদি কোনো কাস্টমার একাউন্ট খোলার পর বন্ধ করতে চান তাহলে আপনাকে কিছু terms and conditions রয়েছে।
Account Closed Charge
যদি কোনো কাস্টমার একাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে একাউন্ট বন্ধ করতে চান তাহলে কোনো টাকা লাগবে না।
এবং যদি কোনো কাস্টমারের একাউন্ট ১৪ দিন পেরিয়ে গেছে কিন্তু ১ বছর হয়নি, সেক্ষেত্রে একাউন্ট বন্ধ করার জন্য ৫০০ টাকা চার্জ লাগবে।
তারপর আপনি একাউন্ট খোলার পর থেকে যদি একাউন্টের বয়স ১ বছর ও তার বেশি হয়ে যায় তাহলে একাউন্ট বন্ধ করার জন্য কোনো চার্জ লাগবে না ফ্রিতে হয়ে যাবে।
আমার সিদ্ধান্ত
তাহলে আপনি দেখতে পেলেন Spice money axis bank account খুললে কি সুবিধা পাবেন এবং কি অসুবিধা হবে।
এবার আপনি যদি কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য কি সুবিধা অসুবিধা হলো সেটা কমেন্ট করে জানান। আমার কাছে মনে হলো Spice money bank account opening সিস্টেম টা খুব সুন্দর এবং সব গ্রাহকদের সুবিধা হবে Account opening এর ক্ষেত্রে।
আরো পড়ুন
- Child ration card apply online – https://bangalirtech.com/child-ration-card-apply
- How to Aadhaar Link with Ration Card – https://bangalirtech.com/aadhaar-link-with-ration-card-online