Duyare Sarkar All Scheme Online Application Status Check 2023
ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বন্ধুদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যে অ্যাপ্লিকেশন গুলি করেছিলেন সে অ্যাপ্লিকেশন গুলির স্ট্যাটাস কিন্তু আপনি এখন অনলাইনে চেক করতে পারবেন।
আপনি অবশ্যই জেনে থাকবেন দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আপডেট অনুযায়ী সাতাশটি প্রকল্পের কাজ হয়।
এবং এই প্রকল্প গুলি এপ্লিকেশন করার পর আপনি টেটাস চেক করতে পারেন না।
এখন থেকে আপনি খুব সহজেই অনলাইনে দুয়ারে সরকারের অফিশিয়াল পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন টেটাস চেক করে ফেলতে পারবেন।
Key Highlights Of Duare Sarkar Camps 2022
Name Of The Scheme | Duare Sarkar Camps |
Launched By | Government Of West Bengal |
Beneficiary | Citizens Of West Benga |
Objective | To Provide Benefits Of Various Government Schemes |
Official Website | https://ds.wb.gov.in/ |
Year | 2022 |
State | West Bengal |
Number Of Schemes | 28 |
Mode Of Application | Offline |
দুয়ারে সরকার প্রকল্পের নাম
নিচে যতগুলো প্রকল্পের নাম দেখতে পাচ্ছেন সব প্রকল্পগুলো কিন্তু আপনি দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিলাপ করা অ্যাপ্লিকেশন করতে পারবেন।
Duare sarkar prokolpo list 2023
- খাদ্য সাথী
- স্বাস্থ্য সাথী
- রুপশ্রী
- লক্ষী ভান্ডার
- কাস্ট সার্টিফিকেট
- শিক্ষাশ্রী
- তপশিলি বন্ধু
- জয় জোহার
- কন্যাশ্রী
- মানবিক
- কৃষক বন্ধু
- ঐক্যশ্রী
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড
- ব্যাংকিং সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এবং লিংক
- আধারের কাজ
- জমির মিউটেশন এবং কারেকশন, রেকর্ড
- বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা
- প্রতিবন্ধী সার্টিফিকেট অ্যাপ্লিকেশন
- মৎস্যজীবী ক্রেডিট কার্ড
- ইলেকট্রিক মিটার নিউ কানেকশন
- কেসিসি (এআরডি)
- কেসিসি (কৃষি)
- কারিগর / ওয়েভার ক্রেডিট কার্ড
- SHG ক্রেডিট লিঙ্কেজ
- কৃষি অবকাঠামো তহবিল – স্বতন্ত্র আবেদনের বিরুদ্ধে প্রাপ্তি, প্রক্রিয়া এবং নিষেধাজ্ঞা জারি
- জেলেদের নিবন্ধন
- পাট্টা জন্য আবেদন
- পুরানো বকেয়া আংশিক মওকুফ
লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক অনলাইনে || Lakhir Bhandar Status Check কিভাবে করবেন
প্রথমে আপনি দুয়ারে সরকার অফিশিয়াল পেজ টি ওপেন করে নিন, তারপর ডান দিকে গেলে দেখতে পাবেন একটি অপশন রয়েছে Check your application status .
এই অপশনে উপরে ক্লিক করুন, তারপর নিচে দেওয়া ছবিটির মতো একটি পেজ ওপেন হয়ে যাবে।
এখন থেকে আপনি চেক করতে পারবেন না।
তার জন্য আপনাকে নিচে দেওয়া লিংকটাকে ক্লিক করতে হবে।
Duare Sarkar Check Application Status
দেখবেন আপনার কাছে ছবিটির মতো একটি পেজ খুলে যাবে।
সেখানে আপনি প্রথমে যে দুয়ারে সরকার প্রকল্পটি স্টাটাস চেক করবেন সেটি সিলেক্ট করে নিন।
মানে আপনি যদি লক্ষী ভান্ডার চেক করতে চান তাহলে সেটি সিলেট করে নিন।
তারপর বামদিকে যে বক্সটি রয়েছে তাতে ওই প্রকল্পটিতে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি লিখে দিন।
এরপর নিচে যে Submit Button টি হরেছে সিটিকে ক্লিক করে দিন।
দেখবেন আপনার ওই রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি Secret OTP আসবে সেই otp বক্সে লিখে দিন। তারপর আবারো Submit Button ক্লিক করে দিন। দেখবেন আপনার কাছে স্টাটাসটি দেখিয়ে দেবে।
আপনার কাছে যদি স্টাটাসে এই ধরণের লেখা আসে তাহলে আপনি জানবেন আপনার স্টেটাসটি কোনো কারণে দেখাচ্ছে না।
No such Mobile Number is Registered !! In case of any issue, please visit your nearest Duare Sarkar Camp. Thank you.
আরো পড়ুন
SC/ST/OBC Certificate Download – https://bangalirtech.com/caste-certificate-download-online/
Child ration card apply online – https://bangalirtech.com/child-ration-card-apply
How to Aadhaar Link with Ration Card – https://bangalirtech.com/aadhaar-link-with-ration-card-online/
Spice Money Axis Bank Account Opening সুবিধা অসুবিধা – https://bangalirtech.com/spice-money-axis-bank-account-opening/